"Edited by canva" |
Hello,
Everyone,
আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কেটেছে।
মাঝখানে একটা সপ্তাহ পার করে আবার উপস্থিত হলাম আপনাদের সাথে গত সপ্তাহের কার্যাবলী সংক্রান্ত সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করার জন্য। হিসেব মতো এটাই আমার এই বছরের অর্থাৎ ২০২৪ সালের শেষ রিপোর্ট। চলুন তাহলে শুরু করি, -
বছর শেষের দিনে আমাদের কমিউনিটির তরফ থেকে একটি হ্যাংআউটের আয়োজন করার কথা ভাবা হয়েছে। তাই কারা কারা সেখানে অংশগ্রহণ করতে ইচ্ছুক সেই বিষয়ে অ্যাডমিন জানতে চেয়েছিলেন আমাদের ডিসকর্ড চ্যানেলে। অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন।
আসলে সকলের উপস্থিতি না থাকলে যে কোনো আয়োজনই যেন সম্পূর্ণতা পায় না। আবার দেখা যায় এই বিশেষ দিনগুলোকে ঘিরে সকলেরই ব্যক্তিগত জীবনের কিছু প্ল্যানিং থাকে। যাইহোক সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করবো পরিবারের সকলে মিলে একত্রিতভাবে বছরের শেষ দিন উদযাপন করার।
"কমিউনিটিতে চলমান কনটেস্ট" |
প্রতি সপ্তাহে আমাদের কমিউনিটিতে একটি সপ্তাহে কনটেস্টের আয়োজন করা হয়। যার মধ্যে দুটি কনটেস্ট আয়োজন করা হয় কমিউনিটির তরফ থেকে এবং অন্য দুটি আয়োজন করেন আমাদের অ্যাডমিন ম্যাম। প্রত্যেকটির বিষয়বস্তু একটির থেকে অপরটি ভিন্ন হয়। এই সপ্তাহের বিষয়বস্তু আমাদের প্রাত্যহিক জীবনের সাথে জড়িত কিছু অভ্যাস সংক্রান্ত।
কোন কোন অভ্যাস গুলিকে রপ্ত করলে আমাদের নতুন বছর একেবারে নতুন ভাবে শুরু হতে পারে, সেই বিষয়ে সকলের ব্যক্তিগত মতামত এই সপ্তাহের কনটেস্টের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে। ইতিমধ্যে অনেকেই অংশগ্রহণ করেছেন, তবে যারা এখনো অংশগ্রহণ করেননি, অবশ্যই অংশগ্রহণ করুন। অংশগ্রহণ করার জন্য লিঙ্কটি আমি নিচে শেয়ার করলাম।
কমিউনিটি কনটেস্ট
"অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী" |
অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের কনটেস্ট গত সপ্তাহের শেষ হয়েছে। যার বিষয়বস্তু হিসেবে অ্যাডমিন ম্যাম বেছে নিয়েছিলেন জ্যোতিষ শাস্ত্র ও সংখ্যা তত্ত্বকে। এই বিষয়ে প্রত্যেকেই নিজেদের মতামত অংশগ্রহণের মাধ্যমে শেয়ার করেছেন। তাদের থেকে যারা সবথেকে ভালো লিখেছেন, তাদেরকে উইনার নির্বাচন করে অ্যাডমিন ম্যাম উইনার অ্যানাউন্সমেন্ট পোস্ট করেছেন। আর প্রতি সপ্তাহের মতনই অংশগ্রহণকারী বাকি সকল সদস্যের ডিটেইলস আমি অ্যাডমিন ম্যামকে মেইল করে পাঠিয়েছিলাম।
Winners announcement Post
"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট" |
সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আমি প্রতি সপ্তাহে শেয়ার করি। গত সপ্তাহেও তার অন্যথা হয়নি। তবে এ কথা সত্যি যে এনগেজমেন্ট এর সংখ্যা পূর্বের তুলনায় অনেকটা কমেছে। তাই সকলকে অনুরোধ করবো নতুন বছরে, নতুন উদ্যমে আরও একবার পূর্বের মতো নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধি করুন। কারণ এই প্লাটফর্মে এনগেজমেন্টের আলাদা গুরুত্ব রয়েছে। যাই হোক গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টের লিংকটি আমি নিচে দিলাম, সকলে অবশ্যই একবার পড়বেন এবং সেই মত নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন।
এনগেজমেন্ট রিপোর্ট
"বুমিং সংক্রান্ত কার্যাবলী" |
বুমিং সংক্রান্ত কার্যাবলী সাপ্তাহিক নয়, প্রতিদিনের একটি দায়িত্ব। যেটা সমস্ত রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পালন করার আমি সর্বোচ্চ চেষ্টা করে থাকি।।আপনারা হয়তো বিভিন্ন সময়ে আমার বিভিন্ন পোস্টে দেখে থাকবেন। বাড়ির বাইরে থেকেও বুমিং এর কাজটি আমাকে করতে হয়। যাই হোক পরিস্থিতি যেমনই হোক না কেন দায়িত্ব পালন করার চেষ্টা সব সময় করা উচিত এবং আগামীতেও আমার দিক থেকে এই চেষ্টা অব্যাহত থাকবে।
গত সপ্তাহে ভেরিফিকেশনের ক্ষেত্রে সময়ের বেশ কিছু হেরফের হয়েছিলো। ফলতো প্রতিদিন সমান পরিমাণ ভেরিফিকেশন করা সম্ভব হয়নি। তবুও আমি কোন কোন দিন কতগুলো পোস্ট ভেরিফাই করেছিলাম, তার ডিটেলস আমি নিয়েছি শেয়ার করছি। ভেরিফিকেশন দেখতে হয়ত সহজ লাগে কিন্তু কাজটা অনেকখানি দায়িত্বের। তাই সচেতনতার সাথে সেই কাজটা করাটাই সব থেকে বেশি প্রয়োজনীয়।
ভেরিফিকেশনের তারিখ | ভেরিফাইড পোস্ট সংখ্যা |
20/12/2024 | 2 |
21/12/2924 | 2 |
22/12/2024 | 8 |
23/12/2024 | 4 |
24/12/2024 | 16 |
25/12/2024 | 7 |
26/12/2024 | 4 |
"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী" |
এই কথা আমি বহুবার বলেছি কমিউনিটির শুরু থেকে আমি এই কমিউনিটির একজন সদস্য এবং একটিভ সদস্য হিসেবে প্রতিদিন নিজের লেখা একটি পোস্ট কমিউনিটিতে শেয়ার করা আমার দায়িত্ব।।আর অন্যান্য সকল দায়িতের মতন এই দায়িত্বটি পালনের চেষ্টা আমি করি। তাই গত সপ্তাহে কি কি পোস্ট আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেগুলো নিচে সংক্ষিপ্তাকারে আবার শেয়ার করছি, -
আর কয়েক দিনের মধ্যেই ইংরেজি বছর শেষ হয়ে নতুন বছর শুরু হবে, তাই এই রিপোর্টের মাধ্যমে আপনাদের সকলকে আগাম নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। এই সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন মানেই গত সপ্তাহে সকল কার্যাবলের ওপরে একবার দৃষ্টিপাত করা। পাশাপাশি আপনাদের কাছে ও সমস্ত কার্যাবলী একটি ধারণা দেওয়া, যাতে আপনারাও বুঝতে পারেন একটা কমিউনিটি চালনা করতে গেলে বেশ কিছু মানুষের সাহায্য প্রয়োজন হয়। তবেই একটা কমিউনিটিকে সুষ্ঠুভাবে চালিত করা যায়।
তবে কমিউনিটির প্রধান হচ্ছেন আপনারা অর্থাৎ যারা এখানে লেখেন। কারণ আপনাদের পোস্ট না থাকলে আমাদের আর কোনো কাজ আছে বলে মনে হয় না। তাই কমিউনিটির তরফ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, যারা শুরুর থেকে কমিউনিটির সঙ্গে যুক্ত রয়েছেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটি খুব ভালো কাটুক আপনাদের।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি অসাধারণ লাগল, আপু।এত গুছিয়ে এবং বিস্তারিতভাবে সাপ্তাহিক কার্যাবলীর রিপোর্ট উপস্থাপন করেছেন, যা পড়তে খুব ভালো লেগেছে।
আপনার দায়িত্বশীলতা এবং কমিউনিটির প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। নতুন বছরের পরিকল্পনা এবং কনটেস্টের আয়োজন নিয়ে জানতেও ভালো লাগল।
আশা করছি, আগামীতেও আপনার কাছ থেকে এমন সুন্দর এবং তথ্যবহুল পোস্ট পড়ার সুযোগ পাব। নতুন বছরের জন্য আপনাকে এবং কমিউনিটির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর করে সাজিয়ে সাপ্তাহিক কার্যক্রম গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং এটি ঠিক বলেছেন এই প্লাটফর্মে এনগেজমেন্টের আলাদা গুরুত্ব রয়েছে ।তাই আমাদের উচিত এনগেজমেন্ট বৃদ্ধি করা। নিজের এনগেজমেন্ট অনেক কর আছে অবশ্যই চেষ্টা করবো এংগেজমেন্ট বৃদ্ধি করার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit