|
---|
Hello,
Everyone,
আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি বেশ ভালো কেটেছে। তবে দুঃখের বিষয় আমার দিনটা আজ খুবই খারাপ কেটেছে, বিশেষ করে দিনের শেষ ভাগ।
তবে কারণটা আজ আর এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ আজ আমার সপ্তাহিক রিপোর্ট উপস্থাপনের দিন। তাই শারীরিক ও মানসিক ভাবে অনেক ক্লান্ত থাকা সত্ত্বেও পোস্ট লিখতে বসলাম।
অ্যাডমিন ম্যামের একটি কথা খুব মনে পড়লো, আজ আমার পরিস্থিতি যেমন আছে, তাতে হয়তো একটু কষ্ট করলেই আমি আজকের পোস্টটা শেয়ার করতে পারবো। তবে জানিনা আগামীকাল আরও কি কঠিন পরিস্থিতি আমার জন্য অপেক্ষা করছে।
তাই আগামীকালের উপরে ভরসা না করে, আজকেই যতটা সম্ভব নিজের কাজ শেষ করা শ্রেয়। বলতে পারেন সেই কথা মেনেই এখন এই পোস্ট লিখতে বসলাম। যাইহোক চলুন তাহলে সংক্ষিপ্ত আকারে শেয়ার করি গত সপ্তাহে কমিউনিটির কোন কোন দায়িত্ব আমি পালন করেছিলাম, -
|
---|
গত সপ্তাহের রিপোর্টে আমি আপনাদেরকে জানিয়েছিলাম অন্যান্য অনেক সপ্তাহের তুলনায় সেই সপ্তাহে বেশি সংখ্যক ইউজার টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত ছিলেন। তবে মাঝখানে একটাও সপ্তাহ পার হতে না হতেই, গত সপ্তাহের ক্লাসে ইউজারের সংখ্যা কমে গিয়েছিলো। হাতেগোনা মাত্র কয়েকজন ইউজার টিউটোরিয়াল ক্লাসে যোগ দিয়েছিলেন।
তবে সেদিন ডিসকর্ডে কোনো কারণে খুবই সমস্যা হচ্ছিলো। আর সেই কারণে মাঝেমধ্যে কথা শোনা যাচ্ছিল না এবং ডিসকর্ড থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলো অনেকে। এমনকি আমি নিজেও।
তবুও এই সমস্যাগুলোকে অতিক্রম করে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার মাধ্যমে, গত সপ্তাহে টিউটোরিয়াল ক্লাস শেষ হয়েছিলো।
|
---|
এই মুহূর্তে আমাদের কমিউনিটিতে অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের কনটেস্ট চলছে। আশা করছি অনেকেই ইতিমধ্যে সেই কনটেস্টের বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন। সত্যি বলতে এই সপ্তাহের বিষয়টি অনেক বেশি আকর্ষণীয় এবং আমাদের জীবন যাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
সিনেমা দেখতে আমরা সকলেই খুব ভালোবাসি। একটা সময় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজাই ছিল আলাদা। তবে আজকাল অনেকেই ঘরে বসে সিনেমা দেখতে পছন্দ করেন। কার কিভাবে সিনেমা দেখতে ভালো লাগে, সেই বিষয়ে নিজস্ব মতামত এই সপ্তাহের কনটেস্টের বিষয়বস্তু।
আমি তো অবশ্যই অংশগ্রহণ করবো। আশা করি আমার পাশাপাশি আপনারাও সকলেই কনটেস্টে অংশগ্রহণ করে, নিজেদের ভালো লাগার কথা সকলের সাথে শেয়ার করবেন।
|
---|
গত সপ্তাহে আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কনটেস্ট শেষ হয়েছে। বিষয়বস্তু হিসেবে অ্যাডমিন ম্যাম বেছে নিয়েছিলেন বিভিন্ন স্বাদের খাবারকে। টক,ঝাল, মিষ্টি এই তিনটি স্বাদের মধ্যে থেকে কোন খাবারটি ব্যক্তিগতভাবে আমাদের পছন্দ, সেই সম্পর্কে নিজস্ব মতামত শেয়ার করা ছিল এই কনটেস্টের বিষয়বস্তু।
যদিও যতজন ইউজারের অংশগ্রহণ আশা করেছিলাম ততজন ইউজার অংশগ্রহণ করেনি। তবে যারাই অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ। অন্যান্য সপ্তাহের মতন গত সপ্তাহে ওই কনটেস্টে অংশগ্রহণকারী সকল ইউজারের ডিটেলস বের করে, সেগুলো মেইলের মাধ্যমে অ্যাডমিন ম্যামকে পাঠানোর দায়িত্ব আমি পালন করেছিলাম। তবে উইনার বেছে নেওয়ার ক্ষেত্রে, বরাবরের মতন অ্যাডমিন ম্যামের সিদ্ধান্তই চূড়ান্ত ছিলো।
|
---|
সত্যি কথা বলতে যত দিন যাচ্ছে এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করার ইচ্ছা যেন কমতে শুরু করেছে। কারণ কোনো একটি সপ্তাহে, সকলের কার্যক্রম কিছুটা উন্নত হলেও, পরবর্তী সপ্তাহে সকলের কার্যক্রম দেখলে বেশ খারাপ লাগে। অথচ একটা সময় আমাদের কমিউনিটি এনগেজমেন্টের শীর্ষে থাকতো, শুধুমাত্র আপনাদের সকল কাজের জন্য।
কিন্তু দিন দিন যেন সেই কাজের স্পৃহা যেন আপনারা হারিয়ে ফেলেছেন। যদিও তার প্রকৃত কারণ আপনারাও বোধহয় বলতে পারবেন না। যাইহোক আমি আমার দায়িত্বটি গত সপ্তাহেও পালন করেছি, অন্যান্য সকল এক্টিভ ইউজারের কার্যক্রম সংক্রান্ত সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপনের মাধ্যমে। যারা এখনো এই সপ্তাহের এণগেজমেন্ট রিপোর্ট পড়েননি, তাদের জন্য লিংকটি আরো একবার নিচে দিলাম।
|
---|
বুমিং সংক্রান্ত কার্যাবলী আমি প্রতিদিনই করে থাকি। এমনকি আজও চেষ্টা করেছি, দায়িত্বটি পালন করার। তবে আমাদের কমিউনিটিতে উন্নত মানের লেখা দিন দিন হারিয়ে যেতে বসেছে। তাই সকলকে বলবো আপনাদের নিজেদের লেখা পোস্টের দিকে একটু নজর দেবেন।
চেষ্টা করবেন নিজেদের লেখাটাকে একটু উন্নত করতে, ছবির মাধ্যমে পোস্টটাকে একটু সাজাতে, যাতে করে পোস্টটা দেখলে সেটাকে বুমিং সাপোর্ট দেওয়ার উপযুক্ত মনে হয়। কারণ যদি কোনো লেখাকে সাপোর্ট করা হয়, তাহলে যাতে সাপোর্টের মূল্যায়ন সঠিকভাবে করা হয়, ইউজার হিসেবে এটা দেখাও আমাদের সকলের দায়িত্ব।
|
---|
হয়তো অন্যান্য মডারেটরদের মতন সঠিক নিয়ম মেনে আমি প্রতিদিন ভেরিফাই করি না। কিন্তু তার মানে এটা নয় যে একদমই ভেরিফিকেশন করছি না। মাঝেমধ্যে কিছু পোস্ট আমি নিজেও ভেরিফাই করি।
ভেরিফিকেশন করতে আমার বরাবরই ভালো লাগে। কারণ আমার মনে হয় ভেরিফিকেশন করতে গেলে প্রত্যেকটি পোস্টকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার সুযোগ হয়। আর পড়াটা যদি সঠিকভাবে হয় কেবলমাত্র তখনই আপনি সুন্দরভাবে একটি মন্তব্য শেয়ার করতে পারবেন। তাই আমি চেষ্টা করি সংখ্যায় কম হলেও একটি পোস্টকে খুব ভালোভাবে পড়ে তারপর ভেরিফাই করার।
|
---|
অনেকেরই মনে হতে পারে আমি হয়তো সকলকে এনগেজমেন্টের কথা বলি, তবে আমার নামের পাশে এনগেজমেন্টের সংখ্যা আশানুরূপ থাকে না। একথা আমি অস্বীকার করছি না। তবে কমিউনিটির অন্যান্য সকল কার্যাবলী সামলে, হয়তো কমেন্টটা খুব বেশি করা হয়ে ওঠে না। তবে কমবেশি সকলের পোস্ট দেখা হয়। যাইহোক গত সপ্তাহে আমি নিজে আপনাদের সাথে কি কি পোস্ট শেয়ার করেছিলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক-
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
01. | 13-09-2024 | "The weekly job I concluded being a Co-Admin" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
02. | 14-09-2024 | "STYLE ME WITH (SHAREE)." |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
03. | 15-09-2024 | Better life with steem-The Diary Game-14th September, 2024-বৃষ্টিমুখর একটি দিন |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
04. | 16-09-2024 | Incredible India monthly contest of September#1-My choice of food! |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
05. | 17-09-2024 | "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
06. | 18-09-2024 | "কিছু কিছু মৃত্যু সত্যিই সুখের হয়" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
07. | 19-09-2024 | Better life with steem-The Diary Game-17th September, 2024 |
|
---|
এই সপ্তাহের সাপ্তাহিক কার্যাবলীর সংক্রান্ত রিপোর্টটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনারা প্রত্যেকে আমার এই পোস্টটি পড়বেন এবং নিজস্ব মতামত মন্তব্যের মাধ্যমে শেয়ার করবেন।
এই মুহূর্তে এতটাই ক্লান্ত লাগছে যে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। তাও মাথায় ওই একটা কথা ঘুরছিলো- হয়তো আগামীকাল আরও খারাপ কিছু নিয়ে আসবে। শুধুমাত্র এই কারণে পোস্ট লেখাটা শেষ করতে পারলাম।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমিউনিটির পাশে থাকার জন্য। চেষ্টা করবেন যাতে আগামী দিনগুলো এইভাবে কমিউনিটির সাথে থাকতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। শুভরাত্রি।
আপনার দিনের শেষ ভাগটা খুব বাজে ভাবে কেটেছে, ব্যক্তিগত সমস্যা থাকার পরেও আপনি এই সপ্তাহের সকল কার্যাবলী গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, আপনি ঠিক বলেছেন, আগামীকালের অপেক্ষা না করে আজকের কাজ আজকেই করার প্রয়োজন, আমাদের সম্মানিত এডমিন ম্যামের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে পুরো সপ্তাহের কার্যাবলী আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit