|
---|
Hello,
Everyone,
কেমন আছেন আপনারা সকলে?
আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের দিনটি খুব সুন্দর ভাবে শুরু হয়েছে।
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে গতকাল থেকেই আকাশের মুখ ভার। গতকাল ছিটেফোঁটা বৃষ্টি হলেও, আজ সকাল থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে।
যাইহোক আজ আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি আমার সপ্তাহিক রিপোর্ট। যার মাধ্যমে গত সপ্তাহে কমিউনিটিতে সকল কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ আমি উপস্থাপন করবো, যেমনৈ প্রতি সপ্তাহেই আমি করে থাকি।
|
---|
গত সপ্তাহে সেই অর্থে টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়নি ঠিকই, তবে কিছু বিষয়ে কথা বলার জন্যে আমরা গত সপ্তাহে বেশ কয়েকবার ডিসকর্ড একত্রিত হয়েছিলাম। আর সেই সময় অ্যাডমিন ম্যামের উপস্থিতিতে, কমিউনিটি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সকলের সাথে।
তবে আশাকরছি চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে, অবশ্যই একটি টিউটোরিয়াল ক্লাস বা হ্যাংআউটের আয়োজন করা হবে, যাতে করে সকলের সাথে মিলিতভাবে একটা সুন্দর সন্ধ্যা আমরা কাটাতে পারি।
|
---|
ইতিমধ্যে কমিউনিটির একটি কনটেস্ট শেষ হয়েছে, যেটা আমাদের শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যাম আয়োজন করেছিলেন। অন্যদিকে কমিউনিটি কর্তৃক আয়োজিত অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের প্রতিযোগিতার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে।
সত্যি বলতে অনেক দিন বাদে সদ্য শেষ হওয়া কন্টেস্টে অনেকের অংশগ্রহণ দেখে খুব ভালো লেগেছে। তাই আশা করছি এই চলতি সপ্তাহের কনটেস্টেও অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। যারা এখনও পর্যন্ত কন্টেস্টের বিষয়বস্তু পড়েননি, তাদের জন্য কনটেস্টের লিংকটি আমি নিচে দিলাম। যাতে সকলে পোস্টটি ভালোভাবে পড়ে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারেন।
|
---|
সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্টটি আমি প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে উপস্থাপন করি। তবে গত সপ্তাহে এনগেজমেন্ট রিপোর্টে সকলের কার্যক্রম বেশ কিছুটা নিম্নমুখী ছিলো। আসলে পূর্বের মতন কমেন্ট করা হোক বা নিয়মিতভাবে পোস্ট করা হোক, হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া কারোর মধ্যেই তেমন ভাবে চোখে পড়ে না। তবে সকলকে অনুরোধ করবো আরও একবার মিলিতভাবে এই এনগেজমেন্টে অংশগ্রহণ করে, কমিউনিটিকে ভালো জায়গায় পৌঁছাতে সকলেই এগিয়ে আসবেন।
|
---|
যেমনটা আপনারা সকলেই জানেন বুমিং সংক্রান্ত দায়িত্বটি প্রত্যেক দিনের একটি দায়িত্ব, যেটা পালন করার সর্বোচ্চ চেষ্টা আমি প্রতিদিন করে থাকি। যারা সকল নিয়মাবলী মেনে নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমন ভাবেই আপনারা আগামী দিনের কাজগুলো করবেন এই আশা রাখি, আর আমিও চেষ্টা করবো সঠিক ভাবে বুমিং সংক্রান্ত দায়িত্বটি সপ্তাহের প্রতিদিন পালন করার।
|
---|
এর আগে আমি আপনাদের হয়তো অনেকবার বলেছি, পোস্ট ভেরিফিকেশন করতে ব্যক্তিগতভাবে আমি বেশ পছন্দ করি। কারণ প্রতিটি মানুষ নিজের চিন্তা ভাবনার জায়গা থেকে, নিজেদের লেখা আমাদের মধ্যে শেয়ার করেন। অনেকে তার দিন যাপনের গল্প শেয়ার করেন। কেউ কেউ আবার রান্নার বিভিন্ন রেসিপি শেয়ার করেন। তাই ভিন্ন ধর্মী পোস্ট গুলো পড়ে সেগুলো সম্পর্কে মন্তব্য করতে পারা, আমার বেশ পছন্দের একটি কাজ। এই সপ্তাহেও আমি বেশ কিছু পোস্ট ভেরিফাই করেছি।
|
---|
আজ হয়তো এই মুহূর্তে আমি কমিউনিটির কোনো একটি পদে আছি, তবে আমি এখনও নিজেকে এই কমিউনিটির একজন সদস্য হিসেবেই মানি। তাই এক্টিভ সদস্যের মতন প্রতিদিন কমিউনিটিতে নিজের লেখা শেয়ার করাটা আমি আমার দায়িত্ব বলে মনে করি এবং চেষ্টা করি যাতে প্রতিদিন আমি আমার এই দায়িত্বটি পালন করতে পারি। দেখে নেওয়া যাক গত সপ্তাহে আমি কি কি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
01. | 18-19-2024 | "The weekly job I concluded being a Co-Admin" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
02. | 19-10-2024 | "কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন -শেষ পর্ব" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
03. | 20-010-2024 | "অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে যাওয়া দুর্ঘটনা" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
04. | 21-10-2024 | Better life with steem-The Diary Game-20th October, 2024 |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
05. | 22-10-2024 | "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
06. | 23-10-2024 | "শূন্যতায় ভরা দিনের কিছু অনুভূতি- মায়ের মৃত্যুবার্ষিকী" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
07. | 24-10-2024 | "আলো আধাঁরির জীবনে কিছু ভালো মুহুর্ত" |
|
---|
এই ছিলো আমার গত সপ্তাহের কার্যাবলী। এছাড়াও যেমনটা আপনারা জানেন, বিভিন্ন ইউজারদের সাথে কথা বলার জন্য আমাকে ডিসকর্ডে সময় দিতে হয়, কারণ সেটাও কমিউনিটির প্রতি আমার একটি দায়িত্বের মধ্যেই পড়ে।
ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যা কাটিয়ে চেষ্টা করি কমিউনিটি দায়িত্ব গুলো প্রতিদিন সঠিকভাবে পালন করার। কিন্তু কখনো কখনো হয়তোবা কিছু ক্ষেত্রে একটু পিছিয়ে পড়ি, তবে কমিউনিটির উন্নতিকরণে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি এবং আগামীতেও করবো।
আপনারাও সকলে কমিউনিটির পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখেই আজ এই সাপ্তাহিক রিপোর্ট আমি এখানে শেষ করলাম। আগামী সপ্তাহে আবার একটি নতুন রিপোর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।