"The weekly job I concluded being a Co-Admin"

in hive-120823 •  5 months ago 
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...ErMLT2CG2sRZGvGmQpAahQmkVvZRPczWrMsWeHmiC9PPeyoh4WbuRJePE5kkGEJLM6DubSvr4kctVApLChwkyKzAvNnWpgmZyuKThNVYNzyVhcRP3ZW7gePUsg.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি বেশ ভালো কেটেছে।

সাংসারিক কাজের ব্যস্ততা, কমিউনিটির বিভিন্ন দায়িত্ব, তার মাঝখান থেকে একদিনের জন্য বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া, সবকিছুর মধ্যে দিয়ে একটা সপ্তাহ কোথা দিয়ে পার করলাম, যেন বুঝতেই পারলাম না।

যাইহোক প্রতি সপ্তাহের ন্যায় একটি সপ্তাহ শেষে, আবার পুনরায় হাজির হলাম আপনাদের সাথে কমিউনিটিতে আমার সাপ্তাহিক কার্যক্রম সংক্রান্ত রিপোর্ট উপস্থাপন করার জন্য। চলুন তাহলে শুরু করি, -

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক হ্যাংআউট"

IMG_20240906_001933.jpg

গত সপ্তাহটি ছিল আমাদের সাপ্তাহিক হ্যাংআউটের সপ্তাহ। যেখানে কমিউনিটির সকল ইউজারদের সাথে হাসি আনন্দের মধ্যে দিয়ে একটি সুন্দর সময় অতিক্রম করার সুযোগ আমরা পেয়ে থাকি।

যথাসময়ে আমরা হ্যাংআউট শুরু করেছিলাম ঠিকই, কিন্তু অনিবার্য কারণবশত অ্যাডমিন ম্যামকে হ্যাংআউটের মাঝখান থেকে বিদায় নিতে হয়েছিলো। বলতো আমরা বাকিরা মিলেই এইদিনের হ্যাংআউটটা উপভোগ করেছিলাম।

তবে সত্যি কথা বলতে, সকলে কমবেশি উপস্থিত থাকলেও অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চান না, এটা আসলেই অনেক বেশি অস্বস্তিকর। কারণ কাউকে বারবার অনুরোধ করতে নিজেরও বেশ খারাপই লাগে। তবে যতজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন, তাদের মাধ্যমেই আমরা একটা সুন্দর সময় কাটিয়েছিলাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1REqbJ6KXJzx2boJR8tjbjB5quCRee2EmQ4RrkLk8rShALKddbuAFdgsGBxuYeBPUiAR8jHgNeUZJkFZg.png

আপনারা প্রত্যেকেই জানেন, প্রতিমাসে আমাদের কমিউনিটিতে কমিউনিটি কর্তৃক ও অ্যাডমিন ম্যাম কর্তৃক দুটি করে, সর্বমোট চারটি কনটেস্টের আয়োজন করা হয়। যেখানে প্রতিটি কনটেস্টের বিষয়বস্তু অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে।

এই মুহূর্তে কমিউনিটিতে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের কনটেস্ট চলছে, যেটি আমাদের অ্যাডমিন ম্যাম আয়োজন করেছেন। যেখানে বিষয়বস্তু হিসেবে তিনি আমাদের কিছু স্বভাব বেছে নিয়েছেন।

ব্যক্তি বিশেষে আমরা সকলেই ভিন্ন, তাই সকলের মধ্যে আলাদা আলাদা কিছু বিচিত্র স্বভাব থাকবে এটা খুব স্বাভাবিক। সেগুলিকে আপনারা সকলেই কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে বাকিদের সাথে শেয়ার করতে পারেন।

এই কনটেস্টে অংশগ্রহণের শেষ দিন আগামীকাল। তাই অনুরোধ করবো এখনও পর্যন্ত যারা অংশগ্রহণ করেননি, তারা অতি অবশ্যই অংশগ্রহণ করবেন। আপনাদের সুবিধার্থে কনটেস্টের লিংকটি আমি আরু একবার নিচে দিয়ে দিলাম।

অ্যাডমিন কর্তৃক আয়োজিত কনটেস্ট

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png

গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট, তার আগের সপ্তাহ থেকে তুলনামূলক ভাবে ভালো হলেও, তা কিন্তু পূর্বের মতো ততটাও আশানুরূপ হয়নি। বেশ কিছু ইউজারের শুধু কমেন্ট নয়, পোস্টের সংখ্যাও এতটাই কম যে, সেটা কমিউনিটির জন্যই লজ্জাজনক।

এমন নয় যে পূর্বে তারা কেউই ভালো পারফরমেন্স করেননি, বরং ঠিক উল্টোটা পূর্বে সকলে খুব ভালো কাজ করতেন।তবে ইদানিং কেমন যেন সকলেই নিজেদের কাজটি সঠিক ভাবে করছেন না। তবে যারা করছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাইবো এবং অনুরোধ করবো আরও ভালোভাবে কাজ করার জন্য।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG-20240902-WA0001.jpg

এটি সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবগত যে, বুমিং সংক্রান্ত কাজটি আমার প্রতিদিনের দায়িত্ব। প্রসঙ্গত জানিয়ে রাখি কমিউনিটিতে বুমিং সাপোর্ট যাতে অব্যাহত থাকে, সেই দায়িত্বটা যতখানি আমার, ঠিক ততখানিই কমিউনিটির কর্মরত সকল ইউজারদের।

কারণ কমিউনিটিতে যদি নিয়মিত এই ইউজাররা পোস্ট না করেন, তাহলে ইউজারদের বুমিং সাপোর্ট দেওয়া একেবারেই অসম্ভব। তাই যদি আপনারা নিয়ম মেনে কাজ করেন, তাহলে আমিও সঠিকভাবে এই দায়িত্বটি পালন করতে পারি।

তাই আসুন সকলে নিজের নিজের দায়িত্ব পালন করার মাধ্যমে, এই কমিউনিটিতে বুমিং সাপোর্টটি অব্যাহত রাখার চেষ্টা করে, কমিউনিটিকে এগিয়ে যেতে সাহায্য করি এবং একে অপরের প্রতি সাহায্য হাত বাড়িয়ে দিই।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20240906_001607.jpg

নিয়ম মেনে না হলেও, মাঝে মধ্যে কিছু পোস্ট অবশ্যই ভেরিফাই করার সুযোগ হয়। কনটেস্ট পোস্ট ভেরিফাই করার একটা আলাদাই আগ্রহ থাকে আমার।

কারণ সেখানে একই বিষয় নিয়ে লেখা, বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত সম্পর্কে জানার সুযোগ হয়। এই সপ্তাহেও আমি কয়েকটি পোস্ট ভেরিফাই করেছি এবং তার মধ্যে একটা কনটেস্ট পোস্ট ছিল যেটা পড়তে এবং ভেরিফাই করতে আমার বেশ ভালো লেগেছে।

পাশাপাশি আমাদের কমিউনিটির এমন অনেকেই রয়েছেন যারা ফটোগ্রাফি এতো সুন্দর করেন যে, সেগুলো দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। গত সপ্তাহে এমনই একটি ফটোগ্রাফি পোস্ট ভেরিফাই করার সুযোগও আমার হয়েছে।

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

কমিউনিটির কো- অ্যাডমিন হিসেবে আদেও কতখানি দায়িত্ব পালন করতে পারি, সেটি সম্পর্কে আমি আত্মবিশ্বাসী না হলেও, একজন ইউজার হিসেবে কমিউনিটির প্রতি আমি আমার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।

সপ্তাহে প্রতিদিন হাজার কাজের ব্যস্ততার মাঝেও পোস্ট শেয়ার করার চেষ্টা আমি করি। গত সপ্তাহে কি কি পোস্ট শেয়ার করেছিলাম, তার সংক্ষিপ্ত বিবরণ নিচে দিলাম-

No.DateTitleThumbnail
01.29-08-2024Incredible India monthly contest of August #2-My opinion about community system!Kz4AvTzHkfLrTgk4jBHoYcXpJf47BZhfNN6eSM2MkqQuH6PayKpBmFcZf8Ypt7EWuX8UkyT2iyqzA53B58ymZbmXtMdB3HzDf73ia7KxUA1GM1uBwpYumvsPpoQrbAepur61DJeQccBnDJmqrWpSMtUGygu8JUi8wKGN4UE7b4bT173MEwCjuzFypzzamyfAxaeAhpmENGipeRQJa.png
No.DateTitleThumbnail
02.30-08-2024"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...ErMLT2CG2sRZGvGmQpAahQmkVvZRPczWrMsWeHmiC9PPeyoh4WbuRJePE5kkGEJLM6DubSvr4kctVApLChwkyKzAvNnWpgmZyuKThNVYNzyVhcRP3ZW7gePUsg.png
No.DateTitleThumbnail
03.01-09-2024 Travel diary (Mayapur-part-1) - 31th August,2024 JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yuhTpXUc6p9Jo9CssiMbKvcJKr8Roo9iiEmkP1eg1i4bsBRuP6XDzaCqeWdCczHZF3h4NyGybESXDF5fr87mHosR58L4v.jpeg
No.DateTitleThumbnail
04.02-09-2024Travel Story - Mayapur Iskcon Mandir (part-2) JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ykdFwarZzmifxdHkBpeaLMsr8i7ghGAo2LWHxKccANyMtbUdDvXfdJSP8ksYr9rdABXpMApCbQYSPShGkBVPxG5shsncN.jpeg
No.DateTitleThumbnail
05.03-09-2024"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png
No.DateTitleThumbnail
06.04-09-2024Better life with steem - The Diary Game - 03rd September, 2024 JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z8pmojPNaTawtW7LVk6uXzneiwVqu2doS17ZZD3y6HaqjuhvHYsQWDpqc2rjmRq3zjomVDPrpnDesb2CCBpUDYMLCDFsk.jpeg
No.DateTitleThumbnail
07.05-09-2024Travel Story - মায়াপুরের আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার অভিজ্ঞতা JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z2nAqq5WPQ2my8dMgc3em1veY1tiYch4FNhDx5t5BNDzsbb7SJEVDt9mfXH1AFTar9Mh6UgWAtjGXW3SgtdSmMVoqXxdL.jpeg

"উপসংহার"

দেখতে দেখতে আরও একটি সপ্তাহের সাপ্তাহিক কার্যক্রমের বিবরণ আপনাদের সাথে এই রিপোর্টের মাধ্যমে শেয়ার করে ফেললাম। আশা করছি এই রিপোর্টটি পড়লে আপনারা কমিউনিটিতে আমার কার্যক্রম সম্পর্কে আন্দাজ করতে পারবেন।

পাশাপাশি ইউজারদের সাথে ডিসকর্ডে সময় দেওয়া এবং কর্মরত সকল মডারেটরদের সাথে কাজের বিষয়ে কথা বলার জন্যও বেশ কিছু সময় অতিবাহিত হয়। সবকিছু মিলিয়ে সংসার, কমিউনিটি, দায়িত্ব পালন করতে করতে সপ্তাহ গুলো পার হয়ে যায় একের পর এক।

এই ভাবেই চলতে থাকুক আমাদের সুদীর্ঘ পথ,সেই কামনা করে আজকের রিপোর্ট এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতি সপ্তাহের মত আপনি এই সপ্তাহে ও আপনার একটি সপ্তাহের সকল কার্যক্রম সংক্ষিপ্ত আকারে আমাদের কাছে প্রকাশ করছেন।

আমি এটা জানি যে হ্যাংআউট এলাকারইন এডমিন ম্যাডাম আমাদের মাঝ থেকে বিরতি নিয়েছিলেন ব্যক্তিগত কিছু কারণের জন্য। যাই হোক আমরা এভাবেই প্রত্যেক সপ্তাহে হ্যাং আউট ও টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত থাকবো। আমাদের নিজেদের কাজের প্রতি আরো মনোযোগী হওয়ার চেষ্টা করব।

আপনার শত ব্যস্ততার মাঝেও আপনার দায়িত্ব যথার্থভাবে পালন করছেন এইজন্য আপনাকে জানাই স্যালুট।🕴️

CONGRATULATIONS!!

Your post has been supported by TEAM SHINING STARS. We support quality posts, good comments anywhere, and any tags.


1000152665.gif

Curated by : @wilmer1988

@wilmer1988
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের এমন ভালোবাসা পেলে কাজের প্রতি আরো মনোযোগ বৃদ্ধি পায়।

আপনার মতন স্বতঃস্ফূর্তভাবে যদি প্রত্যেকে টিউটোরিয়াল ক্লাস ও হ্যাংআউটে নিজের উপস্থিতি বজায় রাখতো, তাহলে হয়তো আমরা আরও অনেক বেশি আনন্দ করে হ্যাংআউট উপভোগ করতে পারতাম। আমি চেষ্টা করি নিজের কাজগুলো ঠিকভাবে করার, তবে আমিও অনেক ভুল করি। সর্বোপরি আমি একজন মানুষ, তাই ভুল হওয়া খুবই স্বাভাবিক। তবে সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা আমি সব সময় করি, আগামীতেও করবো। আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

Loading...

এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিটি সপ্তাহের অভিজ্ঞতা এবং কমিউনিটির প্রতি আপনার দায়িত্বশীলতা দেখে সত্যিই প্রশংসা করতে হয়। কাজের ব্যস্ততার মধ্যেও যেভাবে আপনি কমিউনিটিতে সময় দিচ্ছেন, তা সত্যিই অনুপ্রেরণামূলক। নিয়মিত পোস্ট এবং কমেন্টের মাধ্যমে কমিউনিটিকে সমৃদ্ধ করা আমাদের দায়িত্ব। সুস্থ থাকবেন,ভালো থাকবেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট পরিদর্শন করে সুন্দর মন্তব্য করার জন্য। পুনরায় কাজ শুরু করার পর থেকে আপনি নিয়মিত কাজ করছেন দেখে সত্যিই ভালো লাগছে। চেষ্টা করলে প্রতিদিন কাজের ফাঁকে নিজের লেখা পোস্ট শেয়ার করাটা সকলের পক্ষেই সম্ভব, শুধু প্রয়োজন সেই ইচ্ছে শক্তির। তাই আশা করব আপনিও নিজের কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন, পাশাপাশি এনগেজমেন্ট বৃদ্ধির চেষ্টাও করবেন। ভালো থাকবেন।

আপনি এবং এডমিন ম্যাম এই কমিউনিটির জন্য অনেক পরিশ্রম করছেন, আপনি প্রতি সপ্তাহের মত গত সপ্তাহে অনেক পরিশ্রম করেছেন, এবং খুব সুন্দর ভাবে গত সপ্তাহের সকল কার্যক্রম খুব সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমিউনিটির জন্য এত পরিশ্রম করার জন্য

অ্যাডমিন ম্যামের পরিশ্রমের কাছে আমার পরিশ্রম অতি নগণ্য। তার মতন পরিশ্রম করা আসলে খুব কম মানুষের পক্ষেই সম্ভব। কথাটা এতটুকুও বাড়িয়ে বলছি না। আজ আমাদের কমিউনিটি যেখানেই পৌঁছেছে, তার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের ম্যামের। আমি শুধু সর্বদা তার পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। অনেক ধন্যবাদ আমার সাপ্তাহিক প্রতিবেদন পড়ে,সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। আশাকরছি আপনিও আমাদের সাথে দীর্ঘ পথ চলবেন। ভালো থাকবেন।

Congratulations on your achievements

Thank you so much ma'am. 🙏

CONGRATULATIONS!!

Your post has been supported by TEAM SHINING STARS. We support quality posts, good comments anywhere, and any tags.


1000152665.gif

Curated by : @wilmer1988

Thank you so much @wilmer1988 Sir for supporting my post. 🙏

De nada amiga.

Saludos 👍🇻🇪

কমিউনিটির কাজের মধ্যে থেকেও সময় বের করে ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো।।

আর হ্যাঁ আমাদের কমিউনিটিতে প্রতি মাসেই আমাদের ম্যাম কনটেস্টের আয়োজন করেন।। এছাড়াও মাঝে মাঝে হ্যাংআউট পুরস্কার করে থাকেন।। আর হ্যাঁ আমাদের কমিউনিটিতে আগের মত এনগেজমেন্ট ভালো হচ্ছে না যেটা আমাদের জন্য অনেকটা দুর্ভাগ্য বলা যেতে পারে। আমি চেষ্টা করছি আবারো আগের মত এনগেজমেন্ট ভালো করা।

হিসেব মতন আমাদের কমিউনিটিতে প্রতিমাসে চারটে কনটেস্ট আয়োজন করা হয়। দুটি অ্যাডমিন ম্যাম আয়োজন করেন, আর দুটো আমাদের কমিউনিটি অ্যাকাউন্ট থেকে। তবে দুঃখের বিষয় আমাদের কমিউনিটির মেম্বাররা তাতে সবথেকে কম অংশগ্রহণ করেন। বিষয়টি অনেকবার টিউটোরিয়াল ক্লাসে বলা হয়েছে। আর এনগেজমেন্টের বিষয়ে আপনি যে নিজেকে উন্নত করার চেষ্টা করছেন, তা প্রতি সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট পড়লেই বোঝা যায়।আপনার মতো যদি অন্যরাও এই কাজটি করতেন, তাহলে আমাদের কমিউনিটি পূর্বের মতন এনগেজমেন্টে সবার থেকে সেরা থাকত। তবে আপনার চেষ্টা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।