|
---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। আমার দিনটাও মোটামুটি ভালোই কেটেছে।
আজ সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপনের দিন। এই রিপোর্টের বিষয়বস্তুর সম্পর্কে কমিউনিটিতে যুক্ত সফল এক্টিভ ইউজার অবগত। সারা সপ্তাহ জুড়ে কমিউনিটিতে আপনাদের এক্টিভিটির ডিটেলস এই রিপোর্টের মাধ্যমে উপস্থাপন করাটা, আমার একটি সাপ্তাহিক দায়িত্ব।
প্রতি সপ্তাহে যখন এই দিনটি আসে, কমিউনিটির সকল ইউজারদের কার্যক্রম দেখতে পাই। যদিও সারা সপ্তাহব্যাপী কমিউনিটিতে সকলের পোস্টের উপরে কম বেশি নজর থাকে, তবে একসাথে একটা পরিষ্কার চিত্র দেখার জন্য এইরকম একটি এনগেজমেন্ট রিপোর্টের সত্যিই দরকার। কারণ একই সাথে ইউজারের পাশাপাশি, কমিউনিটির মডারেটরদের কার্যক্রমও এই রিপোর্টের মাধ্যমে লক্ষ্যিত হয়।
চলুন আজকের এনগেজমেন্ট রিপোর্ট শুরু করার আগে প্রতি সপ্তাহের ন্যায় কিছু কথা আমি আপনাদের সকলের সাথে শেয়ার করবো। যদিও জানিনা নিম্নে লেখা এই কথাগুলো আপনাদের মধ্যে কজন পড়ার প্রয়োজনীয়তা বোধ করেন, বা পড়লেও কতখানি নিজেদের কাজের ক্ষেত্রে এই সাজেশন গুলো ব্যবহার করেন।
নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু পরামর্শ
সবার প্রথমেই মনে রাখবেন, আপনি যে ভাষায় লিখতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন,সব সময় সেই ভাষাতেই নিজের পোস্ট লিখবেন। কারন যেমনটা আপনারা সকলেই জানেন, স্টিমিট প্ল্যাটফর্মে লেখার জন্য সকল ভাষারই গ্ৰহন যোগ্যতা রয়েছে। কতজন মানুষ আপনার লেখা পড়তে পারবে, আর কতজন পারবেন না, কখনোই সেই হিসাব করবেন না।
যে ভাষার উপরে আপনার দক্ষতা কম, যে ভাষায় লেখার জন্য আপনাকে অন্য কারোর সাহায্য নিতে হয়, সেই ভাষায় নিজের পোস্ট লেখা সবার প্রথম বন্ধ করা উচিত। তাতে ভুলের সম্ভাবনা কম থাকে।
আপনারা যে, যেভাবেই লেখেন না কেন, লেখার শেষে নিজের লেখা পোস্ট পড়ার অভ্যাস তৈরি করুন, দেখবেন নিজের লেখায় কোনো ভুল থাকলে তা অবশ্যই আপনার চোখে পড়বে।
সব সময় চেষ্টা করবেন নির্ভুল ভাবে লেখার। বানানের দিকে সর্বদা নজর দেবেন। লেখার পড়ে সেটাকে পোস্ট করার পূর্বে বেশ কয়েকবার পড়ে নেবেন, যাতে বানান ভুলের সম্ভাবনা না থাকে।
বাক্য গঠনের দিকে অবশ্যই সচেতন হবেন। অনেক সময় পোস্ট পড়তে পড়তে বেশ কিছু ইউজারের পোস্টে বাক্য গঠনের ক্ষেত্রে অসংগতি চোখে পড়ে। এই অসর্তকতার কারনে বাক্যের মানে সঠিক ভাবে বোঝা যায় না।
সঠিক ও সুন্দর শব্দ চয়ন আপনার পোস্টের মান উন্নত করে। সুতরাং সবসময় অন্যের পোস্ট পড়ার অভ্যাস করুন, দেখবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনার সুবিধা হবে।
নিজের পোস্ট সর্বদা ছোটো প্যারাগ্রাফে লেখার চেষ্টা করবেন। যাতে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি, তার মধ্যে কোনো বানান ভুল থাকলে তা সহজেই চোখে পড়ে।
ছবি ব্যবহার করার সঠিক নিয়ম আপনারা সকলেই জানেন, তবে আমি অনুরোধ করবো সবসময় আপনার লেখার বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি ব্যবহার করার পাশাপাশি, ছবির সাইজের দিকেও লক্ষ্য রাখবেন। প্রতিটি ছবি একদম সমান মাপের হতে হবে এমন নয়, তবে তাদের মধ্যে যেন কিছুটা সামঞ্জস্য থাকে। যা আপনার পোস্টের সৌন্দর্য্য বৃদ্ধি করবে।
মার্ক ডাউন আমাদের পোস্টের সৌন্দর্য্য বাড়িয়ে দেয় ঠিকই, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো, সঠিক বিষয় নির্বাচন। এরপর যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেগুলো হলো, বিষয়ের উপর ভিত্তি করে সঠিক শীর্ষক নির্বাচন, তার সাথে সঠিক ছবির ব্যবহার ও সবশেষে সঠিক হ্যাশট্যাগ নির্বাচন।
যাইহোক, এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সপ্তাহে সকলের এনগেজমেন্ট ডিটেইলস। সবার প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস, -
"Moderators Engagement Details"
Username | No.of Post | comments |
---|---|---|
@sampabiswas | 7 | 21 |
@tanay123 | 6 | 30 |
@rubina203 | 2 | 15 |
@awesononso | 1 | 36 |
@nsijoro | 1 | 24 |
@whizzbro4eva | 0 | 33 |
এরপর আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস, -
"Users Engagement Details"
Username | No.of Post | comments |
---|---|---|
@mdsahin111 | 7 | 65 |
@sifat420 | 7 | 1 |
@piya3 | 7 | 1 |
@jisnu.ishan | 6 | 1 |
@amekhan | 6 | 0 |
@isha.ish | 6 | 0 |
@mou.sumi | 5 | 23 |
@mahmud552 | 5 | 21 |
@baizid123 | 5 | 10 |
@karobiamin71 | 4 | 14 |
@sabus | 4 | 10 |
@sohag10 | 4 | 6 |
@jahidul21 | 4 | 5 |
@mukitsalafi | 4 | 1 |
@hasnahena | 4 | 0 |
@sabbir-raj | 4 | 0 |
@yoyopk | 3 | 2 |
@sayeedasultana | 2 | 6 |
@muktaseo | 2 | 4 |
@jakaria121 | 2 | 1 |
@fredkese | 2 | 0 |
@saha10 | 2 | 0 |
@mrsokal | 1 | 65 |
@monikarmakar | 1 | 0 |
@arif567 | 1 | 0 |
@sairazerin | 1 | 0 |
@shariarprottoy | 1 | 0 |
|
---|
এই ছিল আজকের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্টের ডিটেলস, যেটা উপরে আপনারা সকলেই দেখতে পারছেন। কমিউনিটিতে ইউজারদের কার্যক্রম দেখেই ইতিমধ্যে আমাদের অ্যাডমিন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং সেগুলো সম্পর্কে আশাকরি সকলে অবগত আছেন। কারণ তিনি সবার উদ্দেশ্যে সেটা ডিসকর্ডের জেনারেল চ্যানেলে জানিয়েছিলেন।
যাইহোক যারা নিজেদের ব্যস্ততম সময় থেকে সময় বের করে এখনও কমিউনিটির প্রতি কিছু দায়িত্ব পালন করে চলেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, পাশাপাশি এই প্রত্যাশাও রাখি, আগামী দিনে সকলেই পূর্বের মতন নিজেদের অ্যাক্টিভিটিভ বৃদ্ধি করবেন।
এই সপ্তাহের রিপোর্ট এখানেই শেষ করছি। পরবর্তী সপ্তাহে আবার নতুন একটা রিপোর্ট উপস্থাপন করবো। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।
দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারো একটি সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। তবে অন্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আমাদের এংগেজমেন্ট দেখে অনেকটাই হতাশ, আমার মনে হয় যারা পোস্ট লেখার সময় পায় তারা ইচ্ছা করলে কমেন্ট করার সময় বের করতে পারে কিন্তু কমেন্ট করাটা মনে হয় দায়িত্ব মনে করে না।
এটা আমার ব্যক্তিগত মতামত অন্যরা ভিন্ন মত পোষণ করতে পারে ।যাইহোক আশা করি সামনের দিনগুলো সবাই নিজের দায়িত্ব পালন করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দায়িত্ববোধ যদি বাজারে কিনতে পাওয়া যেতো তাহলে হয়তো বাজার থেকে কিনে খাইয়ে দেওয়া যেত। সবটাই ইচ্ছেকৃত কারণ কথায় আছে, যে রাঁধে সে চুল ও বাধে! কাজেই, এখানে সকলের কার্যক্রম লিপিবদ্ধ করছি, সময় আসলে পরিবর্তনশীল এটা কারোর মাথায় থাকে না।
ভালো লাগলো অন্ততপক্ষে একজন রিপোর্ট দেখে কমেন্ট করেছে। নিজের সবটা দিয়ে কাজ করুন, যেমন কর্ম তেমনি ফলস্বরূপ যার যেটা প্রাপ্য সময় বয়ে নিয়ে আসবে।
ছলনা আর বাহানার ফলাফল ভোগ করতে হয় সকলকেই। আমরা যদি অন্যের চাইতে নিজের কাজের প্রতি দৃষ্টি রাখতে পারি এবং সেটাকে উন্নত করবার প্রয়াস করি, তাহলেই একজন ব্যতিক্রমী মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।
কর্মে ফাঁকি দিলে তাদের স্বয়ং সৃষ্টিকর্তা ও ক্ষমা করেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আমি সব সময় একটি কথা বলে আসছি যে আমি যেহেতু দেশের বাইরে থাকি এখানে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হয় আর এর বাহিরে আমি যতটুকু সময় পাই বেশি অংশের সময় এখানে দেওয়ার চেষ্টা করি কেননা আমি মনে করি যে আমি এখান থেকে উপার্জন করছি এবং আমার কিছু দায়িত্ব আছে সেটা আমাকে পালন করতেই হবে।
আপনি একদম ঠিক কথা বলছেন যে রাঁধতে পারে সে চুল বাঁধতেও পারে। আমি ইনশাল্লাহ রান্না করতে পারি কিন্তু কখনো চুল বাঁধি নাই তবে আশা আছে নিজের ওয়াইফের চুল বেধে দেব।😁😁
যাইহোক সিরিয়াস বিষয় নিয়ে একটু মজা করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমিউনিটিতে বর্তমানে আমাদের সকলেরই কেমন জানি গাঁ ছাড়া ভাব হয়ে গেছে, আমরা ইচ্ছা করলেই নিজেদের এংগেজমেন্টকে বৃদ্ধি করতে পারি, কিন্তু আমরা কেউই সেটা ঠিকমতো করছি না, আমিও নিজের দায়িত্ব পালনে অনেকটা পিছিয়ে আছি, আশা করি আমরা সবাই এ সপ্তাহে নিজের দায়িত্বটা যথাযথভাবে পালন করব। অসংখ্য ধন্যবাদ সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit