|
---|
Hello,
Everyone,
আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি বেশ ভালো কেটেছে। দেখতে দেখতে আরও একটা সপ্তাহ পার করে আজ আবার আপনাদের সকলের সাথে উপস্থাপন করতে চলেছি, কমিউনিটিতে গত সপ্তাহের সকল কার্যাবলি সংক্রান্ত সাপ্তাহিক রিপোর্ট। আশা করছি সকলেই রিপোর্টটি পড়বেন এবং নিজেদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন।
|
---|
টিউটোরিয়াল ক্লাসের প্রয়োজনীয়তা সম্পর্কে আশা করছি প্রত্যেকেই অবগত রয়েছেন। কিন্তু তবুও সপ্তাহের একটা দিন, কিছুক্ষণ সময়ের জন্য, সেই টিউটোরিয়াল ক্লাসে সকলের উপস্থিতির হার দেখলে বেশ কিছুটা অবাক হতে হয়।
তবে গত সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে বেশ কিছু ইউজারের উপস্থিতি লক্ষ্যিত হয়েছিলো। যেখানে আমরা নতুন কিছু মানুষের সাথেও কথা বলেছিলাম। যদিও আমাদের কমিউনিটিতে তারা নতুন, তবে প্ল্যাটফর্মের সঙ্গে তারা অনেক আগে থেকেই যুক্ত রয়েছেন।
গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের মাধ্যমে গত সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসটি বেশ ভালোই হয়েছিলো। আশা করছি ক্লাসে উপস্থিত প্রত্যেকেই সেই বিষয়ে আমার সাথে একমত হবেন। গত সপ্তাহের মতন এই প্রতি সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সকলের উপস্থিতি কাম্য।
|
---|
আপনারা সকলেই জানেন আমাদের কমিউনিটিতে অ্যাডমিন প্রতি সপ্তাহেই বিভিন্ন ধরনের বিষয়ে নিয়ে কনটেস্টের আয়োজন করেন। তবে এই সপ্তাহের বিষয়টি আমার বেশ পছন্দের একটি বিষয়। তবে পছন্দের হলেও বিষয়টি নিয়ে পোস্ট লেখাতে আমি বেশ দোটানায় পড়বো, এটা বিষয়বস্তু দেখেই বুঝতে পেরেছিলাম।
যেকোনো ধরনের খাবার খাওয়াটা আমার মুডের উপরে নির্ভর করে। তাই যেকোনো একটি স্বাদের খাবার বেছে নেওয়াটা আমার জন্য বেশ কষ্টকর। আপনাদের কার কার কি কি স্বাদ পছন্দ, আশা করছি কমিউনিটির এই কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে আপনারা শেয়ার করবেন।
এখনও পর্যন্ত যারা অংশগ্রহণ করেনি, তাদের জন্য লিঙ্কটি আরও একবার নিচে দিলাম। আশা করছি সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।
|
---|
এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টটি দেখেও সত্যিই অনেক বেশি ভালো লেগেছিলো। আশাকরছি যারা এনগেজমেন্ট রিপোর্ট পড়েছেন, তারা কমিউনিটির বেশ কিছু ইউজারের এনগেজমেন্ট বৃদ্ধির বিষয়টা লক্ষ্য করেছেন।
সত্যি বলতে এনগেজমেন্ট বৃদ্ধি করতে আপনাদের সকলকে অনুরোধ করা হয়, শুধুমাত্র আপনাদের ব্যক্তিগত স্বার্থের জন্যই। সেখানে কমিউনিটির বা অ্যাডমিন ম্যামের আত্মস্বার্থ নেই। আমার বিশ্বাস যারা নিজেদের ব্যস্ততম সময় থেকে সময় বের করে এই এনগেজমেন্ট বৃদ্ধি করেন, তারা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন।
|
---|
বুমিং সংক্রান্ত কাজ যে আমার প্রতিদিনের দায়িত্ব, সেটা সম্পর্কে ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন। তবে সত্যি বলতে আপনাদের অনেকের কার্যক্রমের মধ্যে অনেক ফাঁক থাকছে। কয়েকজন ছাড়া বাকি সকলেই নিজেদের কাজটি সঠিকভাবে করেন না। এতো পরিমাণে পোস্ট গ্যাপ থাকে যেটা আসলেই নিরাশাজনক।
সারাদিনের ব্যস্ততম সময়ের মধ্যে থেকে কিছুটা সময় বের করে, প্রতিদিন একটি পোস্ট শেয়ার করা তেমন কোনো কঠিন কাজ নয়। তার জন্য যেটা প্রয়োজন সেটি হলো ইচ্ছে শক্তি। কারণ এমন নয় আপনারা এর আগে কখনো কন্টিনিউ কাজ করেননি, কিন্তু হঠাৎ করে বেশ কিছু ইউজারের ইচ্ছে শক্তি যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তবে আমি আশাবাদী প্রত্যেকে আবার পূর্বের মতো কাজে মনোনিবেশ করবেন।
|
---|
গত টিউটোরিয়াল ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছিলো, তার মধ্যে কিছু নতুন ইউজারের আমাদের কমিউনিটিতে অংশগ্রহণ এর কথাও আলোচিত হয়েছিলো। আমাদের কমিউনিটির সদস্যদের হাত ধরেই তারা এখানে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন @arif5div ভাই।
ইতিমধ্যে তার সাথে ডিসকর্ডে আমরা কথা বলেছি, কমিউনিটি নিয়ম অনুসারে ভিডিও ভেরিফিকেশন হয়েছে, এবং তার প্রথম পোস্ট ইতিমধ্যে আমি ভেরিফাই করেছি। আমার বিশ্বাস তিনি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে দীর্ঘ পথ অতিক্রম করবেন। তার আগামী পথ চলার জন্য আমাদের সকলের পক্ষ থেকে অনেক শুভকামনা রইলো।
|
---|
এবার আসি সদস্য হিসেবে আমার পালিত কার্যাবলীর বিবরণে। যেমনটা আমি আপনাদেরকে বলি, তেমনটা আমি নিজেও করার চেষ্টা করি। আমার ব্যস্ততম সময় থেকে সময় বের করে এই কমিউনিটিতে একটি পোস্ট শেয়ার করার চেষ্টা আমি সব সময় করি, গত সপ্তাহেও তেমনটাই করেছিলাম। চলুন গত কয়েকদিন আমি কি কি পোস্ট আমি শেয়ার করেছিলেন, সেটি একবার দেখে নেওয়া যাক, -
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
01. | 06-09-2024 | "The weekly job I concluded being a Co-Admin" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
02. | 07-09-2024 | The September #1 contest by @sduttaskitchen-Weird habit I want to change! |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
03. | 08-09-2024 | Better life with steem-The Diary Game-07th September, 2024 |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
04. | 09-09-2024 | "বিভিন্ন সময়ে তোলা কিছু ফুলের ফটোগ্ৰাফি" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
05. | 10-09-2024 | "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
06. | 11-09-2024 | "বাড়ি ফেরার পথে একসাথে কাটানো শেষ কিছু আনন্দের মুহূর্ত" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
07. | 12-09-2024 | Better life with steem-The Diary Game-11th September, 2024 |
|
---|
এই ছিল আমার গত সপ্তাহের কার্যাবলী, যেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সাথে শেয়ার করলাম। এই কমিউনিটিতে যুক্ত প্রতিটি সদস্যকে ধন্যবাদ কমিউনিটির অগ্রগতিতে নিজেদের অবদান রাখার জন্য।
পাশাপাশি যারা এই মুহূর্তে কমিউনিটিতে তেমন ভাবে সক্রিয় থাকছেন না, তাদের কাছেও অনুরোধ থাকবে, সম্ভব হলে অবশ্যই নিজেদের সক্রিয়তা বৃদ্ধি করুন। কারণ একটি পরিবার সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে সকলের অবদান প্রয়োজন।
সকলের জন্য অনেক শুভকামনা রইলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করে এই সপ্তাহের রিপোর্টে আমি এখানেই শেষ করছি। শুভ রাত্রি।
আপনার একটি সপ্তাহের সাপ্তাহিক রিপোর্টগুলো খুব ভালোভাবে আমাদেরকে উপস্থাপনা করেছেন এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ গত সপ্তাহে ইনগেজমেন্ট রিপোর্ট আমি পড়েছিলাম অনেক ইউজারাই তাদের নিজের জায়গা থেকে খুব ভালো এংগেজমেন্ট বৃদ্ধি করছে। আশা আস্তে আস্তে এভাবেই সবার এনগেজমেন্ট বৃদ্ধি করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ভাবে সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাসের বিষয়গুলো উপস্থাপন করেছেন। তবে সরাসরি উপস্থিত থাকলে সেটা উপভোগ করার মজা আরও বেশি।
গতকালের টিউটোরিয়াল ক্লাসে আমি যুক্ত ছিলাম, এবং সেখানে আমার প্রয়োজনের কথা বলেছিলাম।
সমস্যার সমাধান হয়েছে, আলহামদুলিল্লাহ!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit