|
---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
আজ আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের কমিউনিটিতে অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত এপ্রিল মাসের প্রথম সপ্তাহের কনটেস্টে, যার বিষয়বস্তু হিসেবে অ্যাডমিন ম্যাম বেছে নিয়েছেন, কমেডিকে।
তিনি আমাদের প্রিয় কমেডিয়ান সম্পর্কে বেশ কিছু প্রশ্ন রেখেছেন, আজ সেগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমি কমেডি ও আমার পছন্দের কমেডিয়ান সম্পর্কে বিভিন্ন তথ্য, আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে শুরু করা যাক, -
|
---|
সত্যি কথা বলতে, পুরনো দিন থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত এরকম অনেক মানুষ রয়েছেন, যাদের কমেডি আমার খুব ভালো লাগে। পুরনো দিনের মধ্যে আমার সবথেকে প্রিয় কমেডিয়ান ছিলেন "ভানু বন্দ্যোপাধ্যায়"। আর বর্তমান সময়ে অনেকের মধ্যে থেকে আমার সবথেকে পছন্দের কমেডিয়ান "ভারতী সিং।"
আপনারা যারা সোনি টিভি দেখেন, তারা হয়তো সকলেই কমবেশি ভারতী সিং নামটির সাথে পরিচিত। আমরা প্রত্যেকেই জানি, বর্তমান যুগে নিজের জায়গা তৈরি করার লড়াইতে সকলেই সবাইকে টেক্কা দেওয়ার জন্য ব্যস্ত। আর এই প্রতিযোগিতার মধ্যে একজন মেয়ে হিসেবে নিজেকে টিকিয়ে রাখা কিন্তু খুব সহজ কথা নয়।
বিশেষ করে পাঞ্জাবের একটি ছোট্ট গ্রাম থেকে উঠে আসা একটি মেয়ে, যার মাথার উপরে বাবার ছায়া ছিল না, কারণ তার বাবা অনেক ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। দারিদ্রতার সাথে লড়াই করে মেয়েটি যখন বোম্বে এসে পৌঁছালো, তখন তার কাছে শুধুমাত্র নিজের ভেতরের প্রতিভাটুকু ছাড়া আর কিছুই ছিল না। সেখান থেকে নিজে লড়াই করে, আজ মুম্বাইয়ে নিজের বাড়ি, গাড়ি তৈরি করা কিন্তু খুব সহজ ছিল না।
আমি কমবেশি ওর কমেডি শো আগে দেখতাম ঠিকই, তখন ভালো লাগতো, কিন্তু যেদিন থেকে ওর জীবনকাহিন আমি শুনেছি, সেদিন থেকে আমার ওর কমেডি শুধু ভালো লাগে না, মানুষ হিসেবে আমি ওকে সম্মান করি।
মুম্বাইয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করা কিন্তু একদম সহজ কাজ নয়। তাই ঠিক কতটা লড়াই ভারতীকে সেই সময় লড়তে হয়েছিলো, তা আন্দাজ করারও ক্ষমতা নেই আমার। কিন্তু তবুও সে হার মানেনি। অদম্য লড়াই করে নিজের জায়গা সে তৈরি করেছে। কোনো অসৎ উপায় অবলম্বন করে নয়, মানুষকে হাসানোর যে প্রতিভা ঈশ্বর ওর মধ্যে দিয়েছিলো, সেটিকেই কাজে লাগিয়ে।
ভারতী সিং কে আমার পছন্দ হওয়ার আরো একটি কারণ হলো, সে অন্য কাউকে হাসির পাত্র করে তোলে না, বরং নিজেই নিজেকে সকলের সামনে হাসির পাত্রী তৈরি করে। অন্য কেউ ওকে নিয়ে ব্যঙ্গ করবে, সেই সুযোগ ও কাউকে দেয় না, বরং নিজেই নিজের ব্যঙ্গ করে।
আমার মনে হয় এই কাজটা খুব কম সংখ্যক মানুষ করতে পারে, যারা নিজেই নিজেকে অন্যের হাসির খোরাক তৈরি করতে পারেন। আর এই কাজটি আরো পাঁচটা কমেডিয়ানের থেকে ভারতী সিংকে আলাদা করে তোলে, অন্তত আমার কাছে।
|
---|
"দ্যা কপিল শর্মা শো"এই কমেডি শো টির কথা হয়তো অনেকেই শুনে থাকবেন এবং এই কমেডি শোতে ভারতী লালী(lalli) বলে একটি বাচ্চা মেয়ের চরিত্রে অভিনয় করতো। পরবর্তীতে যদিও একই শোতে ও অন্যান্য আরো অনেক চরিত্রে অভিনয় করেছে, কিন্তু আমার কাছে সব থেকে পছন্দের চরিত্র ছিল এই লালি চরিত্রটি।
বাচ্চাদের হাসিটা ভারতী এতো সুন্দর নকল করত যে, সেটা দেখলেই মনটা ভালো হয়ে যেতো। সেই সময় আমি এই শো টা সপ্তাহের শনিবার ও রবিবার দুটো দিনই দেখতাম। তবে এখন আর সেই রকম ধারাবাহিকভাবে শো টি আর দেখা হয় না। তবে মাঝেমধ্যে youtube থেকে কখনো কখনো দেখি। আর সেখানকারই একটি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করলাম।
|
---|
অবশ্যই আমি এটা বিশ্বাস করি যে, কাউকে আঘাত করা খুবই সহজ, তবে কঠিন হলো কারোর মুখে হাসি ফোটানো। তাই যদি কখনো সুযোগ আসে, আমাদের প্রত্যেকেরই অন্যের মুখে হাসি ফোটানোর জন্য এগিয়ে আসা উচিত। হয়তো আমরা সকলে কমেডিয়ান হয়ে, অন্যের মুখে হাসি ফোটাতে পারবো না, কিন্তু নিজেদের জায়গা থেকে নিশ্চয়ই এমন কোনো কাজ আমরা প্রত্যেকেই করতে পারবো, যাতে সকলের না হলেও কিছু মানুষের মুখে অন্তত হাসি ফুটবে।
আমার মনে হয় আমাদের খুব কাছের মানুষের সামান্য খারাপ ব্যবহার আমাদেরকে অনেক আঘাত দেয়। অথচ যে মানুষগুলিকে আমরা চিনি না, হয়তো রাস্তাঘাটে কিছু সময়ের জন্য তাদের সাথে আমাদের পরিচয় হয়, তাদের সাথে হয়তো আর কখনোই জীবনে দেখাও হবে না, অথবা টেলিভিশনের পর্দার মাধ্যমে আমরা যাদের পারফরমেন্স দেখি, যাদের সাথে জীবনে হয়তো সামনাসামনি দেখা হবে না। সেই অজানা অপরিচিত মানুষ গুলোই আমাদের মুখে হাসি ফোটায়।
|
---|
যাইহোক এই ছিল আমার নিজস্ব মতামত, যেগুলি কনটেস্টে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের আমার পোস্ট পড়ে কেমন লাগলো অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
শেষ করার আগে আমি কনটেস্টের নিয়ম অনুসারে আমার তিনজন বন্ধু @anailuj1992 @yonaikerurso ও @gabrielagg কে আমন্ত্রণ জানাই, এই কনটেস্টে অংশগ্রহণ করে নিজের পছন্দের কমেডিয়ান সম্পর্কে নিজস্ব অনুভূতি শেয়ার করার জন্য। সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
|
---|
She is good comedian, She currently performs on Kapil Sharma show, I have watched a lot of episodes of kapil sharma show. She is very talented performer with many characters, and also she does good rhyming by singing and creating her own mini songs on the show.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে জানতে পারলাম আপনার পছন্দের কমেডিয়ান ভারতী সিং। ভারতী সিং এর টকশো গুলো দেখলে খুব ভালো লাগে। উনি এমন একজন অভিনেত্রী, যার অভিনয় দেখলে কেউ না হেসে থাকতে পারেন না।
প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তর আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit