Contest of February#1 by @sduttaskitchen| All about my fovorite season.

in hive-120823 •  last year  (edited)
Yellow and Green Floral Photo Birthday Card_20240211_040146_0000_040154.png

"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেকর ভালো কেটেছে।

আমার দিনটা ততটা ভালো কাটেনি, কারণ শরীরটা বেশ খারাপ। আজকেও পেইন কিলার খেতে হয়েছে। সামান্য অসচেতনতার কারণে শারীরিক অবস্থা এরকম হবে সত্যিই বুঝতে পারিনি।

আবার আগামীকাল থেকে আমার বেশ কাজের চাপও রয়েছে। যাইহোক আজকে আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্টে, যার বিষয়বস্তু হিসেবে তিনি বেছে নিয়েছেন, আমাদের সব থেকে প্রিয় ঋতুকে।

সত্যি বলতে প্রত্যেকটি ঋতুরই আলাদা সৌন্দর্য্য রয়েছে এবং প্রত্যেকটা ঋতুতেই প্রকৃতি ভিন্ন সাজে সজ্জিত হয়। আর সব ঋতুতেই প্রকৃতির সৌন্দর্য্য আমরা উপভোগ করে থাকি।

তবে আজকাল এই ঋতুর পরিবর্তন এতটাই চোখে পড়ে যে, কোনো একটি ঋতুকে আলাদা করে উপভোগ করা দিনে দিনে যেন আরো কঠিন হয়ে পড়ছে। তার একমাত্র কারণ হল প্রকৃতির রূপ পরিবর্তন। কয়েকদিন আগে শীতকালে যে পরিমাণে বৃষ্টি হলো, তাতে মনে হলো যেন বর্ষাকাল চলে এসেছে।

1672344690977_010726.jpg

যাইহোক যেহেতু প্রতিযোগিতার নিয়ম অনুসারে ম্যাম কিছু প্রশ্ন রেখেছেন, আজকে এই প্রশ্নগুলোর উত্তরের দেওয়ার মাধ্যমেই আমি ঋতু সম্পর্কে আমার নিজস্ব অনুভূতি, আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে, -

1672344690977_010726.jpg

1. Which is your all-time favorite season and why?

IMG_20240211_034909.jpg

প্রতিটি ঋতুর সৌন্দর্য আমি উপভোগ করি ঠিকই, তবে ব্যক্তিগতভাবে সব থেকে বেশি পছন্দ করি শরৎকাল। এই শরৎকালে প্রকৃতির সৌন্দর্য আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করে। আপনারা সকলেই জানেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যেটা এই শরৎকালে হয়ে থাকে।

চারপাশে একটা পুজো পুজো রব শুরু হয় এই শরৎকালেই। শিউলি ফুলের গন্ধ, কাশফুলের সৌন্দর্য্য, ঝলমলে রোদ্দুর, পূজোর আগমনী গান, মহালয়ার সুর, কুমোরটুলিতে ঠাকুর তৈরির প্রস্তুতি, এই সব কিছু মিলিয়ে শরৎকাল। যেটা আমার প্রিয় ঋতু।

1672344690977_010726.jpg

2. How do you enjoy that season? Describe.

IMG_20240211_034836.jpg

বাঙালির শ্রেষ্ঠ উৎসবে, একজন বাঙালি হিসেবে ঠিক কতটা আনন্দ অনুভব করি, সেটা হয়তো লিখে বোঝানো সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি, সকল বাঙালির মতন আমিও এই দুর্গাপুজোর অপেক্ষা করি সারা বছর।

পূজোর অঞ্জলি দেওয়া থেকে শুরু করে, অষ্টমীতে লুচি ঘুগনি খাওয়া, নবমীর মাংস আর দশমীর মিষ্টি, সাথে ঠাকুর বরণ এই সমস্ত মিলিয়ে পূজোর প্ল্যানিং চলে অনেক আগে থেকেই।আবার এই পুজো শেষ হতে না হতেই, ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী।

আর লক্ষ্মীর পূজা মানেই, বাড়িতে অনেক কিছু দায়িত্ব পালন। আলপনা থেকে শুরু করে আসন সাজানো, সবাইকে প্রসাদ বিতরণ করা, সারাদিন উপোস থেকে লক্ষ্মীর পাঁচালী পড়া, এই সমস্ত কিছু মিলিয়েই পুরো শরৎকাল আনন্দে মেতে থাকে।

পূজো আসছে এই কলরব শুরু হয় শরৎকালের শুরু থেকেই। আজকাল হয়তো মহালয়া দেখার জন্য মনের ভিতরে অতটাও আবেগ কাজ করে না, কিন্তু মহালয়াকে কেন্দ্র করে ছোটবেলার স্মৃতিগুলো সারা জীবন অমলীন থাকবে।

IMG_20240211_034719.jpg

সারারাত ভালো করে না ঘুমিয়ে, ভোরবেলা থেকে মহালয়া দেখার জন্য টিভির সামনে বসে পড়া, পুজোর দিনগুলিতে ভোরবেলায় উঠে শিউলি ফুল কুড়াতে যাওয়া, তারপর স্নান করে নতুন ড্রেস পড়ে, ঠাকুরের অঞ্জলি দেওয়া, কিছু মন্ত্র উচ্চারণ করতে পারা, আর কিছু মন্ত্র ভুল উচ্চারণ করা, এইসব কিছু মিলিয়ে ছিলো শরৎকালের আনন্দ। যা আজকাল নেই।

এই সময় আকাশ দেখলে আমার মন ভালো হয়ে যায়। নীল আকাশের মধ্যে সাদা রংয়ের মেঘগুলো যখন এদিক থেকে এদিকে ভেসে বেড়ায়, অপূর্ব লাগে সেই দৃশ্য। কখনো কখনো হাওয়ায় দুলতে থাকা কাশফুল গুলো যেন তখন পৃথিবীর সব থেকে সুন্দর ফুলগুলো মনে হয়।

দূরে থাকা সকল প্রিয়জনেরা নিজের প্রিয়জনের কাছে ফিরে আসে শ্রেষ্ঠ উৎসব একসাথে উপভোগ করবে বলে। সবার মধ্যে একটা অন্যরকমের আবেগ ও উত্তেজনা কাজ করে এই দুর্গা পুজোকে কেন্দ্র করে।

এই সময় খুব বেশি গরম থাকে এমন নয়, আবার শীতের প্রবণতাও খুব একটা থাকে না। তাই আবহাওয়া বেশ উপভোগ্য থাকে এই সময়। এইসব কিছু মিলিয়েই শরৎকাল আমার কাছে শ্রেষ্ঠ এবং এই ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করার মাধ্যমেই আমি শরৎকালকে উপভোগ করি।

1672344690977_010726.jpg

3. Which things make the season unique to you?

শরৎকালে এমন অনেক কিছু আছে যা অন্যান্য কালের থেকে এই কাল থেকে আলাদা করে এই সময়কার রোদ্দুরের মধ্যেও যেন একটা অন্যরকমের অনুভূতি আছে শরতের আকাশ আমার সবথেকে বেশি পছন্দ তার সাথে কোমরটুলিতে ঠাকুর গড়ার ব্যস্ততা তাছাড়া পাড়ায় পাড়ায় পূজা প্যান্ডেলের প্রস্তুতি এই সমস্ত কিছুই বছরের অন্যান্য সময় তেমনভাবে চোখে পড়ে না,যেমন ভাবে শরৎকালে চোখে পড়ে।

IMG_20240211_034754.jpg

আজকাল সারা বছরই কম বেশি শিউলি ফুল ফোটে এ কথা ঠিকই তবে শরতের আরো একটি সৌন্দর্য হলো এই শিউলি ফুল সারা বছরের ফুল গুলোর থেকেও শরতের ফোটা সৌন্দর্য বলুন বা গন্ধ সম্পূর্ণ আলাদা আর শুধু শিউলি ফুল নয় এই সময় বিভিন্ন জায়গায় ফুটে উঠা স্কুলের সৌন্দর্য বড্ড মন কাড়ে।

*এমন কোন বাঙালি খুঁজে পাওয়া যাবে না যারা মহালয়া শুনতে পছন্দ করেন না। হ্যাঁ আগে রেডিওর সাহায্যে আমরা শুধুমাত্র মহালয়া শুনতে পেতাম, কিন্তু সময় যত এগিয়েছে,মানুষের জীবন যাপন তত উন্নত হয়েছে। তাই এখন মানুষ রেডিও ছেড়ে টিভিতে মহালয়া দেখে। কিন্তু কেন জানি না আমার আজও রেডিওর মহালয়া শুনতেই বেশি ভালো লাগে। আর এই মহালয়া নিয়ে বাঙালির মনে যে আবেগ আছে, সেই আবেগ বছরের অন্যান্য সময় অনুভব করার সুযোগ পাই না। এই বিষয়টিও কিন্তু আমার কাছে বেশ অন্যরকম লাগে।

আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই শরৎকালকে অন্যান্য কালের থেকে আলাদা করে।

1672344690977_010726.jpg

4. To maintain our favorite season, do you think we should take the initiative to keep the balance on our planet? Explain

অবশ্যই আমি মনে করি আমাদের প্রিয় ঋতুগুলো বাঁচিয়ে রাখার জন্য,আমাদেরকেই ভারসাম্য বজায় রাখার জন্য এগিয়ে আসতে হবে। আর যদি সেটা না করা হয়, তাহলে প্রকৃতি ধীরে ধীরে আরো ধ্বংসের দিকে এগিয়ে যাবে।

নিজেদের সুবিধার কারণে, আজকাল সকলেই গাছ কেটে ফেলে, সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করছি। জঙ্গল পরিষ্কার করে নিজেদের কাজে সেখানে বড় বড় মার্কেট বা কল কারখানা তৈরি করছে, যার ফলে ফাঁকা জায়গার বড্ড বেশি অভাব।

এই কারণে কাশফুলগুলো দেখতে পাওয়া যায় না, যেগুলো শরৎকালের অন্যতম আকর্ষণ। আমার মনে পড়ে,ছোটবেলাতে নদীর পাড় থেকে, পাশের বাগান থেকে কাশফুল তুলে এনে আমরা কত খেলতাম। কিন্তু আজকাল কাশফুলের দেখা পেতে গেলে অনেক খোঁজাখুঁজি করতে হয়।

সুতরাং প্রকৃতির নিয়ম বজায় রাখতে গেলে আমাদেরকেও ছোট ছোট কিছু উদ্যোগ অবশ্যই নিতে হবে। আর সেটা না হলে এই প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে, যেটা আমাদের কারোরই কাম্য নয়।

1672344690977_010726.jpg

Conclusions

যাইহোক এই ছিল আমার নিজস্ব অনুভূতি, যেগুলি পোষ্টে জিজ্ঞাসা প্রশ্নগুলোর উত্তর দেয়ার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করব আপনারা সকলে আমার লেখা পড়বেন। নিয়ম অনুসারে আমার তিনজন বন্ধু @wilmer1988 ,@uduak01@radjasalman কে, অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাই।

আশা করছি তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, নিজেদের প্রিয় ঋতুর সম্পর্কে, নিজেদের অনুভূতি আমাদের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং প্রতিটি প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।পোস্টটি পড়ে ঋতু সম্বন্ধে জানতে পারলাম । আপনার প্রিয় ঋতু শরৎ।

দেবী দুর্গা এই শরৎ ঋতুতে তার পরিবারের সকল সদস্য নিয়ে কৈলাস থেকে বাবার বাড়ি এই পৃথিবীতে আসেন ।তার সাথে সাথে প্রকৃতি সাদা কাশফুলে সেজে ওঠে। আমারও খুব প্রিয় শিউলি ফুল ।শিউলি ফুলের গন্ধে মন ভরে ওঠে ।সারারাত সেই শিউলি ফুলের গন্ধ ভেসে আসে।

পৃথিবীতে লোক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে পরিবেশ দূষণ হচ্ছে আর যার জন্য পৃথিবীর ভারসাম্য দিন দিন হারিয়ে যাচ্ছে । এই পরিবেশ দূষণ মানুষের সৃষ্টি বেশি ।তাই আমাদের উচিত একটু সচেতন হওয়া । আমাদের সচেতনতাই পারে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ।আপনার জন্য রইল শুভকামনা।

Loading...

্এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে প্রতিটি প্রশ্নের উত্তরই আপনি খুব সুন্দর ভাবে দিয়েছেন।আপনার লেখার মাধ্যমেই জানতে পারলাম যে আপনার সবচেয়ে প্রিয় ঋতু শরৎকাল।

শরৎকাল আমার সবচেয়ে পছন্দের ঋতু না হলেও এর এই ঋতু আমারও পছন্দের ঋতুর মাঝেই পরে।
যদিও ইদানীং আপনি যেমনটা লিখেছেন যে, সব ঋতুই ইদানিং খানিকটা উলটপালট হয়ে গেছে। শীতের সময় মনে হয় বর্ষা, শরৎকালে মনে হয় কালবৈশাখী চলছে।

তারপরও শরতের নীল আকাশে তুলার মতো মেঘের ভেসে চলা, বাতাসের তালে তালে কাশ ফুলের দোল খাওয়া,বাতাসে শিউলি ফুলের গন্ধ আর তারই সাথে বাতাসে ভেসে আসা ঢাকের শব্দ আমাদের মনে করিয়ে দেয় এখন শরতকাল চলছে।

আপনার লেখা পড়ে খুবই ভালো লাগলো।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।

আপনার প্রিয় ঋতু সম্পর্কে জানতে পেরে অনেক বেশি আনন্দিত। আসলে শরৎকাল খুবই সুন্দর একটা সময়। তখন বিভিন্ন জায়গায় কাশফুল দেখা যায়। আর ওই সময়টাতে তেমন একটা শীত কিংবা গরম থাকে না। ওই সময়টা আপনাদের পুজো পার্বণের দিনগুলো শুরু হয়ে থাকে। যেটা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। ধন্যবাদ চমৎকার ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন।

অনেক ভালো লাগলো আপনার প্রিয় ঋতু সর্ম্পকে জানতে পেরে। আসলেই ঋতু বৈচিত্রের মধ্যে শরৎকাল তার নিজস্ব বৈশিষ্ট্যর জন্য নিজেকে অনন্য করে তুলেছে।
আমার ব্যক্তিগতভাবে শীতকাল পছন্দ হলেও শরৎকালও পছন্দের তালিকায় উপরের দিকেই আছে। শরৎকালের হঠাৎ বৃষ্টি মনকে যেমন প্রশান্ত করে তেমনি শিউলি ফুল আমাদের অভিভূত করে। অসাধারণ লেখনির মাঝে আপনি শরৎকালের বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য শুভকামনা।