"Edited by canva" |
Hello,
Everyone,
আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কেটেছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গত সপ্তাহে কমিউনিটিতে আমার সকল কার্যাবলী সংক্রান্ত সাপ্তাহিক রিপোর্ট। চলুন তাহলে শুরু করি, -
আজকে এই অংশটুকু লিখতে ভিতর থেকে একটু আনন্দ অনুভূত হচ্ছে। ঠিক কত মাস পর মনে নেই, তবে অনেকগুলো দিন বাদে পরিবারের সকলে একত্রিত হয়ে অনেক আনন্দঘন মুহূর্ত কাটিয়েছিলাম ডিসেম্বর মাসের ৮ তারিখে।
সেদিন আমাদের অ্যাডমিন ম্যামের জন্মদিন ছিলো। যারা শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে সম্মান জানানোর উদ্দেশ্যে আমরা যে ছোট্ট আয়োজন করেছিলাম, সেখানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বহুদিন বাদে যেন নিজের পরিবারের লোকদের সেদিন ফিরে পেয়েছিলাম। অনেক হাসির মজায় কিভাবে তিন ঘন্টা পার হয়েছিলো, বোধহয় আমাদের মধ্যে কেউই তার হিসেব রাখেনি সেদিন। সবথেকে আনন্দদায়ক ছিল অ্যডমিন ম্যামের উপস্থিতি। তাকে কেন্দ্র করে আয়োজিত আমাদের এই ছোট্ট হ্যাংআউট আশাকরি আমার মতো আপনাদের সকলের মনেও বেশ আনন্দ দিয়েছিলো।
"নতুন ইউজারদের ভেরিফিকেশন |
ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন @tanay123 ভাইয়ের হাত ধরে, ইতিমধ্যে আরও একজন নতুন ভাই আমাদের মধ্যে যুক্ত হয়েছেন, যার নাম @avishek93।
প্রথম দিন যুক্ত হওয়ার পর, অ্যাডমিন ম্যামের উপস্থিতিতে তার সঙ্গে ডিসকর্ডে কথা বলে, তার ফেস ভেরিফিকেশন করা হয়। পাশাপাশি তাকে কমিউনিটির সকল নিয়মাবলী সম্পর্কে অবগত করা হয়। যদিও ইতিমধ্যে তিনি মোটামুটি সকলে বিষয়ে তনয় ভাইয়ের কাছ থেকে শুনেছিলেন।
আশা করছি যেভাবে তনয় ভাই কমিউনিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক তেমনভাবেই তার মাধ্যমে আগত দুইজন নতুন সদস্যও কমিউনিটিতে সঠিক নিয়ম পালন করে নিজেদের কাজটি প্রতিনিয়ত করবেন। তনয় ভাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি, অভিষেক ভাই ও সৈকত ভাইকেও অনেক শুভকামনা জানাই তাদের আগামী পথ চলার জন্য।
"কমিউনিটিতে চলমান কনটেস্ট" |
২৫শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ডে প্রায় চলেই এলো। আর সেই দিনটিকে কেন্দ্র করে এই সপ্তাহে আমাদের কমিউনিটিতে একটি কনটেস্টের আয়োজন করা হয়েছিলো। যেখানে অংশগ্রহণের আগামীকাল শেষ দিন। ইতিমধ্যে আমি সহ আরো বেশ কিছুজন অংশগ্রহণ করেছেন।
তবে যারা এখনো পর্যন্ত অংশগ্রহণ করেনি, তাদের সকলকে অনুরোধ করবো নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণ করার জন্য এবং ক্রিসমাস সংক্রান্ত আপনাদের ইচ্ছা ও অনুভূতি অংশগ্রহণের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য। যাতে আমরাও আপনার অনুভূতিগুলো পোস্টের মাধ্যমে জানতে পারি। যারা এখনও পর্যন্ত পোস্টটি পড়েনি, তাদের জন্য লিংকটি আমি নিচে দিলাম
কমিউনিটি কনটেস্ট
"অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী" |
যেমনটা আপনারা সকলেই জানেন, গত সপ্তাহে অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের কনটেস্ট শেষ হয়েছিলো। আর নিয়ম মাফিক সেই কনটেস্টে অংশগ্রহণকারী প্রত্যেক ইউজারের ডিটেইলস প্রতি সপ্তাহের মতনই অ্যাডমিন ম্যামকে মেলের মাধ্যমে আমি পাঠিয়েছিলাম।
তিনি নিজের পছন্দ অনুযায়ী উইনার সিলেক্ট করে, সেই সপ্তাহের উইনার অ্যানাউন্সমেন্ট পোস্ট করেছিলেন। আশা করি ইতিমধ্যে আপনারা সেই পোস্টটি পড়েছেন। তবে যারা এখনো পড়েননি তাদের জন্য লিংকটি নিচে দিলাম, যার মধ্যে অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেলস রয়েছে, পাশাপাশি রয়েছে বিজয়ীদের নামও।
Winners announcement Post
"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট" |
এনগেজমেন্ট সংক্রান্ত সাপ্তাহিক রিপোর্টটি আমি প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে উপস্থাপন করি। যার মধ্যে আমাদের কমিউনিটির সকল অ্যাক্টিভ সদস্যদের এনগেজমেন্টের ডিটেইলস থাকে। শুধু ইউজারদের নয়, পাশাপাশি কমিউনিটিতে কর্মরত মডারেটরদের ডিটেইলস আপনার রিপোর্টে দেখতে পাবেন। এই রিপোর্টের মাধ্যমে শুধু নিজের নয়, নিজের পাশাপাশি কমিউনিটিতে কর্মরত সকল ইউজারদের ডিটেইলস সম্পর্কে আপনারা জানতে পারেন। ফলতো নিজেদের কাজকে আরো উন্নত করার সুযোগ থাকে।
এনগেজমেন্ট রিপোর্ট
"বুমিং সংক্রান্ত কার্যাবলী" |
বুমিং সংক্রান্ত কার্যাবলী আমার প্রতিদিনকার দায়িত্ব। ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন, বুমিং সাপোর্ট পেতে গেলে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আপনাদের সকলকে মেনে চলতে হবে। সেই অনুযায়ী আমাদের কমিউনিটি থেকে বুমিং সাপোর্টের জন্য পোস্ট সিলেক্ট করা হয়ে থাকে। আমি চেষ্টা করি যারা প্রতিনিয়ত কমিউনিটির সঙ্গে যুক্ত রয়েছেন এবং সকল নিয়ম অনুসরণ করে কাজ করছেন, তাদেরকে এই সাপোর্ট সঠিকভাবে দেওয়ার। আগামীতেও এই চেষ্টা অব্যাহত রাখবো।
আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন এই মুহূর্তে আমাদের একজন মডারেটর ভেরিফিকেশনের সঙ্গে যুক্ত নেই। তার ব্যক্তিগত কিছু কারণে তিনি এই মুহূর্তে ভেরিফিকেশন করতে পারছেন না। ফলতো দায়িত্ব কিয়দাংশে আমাদের উপরে রয়েছে। তাই নির্দিষ্ট সময় মেনে আমরা চেষ্টা করছি সকলের পোস্ট সময়ের মধ্যে ভেরিফাই করার। ভেরিফিকেশন করাটা কতখানি দায়িত্বের আশা করি আপনারা নিজেদের পোস্টে ভেরিফিকেশন ফরমেট দেখে বুঝতে পারেন। যাইহোক গত সপ্তাহে আমি কোনদিন কতগুলো পোস্ট ভেরিফাই করেছিলাম, তার ডিটেলস নিচে দিলাম, -
ভেরিফিকেশনের তারিখ | ভেরিফাইড পোস্ট সংখ্যা |
06/12/2024 | 08 |
07/12/2024 | 09 |
08/12/2024 | 07 |
09/12/2024 | 06 |
10/12/2024 | 11 |
11/12/2024 | 08 |
12/12/2024 | 13 |
"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী" |
কমিউনিটির সদস্য হিসেবে আমাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। যেখানে আমরা প্রত্যেকেই কমিউনিটির প্রতি নিজের দায়িত্ব পালন করার জন্য দায়বদ্ধ। কমিউনিটিতে একজন অ্যাক্টিভ ইউজার হিসেবে প্রতিদিন নিজের লেখা একটি পোস্ট শেয়ার করাটা আমাদের দায়িত্ব। আমি সেই দায়িত্বটি পালন করা সর্বোচ্চ চেষ্টা করি, তাই গত সপ্তাহে কমিউনিটিতে কি কি পোস্ট শেয়ার করেছিলাম, তার এক ঝলক পুনরায় নিচে শেয়ার করলাম।
এই ছিল আমার সাপ্তাহিক মডারেটর রিপোর্ট। যার মাধ্যমে আমি আমার সারা সপ্তাহের কার্যাবলী সংক্ষিপ্ত বিবরণ শেয়ার করলাম। এছাড়াও ইউজারদের সাথে ডিসকর্ডে বিভিন্ন কারণে কথা বলার প্রয়োজনীয়তা তো রয়েছে। তবে সেই সবকিছুর বাইরে যে কাজগুলো প্রায় প্রতিদিনকার একটি দায়িত্ব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো, কমিউনিটির পাশে থাকার জন্য। যাইহোক সকলের সুস্বাস্থ্য কামনা করে, এই সপ্তাহের রিপোর্ট শেষ করছি। ভালো থাকবেন সকলে।
হ্যাংআউট যেন সপ্তাহ শেষে এনার্জি বৃদ্ধির ওষুধ সরূপ সাথে যদি আপনি আর দিদি উপস্থিত থাকেন। এটা সঠিক যে সেদিন বিভিন্ন কারণে আমি রীতিমত মতো অন্যায় করেছি যেটা আপনাকে কষ্ট ও দিয়েছে। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দিদি। মন থেকে বলছি সকলের মাঝে দিদি ও আপনার উপস্থিতি আমাদের সকলেরই কাম্য।
শুধুমাত্র কো-এডমিন হিসেবে না বরং একজন স্টিমিয়ান হিসেবে ও আপনার কার্যক্রম প্রশংসনীয়। আমাদের মতো না যে হঠাৎ বৃদ্ধি আবার হঠাৎ হ্রাস। কাজ তো এমনই হওয়া উচিত যেখানে থাকবে ধারাবাহিকতা। সমস্যা হীন কেউই না কিন্তু সেটার সাথে তারতম্য ঠিক রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া শেখার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি।
কমিউনিটিতে আপনার সক্রিয়তা প্রশংসনীয় এবং এভাবেই থাকুন দিদি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Will it help, those words of praise?
All the best
🍀♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে জানাই আপনার একটি সপ্তাহের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। কমিউনিটির কো এডমিন হিসাবে আপনার ওপরে অনেক দায়িত্ব আছে যেটা আমরা সবাই জানি। তার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন আপনার আছে। যাই হোক তবুও এই ব্যস্ত সময়ের মধ্যে আপনার সপ্তাহের কার্যক্রম গুলো আমাদের সামনে শেয়ার করেছেন।
একদমই ঠিক বলেছেন দিদি অনেক দিন বাদে আমরা আমাদের পরিবারে সকল সদস্য এক জায়গায় হয় অনেক আনন্দ করেছিলাম। এবং তাও সম্ভব হয়েছিল এডমিন ম্যামের জন্মদিন উপলক্ষে যেটা আমাদের কাছে অনেক আনন্দের একটি বিষয় ছিলো।
শুভকামনা রইল আপনার জন্য আপনার দিন শুভ হোক এবং সব সময় ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🍀♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit