Incredible India contest by @sduttaskitchen|photographs that are close to your heart.

in hive-120823 •  last year 
Edited by canva

Hello,

Everyone,

আশাকরি আপনারা প্রত্যেকে ভাল আছেন সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে অংশগ্রহণ করতে চলেছি, আমাদের কমিউনিটিতে অ্যাডমিন ম্যামের আয়োজিত সাপ্তাহিক কনটেস্টে, যার বিষয়বস্তু আমাদের প্রত্যেকের মনের খুব কাছের।

কারণ আমরা সকলেই যখন আমাদের জীবনের বিশেষ ভালো মুহূর্ত কাটাই, তখন সেগুলো ফটোর মাধ্যমে ক্যামেরায় বা মোবাইলে বন্দী করে থাকি। আজকে অ্যাডমিন ম্যাম সেই সকল ফটোগ্রাফির মধ্যে থেকে কিছু ফটোগ্রাফি সকলকে শেয়ার করার কথা বলেছেন। ব্যক্তিগতভাবে এই বিষয়বস্তু আমার খুবই ভালো লেগেছে এবং এখনো পর্যন্ত যারা অংশগ্রহণ করেছেন, তাদের পোস্ট পড়েও অনেক ভালো লেগেছে।

IMG-20220907-WA0007.jpg

Share the story behind those photos.

আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য আমার জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের ছবি সিলেক্ট করেছি। যদিও আপনারা আমার পোস্টে কখনো না কখনো তাদের কথা পড়েছেন। তবে আজকে তাদের প্রতিটি ছবি আপনাদের সাথে শেয়ার করব এবং সেই ছবিগুলির পিছনে গল্প আপনাদেরকে বলবো।

সত্যি কথা বলতে জীবনে আরো অনেক মানুষ আছে যাদের সাথে আমি অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি, তবে সকলের ছবি এই পোস্টে শেয়ার করা সম্ভব নয়। তাই শুধুমাত্র কিছু ছবি এবং তার পেছনের গল্পই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব।

IMG-20220907-WA0007.jpg

Introduce the people or places with us.

IMG_20230926_191810.jpg
আমার মা

প্রথমে যে ছবিটা আপনারা দেখতে পারছেন, এটি আমার মায়ের ছবি। যিনি বর্তমানে এই পৃথিবীতে নেই প্রায়। প্রায় ১২ বছর আগেই তিনি ইহলোক ত্যাগ করেছেন। মায়ের সম্পর্কে আসলে কারোর পক্ষেই আলাদা করে কিছুই বলা সম্ভব নয়। তবে আমার মা সম্পর্কে শুধু কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব।

আমরা যাকে পুঁথিগত বিদ্যা বলি, সেই সম্পর্কে আমার মায়ের কোনো জ্ঞান ছিল না। তিনি কখনো বিদ্যালয়ে যাননি। কিন্তু জীবনের শিক্ষা আমার মাকে অন্য অনেকের থেকে অনেক বেশি শিক্ষিত করে তুলেছিল। আর ঠিক সেই কারণেই তিনি তার তিন সন্তান অর্থাৎ আমাদের তিন বোনকে শিক্ষিত করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। আজ বলতে ভালো লাগে আমরা তার চেষ্টার মান রাখতে পেরেছি।

পুথিগত বিদ্যার পাশাপাশি তিনি আমাদেরকে মানুষ হওয়ার সঠিক শিক্ষা দেওয়ার সব সময় চেষ্টা করেছেন। তবে সেটিতে তিনি কতটা সফলতা অর্জন করেছেন,সেটা হয়তো আমাদের পরিচিতজনরাই সবথেকে ভালো বলতে পারবে। তবে আমরা তিন বোন সবসময় চেষ্টা করেছি যাতে মায়ের শিক্ষার দিকে কেউ কখনো আঙ্গুল তুলতে না পারে। মায়ের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যদি মানব জন্ম আবার হয়, তবে যেন এই মায়ের গর্ভেই হয়।

IMG-20220907-WA0007.jpg

IMG_20230926_194430.jpg
সুনীতাদি

এই মানুষটি সম্পর্কে প্রথমে একটা কথাই বলব,- "তুমি ঠিক মায়ের মতোই ভালো।"এই মানুষটার সাথে কাজের জায়গায় পরিচয় হলেও, সম্পর্কটা ব্যক্তিগত জায়গায় অন্যরকম হয়ে উঠবে, কখনো ভাবিনি। কয়েক বছরের পরিচয় হলেও এনার সাথে সম্পর্কের গভীরতা, বহু বছরের অনেক সম্পর্কের থেকেও অনেক বেশি।

এ কথাটা বোধহয় আমি আগেও বলেছি, ব্যক্তি জীবন এবং কর্ম জীবনকে কিভাবে আলাদা রাখতে হয়, সেটা বোধহয় এই মানুষটির থেকেই শেখা উচিত।

কাজের জায়গায় আমি কোনো ভুল করলে এই মানুষটা শাসন করার ক্ষেত্রে যেমন কখনো ব্যক্তিগত সম্পর্কের ছায়া পড়তে দেন না। ঠিক উল্টো দিকে যখনই কোনো ব্যক্তিগত কারণে মন খারাপ নিয়ে তার কাছে যাই, তখন মায়ের মতন আগলে রাখার সময়, কাজের জায়গার রাগ সেখানে বাধা হয় না।

জীবন সম্পর্কে অনেক কিছুই মানুষটার থেকে শিখেছি, তবে তা নিজের জীবনে সম্পূর্ণভাবে কার্যকরী আজও করতে পারেনি। তবে এই মানুষটির সাথে সম্পর্কের গভীরতা আসলেই আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

IMG-20220907-WA0007.jpg

IMG_20230926_191306.jpg
সুমিত(ডাকনাম শুভ)

ভালোবাসার আসলে অনেক রূপ থাকে। যেগুলো সম্পর্কের বিভিন্নতায় বিভিন্নভাবে প্রকাশ পায়। শুভর সাথে পরিচয় বহু বছরের। বিবাহিত জীবনে আমরা বেশ কয়েক বছর পার করেছি। ওর প্রতি অনুভূতি আলাদা করে বলার কিছু নেই, শুধু এটুকু বলতে পারি এই ছবিটি তোলার সময় আমাদের সম্পর্কের পরিভাষা অন্যরকম ছিল।

সময় ও পরিস্থিতি জীবনে অনেক কিছু পরিবর্তন করে, কিন্তু যা পরিবর্তন হয় না সেটি হল মায়া। রাগ, অভিমান, অভিযোগ সবকিছুর ভিতরে ভালোবাসার মায়া সব সময়ই থেকে যায়। এই ছবিটি আমার ভীষণ প্রিয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

IMG-20220907-WA0007.jpg

IMG_20230926_191545.jpg
আমার দিদির মেয়ে তিতলি

এই ছবিটি তিতলির। জীবনে প্রথমবার সদ্যোজাত কোনো বাচ্চাকে দেখার অনুভূতি সেদিন বুঝেছিলাম, যেদিন এই পৃথিবীতে তিতলি এসেছিল। আমার দিদির শারীরিক পরিস্থিতি এমন ছিল যে, একটা সময় আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম, দিদি বোধহয় কখনোই মা হতে পারবে না।

কিন্তু অদ্ভুতভাবে আমার মা মারা যাওয়ার বছর খানেকের মধ্যেই আমরা জানতে পারি, দিদি দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভবা। প্রথমবার মিসক্যারেজ হয়েছিল। তিতলিকে পৃথিবীতে আনার জন্য দিদির সাথে সাথে আমিও অনেক লড়াই করেছি।

দিদির পুরো ট্রিটমেন্টে আমি সব সময় চেষ্টা করেছি ওকে সাহায্য করতে। কারণ দিদির ভালো থাকার জন্য ওর সন্তানকে এই পৃথিবীতে আনাটা একটা লড়াই ছিল বলতে পারেন। আর যখন তিতলি প্রথম পৃথিবীতে আসে, তখন কোথাও একটা আমরা সকলেই বিশ্বাস করেছি, মা বোধহয় আবার পুনরায় দিদির সন্তান রূপে ফিরে এসেছে। তাই এই মুহূর্তটা সব সময় আমার জন্য স্পেশাল ছিল, আছে, আর থাকবে।

IMG-20220907-WA0007.jpg

IMG_20230926_192436.jpg
আমার অফিসের স্যার

নিজের কাজের জন্য প্রশংসা শুনতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। সত্যি কথা বলতে আমি যখন প্রথম কাজে জয়েন করি, তখনও আমি ভাবিনি যে আমি কখনো কাজটি এতটা ভালো করতে পারব যে, আমিও কখনো পুরস্কার পেতে পারি। তবে এই ছবিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি, তার পিছনের বেশিরভাগ কৃতিত্ব @sduttaskitchen এর, কারণ আমি কাজের জায়গায় নিজের আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছিলাম শুধুমাত্র এই মানুষটির সাহায্যে।

যদিও প্রথম দিন যখন আমি অফিসে জয়েন করি, আমি কখনোই ভাবিনি যে এই মানুষটির সাথে আমার সম্পর্ক অফিসের বাইরেও এতটা দৃঢ় হবে। অফিসে এক বছর কাজ করার পরে, আমাদেরই সিনিয়র একজন স্যারের কাছ থেকে পুরস্কার পাওয়ার এই মুহূর্তটি অনেক স্পেশাল। কারণ এটি আমার জীবনের প্রথম চাকরি ছিল।

IMG-20220907-WA0007.jpg

IMG_20230926_194204.jpg
স্কুল জীবনের বান্ধবী ও বন্ধুরা

আমাদের প্রত্যেকের জীবনে বন্ধুদের একটা আলাদা জায়গা থাকে। বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারি স্কুল লাইফের বন্ধুত্বের একটা আলাদা টান থাকে। আমরা যখন ছোট থাকি তখন আমাদের অনেক বন্ধু বান্ধবী থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তাদের সংখ্যা কমতে থাকে, আর পুরনো বন্ধুদের প্রতি টান বাড়তে থাকে।

বহু বছর বাদে একজন বন্ধুর চেষ্টায় আমরা পুরনো সব বন্ধুরা একত্রিত হয়েছিলাম। আসলে এখন ফেসবুক, হোয়াটস অপের দিনে হয়তো অনেক বন্ধুর সাথে অনেক বন্ধুর সম্পর্ক থাকে, তবে আমরা স্কুল লাইফে আলাদা হয়ে যাওয়ার পর, শুধুমাত্র একটি বান্ধবী ছাড়া আর কারো সঙ্গেই আমার তেমন যোগাযোগ ছিল না।

তবে গত বছর একটি বন্ধুর সাথে কথা বলার পর ও সকল বান্ধবীদের একত্রিত করে এবং একটা দিন সিলেক্ট করে দেখা করার জন্য। এটি সেই দিনের তোলা একটি ছবি, আর সেই দিনের অনুভূতিটা বোধহয় ছবির মধ্যেই আপনারা খুঁজে পাবেন।

IMG-20220907-WA0007.jpg

IMG_20230926_194348.jpg
আমার পোষ্য-পিকলু

পিকলু আমার জীবনে বর্তমানে ঠিক কতটা জায়গা জুড়ে আছে, সেটা বোধহয় আপনারা আমার পোস্ট পড়েই বুঝতে পারেন। জীবনের এতগুলো বছর পার করে বুঝেছি, মানুষ যতই ভালোবাসুক না কেন, তার পিছনে কিছু না কিছু স্বার্থ অবশ্যই থাকে। যদি কেউ নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে সেটি হলো এরা।

অদ্ভুত লাগে যখন কোনো মানুষকে আমরা রেগে কোনো কথা বলি, হয়তো সেই রাগ বা অভিমান সে পুষে রাখে অনেকক্ষণ। কিন্তু পিকলু একদম আলাদা। এক্ষুনি বকা দিয়ে পরক্ষণে যদি আদর করে ডাকি, এক ছুটে সোজা কোলে চলে আসে। এটাই বোধহয় পার্থক্য মানুষ আর ওদের মধ্যে।

একটা সময় ওর সাথে আমার সম্পর্ক এমন হবে এটা আমার কল্পনার বাইরে ছিল। তবে আজ আমি হলফ করে বলতে পারি, এই রকম একটি সম্পর্ক আমাদের প্রত্যেকের জীবনে থাকা উচিত।

IMG-20220907-WA0007.jpg

What is the significance of the photographs; that you shared with us.

এই সম্পর্ক গুলো আমার জীবনে গুরুত্বপূর্ণ। কারণ জীবনের প্রতিটা ধাপে এদের সকলের সাথে আলাদা আলাদা সময় পরিচয় হলেও, এই সকল সম্পর্ক গুলো এবং এদের পাশাপাশি আরো অনেক সম্পর্ক মিলেই আমার জীবন।

কারণ এরা না থাকলে হয়তো জীবনের অনেক অনুভূতি আমার কাছে অজানাই থাকতো। তবে মানুষ হিসেবে আমার মনে হয়, প্রত্যেকটা সম্পর্কের গভীরতা, তার সাথে কাটানো ভালো ও খারাপ মুহূর্ত, অনুভূতি, এই সব কিছুই আমার জীবনের আসল মানে।

আমার বিশ্বাস আপনাদের জীবনেও এইরকম অনেক সম্পর্ক রয়েছে, যা আপনাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। তাই অনুরোধ করবো সকলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের অনুভূতি শেয়ার করবেন।

IMG-20220907-WA0007.jpg

লেখা শেষ করার আগে প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধু @daiky69 ,@dove11@riponকে আমন্ত্রণ জানাই। আশাকরছি আপনারা নিজেদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you very much for inviting me and sharing so beautiful stories as well as images. Actually, I can speak broken Bangla because I have lived in Kolkata and other cities in that area but I can't read it. The fact, the translation could be confusing at times. For instance, I found this text

I will say one thing about this man first, - "You are just as good as your mother." Although I met this person at work, I never thought that the relationship would be different in personal space.

If I make a mistake at work, this man never lets the shadow of personal relationships fall on me. On the contrary, whenever I go to him with personal frustrations, while holding on like a mother, workplace anger doesn't get in the way.

I hope you are describing your boss in this stanza. Is he the son of admin? By the way, my browser settings translate all languages automatically. I want to thank you once again for providing me the opportunity to read such a beautiful post.

First of all, thank you for taking the trouble to read my writings. No, I am not talking about admin mam's son but admin mam. This confusion is because you used a translator. I met admin ma'am at my first place of work. Then joined this platform with her help after the lockdown. And personally she is like my mother. But if I make a mistake at workplace, she never judges me based on that relationship. If there is any personal problem, she takes care of me like a mother, then she does not judge me by remembering the mistakes made at workplace. This is what I mean by my writing. Once again thanks a lot. Stay happy.

Thanks, yes, I was confused but everything is clear now. Actually, translators don't recognize gender hence the confusion. Thanks once again, now I can understand the depth of your relationship with the admin. My best regards.

Thank you so much 🙏.

Loading...

আপনার ছবি গুলো আসাধারণ লাগছে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের সাথে আপনার হৃদয় জোড়ানো ছবি গুলো শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো মনোযোগ সহকারে আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। আপনি আপনার পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন।

আপনি আজকে খুব সুন্দর ভাবে,,, আপনার প্রিয় মানুষগুলোর ফটোগ্রাফি এবং তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে আপনি পিকলু বাবুকেও রেখেছেন। ওকে দেখে অনেক বেশি ভালো লাগছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এভাবে প্রিয় মানুষের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

চমৎকার কিছু ছবি আপনি আজকে দিয়েছেন আপনার আপনার সাথে সুনিতা দিদির ছবিটি দেখে আজকে বুঝলাম ওনার চোখগুলো কত বড় বড় আর উনি কতটা সুন্দর। এটা উনার এত ভাল করে আর কোন ছবি আমার সেভাবে দেখা হয়নি।

আপনার বোনের মেয়ে তিতলি আর আপনার পোষ্য পিকলুর ছবিও দেখলাম পিকলুর কথা আপনি প্রায় অনেক পোস্টেই বলেছেন। দেখে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।আপনার জন্য অনেক শুভকামনা রইল