Hello,
Everyone,
আশাকরি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই সাবধানে আছেন। আর নিশ্চিত ভাবে আজকের দিনটা সকলের খুব ভালো কেটেছে।
আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের কমিউনিটির দ্বারা আয়োজিত এই মাসের প্রথম প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য। যার সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা একবার অবশ্যই আমাদের কমিউনিটির Incredible India monthly contest December#1|How education benefits us in our naturalistic life|Prize Pool 25steem এই পোস্টটি পড়তে পারেন।
প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটির অ্যাডমিন @sduttaskitchen ও মডারেটর @nainaztengra কে প্রতিবার এতো সুন্দর সুন্দর বিষয় নিয়ে প্রতিযোগীতার আয়োজন করার জন্য। এইবারের প্রতিযোগীতার বিষয়বস্তু হলো- আমাদের জীবনে শিক্ষার গুরুত্ব।
আসুন এবার এই বিষয়ে আমি আমার মতামত আপনাদের সামনে তুলে ধরি-
|
---|
- শিক্ষা বলতে আমি ব্যক্তিগত ভাবে যা বুঝি তা হলো - শিক্ষা এমন একটি শিখন প্রক্রিয়া, যার মাধ্যমে আমাদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটে, ব্যক্তিত্বের বিকাশ ঘটে, এবং তার পাশাপাশি আমাদের চারপাশের সমাজেরও উন্নয়ন ঘটে। এই প্রক্রিয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তাই শেখার কোনো বয়স নেই। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া।
|
---|
শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য একটি বিশেষ প্রয়োজনীয় প্রক্রিয়া। কারণ শিক্ষার মাধ্যমেই আমাদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটে। আমাদের ভালো মন্দ সম্পর্কে ধারণা তৈরি হয়।জ্ঞানের পরিধি বৃদ্ধি পাওয়ায় পাশাপাশি আমরা আমাদের উপযুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার দক্ষতা তৈরি হয়।
প্রকৃত সুশিক্ষা মানুষ হিসাবে আমাদের উন্নত করে। আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ জাগ্ৰত করে, যার ফলে আমরা কোনো খারাপ কাজ করার আগে আমাদের ভিতরের থেকে একটি বাধা অনুভব করি। হ্যাঁ অনেকেই তা উপেক্ষা করে খারাপ কাজে লিপ্ত হয়। আর অনেকেই সেই বাধা অতিক্রম করতে না পেরে সঠিক পথে অগ্ৰসর হয়ে থাকেন।
|
---|
source
পুঁথিগত শিক্ষাই যে প্রকৃত শিক্ষা তা আমি নিজে ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি না। কারন আমার মনে হয় পুঁথি গত বিদ্যা অর্জন করার জন্য যখন আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ কোনো বিদ্যালয়ে ভর্তি হতে যাই, তার অনেক আগে থেকেই আমাদের শিক্ষা প্রক্রিয়া শুরু হয়ে যায়।
আর এই কারণেই আমরা বলে থাকি বাড়ি হলো শিশুদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আর মা বাবা হলো তাদের জীবনের প্রথম শিক্ষক/শিক্ষিকা।
পুরোনো দিনে বিদ্যালয়ে শিক্ষার মান অনেক উন্নত ছিলো। তখনকার দিনে এমন ঘরে ঘরে টিউশনের প্রচলন ছিলো না। কিন্তু আজকাল দেখি প্রতিটি বিষয়ের জন্য একের বেশি প্রাইভেট টিউটর রাখেন অভিভাবকরা। এর পিছনে অবশ্য বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের ভূমিকা বিশেষ ভাবে দায়ী। কারন আজকাল বিদ্যালয়ের পড়াশোনার মান একবারেই নিম্নমুখী। সুতরাং অভিভাবকরা তাদের সন্তানদের ভালো পড়াশোনার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের উপর আস্তা রাখতে পারছেন না। ফলে তারা প্রাইভেট টিউটরের দারস্থ হচ্ছেন।
আমাদের ছোটো বেলায় আমাদের বাবা মায়ের মুখে আমরা তাদের সময়কার শিক্ষক/শিক্ষিকাদের গল্প শুনতাম, যারা তখনকার সময় ছাত্র-ছাত্রীদের জন্য অনুপ্রেরণা ছিলো। শিক্ষার্থীরা বড় হয়ে তাদের মতো করে নিজেদের গড়ে তুলতে চাইতেন।
কিন্তু আজকালকার দিনে এমন শিক্ষক/শিক্ষিকা খুঁজে পাওয়া খুব কঠিন। যারা এখনও সেই মানের ব্যক্তিত্ব নিয়ে চলেন, তারা আবার আজকের যুগে বড্ড বেমানান। তাই তারা নিজেদেরকে আধুনিকতার চাকচিক্য থেকে দূরেই রাখেন।
তাই যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের জীবনের চলার পথের জন্য যথেষ্ট নয়। বাহ্যিক ও আভ্যন্তরীণ শিক্ষার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ভালো মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের সান্নিধ্যেও প্রয়োজন আছে বলেই আমি মনে করি।
|
---|
source
শুধু এই বছর নয় বলতে পারেন আমারা প্রত্যেকেই প্রায় প্রতিদিনই কিছু না কিছু শিখছি।তবে কিছু শিক্ষা আমাদের জীবনে আমুল পরিবর্তন আনছে,আর কিছু শিক্ষা আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে।
তবে আমি আজকে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে বিষয়টি এখানে তুলে ধরতে চাই সেটি হলো- যে কোনো কাজ করার পর আপনি যদি আপনার নিজের বিবেকের কাছে পরিস্কার থাকেন, আর পুরো পৃথিবীর লোক যদি আপনাকে ভুল প্রমাণ করতে চায়। তাতে কষ্ট পাওয়ার কিছু নেই, বিচলিত হওয়ার কিছু নেই। কারন যদি আপনার কর্ম সঠিক থাকে তাহলে, যে মানুষগুলো আপনাকে ভুল ভেবে ছিলো তারাই আবার ফিরে আসবে আপনার কাছে।
আর জীবনের যে ভাবনা বা শিক্ষা আমি ভবিষ্যতে আর এগিয়ে নিয়ে যেতে চাই না, সেটা হলো - আমার সব আপনজনেরা আমাকে ভালোবাসে, আমার কষ্ঠ বোঝে। কারন সত্যি তো এটাই আমার কষ্ট আমি ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না। তাই অন্যের কাছ থেকে কোনো রকম প্রত্যাশা রাখার অভ্যাস আমি ত্যাগ করতে চাই।
|
---|
এই বছর আমি আমার জীবনের একটি সাম্প্রতিক ঘটনা শেয়ার করবো যেটা আমাকে আরও পরিনত করেছে। আপনারা সকলে আমার বা আমার বোনের পোস্ট পড়ে জেনেছেন আসাম গিয়ে দিয়া নামের একটি বাচ্চা মেয়ের সাথে আমাদের পরিচয় হয়েছে। যার মা ওর একদম ছোটো বয়েসে মারা গেছে, আর এক বছর মতো আগে ওর বাবাও মারা গেছে। ওর একমাত্র দিদি, যার বিয়ের পর থেকে এদের সাথে কোনো যোগাযোগ নেই। একমাত্র বয়েস্ক ঠাকুমার সাথে থাকে।
আমার মা মারা যাওয়ার পর আমি যে কষ্ট পেয়েছিলাম, দিয়া তার থেকেও কতো বেশি কষ্ট নিয়ে বেঁচে আছে। আমার থেকে কতো ছোটো অথচ মাথার উপরে কোনো ছায়া নেই জেনেও হাসিখুশি ভাবেই জীবন কাটাচ্ছে। অথচ আমি কতো ছোটো ছোটো বিষয়ে কতো কষ্ট পাই।
এমন অনেক কষ্ট আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার মনে লুকানো ছিলো। যেগুলো আসাম থেকে ফিরে এসে আর সেভাবে আমাকে নাড়া দিতে পারে না। তাই আমার সাথে দিয়ার পরিচিতি আমাকে আরও বেশি পরিনত করছে।
|
---|
source
সব শেষে আমি আমার সব বন্ধুদের একটাই কথা বলতে চাই, জীবনে যেমন ভালো সময় আছে তেমনি খারাপ সময়ও আছে। আর এই দুটোই সহ্য করে আমরা বেঁচে আছি। কারন জীবন কখনো থেকে থাকে না।
তেমনি যখন আপনারা নির্দিষ্ট কোনো কাজ করবেন তাতে সফলতা ও ব্যর্থতা দুইটি দিকই থাকবে। কিন্তু তাই বলে ব্যর্থতর ভয়ে কখনো কাজটি ছেড়ে দেবেন না।
কারন খারাপের সময়ের পর যেমন ভালো সময় আসে, রাতের অন্ধকারের পর যেমন দিনের আলো আসে তেমনি ব্যর্থতার পরেও সফলতা আসে।
শুধু ধৈর্য্য ধরে নিজের সবটুকু চেষ্টা, সততা দিয়ে কাজটি করে যাবেন, দেখবেন সফলতা একদিন আসবেই।
এই ছিলো এই প্রতিযোগিতার বিষয়বস্তু সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।
প্রতিযোগীতার নিয়ম অনুযায়ী আমি আমন্ত্রণ জানাই আমার তিন বন্ধুকে।আশাকরি আপনারা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে নিজের মতামত আমাদের সাথে শেয়ার করবেন। (As per the contest rules I am inviting three of my friends to participate in this contest they are @lavanyalakshman , @deepak94 ও @ishayachris. Hope you will come forward and participate in this contest).
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাত্রি।
You explain very neatly and clearly the importance of education in each person's life. What you expressed in your post, I completely agree with you.
Thanks for the invitation. I will try to participate soon. Take care of you, my friend.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for your beautiful comments. Stay blessed.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello friends,
We are glad to see your participation in our community and the contest, we would also like to appreciate your engagement.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনার মূল্যায়ন ও সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্বপ্রথম প্রতিযোগীতার জন্য আপনাকে জানাই অনেক শুভেচ্ছা। আপনি খুব সুন্দর ভাবে সবটা লিখেছেন। তবে আপনার যে লেখাটুকু আমার সবথেকে ভালো লাগলো সেটা হলো -
এই প্রত্যাশা বোধহয় আমাদের সকলেরই ত্যাগ করা উচিৎ। কারন এই প্রত্যাশার কারনেই আমরা বেশি কষ্ট পাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ দিদি আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Awesome post my friend.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit