"Incredible India monthly contest December #1|My resolution 2024"

in hive-120823 •  last year 
IMG_20231211_010446.png
Edited by canva

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

গতকাল আমার কিভাবে কেটেছে, সেকথা সকালেই আপনাদের সাথে শেয়ার করেছি। আজ কি ভাবে দিনটি কাটালাম পরবর্তী পোস্টে আমি শেয়ার করবো।

কারন আজ আমি এই পোস্টের মাধ্যমে অংশগ্রহণ করতে চলেছি, আমাদের কমিউনিটিতে আয়োজিত ডিসেম্বর মাসের প্রথম কনটেস্টে, যার বিষয়বস্তু হিসেবে অ্যাডমিন ম্যাম নতুন বছরকে বেছে নিয়েছেন।

কয়েকদিন বাদেই নতুন বছর শুরু হবে। তাই নতুন বছরের resolution নিয়ে আমাদের মতামত সম্পর্কে জানতে চেয়ে বেশ কিছু প্রশ্ন রেখেছেন, এই কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে চলেছি। চলুন তাহলে শুরু করি, -

1. What resolution do you make and follow for the upcoming year?

১. নিজেকে মানসিক ভাবে শক্ত করবো:-


নতুন বছরের শুরুতে সবার প্রথম আমি যে resolution নিতে চলেছি, তার মধ্যে প্রথমটি হল নিজেকে মানসিক ভাবে শক্ত করবো। কারন বয়স বাড়ার সাথে সাথে আমি এটা বুঝতে পারছি, ইমোশন এমন একটা জিনিস যদি সেটার ওপরে নিজের কন্ট্রোল না থাকে, তাহলে অনেক সময় সেটির কারণে আমাদের জীবনে কষ্টের মাত্রা বেড়ে যায়।

কারণ অপর দিকের মানুষগুলো যখন আমাদের দুর্বলতা সম্পর্কে জেনে যায়, তখন সেই গুলিকে কাজে লাগিয়ে তারা বারংবার আমাদেরকে আঘাত করে। এই বিষয়গুলি না বুঝতে পারার ফলে এতো বছর আমি অনেক বেশি আঘাত পেয়েছি। তবে নতুন বছরের শুরুতে আমি চেষ্টা করব যাতে এই একই কারণে আমি আর বেশি আঘাতপ্রাপ্ত না হই।

২. নিজেকে ভালোবাসবো:-


self-love-3969644_1280.jpg

source

তবে নতুন বছরের শুরু থেকেই আমি নিজেই নিজেকে আগলে রাখব, নিজেই নিজের কষ্টে কাঁদবো, আনন্দে হাসবো। অন্যের ওপরে যদি নিজের ভালো থাকার ভার তুলে দিই, তাহলে আমার ভালো থাকা তার ইচ্ছার ওপরে নির্ভর করবে, যেটা আমি এই নতুন বছরে পরিবর্তন করতে চাই।

আমার ভালো থাকার দায়িত্ব আমি নিজেই নিতে চাই। কারণ আমরা যতই চেষ্টা করি না কেন, অন্যের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে, তার কষ্ট বা আনন্দ কোনোটাই অনুভব বা উপভোগ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এই কারণে এই নতুন বছরে নিজের আবদার যেমন নিজে পূরণ করব, তেমনি নিজেই নিজেকে শাসনও করবো।

৩. নিয়ম মেনে প্রতিদিন পোস্ট শেয়ার করবো:-


স্টিমিট প্ল্যাটফর্মটি আমার অনুভূতি শেয়ার করার একটি অন্যতম জায়গা। কারণ কথার মাধ্যমে আমরা অনেক ইমোশান বহিঃপ্রকাশ করতে পারি না, যা লেখার মাধ্যমে করতে পারি।

তবে ব্যক্তিগত অনেক সমস্যার কারণে লাস্ট তিন বছরে আমি পোস্ট লেখায় গ্যাপ দিয়েছি। মাঝেমধ্যেই লেখা হয়ে ওঠেনি। কিন্তু নতুন বছরে আমি আর পোস্ট গ্যাপ না দেওয়ারই চেষ্টা করবো। কারণ দিনশেষে নিজের অনুভূতিগুলো লেখার মাধ্যমে প্রকাশ করলে, মনের ভার অনেকটা কমে যায়। তাই নতুন বছরে এটি আমার আরেকটা গুরুত্বপূর্ণ resolution.

৪. নিজেকে প্রাধান্য দেবো :-


self-love-7200173_1280.jpg

source

ব্যক্তিগত জীবনে ভালোবাসার কারণে হোক বা সাংসারিক কারণে হোক ভালোবাসার মানুষের পাশাপাশি, সংসারের প্রতিটি মানুষের ভালো থাকার প্রাধান্য আমি নিজের ভালো থাকার থেকেও বেশি দিয়েছে।

কিন্তু বর্তমানে যে পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে আছি, আমি বুঝতে পারি অন্যকে প্রাধান্য দিতে গিয়ে আমি কোথাও না কোথাও সেই মানুষগুলির কাছ থেকে এই আশা করতে শুরু করেছি যে, তারাও আমাকে একই রকম ভাবেই প্রাধান্য দেবে। কিন্তু যখনই সেটা হয়নি তখনই আঘাতে আঘাতে চূর্ণ হয়েছি বারংবার।

তাই নতুন বছরে আমি নিজেকে প্রাধান্য দেব এবং অন্যের কাছ থেকে নিজে প্রাধান্য পাবো, এই আশাও ধীরে ধীরে ত্যাগ করার চেষ্টা করব।

2. How would your resolution be useful for you and others? Describe.

উপরে যে resolution গুলো নতুন বছরের জন্য আমি ঠিক করেছি সেগুলো আমার নিজের জন্য। যদি আমি সেগুলো করতে পারি, তাহলে আমি নিজে ভালো থাকবো, আনন্দে থাকবো।

কারণ কষ্টে থাকার জন্য না চাইলেও আমরা অনেক কারণ জীবনে পেয়ে যাই, কিন্তু ভালো থাকার জন্য শুধু একটা কারণ প্রয়োজন হয়, সেটা হলো নিজেকে ভালোবাসা।

আর ঠিক এই জিনিসটাই এতগুলো বছর ধরে করে ওঠা হয়নি। তাই যদি নতুন বছরের শুরু থেকে আমি এই জিনিসটা অভ্যাস করি, তাহলে বছর শেষে হয়তো আমি আপনাদের জানাতে পারবো আমি ভালো আছি।

পরনির্ভরশীলতার থেকে বড় কষ্ট বোধহয় আর কিছুই নেই। কারণ কথায় আছে, অন্ধকারে নিজের ছায়াও নিজের সাথে থাকে না। সেখানে অন্য মানুষের উপরে নির্ভর করাটা নিতান্তই বোকামি। তাই আমার মনে হয় যদি আমি এই অভ্যাসগুলো নিজের ভিতরে তৈরি করতে পারি, তাহলে আমি নিজে ভালো থাকবো, পাশাপাশি অন্যকে ভালো রাখার চেষ্টা করতে পারব।

কারণ আমি যে মানুষগুলোর থেকে আশা করছি তারা আমাকে ভালো রাখার চেষ্টা করবে, যখন সেই আশা পূরণ না হয়, মাঝে মাঝে তখন সেই মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করে ফেলি। তাই যদি আমি নিজে খুশি থাকি তাহলে সেই ব্যবহারগুলো করার প্রয়োজন হবে না,তাই নিজেকে ভালো রাখার পাশাপাশি আমি তাদেরকেও ভালো রাখতে পারবো।

3. Do you think the resolution is essential to overcome something? Justify your answer.

IMG_20231211_005108.jpg

গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের যেমন সঠিক রাস্তা জানা প্রয়োজ, ঠিক তেমনি নতুন বছরটাকে সুন্দর করে শেষ করার জন্যও আমাদের প্রত্যেকেরই কিছু resolution প্রয়োজন। আর সেগুলো সব সময় তৈরি করা উচিত ফেলে আসা বছরের অভিজ্ঞতা থেকে। কারণ যে জিনিসগুলো আমাদের জীবনে ঘটে গেছে, সেই অভিজ্ঞতাগুলো দিয়ে নতুন বছরের পরিকল্পনা করা অনেক বেশি সহজ, যাতে সেই অভিজ্ঞতাগুলো নতুন বছরেও আমাদের পাওনা না হয়।

Conclusions

যাইহোক নতুন বছরের resolution সম্পর্কে এই ছিল আমার অভিমত। এগুলো পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধু @wirngo , @leonciocast@chant কে আমন্ত্রণ জানাই। যাতে তারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, নতুন বছর নিয়ে নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করেন। সকলের ভালো থাকবেন।ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেখাটি যেহেতু বাংলায় তাই নিজের মাতৃ ভাষায় উত্তর দেওয়া শ্রেয় বলে মনে হলো। সম্পর্কের সাথে জড়িয়ে গেলে দায়িত্ব পালন এবং পাশে থাকাটা অতন্ত্য আবশ্যকীয় কিন্তু অপরদিক থেকে সেই দায়িত্ব কর্তব্যের মূল্যায়ন যদি কেউ করতে না পারে, তাহলে ছাইয়ে জল ঢালার সমান হয়ে যায় বিষয়টি।
আশা প্রত্যাশা কেবল যদি একতরফা হয় তাহলে সেটা নির্ভেজাল সম্পর্কের সংজ্ঞা কখনোই হতে পরে না।
লেখাটি যেমন গুনমানসম্পন্য তেমনি অর্থ বহুল।
আসলে কথায় আছে আপন বুঝ পাগলেও বোঝে।
আরো একটি প্রচলিত কথা আমরা প্রায়শঃই বলে থাকি, আপনি বাঁচলে বাপের নাম!

কাজেই, নিজের উন্নতি, নিজেকে খুশি রাখাটা কখনোই স্বার্থপরতা নয়। কারণ, শুদ্ধ আত্মায় ঈশ্বরের অবস্থান।

একটি সুন্দর অর্থ বহুল বাস্তববাদী লেখা উপহার দেবার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য পেয়ে সত্যিই অনেক ভালো লাগলো। মনে হলো লেখাটি সার্থক হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার ব্যস্ততম সময় থেকে সময় বের করে, আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

আসলে আগে নিজের খুশির কথা সবার শেষে ভাবতাম, কিন্তু দিনশেষে দেখেছি আমার খুশির কথা ভাবার মানুষের বড্ড অভাব। তাই নিজেই নিজের খুশির কথা ভাবার সিদ্ধান্ত নিয়েছি। তবে অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ, আমার জীবনের বেশ কিছু পরিবর্তন আপনার কারণেই এসেছে। কথায় আছে "সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ"।

আপনার মতন মানুষের উপস্থিতি প্রত্যেকের জীবনে আশীর্বাদ স্বরূপ।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে জীবনের সঠিক শিক্ষা দেওয়ার জন্য। ভালো থাকবেন। সর্বদা আপনার সুস্থতা প্রার্থনা করি।

আপনার প্রত্যেকটা resolution খুব সঠিক লাগছে আমার কাছে। সবার প্রথমে বাড়ীতে ঘোষণা করে দিন যে ১লা জানুয়ারী থেকে আর রোজ রুটি বানাবেন না। আমাদের এখানে তো বেশীরভাগ পরিবার যেখানে স্বামী এবং স্ত্রী কাজ করেন, তারা বাইরে থেকে হাতে গড়া রুটি কিনে এনে খান। আর মনে রাখবেন আপনিও কিন্তু একটা কাজ করেন এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ পোস্টে রয়েছেন।

নিজেকে ভালোবাসা আর নিজেকে প্রাধান্য দেওয়া প্রত্যেকটা মানুষেরই উচিত। কথায় আছে, অন্যকে সুখী করতে গেলে নিজেকে দুখী হতে হয়, সেই অন্যজন যতোই কাছের মানুষ হোক না কেনো। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমার মনে হয় আপনি সহমত হবেন।

কন্টেস্টে আপনার জন্য আমার শুভকামনা রইলো।

☺ বেশ ভালো বলেছেন, রোজ রোজ রুটি বানাতে আমার নিজেরও ভালো লাগে না। হ্যাঁ রুটি কিনতে পাওয়া যায় ঠিকই, কিন্তু আমার শশুরমশাই সেই রুটি কিছুতেই খাবেন না, সমস্যাটা সেখানেই। সত্যি আমি আপনার কথার সাথে সহমত, অন্যকে সুখী করতে গেলে, সবথেকে বেশি কষ্ট নিজেকেই পেতে হয়। আমার পোস্ট পড়ে, এমন সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনি খুবই চমৎকার ভাবে মান্থলি কনটেস্ট এর বিষয়বস্তু সম্পর্কে নিজস্ব মতামত উপস্থাপন করেছেন। নিজেকে ভালেবাসাটা, নিজেকে প্রাধান্য দেয়া এবং নিজেকে মানসিক ভাবে শক্ত করা এই তিনটি বিষয়ই খুবই জরুরি। এই বিষয়গুলোর সাথে আমিও আপনার সাথে একমত।
আপানার লেখা পড়ে খুবই ভালো লেগেছে আমার।প্রতিযোগিতায় জয়ী হবার জন্য শুভকামনা রইলো আমার।
ভালো এবং সুস্থ থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

আপনি যে আমার সাথে একমত হয়েছেন এটা জেনে খুশি হলাম। নিজেকে ভালবাসা যে এতো জরুরি সেটা না বুঝে অনেক গুলো বছর আগেই নষ্ট হয়েছে। তাই এইবার একটু ভালোবাসতে চাই। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে এতো সুন্দর ভাবে মন্তব্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

নতুন বছরের সমস্ত প্রত্যাশা আপনি নিজেকে ঘিরে তৈরি করেছেন। আপনি নিজেকে পরিবর্তন করতে চান।নিজের ভেতরের দুর্বলতা গুলোর উপরে সফলতা পেতে চান। প্রথমে আপনি নিজেকে শক্ত করতে চান।এরপরে নিজেকে প্রাধান্য দিতে চান।নিজেকে মানসিকভাবে শক্ত করতে চান।আপনার এই চাওয়া গুলি কোনটাই একে অপর থেকে কম মূল্যবান নয়। কারণ এই জিনিসগুলো আপনাকে একান্তই মানসিকভাবে সুগঠিত হতে সহায়তা করবে। আমরা অধিকাংশ সময় নিজেকে বাদ দিয়ে অপরকে প্রাধান্য দিতে গিয়ে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলি। আপনি হয়তো বুঝতে পেরেছেন যে নিজেকে ভালো না বাসলে অপরকেও ভালোবাসা দেয়া যায় না। তাই আপনি এই নতুন বছরের লক্ষ্য নির্ধারণ করেছেন। খুব ভালো লাগলো আপনার নতুন বছরের ইচ্ছাগুলো জেনে।

Posted using SteemPro Mobile

একদমই তাই। ভালোবাসার মানুষকে নিজের জীবনে প্রাধান্য দিতে গিয়ে, নিজের জীবনের অনেক কিছু হারিয়ে ফেলি আমরা। এতো বছর বাদে আজকাল খুব আফসোস হয়, পুরোনো আমি কতো খুশি ছিলাম। সেই আমিটাকে নতুন বছরে খুঁজে পেতে চাই, এই কারণে এইসব সংকল্প নিলাম। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Congratulations!

Your post has been upvoted by @steemladies.
The community where the Steemian ladies can be free to express themselves, be creative, learn from each other, and give support to their fellow lady Steemians.

Manually curated by patjewell for Steem For Ladies

Thank you for your support

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি যে বিষয়গুলো নির্বাচন করেছেন এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।আমরা নিজেদেরকে গুরুত্ব দেই না। পরিবার সামলাতে গিয়ে নিজের কথা ভুলে যাই। নিজেকে সময় দিতে ভুলে যাই। কিন্তু একটা সময় দেখা যায় পরিবারের কোনো মানুষের কাছে, আমাদেরকে দেয়ার মত সময় থাকে না।

আপনি একদমই ঠিক বলেছেন নিজেকে সময় দিতে হবে। নিজেকে শক্ত করতে হবে। কারণ পরিবারের কাছ থেকে কিছু সময় দেখা যায় এমন কিছু আঘাত পাই। যেটা আসলে নিজেরা নিজেদেরকে সামলে নিতে হয়। সেজন্য অন্ততপক্ষে নিজেকে শক্ত করতে হবে। প্রতিনিয়ত পোস্ট শেয়ার করবেন। এটা আমারও একটা ইচ্ছা। আপনার প্রত্যেকটা ইচ্ছার আমি অনেক বেশি মূল্যায়ন করি। ভালো থাকবেন। আপনার ইচ্ছে গুলো পূরণ হোক এই কামনা করে সৃষ্টিকর্তার কাছে।

দূরের কারোর কথায় আমাদের ক্ষনিকের জন্য খারাপ লাগতে পারে, তবে আমাদের আঘাত দিতে পারে শুধুমাত্র কাছের মানুষ। আর এই কারনেই পরিবারের কারোর সামান্য কথায় আমাদের অনেক কষ্ট হয়। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Loading...

আপনি নতুন বছর শুরুতেই মানসিক ভাবে নিজেকে শক্ত করতে চান। আপনি এই কথাটি সঠিক বলেছেন যে ইমোশনাল বেশি হলে অনেক কষ্ট পেতে হয়। আমাদের দুর্বলতা মানুষ অস্ত্র ভেবে নিয়ে থাকে এবং সেই অস্ত্র এমন ভাবে আঘাত করে যে কষ্টের কোন শেষ থাকে না। তাই আমাদের প্রত্যেকটা মানুষের নিজের জায়গা থেকে শক্ত হওয়া উচিত।

এবং আপনি নিজে নিজেকেই ভালোবাসতে চান এটা আমার মনে হয় অনেক ভালো একটি সিদ্ধান্ত এবং আপনি নিয়ম অনুযায়ী কমিউনিটিতে কাজ করতে চান যা আমাদের প্রত্যেকটা মানুষের করা উচিত।

যাইহোক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

সকলে নয়, তবে বেশিরভাগ মানুষই দুর্বলতার সুযোগ নেয়। তাই সেই সুযোগ আমরা কাউকে দেবো কিনো সেটা একদমই আমাদের নিজস্ব সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তের উপর নির্ভর করে আমাদের ভালোথাকা। এই নতুন বছরে তাই নিজের ভালো থাকাকে আমি প্রাধান্য দেবো বলে ঠিক করেছি। অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

ধন্যবাদ ও সম্মান জানাই আপনার রেজুলেশনের উপর। আমার কাছে মনে হয় নিজেকে ভালবাসার ফলেই মানসিক শক্তি আরো বেশি বৃদ্ধি পায়।আর নিজেকে প্রাধান্য দেওয়াতে যেকোন কাজে মনোযোগ আসে। আপনার সকল প্রত্যাশা প্রত্যেক মানুষের জন্য প্রয়োজনীয়।

অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য। আসলে লেখার স্বার্থকতা তখন, যখন অন্যের সেগুলো পড়ে ভালো লাগে। সত্যিই নিজেকে ভালোবাসলেই মানসিক শক্তি বাড়ে। যে শক্তি আমার নিজেকে ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন।

আসন্ন ২০২৪ সালের নতুন বছরের resolution গুলো শেয়ার করার মধ্যেই আপনি সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রথম resolution খুবই সুন্দর বলেছেন।

আমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে। বয়সের সাথে সাথে আমাদের মন মানসিকতার পরিবর্তন হয়। কথা শোনা যাচ্ছে যে বেশি বয়স হলে বাচ্চাদের মত আচরণ করে। মাঝে মাঝে অনেক কিছু মনে থাকে না আবার অনেকের কথায় মনে খুব আঘাত লাগে ।

দশ জনকে নিয়ে সুখী হওয়া যায় কিন্তু সেই সুখী হওয়াটা অনেক কঠিন তার থেকে নিজের সুখটা খুঁজে বের করাটাই আমার মনে হয় উত্তম হবে আমি সুখে থাকতেই দশজনকে সুখী করতে পারব ।আর আমি যদি সুখে না থাকি তাহলে দশজনকেও সুখী রাখতে পারবনা ।

আমরা গৃহিণীরা সংসারে সবার সুখের কথা ভাবতে ভাবতে নিজের যে ভালোলাগার কিছু বিষয় আছে সেগুলো ভুলে যাই। সে ভালোবাসাগুলো আমার নিজেদেরকে খুঁজে নিতে হবে।

দশজনকে নিয়ে ভালো থাকা সম্ভব, তবে একই সময়ে দশজনের কাছে ভালো হওয়া কঠিন। আর ঠিক এই কারনেই দশজনের ভালোলাগাকে নয়, নিজের ভালোলাগা গুলোর গুরুত্ব নতুন বছর থেকে দিতে তাই। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার resolution পড়ে খুব ভালো লেগেছে,বিশেষ করে আপনি বলেছেন নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজই নিবেন আবার শাশন ও করবেন নিজেই নিজেকে। এই কাজ টা যদি সঠিক ভাবে করা যায় তাহলে জীবনের অর্ধেক সমস্যা নিষ্পন্ন হয়ে যায়।আমরা দুঃখ তখনই পায় যখন নিজের ভালো থাকাটা অন্যের উপর নির্ভর করে।যাইহোক আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ শাসন তো করতেই হবে। মন হচ্ছে সেই বাচ্চা যার চাহিদার শেষ নেই। তাই তার সব বায়না পূরন করা সবসময় সম্ভব হয় না। এই কারণে কখনো কখনো শাসনের জরুরি। আর এই অধিকারটাও আমি নিজেকে দেবো, অন্য কাউকে নয়। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

আমার মনের মতন একটি পয়েন্ট আপনি নির্বাচন করেছেন সেটি হল নিয়ম মেনে প্রতিদিন পোস্ট শেয়ার শেয়ার করা। আসলেই সত্য যে মনের আবেগ হাসিখুশি দিনশেষে কোথাও না কোথাও শেয়ার না করতে পারলে যেন মন ভার হয়ে যায়। তাই আমি মনে করি steemit .com এমন একটি প্ল্যাটফর্ম যেখানে জীবন চক্রের সব ধরনের লেখা শেয়ার করা যায়।

নতুন বছরে আমার জীবনে ও এই পয়েন্টটি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ ২০২৪ সালের আপনার রেজোলিউশন আমাদের কাছে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

আসলে মাঝে অনেক পোস্ট গ্যাপ হয়েছে আমার, যার কারণে অনেকটাই পিছিয়ে পড়েছি। আবার নিয়মিত ভাবে আমি নতুন বছরে পোস্ট করতে চাই। আমার জেনে ভালো লাগলো আপনিও এই কাজটি অনুসরণ করতে চান। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।