![]()
|
---|
Hello,
Everyone,
আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
আজ আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের কমিউনিটিতে কর্মরত মডারেটর @tanay123 ভাই কর্তৃক আয়োজিত এই মাসের কনটেস্টে, যার বিষয়বস্তু সম্পর্কে ইতিমধ্যে আশাকরছি আপনারা সকলে অবগত আছেন।
এমন একটি বিষয় নিয়ে কনটেস্টের আয়োজন করার জন্য ভাইকে ধন্যবাদ জানাই। আশারাখি আপনারা সকলেই এই ফটোগ্রাফি কনটেস্টে অংশগ্রহণ করে, নিজের পছন্দের কিছু আকাশের ছবি আমাদের সাথে শেয়ার করবেন এবং তার পাশাপাশি আপনাদের অনুভূতিও।
আমিও আমার পছন্দের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো, তার সাথে নিজস্ব অনুভূতিও। তাই খুব বেশি দেরি না করে চলুন শুরু করি, -
|
---|
কখনো কখনো আকাশের নিচে দাঁড়িয়ে নিজেকে বড্ড বেশি একা মনে হয়। মন খারাপের মুহূর্ত গুলোতে যেন মনে হয় উপরে বিস্তৃত আকাশে নিজেই বিলীন হয়ে যাই। নিজের প্রিয় মানুষগুলো যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা বিশ্বাস করি তারা ওই আকাশের মাঝেই আছেন। তাই মাঝেমধ্যে তাদের কাছে যেতে যেতে বড্ড বেশি মন চায়।
আবার কখনো কখনো আনন্দের মুহূর্তে আকাশের নিচে দাঁড়িয়ে যেন নিজের খুশি জাহির করতে ইচ্ছে করে। আসলে আমরা আমাদের নিজেদের ভিতরকার দুঃখ, আনন্দের অনুভূতির সাথে আকাশটাকে নিজেদের মতো করে ভাবতে পছন্দ করি।
এই কারণে কষ্টের সময় যেমন মন খুলে আকাশের দিকে তাকিয়ে আপনজনের প্রতি অভিযোগ জাহির করি, ঠিক তেমনি আনন্দের মুহূর্তে নিজেদের খুশিও শেয়ার করি ওই আকাশের মাঝে লুকিয়ে থাকা আপনজনের সাথেই।
![]()
|
---|
![]()
|
---|
![]()
|
---|
![]()
|
---|
![]()
|
---|
আমার পছন্দের কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সাথে উপরে শেয়ার করলাম।
|
---|
আমরা বেশিরভাগ সময় প্রকৃতির রূপ পরিবর্তনের কথা বলি। তবে এই প্রকৃতির একটা বড় অংশ জুড়ে রয়েছে আকাশ এবং আকাশের রূপ পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিও যেন নিজেকে পরিবর্তন করে।
এই কারণেই যখন আকাশের বুক চিরে সূর্যের তীক্ষ্ণ আলো পৃথিবীতে এসে পড়ে, তখন পৃথিবীর প্রকৃতির চিত্র হয় একরকম। আবার যখন কালো মেঘে আকাশ ছেয়ে যায়, তখন প্রকৃতির চিত্র হয় ভিন্ন।
ঠিক এমনি ভাবেই ঝমঝম করে যখন বৃষ্টি পড়ে, তখন প্রকৃতি আবার অন্য রূপে সজ্জিত হয়। সত্যি বলতে আকাশের এমন রূপ পরিবর্তনের খেলা দেখতে মাঝে মধ্যে বেশ ভালোই লাগে।
![]()
|
---|
![]()
|
---|
আকাশের সবকটি রূপ আমার পছন্দ। তবে সবথেকে যেই সময় আকাশ দেখতে আমার বেশি ভালো লাগে সেটি হলো শরৎকালের আকাশ। যখন নীল আকাশের উপর দিয়ে সাদা মেঘগুলো ভেলার মতন ভেসে বেড়ায়, উড়ে যেতে যেতে এমনই বিভিন্ন আকার ধারণ করে, যেখানে আমরা নিজেদের কল্পনার রূপ মিশিয়ে কোনো এক চরিত্রকে তৈরি করার চেষ্টা করে চলি।
মেঘে ঢাকা আকাশ আমার পছন্দ, বৃষ্টির পর মেঘ ভাঙ্গা রোদ্দুর আমার পছন্দ, আকাশে অসংখ্য তারা দেখতে আমার ভালো লাগে, জোসনা রাতে ঝলমলে চাঁদ দেখতেও আমি ভালোবাসি।
মোটকথা আকাশের রূপ, রং ও সৌন্দর্য্য সবটাই মনোমুগ্ধকর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি নিজের পছন্দের প্রতিটি রূপের ছবি উপরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের ব্যক্তিগতভাবে কোনটা বেশি পছন্দ হয়েছে, অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
|
---|
এই সপ্তাহের কনটেস্টের এমন একটা বিষয় বস্তু নির্বাচন করা হয়েছে, যেটা আমাদের প্রত্যেকের মনে কোনো না কোনো অনুভূতির জন্ম দেয়। তাই আমি আশাকরি কমিউনিটিতে কর্মরত প্রতিটি ইউজার নিজস্ব অনুভূতি অবশ্যই ছবির মাধ্যমে শেয়ার করবেন।
ব্যক্তিগতভাবে আমি আমার আমন্ত্রণ জানাই আমার তিনজন বন্ধু @alee75, @elider11 ও @lirvic কে। তাদের কাছ থেকে আমি জানতে চাই আকাশের কোন রূপটা তাদের বেশি পছন্দের। যাইহোক সকলের জন্য অগ্রিম শুভকামনা রইলো। অপেক্ষায় রইলাম আরও কিছু ভালো ফটোগ্রাফি দেখার।
আজকের মত আমি আমার লেখা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। প্রত্যেকের সুস্থতা কামনা করি। শুভরাত্রি।
Hola estimada amiga. Si algo me encanta es contemplar el cielo. Esas imágenes que nos muestras son maravillosas realmente. Gracias por compartirlo con nosotros. Bendiciones siempre para ti.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit