|
---|
Hello
Everyone,
আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং প্রত্যেকের আজকের দিনটি ভালো কেটেছে। গত দুদিন ধরে আবহাওয়ার রূপ পরিবর্তন, সত্যিই সকলের মনে স্বস্তি এনে দিয়েছে।
যাইহোক আজ আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের কমিউনিটিতে আয়োজিত কনটেস্টে, যার বিষয়বস্তু হিসেবে অ্যাডমিন ম্যাম বেছে নিয়েছেন, "আমাদের পছন্দের সাপ্তাহিক দিন।"
আর সেই পছন্দের সাপ্তাহিক দিন সম্পর্কে কিছু প্রশ্ন তিনি রেখেছেন, আজ আমি আপনাদের সকলের সাথে নিজের সাপ্তাহিক পছন্দের দিন সম্পর্কে, নিজস্ব কিছু অনুভূতি শেয়ার করবো। চলুন তাহলে শুরু করা যাক, -
|
---|
|
---|
আজ থেকে কয়েক বছর আগে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করতো, তাহলে হয়তো কোনো কিছু না ভেবেই আমি উত্তর দিতাম "রবিবার"। কারণ এই রবিবার দিনটা আমাদের এখানে সাপ্তাহিক ছুটির দিন। স্বভাবতই ছুটির দিনটি আমাদের সকলের কাছে ভীষণ প্রিয়।
তবে আজকাল ভালোলাগার কিছুটা বদল ঘটেছে, তাই রবিবারের তুলনায় আমার প্রিয় দিন হয়েছে "শনিবার"। পরের দিনই রবিবার অর্থাৎ ছুটির দিন, এই অনুভূতিটা আমাকে আনন্দ দেয়। আসলে ছুটির দিন চলে আসলে, দিনটাকে উপভোগ করার আগেই কেমন যেন শেষ হয়ে যায়। এই কারণে আজকাল শনিবার দিনটাকে, রবিবার আসার আনন্দে আমি সব থেকে বেশি উপভোগ করি।
|
---|
প্রিয় দিনটি উপভোগ করার জন্য আলাদা করে সত্যিই আমি কিছু করি না। তবে হ্যাঁ রাতের দিকে ব্যস্ততা বেশ কিছুটা কম থাকে, কারণ পরের দিন সকালে সময়মতো ঘুম থেকে ওঠার তাড়া থাকে না কারন অন্যান্য দিন শুভর অফিসের কারণে আমাকে নির্দিষ্ট সময়ের ঘুম থেকে উঠতে হয় এবং সময় মতন সমস্ত কাজ সম্পন্ন করতে হয়।
তবে রবিবার একটু বেনিয়মে চলতে পারবো, এটা ভেবেই শনিবার রাতে শুতে যাওয়ার কোনো তাড়া থাকে না। মন চাইলে কমিউনিটির কাজ শেষ করে, বেশ কিছুক্ষণ নিজের প্রিয় কোনো গান বা সিনেমা দেখার সুযোগ পাই। তাই সংসার ও কমিউনিটির কাজের বাইরে, নিজের মতো সময় কাটানোর সুযোগ, কেবলমাত্র শনিবার রাতেই পেয়ে থাকি।
|
---|
|
---|
অবশ্যই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই সপ্তাহের একটা নির্দিষ্ট দিন রাখা উচিত, যেদিন আমরা নিজেরা নিজেদেরকে রিফ্রেস করতে পারি। সারা সপ্তাহব্যাপী একই রুটিনে চলতে চলতে শরীর ক্লান্ত না হলেও, আমাদের মন ক্লান্ত হয়ে যায়। তাই মানসিক দিক থেকে নিজেদেরকে একটু ভালো রাখার জন্য, অবশ্যই একটি দিন নিয়ম অনুসারে নয়, বরং নিজের পছন্দ অনুসারে কাটানো উচিত।
এই দিনটা কাটানোর জন্য সব সময় যে বাইরে কোথাও যেতে হবে এমনটা নয়, নিজের বাড়িতে নিজের মতন থাকাটাও অনেক সময় আমাদেরকে অনেকখানি ভালো রাখতে সাহায্য করে। তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে এবং সপ্তাহের একটা দিন, নিজের ভালোলাগা অনুসারে কাটাতে হবে। তাহলেই হয়তো জীবনটাকে ঠিক সঠিক ভাবে উপভোগ করা সম্ভব হবে।
|
---|
এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, আমাদের ছেলেবেলাই সবথেকে ভালো সময় ছিল। কোথাও একটা জায়গায় পড়েছিলাম, যখন আমরা ছোট থাকি তখন বড় হওয়ার ভীষণ তাড়া থাকে। অথচ একটা বয়সের পরে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, আমরা কি হতে চাই? তখন হয়তো সবার মন থেকে একটা উত্তরই আসে, - আমরা ছোট হতে চাই।**
মা-বাবার স্নেহের আদরে বলুন, বা কখনো কখনো শাসনে বলুন, জীবনটা কত নিশ্চিন্তে কাটাতাম, তা আজ খুব বেশি উপলব্ধি করতে পারি। তখন না ছিল বাস্তব জীবনের কোনো অভিজ্ঞতা, আর না ছিল কোনো দায়িত্ব। দিনগুলো ঠিক কিভাবে কাটতো অনেক সময় বুঝতেও পারতাম না।
ছোটবেলার ছুটির দিন মানে সব থেকে আনন্দের বিষয় ছিল পড়াশোনা করতে হবে না। সারাদিন একটা খেলার আমেজ নিয়ে এবাড়ি থেকে ওবাড়ি দৌড়াদৌড়ি করতাম। গ্রামে থাকার সুবাদে খোলা মাঠে খেলার সুযোগ হয়েছে।
তখন হয়তো অনেক ছোট ছোট স্বপ্ন পূরণ হয়নি, কারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হলে, আমরা বোধহয় এমনিতেই শিখে যাই যে, সবসময় স্বপ্নের প্রকাশ করাটাও অন্যায়। তবে ঐ সব ছোটো ছোটো আত্ম ত্যাগের মধ্যে থেকেও, জীবনকে সব থেকে বেশি উপভোগ করেছি ওই ছোটবেলাতেই।
আজকাল তো ছুটির দিনগুলো অন্যান্য দিনের তুলনায় আরো বেশি কাজের চাপে কাটে, কারণ আজকাল দায়িত্ব এসেছে কাঁধে, বাস্তব জীবনের অনেক অভিজ্ঞতা অর্জন করেছি।যেগুলো দিয়ে বুঝতে পারি প্রত্যেকেরই ছোটবেলা প্রত্যেকের জীবনের সবথেকে মূল্যবান সময়।
"Conclusions" |
---|
যাইহোক এই ছিল আমার সপ্তাহিক সবথেকে প্রিয় দিন সম্পর্কে আমার নিজস্ব অনুভূতি, যেগুলো আমি নিজের মতন করে আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আমার পোস্ট পড়ে, অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
সকলে ভালো থাকবেন, শেষ করার আগে কনটেস্ট নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধু @muzack1, @radjasalman ও @eliany কে আমন্ত্রণ জানাই। অনুরোধ করবো, সকলে এই কনটেস্টে অংশগ্রহণ করে নিজেদের পছন্দের সাপ্তাহিক দিন সম্পর্কে, নিজেদের মতামত আমাদের সকলের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।
আপনি সপ্তাহের প্রিয় দিন হিসেবে শনিবারকে বেছে নিয়েছেন একারনে যে, আগামীকাল রবিবার ছুটির দিন। এই ধরনের একই অনুভুতি আমারও হয় বৃহস্পতিবার দিন যে আগামীকাল ছুটির দিন।
আর ছুটির দিন মানেই কিছুটা হলেও নিয়ম ভাঙার দিন। সেটা ঘুম থেকে খানিকটা বেলা করে উঠার মতো হলেও।
মানুষ যতদিন ছোট থাকে ততদিন তার মাঝে বড় হবার একটা তাড়া থাকে কিন্তু বড় হলে বোঝা যায় ছোটবেলাটা আসলে কত ভালো ছিলো।
আপনি প্রতিটি প্রশ্নের উত্তরই খুব সুন্দর ভাবে দিয়েছেন। প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো বলেছেন, ছুটির দিনের আগের দিনের অনুভূতিটা বড় সুন্দর। এটা অনেকটা পুজো আসার আগে আমাদের যেমন একটা অনুভূতি হয় পূজো আসছে বলে। কিন্তু পুজো চলে আসলে কি করে যে দিনগুলো চলে যায় নিজেরাই টের পাই না। আপনার লেখাটা পড়ে বেশ ভালো লাগলো। এই প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We support quality posts and good comments posted anywhere and with any tag.
Curated by : @shiftitamanna
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@shiftitamanna,
Thank you so much my dear honourable friend for your encouraging support.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit