Incredible India monthly contest of December #1|Three gifts from Santa for 2025!

in hive-120823 •  last month 
Red And Green Illustrated Merry Christmas Card_20241212_195831_0000_075836.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভাল আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

দেখতে দেখতে আমরা চলতি বছরের একেবারে শেষের দিকে পৌঁছে গিয়েছি। আর কয়েকদিন বাদে ২৫ শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ডে। আর এই ক্রিসমাসকে কেন্দ্র করেই আমাদের কমিউনিটিতে বর্তমানে যে কনটেস্ট চলছে, আজ এই পোস্টের মাধ্যমে আমি সেই কনটেস্টেই অংশগ্রহণ করতে চলেছি।

তাই শুরুতেই অ্যাডমিন ম্যামকে ধন্যবাদ জানাই, এতো সুন্দর একটি বিষয়কে বেছে নিয়ে কনটেস্টের আয়োজন করার জন্য। আর এই কনটেস্টে নিয়ম অনুসারে আমি আমন্ত্রণ জানাই আমার তিনজন বন্ধু @pathanapsana, @okere-blessing, ও @inspiracion কে, যাতে তাদের ক্রিসমাসের অনুভূতি সম্পর্কে আমরা জানতে পারি।

1672344690977_010726.jpg

যাইহোক চলুন এবার আমি আমার অনুভূতির কথা আপনাদের সকলের সাথে শেয়ার করি, -

"Which three gifts would you like to request from Santa for 2025? Reasons."

"প্রথমত- প্রিয়জনের সুস্বাস্থ্যঃ"

সর্বপ্রথম সান্তার কাছে আমার যেটি চাওয়া থাকবে সেটি হলো পরিবার ও সকল প্রিয়জনের শারীরিক সুস্থতা। সুস্থতা যে কতখানি প্রয়োজন সেটা আমি গত কয়েক বছরে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আসলে আমরাও সময়ের সাথে সাথে যদি নিজেদের শারীরিক যত্ন নিতে শুরু না করি, তাহলে একটা সময় শরীর সাথ ছেড়ে দেয়। এতে শুধুমাত্র যে শরীরের দোষ এমনটা নয়, পরোক্ষভাবে সমস্ত দোষটাই আমাদের।কারণ আমরা আমাদের জীবন যাপন ও বেশ কিছু অভ্যাস পরিত্যাগ করতে পারি না বলেই, ধীরে ধীরে শরীর নামক যন্ত্রটি অচল হয়ে পড়ে। আর তখন নিজেদের পাশাপাশি সমস্যায় পড়তে হয় কাছের মানুষদের। তাই এই বছর আমি আমার সকল প্রিয়জনদের সুস্বাস্থ্য কামনা করি

"দ্বিতীয়ত- নিজের জন্য মানসিক শান্তিঃ"

এবছর আমি নিজের মানসিক শান্তির জন্য সান্তার ককাছে কমনা করতে চাই। আশা করছি যারা আমার বিগত ২ বছরের পোস্ট কমবেশি পড়েছেন, তারা বুঝতে পারবেন গত দু'বছর ধরে কাছের মানুষদের এতো বেশি শারীরিক অসুস্থতা দেখেছে যে, আমি নিজে মানসিক দিক থেকে অনেকখানি অসুস্থ হয়ে পড়েছি সেটা অনুভব করতে পারি। আর ঠিক এই কারণেই আমি আমার জন্য মানসিক সুস্থতা প্রার্থনা করি সান্তার কাছে।

"তৃতীয়ত-আর্থিক সক্ষমতাঃ"

আর্থিক সক্ষমতার কখনো কখনো বড্ড বেশি প্রয়োজনীয়তা অনুভব করি। প্রিয়জনের পাশে দাঁড়ানোর জন্য হোক অথবা পরিবারকে সাহায্য করার জন্য হোক, খুব বেশি অর্থের প্রয়োজন নেই। তবে হ্যাঁ আমি অন্তত যেন এতটুকু সক্ষম হতে পারি যেখানে প্রয়োজনে অন্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে আমাকে দুবার ভাবতে না হয়। তবে এই অর্থ অবশ্যই সৎ পথে থেকেই উপার্জন করতে চাই। তাই এইটুকু সক্ষমতা এই বছর আমি শান্তার থেকে প্রার্থনা করি। অনেকটা বিলাসবহুল জীবনযাপন চাই না। তবে নিশ্চিত জীবনযাপন করতে কিছুটা আর্থিক স্বচ্ছলতা অবশ্যই প্রয়োজন।

ব্যস এই তিনটে উপহার চাই সান্তার থেকে।

1672344690977_010726.jpg

"How do you celebrate Christmas Day?"

ক্রিসমাস ডে মানে কেক খাওয়ার জন্য একটা স্পেশাল দিন। তবে হ্যাঁ এই দিনে প্রেস্ট্রির থেকেও বেশি ভালো লাগে ফ্রুট কেক খেতে। স্কুল কলেজে পড়া কালীন ক্রিসমাস ডে নিয়ে অনেক প্ল্যান হতো। এই দিনে সকল বন্ধু-বান্ধব একত্রিত হয়ে পিকনিক করার আয়োজন হতো, অথবা পড়ার ব্যাচ থেকে স্যারদের বা ম্যামদের সাথে বাইরে কোথাও পিকনিক করতে যাওয়ার প্ল্যান হতো। যেখানে টিফিন হিসেবে সকালে কিন্তু কেকই খেতাম।

কোনো কোনো বছর তো এমনও হতো, আমরা সমস্ত বন্ধুরা মিলে কোনো একটা গির্জায় যেতাম। কারণ এই দিন গির্জাটি এতো সুন্দর ভাবে সাজানো হতো যা দেখতে খুবই ভালো লাগতো। তবে আজকাল এই সমস্ত কিছুই ইতিহাস। আজ আর ক্রিসমাস ডে বলে আলাদা কোনো কিছুই পালন করা হয় না। তবে হ্যাঁ প্রতি বছর শুভ কেক নিয়ে আসে, ক্রিসমাস ডে তে কেক খাওয়ার অভ্যাসটাই শুধু এখনও আছে, বাকি পিকনিক বা ঘুরতে যাওয়া সবটাই যেন কোথায় হারিয়ে গেছে।

1672344690977_010726.jpg

"If Santa offered you to travel on his sledge, where would you like to visit? Reasons behind your selection?"

জানিনা কেন প্রশ্নটি পড়তেই আমার চোখের সামনে কাশ্মীরের ছবি ভেসে উঠলো। তাই আর এদিক ওদিক না তাকিয়ে সান্তাকে বলবো আমাকে সোজা কাশ্মীরে পৌঁছে দিতে। কাশ্মীরের এতো বেশি ভিডিও আর রিলস আমি দেখেছি, মনে মনে কতবার কাশ্মীর ঘুরেছি তার ঠিক নেই। তবে যদি সুযোগ পাই, তাহলে নিজের চোখে দিয়ে একবার কাশ্মীর দেখে আসবো।

বেঁচে থাকাকালীন দুটো জায়গা ঘুরে দেখতে চাই তার মধ্যে প্রথম কাশ্মীর আর দ্বিতীয় হচ্ছে কেদারনাথ মন্দির। তাই সান্তা যদি এই ঠান্ডার মধ্যে কাশ্মীরে যাওয়ার সুযোগ দেয়, তাহলে স্বচক্ষে বরফ দেখার সুযোগও হবে। যদিও আমি বড্ড শীতকাতুরে, কিন্তু কি করবো মনের ইচ্ছাটা একেবারে বাদ দিতে পারছি না। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি, বরফ দেখার ইচ্ছাও পূরণ হবে। ফেরার সময় আবার অ্যাডমিন ম্যামের জন্য অনেক ড্রাই ফ্রুটস ও মশলা আনতে হবে।

1672344690977_010726.jpg

"Conclusions"

যাইহোক এই ছিলো আমার পছন্দ ও মনের ইচ্ছা। আপনাদের ক্রিসমাস ডে ও আগামী নতুন বছরের প্রতিটা দিন ভীষণ ভালো কাটুক এই প্রার্থনা রইলো। নতুন বছরে একত্রিতভাবে আমরা সকলে খুব ভালো সময় কাটাবো এই আশায় রইলাম। সকলের সুস্বাস্থ্য কামনা করি, প্রত্যেকে খুব ভালো থাকুন।

5c08ed51-26dc-462f-94f6-6f9e6e0fa2b4.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for your support @aviral123 ma'am. 🙏

Loading...

আপনার তিনটি ইচ্ছে এবং প্রার্থনা সঠিক ছিল বলে আমার মনে হয়। শরীর সুস্থ্য মানেই সবকিছু ঠিক। এটার অন্যথা হলে খুব সমস্যা হয়ে দাঁড়ায়। এমনি এটার বাস্তব একটা পরীক্ষা ও যাচ্ছে আপনার নিজের এবং আপনজনদের ওপর দীর্ঘদিন ধরে। সান্তা রূপে যার কাছে আপনি প্রার্থনা করেছেন এটা যেন ঈশ্বরের কাছে পৌঁছে যায় সেটাই প্রার্থনা করি।

মানসিক অবস্থা ও নির্ভর করে শারীরিক অবস্থার ওপর। যেটা আপনার প্রথম ইচ্ছের সাথে শিকলের মতো সম্পৃক্ত। তাছাড়া, আপনার তৃতীয় ইচ্ছেটা ও অনেক গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে, আমাদের জীবনকে পরিচালিত করতে প্রয়োজন হয় অর্থের। এমনকি এটার সাথে আপনার অভিমত প্রশংসনীয়। কারণ অর্থ উপার্জনের নেশায় কদাচিৎ মানুষ সততা ও পরিশ্রমের কথা মনে রাখে।

সত্যি বলতে মন্দির দর্শন এমন একটা ব্যাপার যে যতোক্ষণ না ঈশ্বর চাইবেন ততোক্ষণ সম্ভব না। তবে আপনার মন থেকে চাওয়া এই বিষয়টি ঈশ্বর নিশ্চয়ই পূরণ করবেন। আপনার সাথে দিদিকে নিয়ে যাওয়ার কথা বললে আরো ভালো লাগতো। আমার তো মনে হয় দিদিকে ছাড়া এইরকম কোনো স্থানে আপনি অসম্পূর্ণ। একটু বেশিই বলে ফেললাম তবে মনে হলো তাই চেপে রেখে আর কি লাভ বলুন?