Incredible India monthly contest of February #1|Fashion mean to me.

in hive-120823 •  11 months ago 
IMG_20240217_132411.png

"Edited by canva"

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কাটুক, এই প্রার্থনা করে আমি আজকের পোস্ট লেখা শুরু করছি।

আমাদের কমিউনিটিতে আয়োজিত কনটেস্টে অংশগ্রহণের আজ শেষ দিন, এই কারণেই সকালের কাজ কিছুটা গুছিয়ে নিয়ে আমি পোস্ট লিখতে বসলাম। এই সপ্তাহের বিষয়টা একটু ভিন্ন প্রকৃতির, কারণ ম্যাম এই সপ্তাহের বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছেন ফ্যাশনকে।

আসলে ফ্যাশন সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, তবে যে প্রশ্নগুলো ম্যাম এই প্রতিযোগিতা জিজ্ঞাসা করেছেন, সেগুলোর উত্তর অবশ্যই যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবো।

1672344690977_010726.jpg

চলুন তাহলে ফ্যাশন সম্পর্কে নিজের অভিমত আপনাদের সাথে শেয়ার করি, -

"1. What does fashion mean to you?"

IMG_20240217_130923.jpg

ব্যক্তিগতভাবে ফ্যাশন মানে আমার কাছে আরামদায়ক পোশাক পড়া। সাধারণ দিনের পোশাক হোক বা কোনো অনুষ্ঠান হোক, আমি সব সময় নিজে যে পোশাক পরে স্বচ্ছন্দ্যবোধ করি, সেই পোশাকে।

কারণ অন্য ধরনের পোশাক পড়লে নিজের ভিতরেই একটা অস্বস্তি কাজ করে। আর ফ্যাশনের ক্ষেত্রে আমি আমার পছন্দের রং এর পোশাক পড়তে সবথেকে বেশি ভালোবাসি।

অনেক সময় দেখা যায় ভিন্ন ধর্মী কোনো পোশাক পড়লে হয়তো অন্যের আমাদেরকে দেখতে ভালো লাগে। তবে আমি সেই ধরনের পোশাক পরতে পারি না, যেটা পড়ে আমার নিজের অস্বস্তি লাগে, তাই আমার কাছে ফ্যাশন মানে নিজের স্বাচ্ছন্দ মতন কোনো পোশাক পরা।

1672344690977_010726.jpg

"2. Do you believe our fashion sense somehow represents our personalities? Describe."

ছোটো বেলায় আমার মনে হতো আমাদের পোশাকে আমাদের ব্যক্তিত্ব প্রকাশ পায়। কারণ ছোটবেলা থেকেই পোশাক দেখে আমরা ব্যক্তিত্ব নির্ধারণ করতে শিখি, যেমন ডাক্তারদের পোশাক, পুলিশের পোশাক, আর্মিদের পোশাক, এই রকমের বিভিন্ন রকম পেশায়, পোশাকেই ভিন্নতা রয়েছে। এই পোশাকগুলো দেখে আমরা তাদের ব্যক্তিত্ব নির্ধারণ করতে পারি। তবে এই সমস্ত পেশায় পোশাকের বিভিন্নতা থাকলেও, আমরা যারা সাধারন মানুষ তাদের পোশাকের বিভিন্নতা দেখলে, মানুষের ব্যাক্তিত্ব সম্পর্কে ধারণা করা বেশ কঠিন।

রাস্তাঘাটে চলতে ফিরতে এমন অনেক মানুষ আমরা দেখি, যাদের পোশাক দেখলে আমাদের তাদের সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। কিন্তু কখনো কখনো দেখা যায় আমাদের ধারণাটা ভুল ছিল।

আবার অনেক সময় দেখা যায় আমাদের এমন অনেক পরিচিত মানুষ রয়েছেন, যাদের ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের ধারণা আছে, অথচ সেই মানুষগুলি বিভিন্ন অনুষ্ঠানে ভিন্ন রকমের পোশাক পড়ে থাকেন। অনেক ক্ষেত্রে তাদের সেই পোশাকগুলো আমাদের পছন্দের নাও হতে পারে।

তাই কখনো কখনো আমি এটা বিশ্বাস করি যে, মানুষ নিজের পছন্দ মতন বিভিন্ন পোশাক পরতেই পারে, তবে পোশাক কখনোই মানুষের ব্যক্তিত্বকে সঠিকভাবে বহিঃপ্রকাশ করতে পারে না। তাই পোশাক দেখে মানুষের ব্যক্তিত্বকে বিচার না করাই শ্রেয়।

1672344690977_010726.jpg

"3. Do you think we must wear something that we should carry well? Justify."

IMG_20240217_130819.jpg

হ্যাঁ, এটা আমি সব সময় বিশ্বাস করি আমাদের সেই সকল পোশাকে পড়া উচিত যেই পোশাকগুলো পড়ে আমরা সচ্ছন্দ বোধ করি। অনেক সময় দেখা যায় আমরা পোশাক নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে চাই, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা আমাদের বিপক্ষে চলে যায়।

বেশিরভাগ ক্ষেত্রে আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক মানুষের পোশাক দেখে পছন্দ করি এবং নিজেও তেমন পোশাক পরার চেষ্টা করি, কিন্তু সেই পোশাকগুলো পড়ার পর আমরা নিজে স্বচ্ছন্দ বোধ করি না। এই সময় আমাদের বুঝে যাওয়া উচিত যে, সেই পোশাকগুলো আমাদের চোখে ভালো লাগলেও, সেই পোশাকগুলো পরে স্বচ্ছন্দ বোধ করছি না। কারণ সেই পোশাক পড়তে আমরা অভ্যস্ত নই।

সুতরাং চোখের ভালোলাগা পোশাকে যে সবসময় নিজেকে ভালো লাগবে এর কোনো মানে নেই। তাই আমার মনে হয় অন্যকে দেখে তার ফ্যাশন নকল করা নিছক বোকামি। আমাদের সব সময় সেই ধরনের পোশাক পরা উচিত যেগুলো পরে, আমি নিজের ব্যক্তিত্ব আরও বেশি করে প্রকাশ করতে পারি।

1672344690977_010726.jpg

"4. What do you mostly like to wear in your regular lifestyle and occasions? Why?"

IMG_20240217_130702.jpg

প্রতিদিনের জীবনযাপনে আমি বেশিরভাগ ক্ষেত্রে কুর্তি ও নাইটি পড়ি। তবে নাইটি আমার খুব একটা পছন্দের পোশাক নয়।ছোটবেলা থেকেই আমি স্কার্ট ও টপ পরতে পছন্দ করতাম। তবে বিয়ের পর সেটা পড়া সম্ভব নয় বলে, আমি বাড়িতে কুর্তি ও নাইটি পরতে শুরু করেছি। আর বর্তমানে এটাতেই অভ্যস্থ। তবে আজও যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি কোন ড্রেস পরে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি তাহলে স্কার্ট ও টপ।

যেকোনো পারিবারিক অনুষ্ঠানে শাড়ি পড়তে আমার খুবই ভালো লাগে, কিন্তু শাড়ি আমি খুব একটা ভালোভাবে ক্যারি করতে পারি না। এই কারণে বেশিরভাগ সময় আমি থ্রি পিস পড়ি। তবে কোথাও বেরোনোর সময় আমার সব থেকে পছন্দের পোশাক জিন্স। তাই আমি কোথাও ঘুরতে যাওয়ার সময়, লং জার্নি করলে জিন্স পরতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।

1672344690977_010726.jpg

"Conclusions"

ফ্যাশন সম্পর্কে উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের আমার পোস্ট পড়ে কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

নিয়ম অনুসারে পোস্ট লেখা শেষ করার আগে আমি আমার তিনজন বন্ধু @nsijoro, @mavibauza@chant কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাই। আশা করছি সকলেই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে, ফ্যাশন সম্পর্কে নিজস্ব মতামত শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...



We support quality posts and good comments posted anywhere and with any tag.
Curated by : @patjewell

Thank you so much @patjewell ma'am for your support. 🙏.

Pleasure! 🎕

  • পোশাক ব্যক্তিত্বের প্রতীক। আর ফ্যাশন হলো সেই ব্যক্তিত্ব বিকাশের ধারক বা বাহক। আমরা
    বাঙালি, বাঙালিয়ানা পোশাকেই হলো আমাদের ফ্যাশন।

  • আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনার লিখাতে ছন্দ রয়েছে। যা আমার খুব ভালো লাগে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ আপনাকে ,ভালো থাকবেন।

একদমই তাই, পোশাক আমাদের ব্যক্তিত্বের প্রতীক। তাই নিজস্বতা বজায় রাখার জন্য, নিজের পছন্দের রঙের, পছন্দের পোশাক পড়াই শ্রেয়। এতো সুন্দর মন্তব্য প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

  • পোশাক নির্বাচনে আমাদের রুচির পাশাপাশি শালীনতা বজায় রাখা উচিত। কারণ একটি পোশাকের উপর অনেক কিছু নির্ভর করে।রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
  • অন্যদের দেখে বিশেষ করে সেলিব্রিটিদের দেখে তাদের ফ্যাশন নকল করা নিতান্তই বোকামির কাজ বলে আমি মনে করি।

  • জিন্স আমারও বারো মাসের অত্যন্ত ভরসাযোগ্য এবং পছন্দের পোশাক কারণ এটা আমি রাফ ইউজ করতে পারি।

  • আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন।

নিজস্ব পছন্দের উপরে ভরসা করে পোশাক পড়া উচিৎ। এর পাশাপাশি অবশ্যই স্বাচ্ছন্দতাকেও গুরুত্ব দিতে হবে। কারন আমাদের অনেক রকম পোশাক চোখে দেখে পছন্দ হয়, কিন্তু নিজে সেগুলো পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করি না। সুতরাং তেমন ফ্যাশন না করাই ভালো। আপনার মতো আমারও জিন্স খুব পছন্দের পোশাক। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে এতো সুন্দর মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

First of all I appreciate you for inviting me to this contest, clothes does not completely describe one's personality, the clothes and individual wears only helps to shape the individuals behavior while in public places, could remember some time ago, I met an army man who beat someone mercilessly in his home playing like a kid, you know I want that what made him play that way, to realize that he acted that way to show that he is on uniform and should be respected. So you see my friend just as you said clothe there's not completely describes one personality. Normally doctors will supposed to be caring, but there are some doctors that are caring when dressed one they are uniform and when they get back home they become wolves. It is not nice if you copy people's fashion, sometimes copying people's fashion in a positive angle helps shape our character depending on the kind of person we copy their fashion.

Posted using SteemPro Mobile