Incredible India monthly contest of January #1|Time is the best teacher for all?

in hive-120823 •  10 months ago 
20240120_002512_0000_122528.png

"Edited by canva"

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন,সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

বহুদিন বাদে আজ আমি আমাদের কমিউনিটি আয়োজিত কনটেস্টে অংশগ্রহণ করতে চলেছি। ইতিমধ্যে অবশ্য আরেকটি কনটেস্ট শেষ হয়েছে, যাতে অংশগ্রহণ করার সুযোগ হয়ে ওঠেনি ব্যক্তিগত কিছু সমস্যার কারণে। তবে সেই কনটেস্টের বিষয়বস্তুও আমার খুবই পছন্দের ছিলো।

যাইহোক আজ যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকেই অংশগ্রহণ করেছেন।আপনাদের পোস্ট পড়ে আমার বেশ ভালো লেগেছে। তবে আজ আমি আমার মতামত এই পোস্টের মাধ্যমে শেয়ার করবো, আশা করছি আপনাদেরও আমার লেখা পড়তে ভালো লাগবে।

শুরু করার আগে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের অ্যাডমিন ম্যামকে, কারণ জানুয়ারি মাসের প্রথম কনটেস্টের বিষয় হিসেবে সময়কে নির্ধারণ করেছেন। আর সেই সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন তিনি রেখেছেন, যেগুলো সম্পর্কে আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করবো।

1672344690977_010726.jpg

চলুন তাহলে শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে, -

"1. Do you believe time is the best teacher? Describe"

অবশ্যই আমি বিশ্বাস করি সময় সবথেকে ভালো শিক্ষক। কারণ সময় না হলে আমরা আমাদের জীবনের কোনো কিছুই শিখতে পারি না।

বিষয়টিকে যদি আমরা একটু গভীরভাবে ভাবি তাহলে দেখবেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি অধ্যায়েই বিভিন্ন ধরনের শিক্ষা আমরা অর্জন করি। সেটা পুঁথিগত শিক্ষা হোক, বা ব্যক্তিগত জীবনের যে কোনো শিক্ষা। প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট বয়স রয়েছে।

জন্মের পর থেকে আমরা যা শিখি, সেটা বাবা-মায়ের কাছ থেকে। এরপর একটা নির্দিষ্ট বয়সে আমরা আমাদের শিক্ষা জগতে প্রবেশ করি এবং সেখানে সময় অনুসারেই প্রথমে প্রাথমিক শিক্ষা, তারপর উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে থাকি এবং নির্দিষ্ট সময়ের পরে গিয়েই আমরা কিন্তু কর্মজীবনে প্রবেশ করি।

এইরকম ভাবেই জীবনের প্রতি ধাপের একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং সেই সময়কে কাজে লাগিয়েই কিন্তু আমরা আমাদের জীবনে ভালো-মন্দ বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হই। সুতরাং বলা যেতেই পারে সময়ই আমাদের জীবনের প্রকৃত শিক্ষক এবং এই শিক্ষকের হাত ধরেই আমরা আমাদের জীবনের সমস্ত অভিজ্ঞতা সঞ্চয় করি।

1672344690977_010726.jpg

"2. Have you ever gone through any circumstances where you got your answer with time?"

জন্ম থেকে সন্তানের সাথে মায়ের একটা আত্মার সম্পর্ক থাকে। যেখানে সন্তানের কষ্টে মায়ের হৃদয় ব্যথিত হয়, আবার সন্তানের আনন্দে মায়ের মুখে হাসি ফুটে ওঠে।

ছোটবেলা থেকে শুনতাম একটা নির্দিষ্ট সময়ের পর এই পৃথিবীর মায়া ত্যাগ করে প্রত্যেকেই চলে যেতে হয়। খুব সত্যি কথা বলতে, কথাগুলো শুনেছি বহুবার, কিন্তু সেই বিষয়ে কোনো অভিজ্ঞতা কখনোই ছিলো না।

খুব ছোটবেলায় আমার দিদা মারা গিয়েছিলেন, তবে সেই সময় কষ্ট বা কাছের মানুষকে হারিয়ে ফেলার অনুভূতি, বোঝার মতন বয়স হয়নি। এরপর যাকে হারালাম সে, এই পৃথিবীতে সব থেকে কাছের মানুষ, - আমার মা।

IMG20200927111530.jpg

"আমার মা"

একটা সময় মনে হতো, মা না থাকলে এই পৃথিবীতে বেঁচে থাকা একদমই অসম্ভব। সেই সময় সকলেই আমাকে বোঝাতো এই পৃথিবীতে ঈশ্বর যখন কারোর প্রিয়জনকে কেড়ে নেন, তখন সেই কষ্ট সহ্য করার ক্ষমতাও তিনি দেন।

কথাগুলো সেই মুহূর্তে কথার কথা মনে হলেও, পরবর্তীতে দেখলাম সত্যিই,খুব কাছের মানুষের মৃত্যু আমাদের জীবনের বয়ে চলাকে থামাতে পারে না। অনেক কষ্ট হয়, প্রতিনিয়ত হারিয়ে ফেলা মানুষটির কথা মনে পড়ে, কিন্তু সময়ের ব্যবধানে একটা সময় আমরা তাকে ছাড়াই বাঁচতে শিখতে যাই।

দেখুন আজ ১২ বছর হলো মাকে ছাড়া বেঁচে আছে, দিব্যি আছি, কখনো কখনো অনেক মিস করি, কখনো কখনো খারাপ লাগে, কখনো কখনো ছেলেবেলার কথা মনে পড়ে ঠোঁটের কোন হাসিও ফুটে ওঠে। সব কিছু মিলিয়ে বলতে পারেন, সময় শিখিয়েছে কিভাবে পৃথিবীতে সব থেকে কাছের মানুষকে হারিয়েও বেঁচে থাকা যায়।

1672344690977_010726.jpg

"3. Do you believe time helps us to identify true friends, relationships, and honest people? Share your experience if any."

অবশ্যই আমি বিশ্বাস করি, সময় একমাত্র আমাদেরকে মানুষ চিনতে সাহায্য করে। আমাদের জীবনে দু'রকমের মানুষ থাকে যারা আমাদের খুশিতে প্রকৃত অর্থেই খুশি হয়, আর আমাদের কষ্টে প্রকৃতই তাদের কষ্ট হয়। যারা ভালো-মন্দ সব সময় নিজেদের সবটুকু দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করে।

ঠিক উল্টোদিকে এমন অনেক মানুষ থাকেন, যারা সামনে দেখায় তারা আমাদের শুভাকাঙ্খী, কিন্তু সময় আসলেই বোঝা যায়, সেই মানুষগুলো আমাদের পিছনে আমাদেরকে নিয়েই সমালোচনা করে। আমাদের কষ্টেই তাদের মুখে হাসি ফোঁটে, আবার আমাদের ভালো সময়ে সবথেকে বেশি খারাপ সেই মানুষগুলোরই লাগে।

আমি কোনো খারাপ মানুষের উদাহরণ নয়, আজ আমার বেস্ট ফ্রেন্ডের উদাহরণ অবশ্যই দেবো। আমার আগের অনেক লেখায় আপনারা তার কথা পড়েছেন। সে আমার ছোট্টবেলার বান্ধবী -"রাখি"।

IMG_20231231_141211_122604.jpg

"আমার বেস্ট ফ্রেন্ড"

আমার জীবনের সবথেকে কঠিন সময় মাকে হারিয়ে ফেলার পর এবং বিয়ের আগে পর্যন্ত মাঝের দুটো বছর। সেই সময় ও আমার পাশে যেভাবে থেকেছে, আমার মনে হয় আমার নিজের দিদিরাও তেমনটা পারেনি। হ্যাঁ এই কথাটা আমি গর্ব করেই বলি। কারণ দিদিদের ব্যক্তিগত জীবনে তারা ব্যস্ত ছিলো। তবে মাকে হারিয়ে ওই ফাঁকা বাড়িতে আমাকে থাকতে হয়েছে এবং সেই সময় রাখি প্রতিদিন আমার সাথে রাতে আমাদের বাড়িতে ঘুমাতো।

আপনাদের হয়তো আগেও বলেছি, ওই দুই বছরের মধ্যে ওর নিজের মামার বিয়ে ছিলো, শুধুমাত্র আমার সাথে রাতে থাকবে বলে ও মামা বাড়ি থেকে ফিরে এসেছিল বিয়ের দিনই। আমার মনে হয় না আমার খুব কাছের মানুষেরাও আমার জন্য এতটা স্যাক্রিফাইস করতো, যেটা ও আমার জন্য করেছে।

IMG_20240120_003709.jpg

তাই আমার জীবনের সবথেকে খারাপ সময় যে মানুষটা আমার পাশে ছিল, সে আজীবন আমার ভালো বন্ধু ছিলো, আছে এবং থাকবে।

1672344690977_010726.jpg

"Conclusions"

সময় আসলেই অনেক মূল্যবান। আমরা যদি সঠিকভাবে তার ব্যবহার করতে না পারি, তাহলে ভালো সময় আমাদের জীবনে কখনোই দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু সুযোগ ঈশ্বর সবাইকেই দিয়ে থাকেন, এটা আমি বিশ্বাস করি।

আমার জীবনে অসৎ মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু একেবারেই যে শূন্য একথা বলবো না। কারণ অসৎ মানুষগুলো জীবনে না থাকলে সততার মূল্যায়ন করা অনেক বেশি কঠিন হতো।

যাইহোক এই ছিলো আমার নিজস্ব অনুভূতি, যেগুলো লেখার মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পড়ে আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।

1672344690977_010726.jpg

কনটেস্টের নিয়ম অনুসারে লেখা শেষ করার আগে আমি আমার তিনজন বন্ধু @peerfaizan, @goodybest@lirvic আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, কারণ আগামীকাল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার শেষ দিন।

সকলে ভালো থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমি আমার লেখা শেষ করছি। শুভরাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

সময় না হলে আমরা আমাদের জীবন শিখতে পারি না।

আপনি সঠিকই বলেছেন আমাদের চলার পথে প্রতিনিধিত্ব শিক্ষা গ্রহণ হয়।
গুনীজনরা বলেছেন" দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত আমাদের শিক্ষা গ্রহণের সময় । আমরা সকল পরিস্থিতিতে কিছু না শিক্ষা সময় থেকেই পাই। এর নির্দিষ্ট কোন বয়সের সীমা নেই ।

এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে আমাদের সাথে তুলে ধরেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

আপনাকেও ধন্যবাদ আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

আসলে হয়তোবা হঠাৎ করে আমাদের জীবনের বিপদ চলে আসে। আমরা সেই বিপদ থেকে কিছুটা শিক্ষা গ্রহণ করি। আবার চিন্তা করি এই মানুষ গুলোকে ছাড়া আমরাই পৃথিবীতে চলতে পারব না। কিন্তু কিছুদিন পর সবকিছুই ঠিক হয়ে যায়। আপনার মায়ের কথা যদি বলি এখন আপনি আপনার মাকে ছাড়া ভালো আছেন। যে চলে গেছে হয়তো বা তার জন্য আপনার মন খারাপ করতে পারি। কিন্তু হাজারো চেষ্টা করে কখনোই তাদেরকে ফিরিয়ে আনার মত সাধ্য আমাদের কারো নেই।

আজকে আপনি আপনার বান্ধবী রাখির বিষয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। সত্যি কথা বলতে আমি আপনার আগের পোস্ট গুলোতে দেখিনি। তবে হয়তো বা পেছনে গেলে দেখতে পাবো।এরকম একজন মানুষকে জীবনে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনাদের বন্ধুত্ব বেঁচে থাকুক ততদিন আপনারা যতদিন বেঁচে থাকবেন। ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য। ভালো থাকবেন।

অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর প্রার্থনা করার জন্য। রাখী আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ওর সাথে কথায় কথায় আমার অনেক ঝগড়া হয়, কিন্তু বাড়িতে গেলে ওকে ছাড়া আমি একবেলাও খেতে পারি না। ওর বিয়ে হলে আমি কি করবো জানিনা। তবে আপনার প্রার্থনা যেন ঈশ্বর শোনেন, তিনি যেন আমাদের সম্পর্ক এমনই রাখেন।

সময়ের থেকে বড় শিক্ষক এই পৃথিবীতে কেউ নেই আর কেউ হতেও পারে না। যতই আমরা নিজের কাছের মানুষকে হারাই না কেন সময়ের সাথে সাথে জীবন তার নিজের খাতে বয়েই চলবে যতদিন পর্যন্ত না আমাদের মৃত্যু হয়।

সত্যিই আপনার বান্ধবীর কোন তুলনা হয় না। এখনকার দিনে এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

আমিও তাই বিশ্বাস করি রাখীর মতো বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। ও শুধু বান্ধবী হিসাবে নয়, মানুষ হিসাবেও খুব ভালো। আসলেই কাছের মানুষদের হারালেও জীবন বয়ে চলে নিজের গতিতে। ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।