Incredible India monthly contest of July#1|Enjoy the life.

in hive-120823 •  4 months ago 
 Brown and White Minimalist Photography Hello to Saturday Facebook Post_20240714_120306_0000_120312.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি সকলে ভালো আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি ভালো কেটেছে। আজ আমি অংশগ্রহণ করতে চলেছি, আমাদের কমিউনিটিতে চলমান কনটেস্টে। যেটি সম্পর্কে ইতিমধ্যে আশা করছি আপনারা সকলেই অবগত হয়েছেন।

কমিউনিটি কর্তৃক আয়োজিত জুলাই মাসের প্রথম কনটেস্টের বিষয়বস্তু, আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভালো থাকতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। তবে এই ভালো থাকার সংজ্ঞা সকলের ক্ষেত্রে কিছুটা হলেও ভিন্ন হবে। তাই আশা করছি বিষয়বস্তু অনুসারে প্রত্যেকের মতামত আলাদা হবে।

আজ অংশগ্রহণের মাধ্যমে আমি আমার মতামত আপনাদের সকলের সাথে শেয়ার করবো। তবে তার পূর্বে আমি আমন্ত্রণ জানাই আমার তিনজন বন্ধু @whizzbro4eva, @saravanan-n ও, @wilmer1988 কে যাতে তারাও অংশগ্রহণ করে নিজেদের মতামত আমাদের সাথে শেয়ার করেন। চলুন তাহলে শুরু করা যাক, -

1672344690977_010726.jpg

"How can we enjoy our lives?"

IMG_20221225_224012.jpg

"জীবন" কথাটি তিনটি অক্ষরের হলেও এর গভীরতা কিন্তু বিশাল। জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই জীবনের বিস্তার। মানুষ হিসেবে জন্মগ্রহণ করার জন্য আমরা প্রত্যেকেই বোধহয় ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ আমাদের সকলের কাছেই এই মানব জন্ম আশীর্বাদ স্বরূপ।

অথচ উল্টোদিকে এই জীবন নিয়েই আমাদের অনেক অভিযোগে থাকে। তবে পৃথিবীতে দিন রাতের মতন, জীবনেও ভালো-মন্দ সময় আসে। আর এই সমস্তটা মেনে নিয়েই আমরা সকলে নিজেদের জীবন অতিবাহিত করি।

জীবন মানে তাতে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাদের। তবে জীবন কাটাতে হলে, ভালো সময়ের মতন খারাপ সময়টাকেও খুব স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখতে হবে। যতখানি আনন্দ করে আমরা ভালো সময় কাটাতে চাই, ঠিক ততখানি ধৈর্য্য সহকারে খারাপ সময় অতিক্রম করার চেষ্টা করলেই, বোধহয় জীবনকে উপভোগ করা অনেক বেশি সহজ হয়।

কারণ এই কথা সত্যিই আমরা যতই চেষ্টা করি না কেন, নিজের জীবনের শুরু থেকে শেষ সবটা কখনোই নিজেদের মতন করে চালনা করা সম্ভব নয়। কারণ সম্পূর্ণ জীবনের বেশ কিছু পরিস্থিতি বা সিদ্ধান্ত আমাদের হাতে থাকে না।

অনেক সময় সমাজ, পরিবার, কাছের মানুষদের কথা ভেবেও আমরা মনের বিরুদ্ধে গিয়ে অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি। তবে এদের কাউকে বাদ দিয়ে নিজের জীবন উপভোগ করা সম্ভব নয়। তাই সমস্ত খারাপের মধ্যে থেকেও ভালোটুকু গ্রহণ করে, সেটিকে আঁকড়ে ভবিষ্যতের দিকে এগিয়ে গেলেই বোধহয়, জীবনকে ভালোভাবে উপভোগ করা সম্ভব হয়।

1672344690977_010726.jpg

"Do you think it's essential to enjoy our lives besides performing responsibilities? Justify your point!"

IMG_20230802_205837.jpg

দায়িত্ব এমন একটা জিনিস যা, সময়ের সাথে সাথে আমরা না চাইলেও সেটি আমাদের কাঁধের উপরে এমনিতেই চলে আসে। আর মানুষ হিসেবে সেই দায়িত্বগুলো পালন করতে আমরা সকলেই অভ্যস্ত হয়ে পড়ি। আর এই দায়িত্ব পালনের অভ্যাসের মধ্যে থেকে, নিজেদের খুশিটুকু খুঁজে নিতে আমরা কখনো কখনো ব্যর্থ হই। আর জীবনের একেবারে শেষ প্রান্তে এসে যেটা বাকি থাকে সেটি হল আফসোস।

তাই সবার প্রথমে আমাদেরকে এটা জানতে হবে কিভাবে আমরা দায়িত্ব পালনের পাশাপাশি, নিজের খুশিরও গুরুত্ব দিতে পারি। আর সত্যিই জীবনের এতগুলো বছর বার করে এসে আমি এটা বিশ্বাস করি যে, জীবনটাকে উপভোগ করাও দায়িত্ব পালনের মতনই গুরুত্বপূর্ণ, না হলে একটা বয়সের পর নিজের ওপরে নিজেরই সবথেকে বেশি অভিযোগ জমা হবে।

1672344690977_010726.jpg

"Do you believe thinking about self-enjoyment is selfishness? Explain your answer."

সত্যি কথা বলতে একটা সময়, শুধুমাত্র নিজের কথা ভাবাটা আমার কাছে আত্মকেন্দ্রিকতা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এখন অনুভব করি যে, অন্য সকলের কথা ভেবে নিজের কথা না ভাবাটা নিজের প্রতি অন্যায় করা। কারণ অন্য সকলের যেমন ভালো থাকার অধিকার আছে, আমারও সেই অধিকার আছে।

তাই যদি অন্য কেউ আমার ভালো থাকার কথা না ভাবে, সেক্ষেত্রে আমার নিজেরই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিতে হবে। তাই সেটা আর যাই হোক কখনো স্বার্থপরতা হতে পারে না।

আজকালকার বেশ কিছু ছেলে মেয়েকে দেখি যারা নিজের আনন্দকে অন্য অনেক কিছু থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সত্যি কথা বলতে তখন কিছুটা হলেও আফসোস হয়, কেন আমিও একটা সময় ওদের মতন করে ভাবিনি। তাহলে জীবনের এতগুলো বছর নিজেকে অনেক কিছু থেকে বঞ্চিত রাখতে হতো না। কারণ দিন শেষে আমি নিজেই নিজের ভালো না থাকার কারণ হয়ে রয়ে যাই।

1672344690977_010726.jpg

"Last time when you enjoyed the most? Share the story with us."

IMG-20230514-WA0021.jpg

শেষবার আমি সব থেকে বেশি আনন্দ করেছিলাম বান্ধবীর সাথে দীঘা ঘুরতে গিয়ে। শেষবার বলাটা কোথাও ভুল হবে, এমন আনন্দ জীবনে প্রথমবারই করেছি। যেখানে শুধুমাত্র বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছিলো। এর আগে যখনই কোথাও ঘুরতে গেছি, পরিবারের সাথে গিয়েছি।তাই প্রাণ ভরে আনন্দ করার থেকে অনেক সময় নিজেকে আটকেছি।

তবে গতবার যখন দীঘায় গিয়েছিলাম, প্রাণ খুলে আনন্দ করেছি। ইচ্ছে মতো ঘুরেছি, খেয়েছি, ছবি তুলেছি, মজা করেছি, কোথাও কোন বাধা ছিল না। তাই আর কখনো সুযোগ হবে কিনা জানিনা, তবে স্মৃতির পাতায় ওই দুটো দিন চির অমলিন থাকবে।

কারণ জীবনকে উপভোগ সত্যিই কিভাবে করা যায়, ওই দুদিনই আমি সব থেকে বেশি অনুভব করেছি। যেখানে অন্য কারোর কথা নয়, আমি শুধুমাত্র আমার মনের কথা শুনে চলেছি।

1672344690977_010726.jpg

"Conclusions"

যাইহোক জীবনকে উপভোগ করার বিষয়ে আমার নিজস্ব মতামত, আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের আমার পোস্ট পড়ে কেমন লাগলো, সেটা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

First of all I would to thank you very much for inviting me. Aldo I will accept that nowadays the life is very complimentary for everyone. But we have to enjoy each and everyday but doing anything new are old.you had explained that how you enjoyed your previous long trip with your girlfriend. Keep enjoying and put more and more post.

প্রথমেই আপনার জন্য শুভকামনা আপনি জুলাই মাসের এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি আসে, সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে নিজের জীবন অতিবাহিত করার নামই জীবন, আমরা যদি সব পরিস্থিতির মোকাবেলা করতে পারি তাহলে আমাদের জীবন উপভোগ করা অনেকটা সহজ হবে, দীঘায় বান্ধবীর সাথে ঘুরতে যাওয়ার মুহূর্তটা সত্যিই অনেক সুন্দর ছিল। ধন্যবাদ এই সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

This is what life entails. We should try and do things that gives us satisfaction and happiness. This is the only way that life can be at ease. My regards to your girlfriend.