Mera India Weekly Comments Contest || Weekly Report || 01/05/2023

in hive-120823 •  2 years ago 
20230501_000956_0000_121031.png
Edited by canva

Hello,

Everyone,

লেখার শুরুতেই সকলকে রবিবারের শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন,সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আজ সকাল থেকেই আকাশের মুখ ভার এবং সারাদিন ধরে টুপটাপ করে বৃষ্টি হয়ে চলেছে। কাল থেকেই আবহাওয়াটা অনেক সুন্দর হয়ে আছে এবং আজকের ছুটির দিনটি অনেকেই বাড়িতে বসে বৃষ্টি উপভোগ করেছেন।

আমিও আপনাদের মতনই বাড়িতে বসে বৃষ্টি উপভোগ করলাম। যাইহোক যেহেতু আজকে রবিবার প্রতি সপ্তাহের ন্যায় আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি #miwcc কনটেস্টের সাপ্তাহিক সাপ্তাহিক রিপোর্ট। যার মাধ্যমে কমিউনিটির সকল ইউজারদের সারা সপ্তাহের কার্যক্রম আমি উল্লেখ করে থাকি।

রিপোর্টটি শুরু করার আগে বেশ কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আশা করছি সেগুলো সকলে একটু মন দিয়ে পড়বেন। আমরা যখন একটা পরিবারে থাকি, তখন সেই পরিবারের ভালো-মন্দ সবকিছুর দিকে খেয়াল রাখাটা কিন্তু আমাদের দায়িত্ব।

শুধুমাত্র পরিবারের ভালো সময় তার সাথে থাকবো, অথচ খারাপ সময় পরিবারের থেকে আলাদা থাকব, এটা কিন্তু যথাযথ মানুষের পরিচয় নয়। আজকের রিপোর্টটি আমি যথেষ্ট খারাপ লাগা নিয়ে লিখছি, কারণ আজকে যখন রিপোর্টটি উপস্থাপন করার জন্য আমি সবকিছু চেক করছিলাম,তখন কোথাও না কোথাও নিজের ভেতরে একটা খারাপ লাগা কাজ করছিল।

কারণ দিন দিন আমাদের কমিউনিটির প্রত্যেকটি সদস্যের কাজের মান নিম্নমুখী হচ্ছে। আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে এই রিপোর্টটি উপস্থাপন করি, যাতে নিজেদের কাজের সম্পর্কে আপনার নিজেরা অবগত হতে পারেন। কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আমি উন্নতির পরিবর্তে অবনতি লক্ষ্য করলাম। চলুন এখন আমি আপনাদের সকলের সাপ্তাহিক কার্যক্রম গুলো রিপোর্টের মাধ্যমে উপস্থাপন করি।

23 th April 2023 to 29 th April 2023

Moderator - @piya3

UsernameNo.of PostNo.of Comment
@thairisdc47
@mamun12345660
@jakaria121324
@nasir04422
@mjmoshiur31

IMG-20220907-WA0007.jpg

23 th April 2023 to 29 th April 2023

Moderator - @sampabiswas

User nameNo.of PostNo.of Comment
@sanaula45
@hafizur46n670
@rubina203723
@rakibal635
@rxsajib44
@yoyopk763

IMG-20220907-WA0007.jpg

23 th April 2023 to 29 th April 2023

Moderator - @noelisdc

UsernameNo.of PostNo.of Comment
@shahinalam12536
@shofiulislam32
@sabbir-raj23
@rjabdullah24

IMG-20220907-WA0007.jpg

23 th April 2023 to 29 th April 2023

Moderator - @starrchris

UsernameNo.of PostNo.of Comment
@mrnazrul34
@happy-mondal31
@xhadhin436
@baizid123753

উপরোক্ত রিপোর্টটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই সপ্তাহের তিনজন বিজয়ী হলেন, -

@hafizur46n(প্রথম)
@yoyopk(দ্বিতীয়)
@baizid123(তৃতীয়)

এটা দেখে ভালো লাগলো যে নতুন, একজন সদস্য বিজয়ীদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করতে পেরেছেন। কারণ তিনি গত তিন সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নিজের কার্যক্রম অনেক বেশি বৃদ্ধি করেছেন এবং তারজন্য তাকে অনেক শুভেচ্ছা জানাই।

আশাকরি আগামী দিনেও তিনি নিজের এই কার্যক্রম একই রকম ভাবে চালিয়ে যাবেন। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই অন্য দুইজন বিজয়ীকে যারা নিজেদের জায়গা সুরক্ষিত রাখবার জন্য চেষ্টা করেছেন।আসলে চেষ্টাটাই বড় কথা, চেষ্টা করলে সব সম্ভব, ঠিক যেমনভাবে মাসের শেষ সপ্তাহে এসে @hafizur46n নিজের জায়গা বিজয়ীদের মধ্যে সুরক্ষিত করেছেন।

এই সপ্তাহে টিউটোরিয়াল ক্লাসে আমাদের অ্যাডমিন ম্যাম যেমনটি জানিয়েছিলেন, এই সপ্তাহ আমাদের #miwcc কনটেস্টর শেষ সপ্তাহ। সুতরাং এই সপ্তাহের পর থেকে আপনারা নিজেদের রেপুটেশন বাড়ানোর জন্য,অন্যের কাজে উৎসাহ দান করার জন্য, অবশ্যই অন্যদের পোস্ট পড়ে নিজেদের মন্তব্য জানাবেন। তবে তার নিচে আলাদা করে miwcc হ্যাশট্যাগ ব্যবহার করার দরকার নেই। কি কারনে আমরা এই কনটেস্টটি বন্ধ করছি, সে বিষয়ে আপনাদের সকলকেই অবগত করা হয়েছে। আশাকরি সেটা আপনারা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।

এই সপ্তাহে বিজয়ী দেরকে পুরস্কৃত করবেন আমারই সহকর্মী মডারেটর @piya3, এই কারণে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তিনি এই সপ্তাহে সকল বিজয়ীকে পুরস্কার দানের মাধ্যমে আগামী দিনে ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করবেন।

আজকে রিপোর্টটি শেষ করার আগে আমি প্রত্যেকটি ইউজারের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই প্লাটফর্মে কাজ করতে গেলে সব থেকে বেশি যেটা দরকার সেটি হচ্ছে ধৈর্য, সততা আর অবশ্যই এই কাজটির প্রতি নিজের ভালোলাগা।

নিজের ভালোলাগার জায়গা থেকে যদি এই কাজটি আমরা সঠিক নিয়ম পালন করে করতে পারি, তাহলে একটা সময় নিশ্চয়ই আমরা আমাদের সফলতার জায়গায় পৌঁছাতে পারবো। কিন্তু যদি আমরা নিরাশ হয়ে হাল ছেড়ে দিই, তাহলে আমাদের পক্ষে বেশি দূর এগুলো সম্ভব হবে না।

এই কনটেস্টের শুরুতে প্রত্যেকটি ইউজারের মধ্যে যতটা উদ্যোগ চোখে পড়েছিল, মাসের শেষ সপ্তাহে এসে কিন্তু সেই উদ্যোগটি অনেকটাই কমে গেছে। যেটা সত্যি খুব দুঃখজনক।

যাইহোক আমাদের অ্যাডমিন ম্যাম এই কমিউনিটির উন্নতির স্বার্থে অনেক নতুন পরিকল্পনা করছেন। আশা করছি আপনারা প্রত্যেকেই নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের অ্যাডমিন ম্যাম এই কমিউনিটিকে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারেন।

কারণ আপনারা সকলে নিশ্চয়ই বিশ্বাস করেন, একার পক্ষে কোনো ভালো কাজ করা সম্ভব নয়। এই কারণেই একটি চলতি কথা আছে, আশাকরি আপনারাও শুনেছেন,-"দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।"

আজকের মতন আমি রিপোর্টটি এখানেই শেষ করছি। রিপোর্টটি সম্পর্কে আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন।শুভরাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Loading...

সত্যিই দিদি এবারের সাপ্তাহিক কমেন্ট প্রতিযোগিতার রিপোর্টটি হতাশাজনক।

এই প্রতিযোগিতাটি শুরু হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ আমরা বেশ নড়েচড়ে বসেছিলাম নিজেদের জায়গা থেকে।আমি নিজেও এই নড়েচড়ে বসা দলের মধ্যে একজন ছিলাম।

তবে হায় আফসোস,,,
সময়ের সাথে সাথে আমাদের সকলের মাঝে আগের মতো কাজ করার সেই স্পৃহাটা আর দেখা যাচ্ছে না।
অন্যদের কথা বলবো না, কারণ আমি নিজেও সত্যিই ব্যক্তিগতভাবে অনেকটা লজ্জিত।

আশা করি,
আজকের রিপোর্টটি দেখার পরে আমাদের সকলেরই উচিৎ নিজেদের ভুলগুলোকে সংশোধন করে পুনরায় আগের মতো করে কাজ শুরু করা।

ধন্যবাদ দিদি,
শত হতাশা নিয়েও, আমাদের মাঝে সাপ্তাহিক কমেন্ট কন্টেষ্টের রিপোর্টটি শেয়ার করার জন্য।

ভালো থাকবেন🥰🥰

আপনার সাপ্তাহিক রিপোর্টটা পড়ে বেশ ভালো লাগলো,ইশ এবার আমি আমার জায়গাটা ধরে রাখতে পারি নি।

তবে ইনশাআল্লাহ,,, আমি আমার জায়গায় আবারো ফিরে যাবো। আমার ব্যস্ততাটা কাটিয়ে,,,, আমি আবারো আমার জায়গাটা,,, দখল করে নেব ইনশাল্লাহ।

অসংখ্য ধন্যবাদ,,,, এত সুন্দর করে একটা সাপ্তাহিক প্রতিবেদন। আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই সপ্তাহে একটি সুন্দর রিপোর্ট আমাদের উপহার দেওয়ার জন্য ৷ আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগল যে কমেন্ট কনটেস্টে প্রথম স্থান অর্জন করেছি।তাই সকলের উদ্দেশ্য বলবো আমাদের কমিউনিটতে থাকা সকল মেম্বারগন দ্বারাই সম্ভব আমাদের কমিউনিটিকে অনেক দুর নিয়ে যাওয়া ৷ তার জন্য সকলকে বলবো আপনারা নিয়মিত এই প্লাটফর্মের নিয়ম মেনে কাজ করুন ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে অনেক দুর এগিয়ে যাব। এবং কমিউনিটির জন্য সুনাম ধন্য বয়ে আনুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

অভিনন্দন জানাই তিনজন বিজয়ীদের।🥳।
বিজয়ীদের তালিকায় নতুন একজন ইউজার আসতে পেরেছে এজন্য তাকে ধন্যবাদ জানাই তার improvement এর জন্য। রুবিনা আপু আপনি আপনার জায়গা আবারও ধরে রাখতে চেয়েছেন যেহেতু আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করতেছেন তাই হয়তো সময় হয়ে ওঠে নাই তবে আপনি আগামীতে আবার আপনার জায়গায় বহাল থাকে চেয়েছেন আমরা দোয়া করি।
আমরা সকলে চেষ্টা করব নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধি করে সকলের মাঝে প্রতিফলিত হওয়ার।
পরিশেষে ধন্যবাদ জানাই মন্তব্যের প্রতিযোগিতা চালনা করার জন্য। এখন থেকে এই প্রতিযোগিতা শেষ তবে আমাদের এনগেজমেন্ট অব্যাহত রাখবো, কেননা এই এনগেজমেন্ট প্রতিযোগিতার ওপর ভিত্তি করেনা বরং নিজেকে সবার মাঝে উন্মোচন করা।