Edited by canva |
---|
Hello,
Everyone,
আশাকরছি আপনারা সকলে ভালো আছেন,সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি ভালো কেটেছে।
আবার দেখতে দেখতে আমরা আরও একটা সপ্তাহ পার করে এলাম, আমাদের কমিউনিটিতে চলমান #miwcc কনটেস্টের। আগামীকাল থেকে আবার নতুন সপ্তাহ শুরু হবে।
তাই প্রতি সপ্তাহের ন্যায় আজকে আমি আপনাদের সঙ্গে গত সপ্তাহে কমিউনিটির সকল ইউজারদের সক্রিয়তার বিষয় তুলে ধরবো। আপনারা সকলেই জানেন প্রতি সপ্তাহে রবিবার আমি আপনাদের সামনে এই রিপোর্টটি পাবলিশ করি, যার মাধ্যমে আপনাদের সকলের কাছে আমি কমিউনিটির প্রত্যেকটি ইউজারের কার্যক্রম এবং কনটেস্টে অংশগ্রহণের ফলাফল রিপোর্টের মাধ্যমে উপস্থাপন করি।
তাহলে আসুন গত সপ্তাহে কোন কোন ইউজার কমিউনিটির প্রতি কতখানি সক্রিয় ভূমিকা পালন করেছে, আর #miwcc কনটেস্টে অংশগ্রহণ করে কতগুলো পোস্টে উপযুক্ত কমেন্ট করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, -
15 th April 2023 to 22 th April 2023
Moderator - @piya3
Username | No.of Post | No.of Comment |
---|---|---|
@thairisdc | 4 | 8 |
@mamun123456 | 7 | 3 |
@jakaria121 | 5 | 27 |
@nasir04 | 2 | 21 |
@mjmoshiur | 1 | 0 |
@jacklab1407 | 2 | 11 |
@rjabdullah | 1 | 0 |
@mrnazrul | 2 | 1 |
@happy-mondal | 3 | 5 |
@ninfa18 | 1 | 4 |
15 th April 2023 to 22 th April 2023
Moderator - @sampabiswas
User name | No.of Post | No.of Comment |
---|---|---|
@sanaula | 3 | 1 |
@hafizur46n | 8 | 31 |
@rubina203 | 7 | 77 |
@rakibal | 3 | 7 |
@shariful12 | 3 | 13 |
@rxsajib | 4 | 0 |
@yoyopk | 7 | 70 |
@saminularefin | 4 | 12 |
@baizid123 | 7 | 53 |
@xhadhin | 3 | 13 |
15 th April 2023 to 22 th April 2023
Moderator - @noelisdc
Username | No.of Post | No.of Comment |
---|---|---|
@ahlawat | 1 | 10 |
@shahinalam12 | 4 | 8 |
@ariful2 | 1 | 1 |
@shofiulislam | 2 | 0 |
@zhanavic69 | 0 | 0 |
@nacim-rana | 0 | 0 |
@josepha | 1 | 4 |
@sabbir-raj | 0 | 0 |
@sir-charles-jude | 1 | 0 |
15 th April 2023 to 22 th April 2023
Moderator - @starrchris
Username | No.of Post | No.of Comment |
---|---|---|
@xaske | 0 | 0 |
@sadikul11 | 0 | 0 |
@rogue22 | 1 | 1 |
@mini80 | 0 | 0 |
@aparajitoalamin | 0 | 0 |
@jesaf7 | 1 | 3 |
@rigo.ep62 | 0 | 0 |
@zubaer | 0 | 0 |
উপরোক্ত রিপোর্টটা দেখে আপনারা সকলেই বুঝতে পারছেন গত সপ্তাহের থেকেও এই সপ্তাহে প্রত্যেক ইউজারের সক্রিয়তা অনেক কমে গেছে।এমনকি যারা বিজয়ী ছিলেন এবং এই সপ্তাহেও আছেন তাদের সক্রিয়তাও অনেকাংশে কমে গেছে।
আমি আগেও আপনাদের বহুবার বলেছি এই কমিউনিটিটি আপনাদের সকলের সক্রিয়তায় এগিয়ে যাওয়া সম্ভব, আমাদের কারোর একার প্রচেষ্টায় সেটা সম্ভব নয়। তাই আশা করছি পরে সপ্তাহে সকলেরই সক্রিয়তা বৃদ্ধি পাবে।এই সপ্তাহের সক্রিয়তা অনুসারে আমাদের miwcc কনটেস্টের তিনজন বিজয়ী হলেন-
1.@rubina203 (প্রথম স্থান)
2.@yoyopk (দ্বিতীয় স্থান)
3.@baizid123 (তৃতীয় স্থান)
আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই।আগামীতে আপনারা সকলে নিজেদের স্থান অব্যাহত রাখার প্রচেষ্টা চালিয়ে যাবেন, এই আশা রইলো।
এই সপ্তাহে এই তিনজন বিজয়কে পুরস্কৃত করবেন আমাদের কমিউনিটির নতুন মডারেটর @starrchris । যিনি আমাদের কমিউনিটিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং তিনি খুবই যত্ন সহকারে আমাদের কমিউনিটির ইউজারদের পোস্ট ভেরিফাই করছেন। পাশাপাশি এই সপ্তাহে বিজয়ীদেরকে পুরস্কৃতও করবেন।
উপসংহার |
---|
আমাদের কমিউনিটিতে এই কনটেস্টটি চালানোর একটাই উদ্দেশ্য, যেখানে আপনাদের মধ্যে অন্যের পোস্ট পড়ে উপযুক্ত কমেন্ট করাটা যেন একটি প্রতিযোগিতামূলক দিক পায়। আর আপনার কাজের ভিত্তিতে সপ্তাহের শেষে আপনি একটা পুরস্কার পেতে পারেন।
পাশাপাশি নিজের আইডিকে আপনি যাতে আরো ভালো ভাবে সকলের সামনে তুলে ধরতে পারেন। কারণ যে কোনো প্রতিযোগিতায় যারা প্রথম হয় তারা সকলেরই নজর কেড়ে নেয়।
আপনাদের এই উৎসাহকে অব্যাহত রাখতে প্রতি সপ্তাহে আপনাদের কার্যক্রম রিপোর্টের আকারেও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে চলেছি। যাতে করে আপনাদের কাছে সমস্তটাই স্পষ্ট থাকে। কিন্তু আপনাদের প্রচেষ্টা যদি দিন দিন কমতে থাকে,তাহলে আমাদেরও উৎসাহ দিন দিন কমে যাবে।
তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ করব নিজেদের ব্যস্ততম সময় থেকে সময় বের করে, অবশ্যই এই কমিউনিটির প্রতি নিজের সক্রিয়তা বজায় রাখুন। যাতে কমিউনিটির পাশাপাশি আমরা সকলেই নিজেদের আইডিকে স্টিমিট প্ল্যাটফর্মে একটি ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি।
আমার রিপোর্টটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবার একটি নতুন রিপোর্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি প্রতি সপ্তাহের ন্যয় এবার ও আপনি আমাদের মাঝে সাপ্তাহিক বিজয়ীদের নাম ঘোষণা করলেন। তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমাদের কমিউনিটি কে সামনের দিকে এগিয়ে নিতে কমিউনিটির এই কার্যক্রম বেশ দারুণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
কেননা আমাদের বিজয় দের নাম প্রতি সপ্তাহে ঘোষণা হচ্ছে এবং পাশাপাশি তাদের পুরস্কৃত করা হচ্ছ,,, কমিউনিটিতে তাদের পরিচিতি বৃদ্ধি পাচ্ছে ,,, এতে অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করবে বলে আমি মনে করি।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর দিদি এইভাবে প্রতিনিয়ত আমরা এই কমিউনিটির সাথে যুক্ত থেকে এই কমিউনিটির সব ধরনের দায়িত্ব পালন করে যাবো ৷
আর আপনারা আমাদের জন্য প্রতিনিয়ত পরিশ্রম ও কষ্ট করে যাচ্ছেন যেনো আমরা এই কমিউনিটিতে থেকে অনেক কিছু শিখতে পারি ৷
আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থাকবেন ৷
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আলহামদুলিল্লাহ এবারও কমেন্টে বিজয়ী হয়েছি। এ সপ্তাহে আমার কমেন্ট করার পরিমাণটা কিছুটা কমে এসেছে। হয়তোবা আগামী সপ্তাহে আরেকটু কমে যাবে। কারণ প্রচন্ড পরিমাণে কাজ চলে এসেছে আমাদের।
তার পরেও আমি যতটুকু পারি,,, আমার সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করব ইনশাল্লাহ।
অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও এত সুন্দর একটা সাপ্তাহিক রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit