![]() |
---|
|
---|
Hello,
Everyone,
লেখার শুরুতেই আমি ধন্যবাদ জানাই আমার সহকর্মী ও বন্ধু @adylinah কে এতো সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য।
একটা ভিন্ন ধরনের বিষয়কে, তিনি এই কনটেস্টের বিষয়বস্তু হিসেবে নির্বাচন করেছেন। আর সেই বিষয়ে আজ নিজের মতামত উপস্থাপন করার জন্য আমি এই পোস্ট শেয়ার করতে চলেছি। আপনারা যারা এখনো পর্যন্ত এই কনটেস্টে অংশগ্রহণ করেননি, তাদের সকলকে অনুরোধ করবো এই কনটেস্টের অংশগ্রহণ করার জন্য।
খুব সত্যি কথা বলতে, আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত এমন একটি প্রয়োজনীয় জিনিস যে, কনটেস্টের বিষয়বস্তু হতে পারে এটা আমি কখনো ভাবিনি।
ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে না, এরকম কোনো বাড়ি নেই। হয়তো আমরা বিভিন্ন ব্রান্ডের ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে থাকি, যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে, তারা হয়তো লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করেন, কিন্তু ডিটারজেন্ট একদমই ব্যবহার করেন না, এরকম বাড়ি চোখে পড়ে না।
হিসাব মতো আমাদের নিত্য জীবনের একটা অপরিহার্য জিনিস হলো, এই ডিটারজেন্ট।
"Show and describe your favorite brand of detergent" |
---|
![]() |
---|
আজকাল মার্কেটে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট পাউডার পাওয়া যায় এবং প্রত্যেকটি ডিটারজেন্ট পাউডারের জনপ্রিয়তাও যথেষ্ট। তবে এক এক মানুষ এক এক ধরনের ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে অভ্যস্ত। সেই কারণে এক এক জনের পছন্দ এক এক রকমের হয়।
বিয়ের আগে আমাদের বাড়িতে সব থেকে ব্যবহার করা হতো সানলাইট ডিটারজেন্ট পাউডার। কিন্তু বিয়ের পর থেকে আমি আমার শশুর বাড়িতে সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি।
দীর্ঘ কয়েক বছরের অভ্যাসের কারণে বলা যেতে পারে, এখন এই সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডারই, আমার ও আমাদের বাড়ির প্রত্যেকেরই প্রথম পছন্দ।
"State Reasons Behind Your Choices" |
---|
![]() |
---|
ডিটারজেন্ট পাউডার মূলত আমরা আমাদের জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সুতরাং আমরা সবসময় এমন ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে চাই, যেগুলো আমাদের জামাকাপড়কে কম ক্ষতি করবে, পাশাপাশি ভালো ভাবে পরিস্কারও করবে।
আমাদের বাড়িতে সকলেই সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডার পছন্দ করেন কারণ, এই ডিটারজেন্ট পাউডার জামাকাপড়ের রং, অন্যান্য বেশ কিছু ডিটারজেন্টের তুলনায় অনেক বেশি ভালো রাখে। কমসময়ের মধ্যে জামাকাপড়ের ময়লাও ভালো ভাবে পরিস্কার করে।
এর মধ্যে ক্ষারের পরিমাণ অন্যান্য অনেক ডিটারজেন্টের তুলনায় কম থাকায়, এটি আমাদের হাতের চামড়ার ক্ষতিও কম করে, ফলে বলা যেতে পারে এটি, জামা কাপড়ের পাশাপাশি শারীরিক ক্ষতিও কম হয়।
আর সবথেকে বড় কথা এটি পরিমাণেও কম লাগে, অর্থাৎ বেশি পরিমাণে জামা কাপড় ধোয়ার জন্য এই ডিটারজেন্ট পাউডার যে বেশি পরিমাণে প্রয়োজন হবে, এমনটা নয়। ডিটারজেন্টের এই ব্রান্ড বেছে নেওয়ার আরও একটি কারন হলো, এটির মুল্যও সাধ্যের মধ্যে। সত্যি বলতে ডিটারজেন্ট পাউডার আমাদের নিত্য দিন ব্যবহার করতে হয়, তাই এর দামের কথাও আমাদের চিন্তা করতে হয়। এই সকল কারনে এই ডিটারজেন্ট আমার সব থেকে বেশি পছন্দের।
"How Important Is Detergent To Your Household" |
---|
![]() |
---|
ডিটারজেন্ট শুধু আমার নয়, আমার মতো প্রতিটি বাড়ির মানুষের জন্যে একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। প্রতিদিন আমাদের ব্যবহারিক জামাকাপড় থেকে শুরু করে, বিছানার চাদর সহ বাড়ির অন্যান্য আরও অনেক জিনিস পরিস্কার রাখার জন্য, সেগুলো ধোয়ার কাজে ডিটারজেন্ট ব্যবহার করে থাকি।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমাদের শারীরিক সুস্থতার জন্য অনেক প্রয়োজনীয়। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সব থেকে যেটা বেশি প্রয়োজন, সেটা এই ডিটারজেন্ট। হয়তো এতোটা গভীর ভাবে আমরা কখনো বিষয়টি নিয়ে ভাবিনি বলেই, আমাদের কখনো মনে হয়নি যে, আমাদের জীবনে ডিটারজেন্টের এতো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বাড়িতে বয়স্ক মানুষ অথবা বাচ্চা থাকলে, তখন এর ভূমিকা আরো বেড়ে যায়। কারণ বাচ্চাদের অথবা বয়স্কদের পরিচ্ছন্ন রাখাটা আরও বেশি প্রয়োজনীয়, যেহেতু তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে।
সুতরাং তাদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন জামাকাপড় যদি না পড়ানো হয়, বা বিছানার চাদর পরিষ্কার না থাকে, সেক্ষেত্রে রোগের সংক্রমণ বাড়ার একটা সম্ভাবনা থাকে। সেই সব দিক থেকে হিসেব করলে বোঝা যায় ডিটারজেন্ট কিন্তু আমাদের জীবনে একটা মুখ্য ভূমিকা পালন করে।
"Conclusions
আজকাল টিভিতে বিভিন্ন রকমের ডিটারজেন্টের বিজ্ঞাপন দেখানো হয় ঠিকই, তবে আমার সব থেকে আকর্ষণীয় লাগে সার্ফ এক্সেল ও সানলাইট ডিটারজেন্টের বিজ্ঞাপন গুলো।
![]() |
---|
আমাদের বাড়িতে সব সময় একবারে বেশ কিছু মাসের জন্য ডিটারজেন্ট পাউডার কিনে রাখা হয়। এই মুহূর্তে বাড়িতে ডিটারজেন্টের কোনো প্যাকেট নেই, তাই আমি তার ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে আমরা প্যাকেট থেকে বের করে কৌটার মধ্যে ভরে রাখি, তার ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।
যাইহোক এই ছিল আমার আজকের উপস্থাপন। আশা করছি আপনাদের সকলের আমার পোস্ট করতে ভালো লাগবে, তাই অবশ্যই আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন।
শেষ করার পূর্বে কনটেস্টের নিয়ম অনুসারে আমার তিনজন বন্ধু @mariami, @tahispadron ও @sayeedasultana কে এই কনটেস্টে অংশগ্রহণের অনুরোধ জানাই। আশা করছি তারা নিজেদের অংশগ্রহণের মাধ্যমে, নিজেদের পছন্দের ব্রান্ডের ডিটারজেন্ট সম্পর্কে, নিজেদের মতামত শেয়ার করবেন।সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।
ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্যে। সেই ছোটবেলায় টিভিতে এই ডিটারজেন্ট এর সুন্দর এড গুলো দেখে প্রথম আমার আগ্রহ হয়। তবে দাম তুলনামূলক ডাবল হওয়ায় তখন বাবা এটা কিনতেন না। পরে স্কুল হোস্টেলে থাকার সময় আমি এই সার্ফ এক্সেল ব্যবহার শুরু করি। এর পর থেকেই এটা আমার প্রিয়। ভালো লাগলো যে এটা আপ্নারো প্রিয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
oh wooaao amigo que interesante, se ve bien bueno tu detergente favorito , yo también tengo mi favorito aquí en Venezuela. Gracias por invitarme a este fabulosos concurso. Éxitos en tu post.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার প্রিয় সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডার, সম্পর্কে বিস্তারিত লিখেছেন এবং এর কার্যকারিতা গুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার প্রতিযোগিতার জন্য অনেক অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We support quality posts anywhere and with any tags.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Surf Excel looks colorful, the detailed publication makes your favorite detergent powder unique. Good luck in the contest!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit