![]() |
---|
Hello,
Everyone,
আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট। যার মাধ্যমে আমি প্রতি সপ্তাহেই আপনাদের সামনে আমার পুরো সপ্তাহের কার্যক্রমের বিবরণ শেয়ার করে থাকি।
টিউটোরিয়াল ক্লাস |
---|
![]() |
---|
প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আমাদের টিউটোরিয়াল ক্লাস সময়মতো শুরু হলেও আমরা এই সপ্তাহে খুব বেশিক্ষণ ক্লাসটি চালিয়ে যেতে পারিনি। কারণ যেহেতু আমাদের কমিউনিটিতে এই মুহূর্তে এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলছে, তাই আমাদের অ্যাডমিন ম্যাম নিজস্ব কাজে অনেক বেশি ব্যস্ত ছিলেন।
তাই নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আমাদের সকলের সঙ্গে আলোচনা করা এই সপ্তাহে সম্ভব হয়ে ওঠেনি।আমরা সকলে যুক্ত হয়েছিলাম এবং ম্যামের নির্দেশ অনুযায়ী আমি প্রত্যেকের কাছে তাদের সুবিধা ও অসুবিধার কথা জানতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু কারো কোনোরকম জিজ্ঞাসা ছিল না, তাই আমরা খুব বেশি সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি টিউটোরিয়াল ক্লাসটা শেষ করেছিলাম।
সাপ্তাহিক হাংরি গ্রিফিন রিপোর্ট সংক্রান্ত কার্যাবলী |
---|
![]() |
---|
প্রতি সপ্তাহের রিপোর্টে আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই পড়েছেন যে, আমাদের কমিউনিটিতে হাংরি গ্রিফিনের যে সাপ্তাহিক রিপোর্ট প্রতি সপ্তাহে আমাদের অ্যাডমিন ম্যাম উপস্থাপন করেন, তার সমস্ত বিবরণ সংরক্ষণ করা আমার দায়িত্ব। তাই প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমি সমস্ত তথ্য ম্যামকে মেলের মাধ্যমে পাঠিয়েছিলাম, যেটি তিনি রিপোর্টের আকারে ইতিমধ্যেই প্রকাশিত করেছেন। আশা করছি আপনারা সকলেই সেই রিপোর্টটি পড়ে থাকবেন
পোস্ট ভেরিফিকেশন |
---|
কমিউনিটির মডারেটর হিসেবে পোস্ট ভেরিফিকেশনটা আমাদের একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এই দায়িত্ব বর্তমানে আরো অনেক বেড়ে গেছে এই এনগেজমেন্ট চ্যালেঞ্জের কারনে।
আপনারা হয়তো সকলেই দেখে থাকবেন চ্যালেঞ্জে অনেক ইউজার অংশগ্রহণ করেছেন। তাই তাদের প্রত্যেকের পর পোস্ট পড়ে,সমস্ত ক্রাইটেরিয়া ভালো করে যাচাই করে,তবে তাদের পোস্ট ভেরিফিকেশনের দায়িত্ব আমাদের।
আমরা সকলে এটা সুন্দরভাবে পালন করার চেষ্টা করছি। যেহেতু আমরা প্রত্যেকেই সময় ভাগ করে নিয়েছি, তাই নিজের সময় অনুসারে আমিও চ্যালেঞ্জ পোস্ট ভেরিফাই করছি। পাশাপাশি আমাদের কমিউনিটির যারা ইউজার রয়েছেন, তাদের পোস্টও ততটাই আগ্রহের সহিত আমি ভেরিফাই করছি।
সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট |
---|
![]() |
---|
প্রতি সপ্তাহে এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করাটাও আমার আর একটা দায়িত্ব, যেটা আমি এই সপ্তাহে পালন করেছি। আপনারা অনেকেই ইতিমধ্যে আমার সেই রিপোর্টটি পড়ে নিজেদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করেছেন। যারা এখনও পড়েননি, তাদের জন্য লিঙ্কটি আরও একবার দিলাম।
weekly engagement report
তবে দুঃখের বিষয় আমাদের কমিউনিটিতে এনগেজমেন্ট চলাকালীন কমিউনিটির ইউজারদের এনগেজমেন্ট কিন্তু ততটাও নয়, যতটা আমরা আশা করেছিলাম।
আমাদের কমিউনিটির প্রত্যেকটি ইউজারকে এই এনগেজমেন্ট চ্যালেঞ্জের গুরুত্ব আমি নিজেদের মতন করে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় তারা কতটা বুঝতে পেরেছে সেটা আমার কাছে স্পষ্ট নয়।
আমি ও অ্যাডমিন ম্যাম অনেকবারই আপনাদেরকে জানিয়েছে যে, এনগেজমেন্ট চ্যালেঞ্জ এমন একটি সুযোগ, যেখানে আপনি ভালো পোস্ট পড়তে পারবেন। সেখানে অনেকের লেখা থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং এই প্ল্যাটফর্মে নিজের জায়গা আরো অনেক বেশি মজবুত করতে পারবেন
হ্যাংআউট |
---|
![]() |
---|
অনিবার্য কারণবশত অ্যাডমিন ম্যামের নির্দেশে এই সপ্তাহের হ্যাং আউট আমরা একদিন পেছাতে বাধ্য হয়েছি। এই কারণে গতকাল যে কয়েকজন আমাদের জয়েন করেছিলেন তাদেরকে জানিয়ে, অ্যানাউন্সমেন্ট চ্যানেলে পুনরায় এই বার্তাটি দিয়ে দেয়া হয়েছিল, যাতে যারা জয়েন করেননি তাদের কাছেও এই তথ্যটি পৌঁছে যায় এবং তারা আজকে যাতে সঠিক সময়ে যেন হ্যাং আউটে জয়েন করেন।
এই সপ্তাহে আমরা প্রত্যেকেই অনেক বেশি ব্যস্ত ছিলাম। তাই একটু এন্টারটেনমেন্ট আমাদের সকলের জন্যই প্রয়োজন। এই কারণে আমি আশাকরছি আজকের হ্যাং আউটে আমরা সকলে মিলে বেশ কিছুটা সময় মজা করে কাটাবো।
উপসংহার |
---|
এই ছিল আমার গত সপ্তাহের সপ্তাহিক রিপোর্ট। যার মাধ্যমে আমি কমিউনিটির উন্নতির স্বার্থে, কমিউনিটিতে যুক্ত থাকার কারণে, নিজের কাজগুলির বিবরণ আপনাদের সাথে শেয়ার করলাম।
আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আমার কাজের কোনো কিছু ভালো লাগলে বা আপনারা আরো যদি কোনো কিছু সাজেশন দিতে চান, তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার রিপোর্টটি প্রতি সপ্তাহে পড়ে নিজেদের মূল্যবান মন্তব্য জানানোর জন।সকলে খুব ভালো থাকবেন। 🙏
OUR COMMUNITY DISCORD LINK:-
Meraindia discord link
MERA INDIA COMMUNITY TELEGRAM GROUPS:-
Incredible India Community telegram group
OUR TWITTER LINK:-
Incredible India Twitter link
OUR INSTAGRAM LINK:-
Incredible India instagram link
Congratulations! Your post has been upvoted by @steemladies. The community where the Steemian ladies can be free to express themselves, be creative, learn from each other, and give support to their fellow lady Steemians.
Steem For Ladies
Let's grow this community together. If you have not joined yet, subscribe here.👇
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহের এনগেজমেন্টে অনেক কিছু গুরত্বপূর্ন তথ্য সংক্রান্ত আলোচনা আমাদের মাঝে তুলে ধরেছেন যেটা আমাদের প্রত্যেক ইউজার দের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ আপনি এই সপ্তাহের এনগেজমেন্ট টিউটোরিয়ালও হ্যাংআউট সহ তুলে ধরেছেন ৷আর আমরা সবাই এই কমিউনিটির সব সিদ্ধান্ত মেনে চলে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ মনে করি ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন দিদি ৷🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেহেতু আমাদের কমিউনিটিতে চ্যালেঞ্জ প্রতিযোগিতা চলতেছে! সেহেতু আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের এংগেজমেন্ট বৃদ্ধি করা! কিন্তু আমি দেখেছি অন্যান্য দেশের ইউজারদের চাইতে! আমাদের এখানে বাংলাদেশ বা আমরা যারা রয়েছি তাদের এনগেজমেন্ট অনেক কম।
আমি আমার নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি,,, এনগেজমেন্ট বৃদ্ধি করার জন্য! কিন্তু কিছু সমস্যার কারণে সেটা আর হয়ে ওঠেনি।
যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে সাপ্তাহিক রিপোর্ট এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি এই সপ্তাহের রিপোর্ট তুলে ধরার জন্য। আমরা সকলেই জানি আপনি ও এডমিন দিদি অনেক পরিশ্রম করে আমাদের কমিউনিটিকে পরিচালনা করছেন। আমরা আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। গত সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে আপনি অনেক মূল্যবান কিছু তথ্য আমাদের দিয়েছিলেন। এবারের হ্যাংআউটেও তার ব্যতিক্রম হয়নি। যেহেতু এনগেজমেন্ট চ্যলেঞ্জ চলছে তাই আমাদের আরো সক্রিয় হওয়া উচিত সকলের।
ধন্যবাদ দিদি ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এই কমিউনিটি আমাদের একটি পরিবার এই পরিবারের উন্নয়নের জন্য আমরা সবসময় সবাই যদি একসাথে হাতে হাত রেখে কমিউনিটির জন্য কাজ করে যায় তাহলে আমাদের কমিউনিটি আরো অনেক দূর এগিয়ে যাবে এটা আমার ধারণা।
এবং আমাদের কমিউনিটিতে চ্যালেঞ্জ প্রতিযোগিতা চলতেছে। সেই ক্ষেত্রে আপনারা একটু ব্যস্ত আছেন কিন্তু আমরা যদি যারা সাধারণ ইউজার আছি তারা কমিউনিটি চিন্তা করে যদি সবাই কিছুটা সময় করে কমিউনিটিদের জন্য কাজ করি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে।
অসংখ্য ধন্যবাদ জানাই দিদি এই সপ্তাহের রিপোর্ট তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit