"SEC17/W2| While making decisions, what do you prefer to follow: heart or mind?"

in hive-120823 •  7 months ago  (edited)
Violet and Brown Modern Furniture Minimalist Facebook Post_20240421_025656_0000_025712.png

source
source

"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

এই পোস্টের মাধ্যমে আমি অংশগ্রহণ করতে চলেছি, আমাদের কমিউনিটিতে চলমান এনগেজমেন্ট চ্যালেঞ্জের দ্বিতীয় সপ্তাহের কনটেস্টে। যার বিষয়বস্তু সম্পর্কে আপনারা ইতিমধ্যেই সকলের অবগত হয়েছেন এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

তবে আমার মত যারা এখনো অংশগ্রহণ করেন নি, তাদের সকলকে অনুরোধ করবো অবশ্যই অংশগ্রহণ করার জন্য, কারণ আগামীকাল অংশগ্রহণের শেষ দিন।

মানুষের সম্পূর্ণ জীবনই কোনো না কোনো সিদ্ধান্তের উপরে নির্ভর করে। ছোটবেলায় আমাদের হয়ে আমাদের বাবা মায়েরা সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে যখন আমরা কিছুটা বুঝতে শিখি, তখন ধীরে ধীরে আমরাও কিন্তু নিজেদের সিদ্ধান্ত নিতে থাকি।

এইভাবে পর্যায়ক্রমে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে, সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে, আমাদের জীবন এগোতে থাকে। এই সপ্তাহে কনটেস্টের বিষয়বস্তু হিসেবে এই সিদ্ধান্তকেই নির্বাচন করা হয়েছে। আর সেই সম্পর্কিত যে প্রশ্নগুলো অ্যাডমিন নাম রেখেছেন, সেগুলি সম্পর্কেই এখন আমি আপনাদের সাথে নিজস্ব মতামত শেয়ার করতে চলেছি। চলুন তাহলে শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে, -

1672344690977_010726.jpg

"What is your preference while making decisions, heart or mind?"

IMG_20230704_192839.jpg

ব্যক্তিগত জীবন হোক কিংবা কর্মজীবন, আমি সর্বদাই হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিয়েছি। আর তার ভালো, মন্দ দুই রকম ফলাফলই আমি এতদিন পর্যন্ত ভোগ করেছি। ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তগুলোকে পরিবর্তন করা সম্ভব নয়, সেই কারণে হয়তো আগামী দিনেও আমাকে আরো অনেক কিছু ভোগ করতে হবে।

তবে কর্মজীবনের ক্ষেত্রে আমি অন্য রকম ভাবে ভাবতে শিখেছি এবং এই ভাবনাটাকে আগামী দিনে আরো বদলানোর চেষ্টা করবো। যেখানে শুধুমাত্র হৃদয় দিয়ে নয়, মন দিয়েও ভাবার আমি চেষ্টা করি।

ছোটবেলা থেকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত জীবন সম্পর্কে কোনো সিদ্ধান্তই নিতে হয়নি। কারণ আমাদের হয়ে সমস্ত সিদ্ধান্ত মা নিতেন। যখন সেই মানুষটা পৃথিবী থেকে চলে গেলো, তখন প্রথম বুঝলাম সিদ্ধান্ত নেওয়াটা আদেও কতখানি জরুরী।

আপনারা সকলেই হয়তো মানবেন, আমরা প্রথম যখন কোনো কাজ করি, তখন সেটা কখনোই নিঁখুত হয় না। আমার ক্ষেত্রেও তেমন হলো, হৃদয় দিয়ে বিচার করে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম, যেখানে মন দিয়ে ভাবার বিন্দুমাত্র প্রয়োজনীয়তা অনুভব করিনি। আর আমার জীবনে ওই সিদ্ধান্তটাই ছিল প্রথম।

অবশ্যই সেই মুহূর্তে অনুভব করিনি যে, সিদ্ধান্ত কতটা ঠিক, বা কতটা ভুল। পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হলাম এবং অনুভব করলাম জীবনের সিদ্ধান্তটি শুধুমাত্র হৃদয় দিয়ে নয়, তার পাশাপাশি মন দিয়েও নেওয়া উচিত। আর সেটা শুধু আমার ক্ষেত্রে নয়, সকলের ক্ষেত্রে প্রযোজ্য।

1672344690977_010726.jpg

"Do you think we need both in terms of making decisions? Describe reasons."

একদম, এটা আমি বিশ্বাস করি জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হৃদয় এবং মন দুটো দিয়েই ভাবা উচিত। আর সবদিক বিচার করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

ব্যক্তিগতভাবে আমার মনে হয় হৃদয় সর্বদাই আমাদেরকে কল্পনার জগতের স্বপ্ন দেখায়, যেখানে বাস্তবতার কথা আমরা ভাবি না বললেই চলে এবং সেখানে সবটাই ভালো সবটাই সুন্দর।

কিন্তু বাস্তবতা সম্পর্কে একটু হলেও আমরা মন দিয়ে ভাবি। কারণ মন দিয়ে ভাবতে গেলে কল্পনার পাশাপাশি বাস্তবতাকে তুলনা করা সম্ভব হয়। যেমনটা আমরা প্রত্যেকেই জানি, জীবন শুধুমাত্র কল্পনাতেই একদম পারফেক্ট হয়। বাস্তবতার জীবন কখনোই পারফেক্ট হয় না। তাতে ওঠা পড়া, খারাপলাগা ভালোলাগা, হাসি কান্না সবটাই থাকে।

এই কারণে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রেই হৃদয় দিয়ে ভাবা অবশ্যই ভালো, তবে সেখানে মনকে ইগনোর করা একদমই করা সঠিক হবে না। তাই হৃদয় ও মন এই দুটি দিয়ে চিন্তা করে, আমরা যে সিদ্ধান্ত নেবো সেইটাই একমাত্র আমাদের জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত হবে।

আর যেমনটা আমরা সকলেই জানি, আমাদের জীবন সম্পর্কে আমরা যাই সিদ্ধান্ত নিই না কেন, সেটি পূর্ণ হওয়া বা না হওয়া ঈশ্বরের মর্জি।

1672344690977_010726.jpg

"Are you an emotional or a practical person in real life?"

IMG_20240217_130702.jpg

আমাকে যারা খুব কাছ থেকে চেনেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে আমি ঠিক কতখানি আবেগপ্রবণ। তবে আমার জীবনে এমন অনেক মানুষ আছেন, যাদের কাছে আমি আমার আবেগ কখনোই বহিঃপ্রকাশ করি না। ফলতো তাদের দৃষ্টিভঙ্গি থেকে আমি প্র্যাকটিকাল।

খুব কম মানুষ আছে যাদের সামনে আমি আবেগ লুকিয়ে রাখতে পারি না। আমি নিজেও জানি আমি যতই প্রাকটিক্যাল হওয়ার চেষ্টা করি না কেন, আমি আসলেই একজন ইমোশনাল মানুষ।

যে নিজের আবেগের কাছে পরাজিত হয়ে জীবনের সব থেকে দামি যে জিনিস অর্থাৎ সময়, সেটা ভুল জায়গায় নষ্ট করেছে বা করে চলেছে। কিন্তু তবুও সেই আবেগকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারিনি, আজও পারি না।

তাই কখনো কখনো নিজেকে বোকাই মনে হয়। তবে আমি চাইনা আমার মতন বোকামি অন্য কেউ করুক। কারন আবেগ দিয়ে আর যাই হোক, জীবন কাটানো যায় না। আবেগ থাকা ভালো, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই আমাদের জন্য ভালো না।

1672344690977_010726.jpg

"Do you have any suggestions for youth which one they should follow in their day-to-day lives?"

আজকালকার যুব সমাজকে আমার আলাদা করে কোনো সাজেশন সত্যিই দেওয়ার নেই। কারণ তাদের প্রত্যেকের কাছেই নিজের চাওয়া পাওয়া গুলো খুবই স্পষ্ট এবং সেগুলো পূরণ করার ক্ষমতাও তাদের রয়েছে।

তবে একটা কথা আমি অবশ্যই বলতে চাই, আধুনিক যুগে মানুষ এত বেশি ছুটে চলেছে যে, নিজের মানুষের জন্য মানুষের সময়ের বড্ড অভাব।

একটা কথা আমি লিখেছি যে, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। এখানেও আমি সেই কথাটাই সকলকে বলতে চাইবো, আধুনিক হওয়া অবশ্যই ভালো, কিন্তু এতটাও আধুনিকতা ভালো না যেখানে আমরা কাছের মানুষের জন্য সময় বের করতে পারি না। তাদের আবেগের মূল্যায়ন করতে পারি না।

আজকালকার প্রতিটা ছেলে মেয়ে অনেক বেশি বাস্তববাদী।তবে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে এটুকুই বলতে চাইবো -বাস্তবতা প্রত্যেকের ক্ষেত্রে যেমন জরুরী, তেমনি জীবনে কিছু আবেগেরও প্রয়োজনীয়তা রয়েছে। তাই কিছু সম্পর্কের প্রতি নিজের আবেগ যেন তারা বাস্তবতার ভিড়ে হারিয়ে না ফেলে। কিছু আবেগের মূল্যায়ন যেন তারা অবশ্যই করে। শুধু একটু বলার আছে।

1672344690977_010726.jpg

"Conclusions"

যাইহোক এই ছিল আমার নিজস্ব অনুভূতি, যেগুলো প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

শেষ করার আগে আমি তিনজন বন্ধু @patjewell, @tanay123@mrsokal কে এই কনটেস্টে আমন্ত্রণ জানাই। আশা করি তারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, নিজেদের অনুভূতি আমাদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। শুভ রাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts, good comments anywhere, and any tags.

Curated by : @karianaporras

Loading...

এনগেজমেন্ট চ্যালেঞ্জার সিজন ১৭ এর দ্বিতীয় সপ্তাহের প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।
আপনি বাস্তবজীবন হোক এবং গত জীবন হোক দুটোতেই হৃদয় দিয়ে ভেবে সিদ্ধান্ত নিতে বেশি পছন্দ করেন। তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির উপর সিদ্ধান্ত নিতে হয়।
তরুণদের উদ্দেশ্যে আপনার কথাগুলো খুব সুন্দর ছিল।

আপনার জন্য সব সময় শুভকামনা রইল।

আমিও এখন বিশ্বাস করি কিছু ক্ষেত্রে হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেওয়ার বদলে, পরিস্থিতি অনুসারে মস্তিষ্ক দিয়ে ভেবে সিদ্ধান্ত নেওয়া জরুরী। কিন্তু কথায় আছে আমরা আমাদের সত্তাকে চাইলেও সম্পূর্ণ পরিবর্তন করতে পারি না। তবে অবশ্যই চেষ্টা করলে কিছুটা পরিবর্তন করা সম্ভব। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

প্রথমেই ধন্যবাদ জানাই চ্যালেঞ্জে অংশ নেয়ার জন্যে, আওনার মত অধিকাংশ বাঙালি মেয়ের একটা সময় অব্দি কোন সিদ্ধান্ত নিতে হয় না, কারণ তারা মায়ের মত একজন মানুষকে পায়।

এর পর মা চলে গেলে দোটানায় পড়তে হয়, তখন ই শুরু হয় সিদ্ধান্তহীনতায় ভোগা। এথেকে যে যত দ্রুত বের হতে পারে তার জন্যে ততোই ভালো।

আপনি খুব সুন্দর করে সব গুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। অনেক অনেক শুভকামনা

আমার মা চলে যাওয়ার পরে আমাকে সিদ্ধান্ত হীনতায় ভুগতে হয়নি,কারণ তখন থেকে আমাকে শিখতে হয়েছে জীবনের সিদ্ধান্ত কি করে নিতে হয়। তাই সবটাই আমার কাছে একদম নতুন ছিলো। তখন থেকে সিদ্ধান্ত নিতে শিখেছি, তবে এখন আমি মাঝে মধ্যেই সিদ্ধান্তহীনতায় ভুগি। হয়তো মা বেঁচে থাকলে এখন সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে নিজের মন্তব্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য এবং আপনার কথাগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। আপনি ব্যক্তিগতভাবে একজন আবেগী মানুষ। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সবসময় হৃদয় দিয়েই সিদ্ধান্ত নিয়ে থাকেন। এছাড়াও সিদ্ধান্ত নেয়ার সময় হৃদয় এবং মন দুটোর গুরত্ব আপনি উপস্থাপন করেছেন।

তরুন প্রজন্মের জন্য আপনার বার্তাগুলো অনেক ভালো ছিলো। আমিও মানি যে বর্তমান তরুনরা বেশ বাস্তববাদী। তাদের মাঝে বর্তমানে আবেগের প্রবনতা খুবই কম।এর ভালো দিক মন্দ দিক দুটোই রয়েছে।

ভালো থাকবেন দিদি। শুভকামনা রইলো।

তরুণ প্রজন্ম বাস্তববাদী এতে আমার সত্যিই কোনো আপত্তি নেই, বরং এটি আমি পছন্দ করি। আমার শুধু একটাই অনুরোধ, কিছু সম্পর্কের গুরুত্ব তারা যেন অনুভব করে এবং সেই সম্পর্ক গুলোর প্রতি আবেগ যেন নিজেদের মধ্যে বজায় রাখে। তাহলে বোধহয় তাদের জীবন আরো অনেক বেশি সুন্দর হবে। আমার জেনে ভালো লাগলো আপনার আমার লেখা পড়ে ভালো লেগেছে। ভালো থাকবেন।

A person's entire life depends on one or the other decision. Our parents make decisions for us in childhood. But when we learn to understand something, then slowly we also start making our own decisions.

Best of luck dear @sampabiswas

Thank you for your beautiful comments.

By facing different situations step by step, and by taking decisions, our life begins to unfold. This decision has been selected as this week's contest theme. And now I am going to share my opinion with you regarding the questions related to the name of admin. Let us start by asking the first question.