![]() |
---|
"Edited by canva" |
---|
Hello,
Everyone,
আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলেরই আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
আজকে আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের কমিউনিটিতে চলমান এনগেজমেন্ট চ্যালেঞ্জের প্রথম সপ্তাহের কনটেস্টে। আপনারা প্রত্যেকেই এই সপ্তাহের কনটেস্টের বিষয়বস্তু সম্পর্কে অবগত রয়েছেন। কারণ, ইতিমধ্যেই আপনারা অনেকেই,এই কনটেস্টে অংশগ্রহণ করে নিজেদের মতামত অনেক সুন্দর ভাবে প্রকাশ করেছেন।
তাই ভাবলাম আজকে আমিও আপনাদের সাথে নিজের মতামত শেয়ার করি। যেহেতু আমাদের কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলছে, তাই কমিউনিটির প্রত্যেক সদস্যের এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করাটা খুবই জরুরী। এই কথাটা আমি বহুবার আপনাদেরকে বলেছি সুতরাং কমিউনিটিরই একজন সদস্য হিসেবে আমার নিজেরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত।
তাই আজ আমি অংশগ্রহণ করতে চলেছি। এই সপ্তাহের প্রতিযোগিতার বিষয়বস্তু ঈশ্বর এবং অশুভ শক্তি সম্পর্কে নিজস্ব মতামত এবং এই বিষয়বস্তু অনুসরণ করেই আমাদের অ্যাডমিন ম্যাম কয়েকটি প্রশ্ন করেছেন, যার যথাযথ উত্তর দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। আসুন তাহলে আমার মতামত আপনাদের সকলের সাথে শেয়ার করি।
Do you believe God and evil power exists? Explain? |
---|
![]() |
---|
ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বর এক এবং অনন্য। আমরা ভিন্নধর্মী মানুষেরা শুধুমাত্র তাকে ভিন্ন রূপে পূজা করি, তার ভিন্ন রূপ বিশ্বাস করি। আমিও বিশ্বাস করি এই পৃথিবীর সমস্ত কিছুই ঈশ্বরের ইচ্ছাতেই হয়। সেটা এই পৃথিবীতে জন্ম হোক অথবা মৃত্যু।
আর এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের যে পরিক্রমা চলে, সেখানে আমাদের প্রত্যেকের জীবনে ভিন্ন ভিন্ন ঘটনা, ভিন্ন ভিন্ন লড়াই, ভিন্ন ভিন্ন অনুভূতি থাকে। যেগুলো সব কিছুই কোথাও না কোথাও ঈশ্বরের ইচ্ছাতেই হয়ে থাকে।
আমরা হয়তো অনেক সময় ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলি, কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। ঈশ্বর পৃথিবীর সর্বত্র বিরাজমান। আমাদের ভালো কাজ, ভালো উদ্দেশ্যকে তিনি সর্বদা সাহায্য করেন। কিন্তু হ্যাঁ তিনি অনেক ক্ষেত্রে আমাদের পরীক্ষাও নিয়ে থাকেন।
আমাদের ধৈর্য,আমাদের সহ্য পরীক্ষা করার জন্য তিনি আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতিও তৈরি করেন এবং সেই পরিস্থিতির মোকাবেলা করার জন্য মনের জোরও কিন্তু তিনি দেন। তার উপরে বিশ্বাস রেখেই আমরা সেই কঠিন পরিস্থিতিগুলো কিন্তু পার করি। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন,আমরা কিন্তু মনে মনে বিশ্বাস করি ঈশ্বর আমাদের সাথে রয়েছেন। তিনি আমাদের চেষ্টাটা অবশ্যই দেখছেন, আর এই চেষ্টার ফলাফল তিনি আমাদেরকে অবশ্যই দেবেন
তাই ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমি মনেপ্রাণে বিশ্বাস করি তিনি ছিলেন, তিনি আছেন,আর তিনি সর্বদাই থাকবেন। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকবে, সৃষ্টি থাকবে, ততদিন পর্যন্ত ঈশ্বরও বিরাজমান থাকবেন।
অশুভ শক্তিকে যে আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি এরকম নয়। তবে হ্যাঁ তার অস্তিত্বকে আমি অস্বীকারও করি না। হয়তো আমার জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি, যেগুলোর উপরে ভিত্তি করে আমি অশুভ শক্তিকে বিশ্বাস করতে পারি। তবে এমন অনেক ঘটনাই আমি অনেকের মুখে শুনেছি যেগুলোকে আমি অবিশ্বাসও করতে পারি না। সেই কারণে এই পৃথিবীতে অশুভ শক্তির অস্তিত্ব আমি অস্বীকার করতে পারি না।
![]() |
---|
Have you ever felt any supernatural power? Describe. |
---|
না আমার জীবনে এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেনি,যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। কারন ব্যক্তিগত জীবনে এমন কোনো অভিজ্ঞতা আমার নেই।
তবে আমার খুব কাছের মানুষের জীবনের অভিজ্ঞতার গল্প আমি শুনেছি, যদিও সেগুলো স্বচক্ষে দেখার সুযোগ আমার হয়নি। ঘটনাটি আমার ননদের সাথেই ঘটেছিল। তার বিয়ের কয়েক মাস বাদেই তার আচরণের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছিল এবং যেমনটা আমি শুনেছি যে তার শরীরে কিছু অশুভ শক্তি ভর করেছিল।
যার ফলে শুধুমাত্র যে তার আচরণের পরিবর্তন হয়েছিল এরকম নয়,সে এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে সেই মুহূর্তে কয়েকজন মিলেও তাকে সামলে রাখা খুবই কষ্টকর ছিল। এমনকি সেই সময় তাকে সব সময় চোখে চোখে রাখতে হতো কারণ,তার মধ্যে আত্মহত্যা করার একটা প্রবণতা চলে এসেছিল। তাই সব সময় তার কাছে একজনকে থাকতে হতো। আর তার কাছে কেউ সবসময় থাকতো বলেই তার আরো বেশি রাগ হত। এই কারণে যখন তখন সবাইকে মারধরও করত।
এরপর সকলে কোনো একজন ওঝার সাহায্যে সেই অশুভ শক্তিকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিল। এমনকি আমি এটাও শুনেছি যখন আমার ননদের শরীর থেকে অশুভ শক্তি চলে গিয়েছিল, তখন ননদের বাড়ির সামনে একটি আম গাছের মোটা ডাল এমনিতেই ভেঙে পড়েছিল। আর ডালটি ভেঙে পড়ার সাথে সাথেই সে বেশ কিছুক্ষণ অজ্ঞান অবস্থায় ছিল।
অদ্ভুত ব্যাপার যখন তার জ্ঞান আসে তখন কিন্তু সেই দিনগুলোর কোনো কথাই তার মনে ছিল না। সত্যি কথা বলতে আগে এই ধরনের কোনো ঘটনা আমি বিশ্বাস করতাম না। কিন্তু আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড এদের কথাকে আমি অস্বীকারও করতে পারি না। কারণ এই জিনিসগুলো তারা স্বচক্ষেই দেখেছে।
Share your perspective about the power of God and Evil. |
---|
![]() |
---|
ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আলাদা করে বলার সত্যিই কিছু নেই। আমরা কেউই হয়তো ঈশ্বরকে স্বচক্ষে দেখিনি কারণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করায় আমাদের জীবনে ভুলের সংখ্যা অনেক। তাই ঈশ্বরের দর্শন পাওয়ার মতন পূর্ণ অর্জন আমি করতে পারেনি।
কিন্তু হ্যাঁ জীবনের বেশ কিছু কিছু ক্ষেত্রে, বেশ কিছু কিছু পরিস্থিতিতে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আমি এটা বুঝেছি যে, তিনি আমাদের কষ্ট বোঝেন এবং তিনিই আমাদের কষ্ট লাঘব করেন।
অশুভ শক্তি সম্পর্কে আমি একটা কথা অবশ্যই বলতে চাই, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই মানুষের জীবনে অশুভক্তির অস্তিত্ব আমরা অস্বীকার করতে পারিনা। কিন্তু সত্যি কথা বলতে এমন অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন কবিরাজ,ওঝা এদের উপরে অন্ধের মতন বিশ্বাস করেন।
অনেকে এমনও আছেন অন্যের ক্ষতির মানসিকতা নিয়ে এদের সঙ্গে যোগাযোগ করে এবং অনেক টাকার বিনিময়ে তাদের সঙ্গে মিলিত হয়ে এমন অনেক কাজ করেন,যেটা করলে অন্যের ক্ষতি হবে বলে তারা বিশ্বাস করে। কিন্তু এই বিষয়টা আমি কখনোই বিশ্বাস করিনি, এখনও করি না।
একজন মানুষের পক্ষে কখনোই অন্য মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। যদি তাই হতো তাহলে এই পৃথিবীতে ঈশ্বরের অস্তিত্ব থাকতো না। এগুলোকে আমি শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের অর্থ উপার্জনের উপায় বলতে পারি।
কিছু দুর্বল মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে,সেই মানুষগুলোকে ঠকিয়ে, তারা পয়সার বিনিময়ে মানুষগুলোকে বোকা বানায়। অশুভশক্তির অস্তিত্ব সম্পর্কে আমার বিশ্বাস থাকলেও, এই কিছু সংখ্যক প্রতারক মানুষের আচরণের আমি ঘোর বিরোধী।
যাইহোক এই ছিল আমার ঈশ্বর ও অশুভ শক্তির সম্পর্কে নিজস্ব মতামত। যেটি নিজের মতন করেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের প্রত্যেকের কেমন লাগলো আমার লেখা পড়ে, সেটি কমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবেন না। প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি আমার তিন বন্ধু @jacklab1407,@mini80 ও @senehasa কে আমন্ত্রণ জানাই। আশাকরি তারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের করবেন এবং নিজের নিজের মতামত আমাদের সাথে শেয়ার করবেনসকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Gods can be found in our surroundings. I believe them because they have blessed me several times.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনে মনে এটা ভাবছিলাম, আসলে দিদি এখনো পর্যন্ত কেন এই স্টিম এংগেজমেন্ট চ্যালেঞ্জ এ পার্টিসিপেট করলো না। যাইহোক অবশেষে আপনাকে সপ্তাহের শেষে এসে দেখতে পেয়ে, আসলেই ভালো লাগলো। এবং অবশ্যই এটা আমাদের একটা দায়িত্ব ও কর্তব্য। যেহেতু আমাদের কমিউনিটিতে এই এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলছে। তাই আমাদের সবার একটা দায়িত্ব রয়েছে।
অনেক সুন্দর করে আপনি পুরো বিষয়বস্তু আমাদের মাঝে উপস্থাপন করলেন, খুবই ভালো লাগলো আপনার পুরো লেখাটি পড়ে। যেভাবে আপনি আপনার কথাগুলো শেয়ার করেছেন সেটা আসলেই প্রশংসনীয়।
এটা একেবারে সত্য যে আমরা সেই উপরওয়ালাকে একমাত্র বিশ্বাস করি। আমাদের সুখে দুঃখে সব সময় আমরা তাকে স্মরণ করি। আমাদের সামনে যতই বাধা আসুক না কেন, শত কষ্টের মধ্যেও আমরা তাকেই স্মরণ করি।
এমন সময় এমন পরিস্থিতি আমাদের সামনে চলে আসে, যে সময়টা আমাদের আসলে সেই উপরওয়ালার খুবই প্রয়োজন পড়ে।
এবং এটি একেবারেই সঠিক কথা বলেছেন ভালো মন্দ দিয়েই তো আমাদের এই জীবন যাত্রা। আর ভালো দিকগুলো সবসময় সেই উপরওয়ালা সাহায্য করে থাকে, যে ব্যক্তি ভালো কাজ করে তার সাথে সে উপরওয়ালা সব সময় বিরাজমান থাকে।
কিছু কিছু সময় অবশ্যই আমাদের সেই উপরওয়ালা পরীক্ষা নেন। আপনি এটা একেবারে সঠিক বলেছেন আমাদের পরীক্ষা করার জন্য সেই উপরওয়ালা অনেক কঠিন পরিস্থিতি আমাদের সামনে রেখে দেয়। যে পরিস্থিতি থেকে বেরোনোর অন্য কোন উপায় থাকে না। তখনই কিন্তু আমরা সেই উপরওয়ালাকেই স্মরণ করি, আর স্মরণ করার সাথে সাথেই আমরা সেই কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে থেকে মুক্তি পাই।
আর আমি এটা পড়ে একেবারেই হতবাক হলাম, আপনার জীবনে এমন কোন সুপারন্যাচারাল ঘটনা ঘটেনি, এটা শুনতে যেন কেমন একটা লাগে। তারপরও আপনার জীবন হয়তো আপনার সামনে এমন কোন পরিস্থিতি কখনো আসেনি, আর দোয়া করি যেন কখনো নাও আসে।
অনেক ভালো লাগলো দিদি আপনার পোস্টটি পড়ে ভাল থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hola Steemian.
Muy interesante tu participación y tu cultura también.... En el mundo hay tantas creencias y perspectivas de la Fe que los humanos creamos o tenemos esa libertad de escoger en que creer.
Es de humanos aprender y saber respetar las religiones o creencias de los demás y que seamos testigo de eso que creemos.
Gracias por la invitación ya realicé la mía 🤗
Te envío bendiciones y éxitos 🙏🏻
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
TEAM 5 CURATORS
This post has been upvoted through steemcurator08. We support quality posts anywhere and with any tags. Curated by: @pelon53
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটি আসলে এই সত্যি কথা এবং এরকম ঘটনা আমি অনেকবারই নিজে চোখে দেখেছি অশুভ শক্তি ভর করে মানুষের শরীরকে ব্যবহার করে এবং তাকে সামলাতে অনেক শক্তি প্রয়োজন হতে হয়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit