![]()
|
---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। আজ আমি অংশগ্রহণ করতে চলেছি অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত এই সপ্তাহের কনটেস্টে। যদিও এই কনটেস্টটি অন্যান্য অনেক কনটেস্টের বিষয়বস্তু থেকে অনেকটাই আলাদা, তবে বরাবরের মতো অনেকটাই আকর্ষণীয়ও বটে।
আশাকরছি আপনারা সকলেই কনটেস্টটি সম্পর্কে পড়েছেন। তবে যারা এখনও পড়েননি, তাদের জন্য লিংকটি আমি নিচে শেয়ার করলাম। প্রতিযোগিতার নিয়ম অনুসারে প্রথমেই আমি আমার তিন বন্ধু @tanay123, @cruzamilcar63 ও @pinki.cham কে আমন্ত্রণ জানাই, যাতে তারা তাদের জীবনযাপনের একটা মাসিক বাজেট আমাদের সাথে শেয়ার করেন।
এই প্ল্যাটফর্মে বিভিন্ন দেশের মানুষ কাজ করেন। সুতরাং সব দেশের টাকার মূল্য যেমন ভিন্ন,তেমনি দ্রব্যমূল্যের দামে রয়েছে অনেক বিভিন্নতা। তাই কোন দেশের জীবন যাপন কতটা স্বচ্ছল এবং কোন দেশের বেশ কঠিন, আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে একে অপরেরটাই জানতে পারবো। যাইহোক চলুন আমি আমার মাসিক বাজেটটা আপনাদের সাথে এবার শেয়ার করি, -
|
---|
প্রথমে জানাই আমার পরিবারে এই মুহূর্তে আমরা চারজন রয়েছি, অবশ্য চারজন বলা ভুল হবে, আমার একটা পোষ্য রয়েছে যে আমাদের পরিবারেরই একটি একজন সদস্য। তাই সব মিলিয়ে যদি হিসেব করি, তাহলে পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন।
তবে আজ আমি আমাদের দুজন অর্থাৎ আমার ও আমার হাজবেন্ডের একটা মাসিক বাজেট আপনাদের সাথে শেয়ার করবো। যদিও সংসার চালানোর তেমন কোনো অভিজ্ঞতা আমার নেই, কারণ সবটাই এখনো শাশুড়ি মা নিজের হাতেই সামলান।
কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি যখন তিন মাস বাড়িতে ছিলেন না। তখন কিন্তু সংসারটা আমি মোটামুটি ভাবে চালনা করার চেষ্টা করেছি। তাই কিছুটা ধারণা আমার আছে এবং সেই ধারণা থেকে আজ আমি আমার ও আমার হাজবেন্ডের একটা মাসিক খরচের মোটামুটি গড় হিসাব আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।
ডলার ($) | ভারতীয় মুল্য | স্টিম মূল্য |
---|---|---|
$২০০ | ১৭২০০ | ১১৬৩.৩৫স্টিম |
|
---|
সামগ্রী ও পরিমাণ | ভারতীয় মুল্য | স্টিম প্রাইজ |
---|---|---|
১.প্রয়োজনীয় মুদিখানা বাজার(চাল+ডাল+তেল+বিভিন্ন মশলা+চা+বিস্কুট+আটা+ময়দা ইত্যাদি) | ৩০০০ টাকা | ২০১.৮৮ স্টিম |
২.মাছ+ডিম+মাংস(চিকেন ও মটন) | ৩৫০০ টাকা | ২৩৫.৫২ স্টিম |
৩.প্রয়োজনীয় কাঁচা বাজার ও ফল (আলু+পেঁয়াজ+রসুন+শাকসবজি+ বিভিন্ন প্রকার ফল) | ১৫০০ টাকা | ১০০.৯৪ স্টিম |
প্রয়োজনীয় ওষুধ | ১০০০ টাকা | ৬৭.২৯ স্টিম |
৪.মাসিক বিল (কারেন্ট +ফোন ও টিভি রিচার্জ) | ২০০০ টাকা | ১৩৪.৫৮ স্টিম |
৫.আনুসঙ্গিক খরচ (শ্যাম্পু+বডিওয়াশ+ডিটারজেন্ট পাউডার) | ৬০০ টাকা | ৪০.৩৮ স্টিম |
৬.অন্যান্য খরচ (শপিং+রেস্টুরেন্ট+ঘুরতে যাওয়া+বাইক মেইন্টেন্যান্স | ২৫০০ টাকা | ১৬৮.২৩ স্টিম |
৭.মোট খরচ | ১৪১০০টাকা | ৯৪৮.৮১ স্টিম |
মাসিক মোট খরচ | সঞ্চয় | সঞ্চিত স্টিম |
---|---|---|
১৪১০০ টাকা | (১৭২০০-১৪১০০)=৩১০০টাকা | ২০৮.৬০স্টিম |
এটাই ছিল মোটামুটি একটা বাজেট। জিনিসের দাম ওটা পড়া করলে বাজেট একটু এদিক-ওদিক হয় বটে, তবে মোটামুটি ভাবে এক মাসে আমাদের খরচ এমনটাই হয়ে থাকে, যেটা আমি উপরে আপনাদের সাথে আলোচনা করেছি।
|
---|
যেমনটা আমি জানালাম সংসারের দায়িত্ব আমার হাতে নেই।এখনও পর্যন্ত সেটা শাশুড়ি মা পালন করে থাকেন। তবে হ্যাঁ একথা বলতে পারেন যে, একটা মাসিক বাজেট আমাদের তৈরি করতেই হয়। কারণ মধ্যবিত্ত পরিবারের বাজেট তৈরি না করে, জীবন যাপন করার মতন বিলাসিতা করার কোনো উপায় থাকে না। বাজেট করে যদি প্রয়োজনীয় খরচ গুলো মেটানো যায়, আজকের যুগে শুধুমাত্র তখনই মোটামুটি ভাবে জীবনযাপন করা সম্ভব।
|
---|
একেবারেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, আমাদের প্রত্যেকের নিত্য খরচের পাশাপাশি অল্প কিছু হলেও সঞ্চয় করা উচিত। সত্যি কথা বলতে আমাদের জীবন বড়ই অনিশ্চিত, কখন কিভাবে আমরা কোন বিপদের সম্মুখীন হবো, তা আগে থেকে বলা বড় কঠিন।
বিশেষ করে বাড়িতে যদি বয়স্ক কোনো মানুষ থাকে তাহলে শারীরিক সমস্যা যে কোনো মুহূর্তেই আসতে পারে এবং সেই সময় যদি সঞ্চিত অর্থ ঘরে না থাকে, তাহলে অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হয়।
আর যদি ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বলি তাহলে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে। আমার বান্ধবী রাখির কথা আপনাদেরকে অনেকবার বলেছি এবং আমার জীবনে আমার মা মারা যাওয়ার পরে ওর অবদান সম্পর্কেও আলোচনা করেছি। মা মারা যাওয়ার দু'বছর বাদে আমার বিয়ে হয়েছিলো।
ওই দুই বছর প্রতিদিন রাখী আমার সাথে থাকতো। এমনকি ওর খুব কাছের মানুষের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও ও রাতে ফিরে আসত কেবলমাত্র আমার সাথে থাকবে বলে, কারণ আমার বাড়িতে আমি একা কিছুতেই থাকতে পারতাম না।
আমি বরাবর ওর জন্য কিছু করতে চাইতাম এবং এখনো সেটা চাই। ওর মতন বান্ধবী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। যাইহোক দুর্ভাগ্যবশত যখন ওর মা মারা যায়, বিষয়টি আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি খারাপ লাগার ছিলো। কারণ মাত্র দুদিনের অসুস্থতায় মানুষটা পৃথিবী ছেড়ে চলে যাবে, এটা আমরা কেউ ভাবিনি।
যাইহোক চিকিৎসার জন্য ওদের সেই সময় অনেক টাকা খরচ হয়েছিল এবং পরবর্তীতে তার শ্রাদ্ধ শান্তির জন্য অনেক টাকার প্রয়োজন ছিলো। সেই মুহূর্তে আমার সাধ্য খুবই কম ছিলো, তবুও আমি আমার সঞ্চিত অর্থ থেকে ওকে কিছুটা অর্থ দিয়েছিলাম, যেটা শুধুমাত্র শুভ জানে। আর আজ আপনাদের সাথেই সেটা শেয়ার করছি।
আমি জানি ওর প্রয়োজনের তুলনায় অর্থটা হয়তো খুবই সামান্য ছিলো, কিন্তু তবুও যদি বলেন সে এক অদ্ভুত আত্মতৃপ্তি। ও কিছুতেই নিতে চায়নি, ধার হিসেবে রাখতে চেয়েছিল কিন্তু আমি ওকে বলেছি এই টাকাটা আমি ওর মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলী হিসেবে দিলাম। তাই আর্ ও বারণ করতে পারেনি।
আসলে কারো জন্য কিছু আমরা অর্থ দিয়ে করতে পারি না,খারাপ সময়ে পাশে থাকাটাই সব থেকে বড় কথা। তাই এই কথাটা কখনো কারো সাথে সেই ভাবে শেয়ার করা হয়ে ওঠেনি। কিন্তু সমস্যার সময় আমার সঞ্চিত অর্থ আমার বান্ধবীর কাজে কিছুটা হলেও লেগেছে, এই বিষয়টা ভাবতেও আমার সত্যিই ভালো লাগে।
|
---|
আমাদের দেশের জীবনযাপন যে অনেক বেশি অর্থবহুল এমনটা আমার মনে হয় না। কারণ আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলিও মোটামুটি আয়ের মাধ্যমে, নিজেদের জীবন যাপন ভালোভাবেই করতে পারে। সরকারি অনুদানের পাশাপাশি, অন্যান্য কাজ যদি ভালোভাবে করা হয় তাহলে জীবনযাপন মোটামুটি সচ্ছল।
কিছু জিনিস সর্বদাই মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল এবং আজীবন থাকবে। তবে জীবন-যাপনের জন্য যে প্রয়োজনীয় জিনিসের দরকার, যেমন খাবার, পোশাক সেগুলো মোটামুটি সাধ্যের মধ্যেই থাকে। আমি কয়েকটা জিনিসের মূল্য আপনাদের সাথে শেয়ার করছি, -
|
---|
দ্রব্যের নাম ও পরিমাণ | ভারতীয় মুল্য | স্টিম প্রাইজ | ছবি |
---|---|---|---|
বাসমতি চাল (১কেজি) | ১১০ টাকা | ৭.৪০ স্টিম | ![]() |
ডিম (১পিস) | ৮ টাকা | ০.৬ স্টিম | ![]() |
পাবদা মাছ (১কেজি) | ৬০০ টাকা | ৪০.৩৬ স্টিম | ![]() |
মটন (১কেজি) | ৮০০ টাকা | ৫৩. ৮২ স্টিম | ![]() |
চিকেন (১কেজি) | ২৬০ টাকা | ১৮. ৪৯স্টিম | ![]() |
আলু (১কেজি) | ২৪ টাকা | ১.৬১ স্টিম | ![]() |
আটা (১কেজি) | ৩৫ টাকা | ২.৩৫ স্টিম | ![]() |
কলা (১পিস) | ৫ টাকা | ০.৩৬ স্টিম | ![]() |
আঙুর ফল (কালো) (১কেজি) | ২৪০ টাকা | ১৫.১৫ | ![]() |
|
---|
এই ছিল মোটামুটি এক মাসের বাজেট। যেটার মধ্যে থেকে কিছু টাকা সেভ করার প্রতি মাসেই একটা চেষ্টা থাকে। তবে সত্যি কথা বলতে বর্তমানে শ্বশুর মশাইকে নিয়ে অনেক কঠিন পরিস্থিতি পার করছি, তাই সেই রকম ভাবে সঞ্চয় করা সম্ভব হচ্ছে না।
তবে হ্যাঁ সম্ভব হলে আমাদের প্রত্যেকেরই কিছু সঞ্চয় করা উচিত, নিজের বা খুব প্রিয়জনের ভবিষ্যতের কথা ভেবে। আমার বাজেট পড়ার পর আপনাদের মন্তব্য অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি সকলকে অনুরোধ করবে এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন।
Your post has been supported by THE PROFESSIONAL TEAM. We support quality posts, quality comments anywhere, and any tags
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much @sduttaskitchen ma'am for your support. 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দরভাবে আপনার মাসিক বাজেটের হিসাব দিয়েছেন, এবং আপনার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা অন্যদের জন্য সহায়ক হতে পারে। বিশেষত, আপনার সঞ্চয়ের প্রয়োজনীয়তা এবং বিপদকালে সঞ্চিত অর্থের উপকারিতা নিয়ে যে আলোচনা করেছেন, তা অনেক শিক্ষামূলক।
অবশ্যই, আপনার বাজেটের কিছু খরচ একটু বেশি হতে পারে, কিন্তু যেভাবে আপনি এটির ব্যাখ্যা করেছেন, তা খুবই প্রাঞ্জল এবং পরিষ্কার। এ ধরনের পোস্টে আপনার বাস্তব অভিজ্ঞতা যোগ করা অনেক গুরত্বপূর্ণ, আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো দিদি। আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Es una gran ventaja que la vida en su país no sea tan cara, al contrario de lo que sucede en el mío, y que una familia de clase media pueda cubrir sin problema alguno sus gastos prioritarios. Eso le da seguridad y dicha a una sociedad. Éxitos, amiga. Saludos...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit