|
---|
Hello,
Everyone,
প্রথমেই স্টিমিট টিমকে ধন্যবাদ জানাই বছর শেষে এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করার জন্যে। যেখানে গোটা প্ল্যাটফর্মের মধ্যে থেকে সেরার সেরা নির্বাচন করার সুযোগ থাকে।
অন্যান্য বছরের থেকে এই বছরের annual Steemit Awards এর ক্যাটেগরিতে পরিবর্তন আনা হয়েছে, যেগুলো ব্যক্তিগত ভাবে আমার বেশ ভালো লেগেছে। যাইহোক আমি আমার পছন্দের দুটি ক্যাটেগরিতে আমি একজন ব্যক্তিকেই বেছে নেবো।
|
---|
Best Contest Maker ও Best All Rounder এই দুটি ক্যাটেগরিতে আমার কাছে একজনই বিজয়ী, তিনি অন্য কেউ নন, আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির অ্যাডমিন ম্যাম- @sduttaskitchen.
Best Contest Maker হিসাবে ম্যামকে নির্বাচন করার সবথেকে বড় কারণ হলো কনটেস্টের জন্য তার বিষয়বস্তু নির্বাচনের দক্ষতা। আপনাদের মধ্যে অনেকেই জানেন, কমিউনিটির তরফ থেকে সপ্তাহে দুটো ও ম্যামের তরফ থেকে দুটো অর্থাৎ প্রতি সপ্তাহে একটির হিসাবে মাসে চারটি কনটেস্টের আয়োজন করা হয়। এই সবকটি কনটেস্টের বিষয়বস্তু অ্যাডমিন একাই নির্বাচন করেন।
এছাড়াও পূর্বে আমাদের কমিউনিটি বেশ কয়েকবার এনগেজমেন্ট চ্যালেঞ্জে সিলেক্ট হয়েছিলো। সেই সময় প্রতি সপ্তাহে কনটেস্টের জন্য বিষয়বস্তুও ম্যাম নিজেই নির্বাচন করতেন।
তবে সবক্ষেত্রেই বিষয়বস্তুর ভিন্নতা চোখে পড়তো। বিষয় নির্বাচনের ক্ষেত্রে তিনি খেয়াল রাখবেন, যাতে সেই বিষয়বস্তু সম্পর্কে প্রতিটি মানুষই নিজের ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে পারেন।
|
---|
Best All Rounder এই ক্যাটাগরিতে নির্বাচনের জন্য স্টিমিট টিমের তরফ থেকে যে সকল কোয়ালিটি একজন ইউজারের মধ্যে থাকা উচিত বলে মনে করেছেন, সেই সব রকম কোয়ালিটি আমাদের অ্যাডমিন ম্যামের মধ্যে আছে।
আমার বিশ্বাস এই প্লাটফর্মে যারা মন থেকে কাজ করতে চান, শেখার আগ্রহ রাখেন, নিজের লেখার মধ্যে প্রতিদিন উন্নতি করার চেষ্টা করেন এবং প্রতিটি লেখার মধ্যে এমন বার্তা থাকে, যেগুলো আরো পাঁচটা স্টিমিয়ামকে ভালো লিখতে উদ্বুদ্ধ করে, তার পাশাপাশি নিজের ওয়ালেটে স্টিম পাওয়ার বৃদ্ধি করার প্রচেষ্টাও তার মধ্যে আছে।
সর্বোপরি যারা এই প্লাটফর্মে নবাগত প্রতিটি স্টিমিয়ামকে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করার জন্য সর্বদা এগিয়ে থাকেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন আমাদের অ্যাডমিন ম্যাম। আমি বিশ্বাস করি আমার এই কথার সাথে অনেকেই সহমত হবেন।
কিভাবে বছরের পর বছর পোস্টের কোয়ালিটি মেইনটেইন করা যায়, কিভাবে সকলের পোস্ট পড়ে বিষয়বস্তু সম্পর্কিত মন্তব্য করতে হয়, ব্যাক্তিগত সমস্যা, শারীরিক সমস্যা সমস্ত কিছু উপেক্ষা করে প্রতিদিন কিভাবে এই প্লাটফর্মে অনবরত কাজ করা যায়, কিভাবে নিজের উপরে থাকা দায়িত্ব সেটা কমিউনিটির একজন ফাউন্ডার হিসেবে হোক, একজন স্টিম রিপ্রেজেন্টেটিভ হিসেবে হোক, একজন কিউরেটার হিসেবে হোক, অথবা একজন সাধারণ স্টিমিয়ান হিসাবে হোক, সবকিছু পালন করা সম্ভব, তার সব থেকে আদর্শ উদাহরন হলেন আমাদের অ্যাডমিন ম্যাম।
আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত পরিসরে নিজস্ব লড়াই লড়ছি, তবে সেগুলোকে উপেক্ষা করে কর্ম জগতে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে পারা মানুষের সংখ্যা কম। তবে অ্যাডমিন ম্যাম তার মধ্যে ব্যতিক্রম। আর এই কোয়ালিটি গুলোই ওনাকে Best All Rounder হিসেবে নির্বাচন করার জন্য যথেষ্ট।
যদিও আমি জানিনা তিনি এই annual Steemit Awards হবেন কিনা, তবে আমি জানি বিজয়ী হওয়ার প্রত্যাশা তিনি রাখেন না। কারণ প্রত্যাশা বিহীন পরিশ্রম করাতেই তিনি বিশ্বাসী এবং তিনি মানেন সমস্ত কর্ম একমাত্র সৃষ্টিকর্তার কাছেই জমা রাখতে হয়। কারণ তিনিই সমস্ত কর্মের ফলাফল আমাদেরকে দিয়ে থাকেন।
তবে এই প্লাটফর্মে আমার কাজ করার ক্ষেত্রে ওনার অবদান অনস্বীকার্য। সেদিক থেকে ওনার সম্পর্কে এই কথাগুলো লেখা আমার ওনার প্রতি সম্মান জ্ঞাপন এর একটি প্রচেষ্টা মাত্র। মানুষ হিসেবে উনি অনেক আগে থেকেই আমার কাছে সম্মানীয়, তবে আজকের এই লেখা কথা গুলো, একজন স্টিমিয়ান হয়ে, এই প্লাটফর্মে কর্মরত একজন অলরাউন্ডার এর উদ্দেশ্যে লিখলাম।
হসপিটালে ওটি রুমের বাইরে বসে লিখলাম, তাই যতটা আবেগ, অনুভূতি নিয়ে লিখতে চেয়েছিলাম হয়তো ততটা পারলাম না। তবে আমার বিশ্বাস আমি কি লিখতে চেয়েছি ম্যাম নিশ্চয়ই বুঝবেন। খুব ভালো থাকবেন ম্যাম। মানুষ হিসেবে আপনার থেকে অনেক কিছু শেখা বাকি, আর স্টিমিয়ান হিসেবেও।
এই প্লাটফর্মে আপনার পথ যেন আরও অনেক সুদীর্ঘ হয়, এই কামনা করে আজকের লেখা শেষ করছি।
@sampabiswas অনেক ধন্যবাদ আপনাকে আমাকে একজন যোগ্য ব্যক্তি মনে করার জন্য।
আসলেই কথাটা সঠিক আমি নিজের পরিশ্রমের, সততার এবং নিষ্ঠার হিসেব, নিজের বিবেক আর সৃষ্টিকর্তাকে দিতেই পছন্দ করি।
মানুষের মধ্যে ইর্ষা লোভ এবং পরোহিংসাপরায়ণতা কাজ করে তাই অনেক সময় সাদার মধ্যেও কালো খুঁজে বেড়ায়, তবে এই বিষয়টি সৃষ্টিকর্তার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে, আমি ওই এক্ জায়গায় সবসময় সঠিক থাকবার চেষ্টা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে নমস্কার দিদি আপনি আপনার পছন্দের তালিকায় যাকে রেখেছেন, আমি আপনার সাথে একমত পোষণ করছি। যখন থেকে এই প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেছি তখন থেকেই এই মানুষটাকে আমি প্রতিনিয়ত ফলো করে আসছি। উনার প্রতিটা কথা মেনে চলার চেষ্টা করছি, কেননা উনি যে কথাগুলো আমাদের সাথে শেয়ার করেন, সেগুলো মেনে চললে এই প্লাটফর্মে আমাদের সফলতার পথ অনেকটা সহজ হয়ে যায়
এই মানুষটার কাছ থেকেই আমি শিখেছি কিভাবে করার পরিশ্রমের মাধ্যমে এই প্লাটফর্মে টিকে থাকতে হয়। এই মানুষটার মাধ্যমেই আমি এই প্লাটফর্মে আজ এই পর্যন্ত এসেছি আর এই মানুষটা আমাকে শিখিয়েছে, কিভাবে প্রতিনিয়ত পোস্ট করার মাধ্যমে নিজের একাউন্ট হাইলাইট করতে হয়।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, ততদিন যেন উনার সাথে এভাবেই কাজ করতে পারি এবং Steemit ঊর্ধ্বতন কর্মকর্তা কাছে আমি অনুরোধ করছি, একজন সফল হিসেবে উনাকে সবার সামনে আবারো পরিচিতি লাভ করার সুযোগ করে দিক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে মনে হয় ম্যাম কে Best Contest Maker ও Best All Rounder হিসাবে নির্বাচন করা উচিত, কেননা ম্যামের ,পোস্টগুলো আমি যখন পড়ি তখন আমি একটি বিষয় অনেক উপলব্ধি করি , ম্যাম যখন কোন পোস্টে লেখে, তখন অনেক দিক থেকেই সে চিন্তা ভাবনা করে ,লেখা শুরু করে, যাতে খুব সহজভাবে পাঠকরা বুঝতে পারে। ম্যাম সব সময় সাধারণ শব্দ দিয়ে বাক্য তৈরি করে যা পড়তে ও বুঝতে খুব সহজ হয় । আমি মনে করি,একজন বেস্ট কমিউনিটির লিডার হিসেবে শুধু বেপুল পরিমাণের SP থাকলে হয় না । তার ভিতরে থাকতে হয় আত্মবিশ্বাস কমিউনিটির সদস্য সবার প্রতি ভালোবাসা, কমিউনিটি সদস্যদের সাথে কৌশল বিনিময়। যা ম্যামের ভিতরে প্রকাশ পায়।
ম্যামের জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ ,আমার বিশ্বাস সেই বেস্ট অলরাউন্ডার হিসাবে নির্বাচিত হবে! যা আমাদের ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির জন্য গর্বের বিষয় ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম যোগ্য ও উপযুক্ত ব্যক্তিকেই বেছে নিয়েছেন। Best All Rounder এবং Best Contest Maker হিসাবে আমাদের প্রিয় এডমিন ম্যামকে বেছে নিয়েছেন আর এই সিদ্ধান্ত নিয়ে হয়ত কারো মনেই সন্দেহ থাকার কথা নয়।
ম্যাম প্রতি সপ্তাহে আমাদের জন্য কনটেস্টের আয়োজন করেন আর প্রতিটা কনটেস্টের বিষয়বস্তু যে কতটা আকর্ষণীয় হয় সেটা আমরা সকলেই জানি। যদি বলি, লেখার মানের ব্যাপারে তাহলে বলবো - ম্যাম তার পরিশ্রম এবং লেখার মানের কারনে আজকের পর্যায়ে পৌঁছেছেন। যোগ্য হওয়ার জন্য যতগুলো গুণাবলি থাকা আবশ্যক প্রতিটাই ম্যামের মধ্যে বিদ্যমান।ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়তে গিয়ে আমার মনে হলো, আপনি শুধুমাত্র একজন শ্রদ্ধেয় ব্যক্তি নয়, বরং একজন সত্যিকারের অনুপ্রেরণাদায়ী মানুষকেই তুলে ধরেছেন।এডমিন দিদির প্রতি আপনার এই গভীর শ্রদ্ধা এবং প্রশংসা শুধু তার কাজের প্রতি সম্মান প্রদর্শন করছে না, বরং তার অসীম পরিশ্রম, দায়িত্ববোধ, এবং মানবিক গুণাবলীরও উজ্জ্বল চিত্র আঁকছে।
আপনি যেভাবে এডমিন দিদিরবিভিন্ন গুণাবলী বর্ণনা করেছেন, তা সত্যিই অনুপ্রেরণামূলক। তার কাজের প্রতি দায়বদ্ধতা, নিজের উপর দায়িত্ব পালন, এবং প্রতিটি পদক্ষেপে সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখা, সব কিছুই তাকে "Best All Rounder" হিসেবে নির্বাচিত করার যথেষ্ট কারণ।আমি মনে করি "Best All Rounder" হিসেবে দিদিই সেরার সেরা ব্যক্তি।
এমন একজন নেতা ও সহকর্মীকে পাওয়ার জন্য স্টিমিট কমিউনিটি সত্যিই গর্বিত। আপনার এই লেখা শুধু তার প্রতি সম্মান জ্ঞাপন নয়, বরং আপনার লেখার মাধ্যমে স্টিমিটের আসল মান ও উদ্দেশ্যকেও চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। আপনি এক অনন্য দৃষ্টিভঙ্গি ও ভাষায় এই লেখাটি লিখেছেন, যা একে আরও গভীর ও মূল্যবান করেছে।
এটি শুধু স্টিমিটের জন্য নয়, বরং আমাদের জীবনের জন্যও একটি শিক্ষণীয় পদ্ধতি হিসেবে কাজ করবে। আপনার ভাষা এবং ভাবনা সত্যিই হৃদয়স্পর্শী। আল্লাহ আপনাকে আরও সফলতা এবং শক্তি দিন, এবং দিদিকে আরও অনেক গুণাবলীর মাধ্যমে সাফল্যের শীর্ষে নিয়ে যাক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit