![]() |
---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন,সুস্থ আছেন ।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আমাদের কমিউনিটিতে গত সপ্তাহের সকল ইউজারদের এনগেজমেন্টের রিপোর্ট। যার মাধ্যমে কমিউনিটিতে আপনারা সকলে কতটা সক্রিয়ভাবে কাজ করেছেন, তার একটা ধারণা পাওয়া সম্ভব।
আপনারা প্রত্যেকেই জানেন, এই রিপোর্টটি গত মাস থেকে প্রকাশ করা শুরু হয়েছে এবং যেহেতু মাস ইতিমধ্যেই শেষ হয়েছে, তাই নিয়ম অনুসারে আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব সেই তিনজন ইউজারের নাম যারা, গত মাসে কমিউনিটির প্রতি সবথেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
আপনারা প্রত্যেকেই জানেন প্রতি সপ্তাহের রিপোর্টে কিছু কিছু ইউজারের সক্রিয়তার পরিবর্তন ঘটেছে, কিন্তু যে তিনজনের নাম আজকে আমি আপনাদের সামনে বিজয়ী হিসাবে তুলে ধরতে চলেছি, তাদের সক্রিয়তার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি।
তারা প্রথম থেকেই এই কমিউনিটির প্রতি নিজেদের সক্রিয়তা একই রকম ভাবে বজায় রেখেছেন। নিয়ম অনুসারে প্রতিদিন এই কমিউনিটিতে নিজের লেখা পোস্ট শেয়ার করার পাশাপাশি,কমিউনিটিতে যে সকল ইউজাররা কাজ করছে, তাদের প্রত্যেকের পোস্ট পড়ে যথোপযুক্ত মন্তব্য করেছেন। যার ফলে তাদের সক্রিয়তা আরো ভালোভাবে প্রকাশ পেয়েছে। সেই তিনজন হলেন, -
১.@rubina203
২.@baizid123
৩.@shariful12
এছাড়া এরা তিনজনেই খুব সক্রিয়ভাবে আমাদের কমিউনিটিতে আয়োজিত টিউটোরিয়াল ক্লাস এবং হ্যাংআউট এ অংশগ্রহণ করেন।গত সপ্তাহে যে সকল ইউজার আমাদের কমিউনিটিতে পোস্ট করেছেন, তাদের পোস্টের সংখ্যা এবং তাদের কমেন্টের সংখ্যাগুলো আপনাদের সাথে তুলে ধরবো। ঠিক যেমনটি আমি আগের রিপোর্টে করেছি।
26th March 2023 to 1st April 2023
Moderator - @piya3
Username | No.of Post | No.of Comment | Engagement |
---|---|---|---|
@rubina203 | 08 | 183 | Super Active |
@Hafizur46n | 07 | 61 | Super Active |
@shariful12 | 07 | 73 | Super Active |
@sanaula | 08 | 20 | Active |
@shahinalam12 | 3 | 15 | Average |
@rjabdullah | 4 | 2 | Average(new member) |
@rakibal | 4 | 12 | Average(new member |
@mrnazrul | 4 | 8 | Average |
26th March 2023 to 1st April 2023
Moderator - @sampabiswas
Username | No.of Post | No.of Comment | Engagement |
---|---|---|---|
@jakaria121 | 06 | 57 | Super Active |
@yoyopk | 06 | 95 | Super Active |
@happy-mondal | 02 | 34 | Average |
@memamun | 04 | 11 | Average |
@baizid123 | 7 | 84 | Super Active |
@rxsajib | 6 | 17 | Active(new member) |
@mjmoshiur | 6 | 14 | Active(new member) |
@sofiulislam | 4 | 5 | Active(new member) |
@joyanta-mondal | 1 | 9 | Average |
@mamun123456 | 07 | 13 | Active |
26th March 2023 to 1st April 2023
Moderator - @noelisdc
Username | No.of Post | No.of Comment | Engagement |
---|---|---|---|
@nasir04 | 05 | 44 | Active |
@zhanavic69 | 01 | 2 | Average |
@ninfa18 | 01 | 6 | Average |
@joeljaimes1982 | 2 | 5 | Average |
@oguzvic | 1 | 1 | Average |
@ahlawat | 1 | 6 | Average |
@ariful2 | 3 | 25 | Average |
@poorvik | 2 | 0 | Average |
উপরোক্ত সকল ইউজারকে অসংখ্য ধন্যবাদ তারা তাদের সক্রিয়তা দিয়ে আমাদের কমিউনিটিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। কিন্তু প্রত্যেকটি ইউজারকে অনুরোধ করবো নিজেদের সক্রিয়তা কমিউনিটির প্রতি আরেকটু বৃদ্ধি করার জন্য, যাতে পরবর্তীতে তাদের নাম ও আমরা সুপার অ্যাকটিভ ইউজারের মধ্যে রাখতে পারি।
এনগেজমেন্ট রিপোর্ট শুরু করার দিন আমি আপনাদেরকে বলেছিলেন যে, বিজয়ীদের জন্য একটি সারপ্রাইজ রাখা হবে। আজকে আমি যে তিনজন সুপার অ্যাকটিভ ইউজার কে বেছে নিয়েছি, প্রথমে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা তাদের মূল্যবান সময় থেকে সময় দিয়ে নিজেদের সক্রিয়তা বজায় রেখে কমিউনিটিকে অনেকখানি সময় দিয়েছে এবং নিজেদের কমেন্টের মাধ্যমে তারা কমিউনিটির অন্যান্য ইউজারদেরকে উৎসাহ প্রদান করেছেন।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
গতকাল রাতেই আমি উপহারস্বরূপ আমি তাদের তিনজনকে নিজের পক্ষ থেকে 2 স্টিম উপহার দিলাম। আসলে আমি সবসময় বিশ্বাস করি উপহারের মূল্যটা বড় নয়,তার থেকে বড় হল সবার মধ্যে থেকে নিজের নামটা সবার উপরে দেখতে পাওয়া। আপনাদের কাজকে সম্মানিত করার জন্য আমার তরফ থেকে এটি একটি সামান্য চেষ্টা মাত্র।
![]() |
---|
আশা করছি এই রকম ভাবেই আগামী দিনেও আপনারা আপনাদের কাজ একই রকম ভাবে চালিয়ে যাবেন এবং আশা করি আপনাদেরকে দেখে অন্যান্য ইউজারদেরও উৎসাহ জন্মাবে। যাতে করে তারাও তাদের সক্রিয়তা অবশ্যই বৃদ্ধি করবেন।
কমিউনিটির পক্ষ থেকে আমি কয়েকজনকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের কমিউনিটিতে নতুন যোগদান করেছেন এবং শুরু থেকেই তারা যথেষ্ট ভালোভাবে কাজ করে চলেছেন। তারা হলেন, -
@rjabdullah
@rakibal
@rxsajib
@mjmoshiur
@sofiulislam
আপনাদেরকে আমাদের মধ্যে পেয়ে আমরা ভীষন খুশি এবং আপনাদের যেকোনো রকম অসুবিধায় আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা সব রকম ভাবে আপনাদেরকে সাহায্য করবো।
নিজেদের লেখার পাশাপাশি অন্যান্যদের পোস্ট অবশ্যই পড়বেন,যাতে আপনারাও নতুন কিছু শিখতে পারেন আর অন্যান্য সকলের পোস্ট পড়ে নিজেদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এতে করে আপনি নিজে যেমন অনেক কিছু শিখতে পারবেন, তেমনি কমেন্টের মাধ্যমে কমিউনিটির প্রতি আপনার সক্রিয়তাও বজায় থাকবে। আশা করছি আমাদের এই পথ চলা অনেক সুদীর্ঘ হবে।
উপসংহার:- |
---|
আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে, এই মাস থেকে আমাদের কমিউনিটিতে নতুন একটি কনটেস্ট "Weekly comment contest of Incredible India Community" শুরু হয়েছে। যার মাধ্যমে আপনার কমেন্ট সংখ্যা বৃদ্ধি করে, আপনি আকর্ষণ রিওয়ার্ড পেতে পারেন।
এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় আমি অবশ্যই আপনাদেরকে জানাতে চাইবো,-আপনার কমেন্ট যেন পোস্টের বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে হয়। শুধুমাত্র এক লাইনের কোনো কমেন্ট এই কনটেস্টে গণ্য হবে না।তাই জন্য যখনই আপনি কমেন্ট করবেন,চেষ্টা করবেন যার পোস্ট পড়ে আপনি কমেন্ট করছেন, কমেন্ট যেন সেই পোস্টের পরিপ্রেক্ষিতে উপযুক্ত হয়। যাতে আপনার কমেন্টে সেই ব্যক্তিটি আরো বেশি উৎসাহিত হয়, যার পোস্টে আপনি কমেন্ট করছেন।
এই সপ্তাহ থেকে যেহেতু আমাদের নতুন কনটেস্ট শুরু হয়েছে,তাই আমি প্রতি সপ্তাহে যে এনগেজমেন্ট রিপোর্ট বের করি সেটা এই সপ্তাহ থেকে আর বের করবো না। কারণ এই সপ্তাহ থেকে আমরা নতুন কনটেস্টের নিয়মানুসারে রিপোর্ট বের করবো।
আজকের মত আমি রিপোর্টটি এখানেই শেষ করছি।আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইলো, আমার রিপোর্টটি পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি মন্তব্য করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মত আপনি এবারও এ সপ্তাহের প্রতিবেদন নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। এবং আপনার পোস্টে আমি দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান একটিভ ইউজার হিসেবে, আপনি আমাকে নিয়েছেন। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং বাকি যারা এক্টিভ ইউজার আছে, তাদের সবাই অসংখ্য ধন্যবাদ। কমিউনিটির মধ্যে তাদের সংকরিয়তা বজায় রাখার জন্য।
ইনশাল্লাহ এভাবেই পরবর্তীতে সময় গুলতেও নিজের এংগেজমেন্ট বৃদ্ধি করার আরো বেশি চেষ্টা করব।
অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও সাপ্তাহিক একটা প্রতিবেদন, আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের সামনে সাপ্তাহিক একটিভ থাকার রিপোর্টটি উপস্থাপনা করার জন্য।
পাশাপাশি নিজেকে খুবই ভালো লাগছে সাপ্তাহিক একটিভ থাকার ভেতরে দুই নম্বরে দেখে চেষ্টা করব আপনাদের সাথে একাকীত্ব ভাবে সততার সাথে কাজ করার নিজেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের সাপ্তাহিক এক্টিভ রিপোর্ট পাবলিস করার জন্য দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ৷ তার সাথে তিন জন সাপ্তাহিক এ গেজমেন্ট উইনারদের জানাই অভিনন্দন ৷ তারা অনেক পরিশ্রম করে জয়ী হয়েছে ৷ তাদের জন্য সুসাস্থ কামনা করতেছি ৷ ধন্যবাদ সবাই কে ৷
আমরা প্রত্যেক চেষ্টা করে যাবো দিদি দেওয়া সাপ্তাহিক রিপোর্ট সবসময় এক্টিভ থাকার জন্য ৷
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ দিদি এত সুন্দর ভাবে সাপ্তাহিক একটিভ ইউজারদের রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। একটিভ ইউজারদের মধ্যে তিন নাম্বারে থাকতে পেরে অনেক ভালো লাগছে। পরবর্তীতে আমি অবশ্যই আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@rubina203 @baizid123 @shariful12 weekly engagement এ winner হওয়ার জন্য
আপনাদের তিনজনকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এভাবেই নিজেদের এনগেজমেন্ট বজায় রেখে এগিয়ে যাবেন সামনের দিনগুলোতে 🥰🥰
@rjabdullah @rakibal @rxsajib @mjmoshiur @sofiulislam আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ও আগামীর দিনগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি। আশা করি নিয়মিত এনগেজমেন্ট বৃদ্ধির মাধ্যমে সামনের দিনগুলোতে আরো ভালো করবেন।
পরিশেষে @sampabiswas আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক পরিশ্রম করে এবারের weekly engagement এর winner দেরকে আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ দিদি আমাদের নতুনদের এভাবে উৎসাহিত করার জন্য। এখন থেকে আমরা যারা নতুন আছি তাদের কাজের চাহিদা নিশ্চই আরো বেড়ে যাবে।
@rubina203 @baizid123 @shariful12 আপনাদের প্রতি আমার অনেক শুভকামনা রইলো। ভবিষ্যতে আরো ভালো কিছু আমাদের উপহার দিবেন এই আশা ব্যক্ত করি।
আর আমি অবশ্যই উইক্লি কমেন্ট কনটেস্ট এ অংশ নিবো এবং ভালো কিছু করার চেষ্টা করবো। ধন্যবাদ দিদি।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনিও এতে অংশ নেন। আপনার জন্য ও শুভকামনা রইল। ভালো থাকবেন।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। বিভিন্ন দিকনির্দেশনা মুলুক কথা বলার জন্য,
ইনশাআল্লাহ সঠিক ভাবে কাজ করে নিয়ম শৃঙ্খল মেনে এই প্লাটফর্ম কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ ।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাপ্তাহিক একটিভ ইউজারদের রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। এবং একটিভ ইউজারদের মধ্যে যারা বিজয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইনশাল্লাহ এখন হতে পরবর্তীতে সময় গুলোতে নিজের এংগেজমেন্ট বৃদ্ধি করার চেষ্টা করে যাবো।ভালো থাকবেন আপু।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Very informative post shared and presentation of your post is excellent 👌👍🏻 keep up the great work.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি আমাদের মাঝে সাপ্তাহিক অ্যাক্টিভ রিপোর্ট এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। পাশাপাশি নিজের অনেক ভালো লাগছে সাপ্তাহিক একটিভ রিপোর্টে নতুন হিসেবে নিজের নামটি দেখতে পেয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit