জীবনে আমাদের একবার তো কোন কিছু ঝুঁকি নিতেই হয়।

in hive-120823 •  3 months ago 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন, এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি, আচ্ছা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম জীবনে আমাদের একবার তো কোন কিছু ঝুঁকি নিতেই হয়।

আমরা যদি জীবনের একবার ঝুঁকি নেই কোন কিছুর তাহলে সেই কাজটা যদি সম্পন্ন হয় তাহলে মনটা অনেক ভালো লাগে, এত কিছু বিনিময় হলো আমরা এ কাজটি সম্পন্ন করতে পেরেছি। আজকে আমি একটি ভিডিও দেখছিলাম।

IMG_20241102_170149.jpg

যে ভিডিও তৈরি করে একটি লোক তাই জীবনের সকল ঝুঁকি নিয়ে সামনে থেকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কিন্তু অবশেষে সেই লোকটির যে কাজটির ঝুঁকি নিয়েছিল সে কাজটি সম্পন্ন করতে পারে নাই । সেটা জীবনকে বাড়িয়ে রেখে বিভিন্ন ধরনের বড় বড় কষ্টের কাজগুলো করে যাচ্ছিল।

এবং সে শুধুমাত্র তার জীবনের ঝুঁকি নিয়ে সে সকল ধরনের বড় কাজগুলো করে যাচ্ছিল যে সে যদি একবার এই ঝুঁকিটা তারপরে সামনে দিকে এগিয়ে যেতে পারে তাহলে তার জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

IMG_20241102_170139.jpg

এই ভিডিওর ভিতরে আরও দেখেছি যে সেটা জীবনটার প্রায় বিপন্ন করেই সে খেলাটি খেলছিল এবং সে যদি এই খেলাটি ভালো মতন ভাবে সম্পন্ন করতে পারতো তাহলে তার জীবনটা খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেত।

সে খুব সুন্দর করে সকল ধরনের খেলা গুলো জীবনে ঝুঁকি নিয়েও পড়ে যাচ্ছিল এবং সকল খেলায় খুব সুন্দরভাবে করছিল। এবং সে সব গুলোর জন্য খেলা দেখতে সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে তার ভাগ্য তার সাথে ছিল না।

IMG_20241102_170147.jpg

এ কারণে সে তার জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারল না কারণ সে এই খেলা থেকে বাদ পড়ে যায়। সে যে এই খেলাটি করছিল এত কঠিন কঠিন কাজ সে করছিল যেটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ কাজ ছিল যেটা যেকোন মানুষের দ্বারা সম্ভব ছিল না।

এর কারণে জীবনে ঝুঁকি যদি একবার আমরা নেই এবং সেই ঝুঁকিটা যদি আমরা সম্পূর্ণ করতে পারে তাহলে জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

খেলার ভিতরে সে এমন ভাবে খেলা করছিল যে তার এমনও পর্যায়ে গেছে তার জীবনটা হয়তো খুব সামান্য জন্য বেঁচে দিয়েছে তারপরও সে হাল ছেড়ে দেয় নাই অবশ্যই চেষ্টা করেছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং সে সামনে দিকের এগিয়ে যাচ্ছিল।

IMG_20241102_170133.jpg

কিন্তু সে অবশেষে খেলা থেকে বাদ পড়ে যায় তার সামান্য একটু ভুলের কারণে আসলে সে যদি এই একটু ভুল না হতো তাহলে হয়তো সে যে জীবনে এত ঝুঁকি নিয়েছে সেটা সম্পূর্ণ হয়ে যেত।

এবং এই ভিডিও থেকে আমি এতোটুকু শিখতে পেরেছি যদি আমরা ঝুঁকি নিয়ে কিছু করি তাহলে সেটা যদি সম্পূর্ণ করতে পারে তাহলে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে পিছনের দিকে ফেরার দরকার হয় না।

তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয় শেয়ার করেছি সেটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

জীবনের সফলতা অর্জন করতে হলে ঝুঁকিপূর্ণ কাজ করতে হবে তবেই তো জীবনের সফলতা অর্জন করতে পারব সফলতা অর্জন করতে গিয়ে ব্যর্থতা অনেকবার আসবে কিন্তু সেই ব্যর্থতা কে মনে না রেখে সফলতার পেছনে ছুটে যেতে হবে ঝুঁকিপূর্ণ কাজ নিয়ে যে একবার জীবনে এগিয়ে যেতে পেরেছে সে জীবনে সুখ পেয়েছে ধন্যবাদ সুন্দর একটি লেখা উপহার দেওয়ার জন্য।