Contest of July #1 by @sduttaskitchen| Which do you value more: Name or Fame?

in hive-120823 •  5 months ago 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কমিউনিটির কন্টেস্টের প্রশ্নের উত্তর দিব, এই কনটেস্টে আমার দ্বিতীয়বারের পার্টিসিপেট করা, আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর গুলো সুন্দর করে দেওয়ার জন্য।

এবং সেই সাথে, সাথে আমার তিনজন বন্ধুকে আমি ইনভাইট করব, @mdsahin111,@mratik @baizid123যারা এই কনটেস্টের যাতে পার্টিসিপেট করে।

Which do you value more: Name or Fame(choose anyone) and describe the reason behind your choice

আমি মনে করি, এ দুটোর ভিতর খুব একটা পার্থক্য নেই, দুটো জিনিসই একরকম, তারপরও এই দুটোর ভিতরে অনেক তফাৎ রয়েছে, সেটা হয়তো আমরা অনেকে জানি না, কিংবা জেনেও না জানার ভান করে থাকে, নাম তো সবাই কামাতে পারে, কিন্তু খ্যাতি কি সবাই কামাতে পারে, আমি মনে করি দে না, কারণ নাম কামাতে বেশি একটা সময় লাগে না, কিন্তু খ্যাতি অর্জন করতে বহু সময় লেগে যায়, একজন মানুষ চাইলে, যেকোনোভাবে সে নাম কমাতে পারে, তাই বলে সে খুব সহজে খ্যাতি অর্জন করতে পারে না।

create-4857731_1280.jpg
Src
এবং আমি এর ভিতরে কাকে বেছে নেব সেটা আমি বলতে পারছি না, কারণ নামকরা মানুষ হয়তো অনেক আছে, কিন্তু খ্যাতি মানুষ খুবই কম পাওয়া যায়, কারণে খ্যাতি অর্জন করতে নিজের কিছু আত্মত্যাগ করতে হয় তাহলে না খ্যাতি অর্জন করা যায়।

What's the difference between Name and Fame? Describe.

নাম ও খ্যাতি ভিতর পার্থক্য একটাই, মনে করেন একজন চোর সে চুরি করে, তাকে সারা গ্রামের মানুষ চোর বলে জানে আবার তার নাম যদি কেউ করে তাহলে সবাই তাকে এক নামেই চেনে, এতে বোঝা যায়, সে নাম খুব সহজে কামিয়ে ফেলেছে, সেটা ভালো কাজ হোক কিংবা খারাপ কাজ হোক, খারাপ কাজেও নাম কামানো যায়, আবারো ভালো কাজ করলেও নাম কামানো যায়,

কিন্তু খ্যাতিত আর অর্জন করা যায় না, এই খ্যাতি আমাদের আশেপাশে কয়জন বা অর্জন করেছে সেটা আপনার কাছেই ছেড়ে দিলাম, আমার জানামতে এখনো পর্যন্ত আমার আশেপাশে এমন কোন মানুষ আমি পাই নাই যে সে খ্যাতি অর্জন করেছে, কিন্তু হ্যাঁ নাম অর্জন করেছে বহুলো, সেটা ভালো কাজেও কিংবা খারাপ কাজের জন্য, কিন্তু খ্যাতি অর্জন আমার চোখে এখনোপর্যন্ত কেউ পড়ে নাই,

technician-4850056_1280.jpg
Src
তো এর কারণে, আমি মনে করি নাম ও খ্যাতি দুটো জিনিস একরকম হতে পারে,কিন্তু দুটোর উদাহরণ দুই রকম যেটা হয়তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন।

Do you think Name and Fame are essential in our lives? Share your viewpoint.

হ্যাঁ আমি মনে করি, নাম ও খ্যাতি আমাদের জীবনের একটি অপরিহার্য জিনিস, কারণ নাম সবাইকে কামাতে পারেনা, আবারো খ্যাতিও সবাই কামাতে পারেন, যারা দেখবেন নাম কামাতে পারে খুব দ্রুত, অর্জন করতে বহুত সময় লাগে, আপনি নামটা হয়তো আপনার মনের ইচ্ছামতন আপনি খুব দ্রুত কামিয়ে নিতে পারবেন, কিন্তু খ্যাতিটা কি আপনি নিজের ইচ্ছামতন কামাতে পারবেন এটা তো আমার কাছে মনে হয় না।

work-life-balance-5333791_1280.jpg

Src
নাম ও খ্যাতি আমাদের জীবনকে অবশ্যই পরিবর্তন করতে পারে যে কোনভাবে, যেমন আপনাকে যদি কেউ না চিনে থাকে, তাহলে আপনার কোন ভাল কাজের জন্য হয়তো আপনার নাম ছড়িয়ে যেতে পারে, এতে আপনার লাভ হল আপনাকে সবাই চিনতে পারল, সবাই জানতে পারলে, আর খ্যাতি এটা অর্জন করলে, নিজেকে একটু অন্যরকমই মনে হয়, যে আমি অনেক বড় একটা উপাধি পেয়েছি, খ্যাতি উপাধিটা অনেক বড় একটি উপাধি, যেটা সবাই অর্জন করতে পারে না, হাতেগোনা কিছু মানুষ এই খ্যাতি অর্জন করতে পারে।

তা আমার মতে নাম ও খাতির ভিতরে পার্থক্যটা অনেক আছে, যেটার বর্ণনা আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে দিয়েছি।

What are the ways to achieve them?

আসলে তাদের অর্জনের উপায় কি সেটা আমি হয়তো সঠিকভাবে আপনাদের সাথে বলতে পারব কিনা বলতে পারি না, তারপরও আমি যতটুক সম্ভব চেষ্টা করব, আমি আমার নিজের থেকেই আপনাদের কাছে বলছি আমি হয়তো নাম খুব দ্রুত কামিয়ে নিতে পারি যে কোনভাবে, কিন্তু এই নাম কামাতে গেলে অবশ্যই আমাকে এমন ভালো কাজ করতে হবে যাতে আমরা নাম কামাতে পাই, তাছাড়া খারাপ কাজ করেও কিন্তু নাম কামানো যায় এর কারণ আমি মনে করি সব সময় ভালো কাজ করে নাম কামানো টাই ভালো।

আর খ্যাতি অর্জন করতে, হলে আপনাকে সেই পর্যায়ে যেতে হবে, এবং লোক আপনাকে যখন খ্যাতি উপাধি দেবে তখনই আপনি ছাতি উপাধিতে সম্পন্ন, তো হবে এবং এটা আপনার অর্জন করতে হলে অবশ্যই, সে ধরনের কাজ আপনাকে করতে হবে? তাহলে না আপনি খ্যাতি অর্জন করতে পারবেন।

তো আজকে আমি, আপনাদের সাথে এই কনটেস্টে প্রশ্নের উত্তরগুলো আমার মনের মতন করে ,দেওয়ার চেষ্টা করেছি, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

@cub1 ধন্যবাদ আপনাকে আমাকে আপলোড করার জন্য এবং এভাবে সাপোর্ট করার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

Loading...
  ·  5 months ago (edited)

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পোস্ট করার জন্য। আবারও ধন্যবাদ জানাই আমাকে হাইলাইট করে পোস্ট করার জন্য। আসলে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। আমাদের মধ্যে কিছু মানুষ চায় নাম। কিছু মানুষ চায় তার খেতি তার অর্জন। এক এক মানুষের চাওয়া একেক রকম। আপনার এই কনটেস্টটি পড়ে অনেক কিছু শিখতে পারলাম ধন্যবাদ ভালো থাকবেন। আশা রাখবো এরকম ভালো ভালো পোস্ট আমাদেরকে উপহার দেবেন।

আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ জানাই আপনি আমার এই কনটেস্ট পোস্টটি করেছেন, এবং আপনার মূল্যবান মতামতটা অনেক সুন্দর করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন। ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ

কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দরভাবে প্রতিযোগিতার প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। আমি সব পয়েন্টে আপনার সাথে একমত হতে পারলাম না। আমার কাছে মনে হয় বর্তমানের এই সোশ্যাল মিডিয়ার যুগে নামের চেয়ে খ্যাতি অর্জন করাটাই বেশী সহজ। যাহোক সবার নিজের নিজের অভিমত থাকে। আপনি আপনার মতন করে বিষয়গুলো তুলে ধরেছেন। প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

TEAM 3
: Congratulations! This post has been voted through steemcurator05. We support quality posts and good comments.

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQS7DDhuAKf29F7vpHfehVs7pHFahUnqLcwM2PB3MNEg4EjKX9tWcXbGwULVvcqMsuW3g1SbYPy.png

Curated by : @anasuleidy

steemcurator05 অসংখ্যভাবে ধন্যবাদ জানাই আমার এই পোস্টে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ এত সুন্দর করে আমাকে সাপোর্ট করার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আল্লাহ হাফেজ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার খুব সুন্দর মতামত আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো কাজের মধ্য দিয়ে আসলে প্রতিটা মানুষ নাম কামানোর চেষ্টা করে আর এতে করে মানুষ নাম কামিয়ে থাকে।

সবাই হয়তোবা খ্যাতির পিছনে অতটা সময় ব্যয় করে না তবে মানুষের সামনে তার নামটা যেন বারবার জপে সেই চেষ্টার মধ্য দিয়ে মানুষ তার নিজের নামকে আরো উজ্জ্বল করতে চাই।