আমার জীবনের মহানায়ক ও আদর্শ-আমার বাবা।

in hive-120823 •  2 years ago  (edited)

IMG-20220914-WA0017.jpg

(আমার বিয়ের দিন বাবার সাথে)

প্রিয় বন্ধুরা,

আশাকরি আপনারা সুস্থ ও ভালো আছেন।আজ আমি আমার জীবনের এমন একজন মানুষের কথা বলবো সে হলো আমার বাবা।

আমার জীবনের আসল হিরো বা মহানায়ক যাই বলুন।আজ বাবার সম্পর্কে আমার অনুভূতি এবং তার বিষয় জানাবো।

আমার বাবার নাম সমীর ভক্ত দাস।আমার বাবা ধূপ-মোমবাতি,দেশলাই এর ব্যাবসা করেন।আমার বাবার আমাকে আদর করে রিয়া মা বলে ডাকে।

তার‌ও একটা কারণ আছে ,আমার বাবা অনেক ছোটো বেলায় মা-বাবা দুজনকেই হারায়।
সেই জন্য আমি যখন এই পৃথিবী তে জন্মাই তখন সব থেকে বেশি খুশি আমার বাবা হয়।

তখন‌ই বাবা বলেছে যে এটা আমার মা।সেই থেকে সত্যি আমি বাবার মায়ের মতো আছি।আমি ছোটোবেলা থেকে দেখছি বাবা নিজে অনেক প্ররিশ্রম করে কিন্তু আমাকে অনেক সুখে রেখেছে।

IMG-20220914-WA0016.jpg

(আমার গোটা জগৎ আমার মা, এবং বাবা)

ছোটোবেলা থেকেই আমার বাবা আমার পড়াশোনা দেখতো।বাবা আমাকে একটাই কথা একদিন বলেছিলো যে তুমি যা খুশি তাই করো

কিন্তু এমন কিছু করো না যার জন্য আমার মুখ টা নীচু হয়।আজ‌ও আমি এতো বড়ো হয়ে গেছি কিন্তু এই কথা টা কোনো দিন ভুলবো না।

আমার বাবা কোনো দিন বলেনি যে তুমি মেয়ে, তুমি এটা করবে না।আরো বাবা আমাকে সাহস দিয়ে বলেছে তুমিই পারবে,চেষ্টা করলে তুমি কঠিন কে জয় করতে পারবে।

আমার কিছু হলে আমার বাবা পাগল হয়ে যায়।আমি একটা মজার কথা বলি শোনো, ছোটো থেকেই এতো বড়ো হবার পরেও আমার যদি শরীর খারাপ হয় আমার বাবার ও হয়,আবার বাবার হলেও আমার হবে।

IMG_20220914_232805.jpg

(বাবা ও মেয়ে)

আমার মা বলে তুই আমার নারী কেটে হসনি,তুই তোর বাবার নারী থেকে হয়েছিস।আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি,তখন আমার একটা দুর সম্পর্কের মেসো আমার বাবাকে হোটেল ম্যানেজারের কাজ দেবে বলে বোম্বে নিয়ে যায়।

যেদিন বাবা চলে গেল সেদিন আমার জীবন থেকে সব চলে গেলো।আমি ঠিক করে খাওয়া-দাওয়া করি না।আমি মন দিয়ে পড়াশোনা করি না,আমি তখন নাচ ছেড়ে দিলাম।বাবাও ওখানে গিয়ে আর আমাদের কে ফোন করছেনা।তখন আমাদের খুব খারাপ অবস্থা চলছে।

একদিন বাবা মাকে ফোন করে।ফোন করে বলে আমাকে বাঁচাও ,আমাকে এখানে নিয়ে এসে অত্যাচার করছে।আমাকে খেতে দেয় না,টাকা দেয় না,ফোন কেড়ে নিয়েছে।

বাবার শরীর খুব খারাপ।বাবা কিছু দিন পড়ে ওইখানের একটা ছোটো বাচ্চার সাহায্যে পালিয়ে আসে।বিশ্বকর্মা পূজার দিন বাবা যখন বাড়ি ঢুকলো তখন বাবাকে দেখে চেনা যাচ্ছে না।

IMG-20220912-WA0055.jpg

(সপরিবারে)

বাবার বড়ো বড়ো চুল,দাঁড়ি,রোগা হয়ে গেছে।বাবা কে দেখে মা,আমি খুব কান্না করছি।বাবাও আমাদের জড়িয়ে ধরে কান্না করছে।

আমি ভাবলাম আমার পৃথিবী আমার কাছে ফিরে এলো।তারপর থেকে বাবা কোনো দিন আমাদের ছেড়ে কোথাও যাই নি।

এমনকি আমার বিয়ের সময় আমার বাবা আর আমি এতো কান্না করছিলাম যে সবাই মিলে আমাদের সামলাতে পারছিলো

জীবনের চলার পথে অনেকরকম সম্পর্কের সাথে আমরা পরিচিতি হই, কিছু রয়ে যায় আবার অনেক সম্পর্ক হারিয়ে যায়। আমার বলতে বাধা নেই বেশিরভাগ সময় মা গুরুত্ব পেলেও বাবা কিন্তু পিছিয়ে থাকেন। হয়তো বাবা নিজের অভিব্যক্তি মেয়েদের মত প্রকাশ করতে পারেন না বলে।

কিন্তু ওই অব্যক্ত ভালোবাসার গভীরতা আমরা অনেকেই বুঝি না, তাই আজ বলবো মায়ের যেমন জুড়ি নেই তেমনি বাবার ও কিন্তু বিকল্প হয়ে না।

এখানে আমি শেষ করলাম আজকে।কাল আবার অন্য কোনো গল্প নিয়ে আসবো।আপনারা সবাই খুব ভালো থাকুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

তুমি ঠিক বলেছো @sanchita96 বাবার ভালোবাসা অব্যক্ত তবে মায়ের সমতুল্য। বাবা আমাদের জীবনে নিশ্চিন্ত আশ্রয়। তোমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটা সত্যিই দুর্ভাগ্যজনক। তবুও উনি যে সুস্থ ভাবে তোমাদের কাছে ফিরে এসেছেন এটাই সবচেয়ে ভালো কথা। খুব ভালো থেকো সকলে।

হ্যাঁ সবার আশীর্বাদে আজ আমার বাবা আমার কাছে ই আছে।ধন্যবাদ

আমিও একজন কন্যা সন্তানের পিতা, তুমি যেমন নিজের অনুভূতি ভাগ করে নিয়েছো এবং পাশাপাশি তোমার প্রতি তোমার পিতার অনুভূতি ও আমি তোমার কথাগুলো অনুভব করতে পারছি সমান ভাবে কারণ আমার ঘরেও আমার মেয়ে আছে। সত্যি বলতে বাবারা কিন্তু ছেলের চাইতে মেয়েদের প্রতি বেশি দুর্বল।

একদম ঠিক বলেছেন বাবাদের কাছে মেয়েরা সব হয়।ধন্যবাদ 🙏

মা, এবং বাবা এমন সম্পর্ক যারা কেবল নিঃস্বার্থ ভাবে সন্তানের মঙ্গল চান। খুব ভাল লাগল লেখাটা পড়ে। সবসময় আপনার মাথায় আপনার মা, বাবার আশীর্বাদ অটুট থাকুক। অনেকেই আপনার মত ভাগ্যবতী হয় না, কারণ তারা অকালেই তাদের হারিয়ে ফেলেন।

সত্যি আমি চাই আমর বাবা মা সব সময় যেন ভালো থাকুক।ধন্যবাদ দিদি🙏

@sanchita96 আপনার গল্পোটা পড়ে মনে হলো আপনারা বাবার জন্য অনেক লড়াই করেছেন। আপনার বাবা সুস্থ থাকুক এটাই কামনা করি।

হ্যাঁ দিদি।ধন্যবাদ দিদি🙏।