প্রিয় বন্ধুরা,
আশাকরি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন।আজ আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে।আজকে নিশ্চই আপনাদের সারাটা দিন ভালো কেটেছে।
কিন্তু আমার ভালো কাটেনি কারণ মায়ের জন্য মনটা খারাপ লাগছিলো।মন খারাপটা মনে রেখেই সংসারের সব কাজ সেরে নিলাম।
আজকে আমি কোনো রান্নার রেসিপি লিখবোনা।অনেক দিন আঁকা হয়নি তাই আজকে ভাবলাম আঁকতে বসবো।আর আপনাদের সাথে আমার আঁকাটা ভাগ করে নেবো।
কাল যখন আমি বাড়ি থেকে ট্রেনে করে আসছিলাম তখন পার্ক সার্কাসের কাছে ট্রেনটা এসে দাঁড়াতে আমি দেখলাম সূর্যটা অস্ত যাচ্ছে আর একটা গাছের ডালে পাখিটা বসে আছে এই দৃশ্যটা দেখে আমার খুব ইচ্ছা হচ্ছিলো আমি এই দৃশ্যটা আঁকবো আর আপনাদের সাথে ভাগ করে নেবো।
আজ একটু অন্য রকম আঁকার চেষ্টা করলাম।জানিনা আপনাদের কেমন লাগবে আমার আঁকাটা।
সূর্য যখন অস্ত যায় তখন চারিদিকটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসে,সেরকমই আজ একটা আঁকলাম।
একটা পাখি গাছের ডালে বসে আছে,আর সূর্য অস্ত যাচ্ছে।
আজ আমি আঁকলাম একটা গাছের ডালে পাখি বসে আছে তা কী করে আঁকলাম তা আমি আপনাদের সাথে ভাগ করে নেবো।
আঁকার সরঞ্জাম:-
১)এ ফোর সাইজের আঁকার খাতা।
২)ফোর বি পেনসিল।
৩)কাটার।
৪)রবার।
৫)মোম রং।
অঙ্কন প্রণালী:-
প্রথম ধাপ:-
প্রথমে খাতার চারিদিকটা একটা বক্স করলাম।
দ্বিতীয় ধাপ:-
তারপরে খাতার নীচের একটা কোণ দিয়ে দুটো দাগ একটু টেনে একটা দাগ একটু বেঁকিয়ে ওপরের দিকে তুললাম,আর পরের দাগটা সোজা ওপরের দিকে তুলে দিয়ে,যে দাগটা বেঁকিয়ে দিয়ে ছিলাম সেখানে একটা মাঝারি সাইজের ভি করলাম।
তৃতীয় ধাপ:-
তারপরে গাছের ডাল গুলো একটু একটু মুছে মুছে ঢেউ করে,কিছু কিছু জায়গা আবার কোণ করলাম।
চতুর্থ ধাপ:-
গাছের ডালের ওপর একটু ফুলিয়ে একটা পাখির শরীরটা একে নীচের দিকে পাখির লেজটা করলাম।
পঞ্চম ধাপ:-
তারপরে পাখির মুখের সামনে একটা ইংরাজির ভি ছোটো করে করলাম।
ষষ্টম ধাপ:-
তারপরে পাখির দেহের নীচে দুটো সরু দাগ দিলাম তার থেকে আবার দুটো দাগ দিলাম।
সপ্তম ধাপ:-
পাখির ঠিক পিছনে অর্ধেক একটা গোল করলাম।
অষ্টম ধাপ:-
অর্ধেক গোলটার ধার গুলো ছেড়ে মাঝখানটা কাঁচা হলুদ রং করলাম।
নবম ধাপ:-
অর্ধেক গোলটার ধারটা লেমন হলুদ রং করলাম।
দশম ধাপ:-
পাখি,আর ডাল গুলো ছেড়ে চারিদিকটা হলুদ রং করলাম।
একাদশ ধাপ:-
তারপরে নীচ থেকে পাখির অর্ধেকটা পর্যন্ত কমলা রং টা হলুদ রং এর ওপরে করলাম।
দাদ্বশ ধাপ:-
তারপরে কমলা রং এর ওপরে লাল রং করলাম।
তেরাদ্বশ ধাপ:-
তারপরে পাখিটা,আর ডালটা কালো রং করলাম।
আমার আঁকাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কিন্তু।আজ এখানেই শেষ করলাম।আপনারা ভালো থাকবেন।
শুভ রাএি।
@sanchita96আপনার আঁকাটি খুব সুন্দর হয়েছে। অনেকদিন পড়ে আপনার আঁকা দেখে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sanchita96 আপনার আঁকা ছবিটি খুব সুন্দর হয়েছে। আর অনেক দিন পর আপনার আঁকা দেখতে খুব ভালো লাগছে।
প্রতিটা ছবি খুব সুন্দর ভাবে তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ছবি আমাদের সাথে ভাগ করে নেবার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ অনেক দিন পর আঁকলাম।আপনাদের আশীর্বাদ থাকলে আশাকরি অনেক ভালো ভালো আঁকা আপনাদের সাথে ভাগ করে নিতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুর্দান্ত এঁকেছেন ম্যাডাম, আপনার ছবি আঁকার দক্ষতা মন কারবার মত, ভালো থাকুন এবং আপনার প্রতিভা এখানে আরও ভাগ করে নিন এই আশা রাখি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sanchita96 আপনার আঁকা ছবিটি খুব সুন্দর হয়েছে। বেশ ধাপে ধাপে এঁকে ছবি গুলি তুলেছেন, খুব সুন্দর লাগছে।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর আঁকা আমাদের মধ্যে ভাগ করে নেবার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit