Better life with steem //The dairy game//12 January 2025

in hive-120823 •  2 months ago 

আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে।তো বন্ধুরা,আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার সারা দিনের কর্মকাণ্ডগুলো

আমি শামিমা খান...@saniya9

1000012048.png

ReactNativeBlobUtilTmp_blcdcxsnnztvoa3t4xyrsi.jpg

🌻সকালবেলা🌻

1000012072.jpg

ভোরবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ এবং পরিপাটি হয়ে আমি আমার ফজরের নামাজ আদায় করেছি। তারপর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি। এরপর কিছুক্ষণ আমি ছাদে হাঁটাহাঁটি করলাম সূর্যোদয়ের মুহূর্ত গুলো উপভোগ করলাম।আমার ছাদ বাগানে আমি কিছু পেঁয়াজ গাছ লাগিয়েছি আমার শখের বশে। অবশ্য আমি প্রতিদিন সকালেই মর্নিং ওয়াকে বের হই ৩০ মিনিটের জন্য।একজন মানুষের সুস্থ থাকার জন্য প্রতিদিন সকালে 30 মিনিট হাটা খুবই জরুরী। এই কথাটা অনেক ডাক্তার বলে থাকে এবং অনেকে পরামর্শ দেয়।

1000012075.jpg

সকালের হাটাহাটি শেষ করে বাসায় এসে আমি আমার বিড়াল ছানাগুলোর সাথে একটু খেলাধুলা করলাম। তারপর আমি আমার ছেলের জন্য নুডুলস রান্না করলাম।আমার নাস্তার জন্য আমি এক কাপ কফি, কিছু ড্রাই ফ্রুট এবং বাদাম রেডি করলাম।ছেলেকে নাস্তা খাইয়ে ও তাকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে, আবার ছোট্ট ছেলেটির জন্য সবাই দোয়া করবেন।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaHxgF1bLK8nFFaD8vbdkai85qFbXQE9q2efPzB3iCgH8ciCVNSJYjRwKFmLiQ...o19T4y6KJ2RPmF6RbpJt9jfpvjej4pRV7MkScJVLChTQkDCXKZFEFEL5ibGVMA4KQwHDZhhjN8cXU4xCJdP4fJfngNDAypQ9D9NRtSVKkSeVVfeZUqbY1poaXQ.png

☀️দুপুরবেলা☀️

1000012076.jpg

দুপুরবেলা আমি আমার পরিবারের জন্য রান্না করতে চলে গেলাম কিচেন রুমে।আজকে দুপুরের খাবারের জন্য আমি আলু ভর্তাএবং ফুলকপি দিয়ে মাছ রান্না করেছি,তার সাথে ভাত রান্না করেছি।

আলুর ভর্তা আমার খুবই প্রিয় খাবার।আমরা যারা বাঙালি রয়েছি এখানে,আমরা জানি আলুর ভর্তা কতটা সুস্বাদু খেতে হয় গরম ভাতের সাথে। শীতকালীন সবজি ফুলকপি মোস্ট ফেভারিট সবার।তো দুপুরের রান্না-বান্না শেষ করে আমি গোসলে চলে গেলাম। গোসল শেষে জোহরের নামাজ আদায় করে আমি দুপুরের খাবার টেবিলে পরিবেশন করলাম।।

1000012081.jpg

তারপর সব কাজ শেষ করে আমি আমার কম্পিউটার ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম।কম্পিউটার ক্লাস শেষ করে মুড়ি এবং চা খেলাম.. তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম পায়ে হেঁটে রাস্তা পার করলাম বিকেল বেলার পরিবেশ আমাকে খুবই মুগ্ধ করে তোলে।স্পেশালি সবুজশ্যামল প্রকৃতি মনকে ভরপুর আনন্দ দেয়।

তারপর,বাড়ি ফেরার পথে আমার ছেলের জন্য কিছু ডিম এবং ফল কিনলাম। আমার ছেলে ফল খেতে খুবই ভালোবাসে এবং ডিম তার খুব পছন্দনীয় একটা খাবার।তো যাই হোক রাস্তার বিভিন্ন মানুষজন পরিবেশ দেখে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার বাড়িতে।

1000012083.jpg

1000011949.gif

🌙সন্ধ্যারাত্রি🌙

1000012087.jpg

আমি আমার মাগরিবের নামাজ শেষ করে,পরিবারের সবার জন্য হালকা নাস্তার ব্যবস্থা করলাম। হালকা নাস্তা করে আমি আমার ছেলেকে পড়াইতে বসালাম। তার পাশাপাশি আমি নিজেও আমার পড়াগুলো মুখস্থ করছিলাম।

পড়ালেখা শেষ করে মা ছেলে কিছুক্ষণ খুনসুটি করলাম।আমার বিড়াল ছানাগুলোর সাথে খুনসুটি,খেলাধুলা করলাম তাদের সাথে।তারপর সবাই রাতের খাবার দাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিলাম।আমার বিড়াল ছানাগুলো আমার সাথেই ঘুমায়।

1000010049.jpg

শীতকালের শীতের তীব্রতা ইদানীং বেড়েই চলেছে আমাদের এদিকে।
আপনাদের দিকে শীতের তীব্রতা কেমন জানাতে ভুলবেন না।অবশ্যই
কমেন্টে জানাবেন। আজকের মত এখানেই শেষ করলাম। সবাই ভালো
থাকবেন।

আমার এবং আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং আশীর্বাদ রইলো।

1000011977.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

অনেক ভাল লাগলো আপনার দিন কাটানোর লিস্ট দেখে ৷তবে আপনি যদি নিয়ম করে বিয়াম ঘুম এবং খারাপ ঠিক মত খান শরিল আরো ভাল থাকবে ৷

e09b1294a4bdefac509dedb326ebf168.png

TEAM 5 Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Picsart_24-12-31_15-00-29-616.jpg

Curated By @memamun