আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে।তো বন্ধুরা,আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার সারা দিনের কর্মকাণ্ডগুলো।
আমি শামিমা খান...@saniya9
🌻সকালবেলা🌻
সকালের হাটাহাটি শেষ করে বাসায় এসে আমি আমার বিড়াল ছানাগুলোর সাথে একটু খেলাধুলা করলাম। তারপর আমি আমার ছেলের জন্য নুডুলস রান্না করলাম।আমার নাস্তার জন্য আমি এক কাপ কফি, কিছু ড্রাই ফ্রুট এবং বাদাম রেডি করলাম।ছেলেকে নাস্তা খাইয়ে ও তাকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে, আবার ছোট্ট ছেলেটির জন্য সবাই দোয়া করবেন।
☀️দুপুরবেলা☀️
আলুর ভর্তা আমার খুবই প্রিয় খাবার।আমরা যারা বাঙালি রয়েছি এখানে,আমরা জানি আলুর ভর্তা কতটা সুস্বাদু খেতে হয় গরম ভাতের সাথে। শীতকালীন সবজি ফুলকপি মোস্ট ফেভারিট সবার।তো দুপুরের রান্না-বান্না শেষ করে আমি গোসলে চলে গেলাম। গোসল শেষে জোহরের নামাজ আদায় করে আমি দুপুরের খাবার টেবিলে পরিবেশন করলাম।।
তারপর সব কাজ শেষ করে আমি আমার কম্পিউটার ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম।কম্পিউটার ক্লাস শেষ করে মুড়ি এবং চা খেলাম.. তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম পায়ে হেঁটে রাস্তা পার করলাম বিকেল বেলার পরিবেশ আমাকে খুবই মুগ্ধ করে তোলে।স্পেশালি সবুজশ্যামল প্রকৃতি মনকে ভরপুর আনন্দ দেয়।
তারপর,বাড়ি ফেরার পথে আমার ছেলের জন্য কিছু ডিম এবং ফল কিনলাম। আমার ছেলে ফল খেতে খুবই ভালোবাসে এবং ডিম তার খুব পছন্দনীয় একটা খাবার।তো যাই হোক রাস্তার বিভিন্ন মানুষজন পরিবেশ দেখে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার বাড়িতে।
🌙সন্ধ্যারাত্রি🌙
পড়ালেখা শেষ করে মা ছেলে কিছুক্ষণ খুনসুটি করলাম।আমার বিড়াল ছানাগুলোর সাথে খুনসুটি,খেলাধুলা করলাম তাদের সাথে।তারপর সবাই রাতের খাবার দাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিলাম।আমার বিড়াল ছানাগুলো আমার সাথেই ঘুমায়।
শীতকালের শীতের তীব্রতা ইদানীং বেড়েই চলেছে আমাদের এদিকে।
আপনাদের দিকে শীতের তীব্রতা কেমন জানাতে ভুলবেন না।অবশ্যই
কমেন্টে জানাবেন। আজকের মত এখানেই শেষ করলাম। সবাই ভালো
থাকবেন।
আমার এবং আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং আশীর্বাদ রইলো।
X promotion link
https://x.com/EmaEm21101/status/1878434740333863174
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভাল লাগলো আপনার দিন কাটানোর লিস্ট দেখে ৷তবে আপনি যদি নিয়ম করে বিয়াম ঘুম এবং খারাপ ঠিক মত খান শরিল আরো ভাল থাকবে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit