তারের তৈরি প্রাচীন বাদ্যযন্ত্রের সাথে গিটার এর যোগসূত্র ও তার বিবর্তনের ইতিহাস ।

in hive-120823 •  last year 
আমার ছেলেদের রুমে ঢুকার সাথে সাথেই যে জিনিসটা সবার আগে দৃষ্টিতে আসে সেটা হলো ওয়ালে ঝুলানো চকচকে ডার্ক ব্রাউন কালার এর গিটার।গিটার বাজিয়ে গান গাওয়া আমারো ভালো লাগে। আমাদের দেশের প্র‍য়াত শিল্পি আইয়ুব বাচ্চ গান এবং গিটার বাজানো দুটোই খুব প্রিয় আমার। কিন্তু পড়াশোনা বাদ দিয়ে ছেলের এই গিটার প্রীতির কারনে মাঝে মাঝে যেমন কিছুটা বিরক্তও হয়েছি আবার একই সাথে কিছুটা আগ্রহও তৈরি হয়েছে এর প্রতি ।

 2023-08-13 at 18.30.26.jpg

হঠাৎ করেই বেশ কিছুদিন আগে কোন একটা অনলাইন পোরটালে 'এয়ার গিটার 'কনটেস্ট এর বিষয়টা আমার নজরে পরে।পরে ভালো করে খোঁজ নিয়ে জানতে পারি যে এটা ফিনল্যান্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার আসর। গিটার ছাড়াই এমন শরীর এর ভঙিমা করে তারা মিউজিক এর তালে তালে তাতে করে মনে হয় যে তারা গিটারই বাজাচ্ছে।আয়োজকরা দাবি করেন যে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠান লক্ষেই তারা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। এখান থেকেই আমার গিটার সম্পর্কে জানার আগ্রহ বেড়ে যায়। এটা কবে কোথায় প্রথম তৈরি হলো।


pixabay

গিটার আসলে ছয় তারের একটা বহুল প্রচলিত বাদ্যযন্ত্র। পৃথিবীতে সাধারণত স্প্যানিশ,বেইজ আর হাইওয়ান এই তিন ধরনের গিটার দেখতে পাওয়া যায়। আবার স্প্যানিশ গিটারের মাঝে আবার ক্লাসিকাল, একুয়াস্টিক আর ইলেকট্রনিকস এই তিনধরনের দেখতে পাওয়া যায়।


pixabay

প্রথম কবে এই বাদ্য যন্ত্রটি আবিষ্কৃত হয়েছে এ নিয়ে বিতর্ক আছে তবে প্রাচীন মিশরীয়রা প্রায় সাড়ে তিনহাজার বছর আগে এক ধরনের তারের বাদ্য যন্ত্র বাজাতো যা দেখতে অনেকটা গিটারের মতোই দেখতে ছিলো। যদিও তখনকার তৈরি সেসব বাদ্য যন্ত্র আর বর্তমানের গিটারের মাঝে আকাশ পাতাল তফাৎ। আবার অনেক এর মতে এই যন্ত্রের পূর্বপুরুষ বলা হয় প্রাচীন গ্রিসের কিয়ারাকে।আবার অনেক এর মতে এই কিয়ারা এসেছে প্রাচীন পারস্যের তৈরি চার্টার থেকে।ওয়ার্ল্ড মিউজিয়াম এ সুমেরীয়ান,মিশরীয় আর ব্যবিলনিয়ান অনেক তারের তৈরি যন্ত্রই দেখতে পাওয়া যায়। চীন মিশরীয় সঙ্গীত শিল্পী হারমোজের এমন একটা তারের তৈরি বাদ্য যন্ত্র ছিলো যা প্রায় ৩৫০০ বছর আগে তার মৃতদেহের সাথে কবরে দেয়া হয়েছিল যেটি আজও মিশরের প্রত্নতাত্ত্বিক জাদুঘর এ গেলে দেখতে পাওয়া যায় । শিল্পবিপ্লব এর শুরুতে পুরো ইউরোপ এর এর দাপট ছিল অনেক বেশি।এ সময় গিটারে চার তার এর দেখা মেলে।


pixabay.

তবে উনবিংশ শতকে এক স্প্যানিশ নির্মাণকারী প্রতিষ্ঠান এর হাত ধরেই গিটার তার বর্তমান এর ক্লাসিকাল রুপ লাভ করেছে। এভাবেই সময়ের সাথে সাথে গিটার নিজের রূপ পাল্টেছে বাড় বাড়।হয়তোবা ভবিষ্যৎ এও আমরা এর নতুন কোন চেহারা দেখতে পাবো। তবে এই তারের তৈরি প্রাচীনকালেও যেমনি জনপ্রিয় ছিল এখনো তেমনি রয়ে গেছে সে তার আপন মহিমায়।

-ছবি ফোন থেকে হুয়াট্স এপ দিয়ে ল্যাপটপে নিয়ে পোস্ট করেছি


◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

গিটার বাজিয়ে গান গাওয়া আমারও খুবই ভালো লাগে শুনতে হয়তোবা আমি খুব ভালো গান গাইতে পারি না এবং আমি কখনো গিটার বাজায়নি কিন্তু অন্য মানুষের গিটার বাজানো দেখে এবং গান শুনে আমার খুবই ভালো লাগে খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

@baizid123(64)
আপনি বা আমার মতো মানুষ যারা গিটার বাজানো শুনতো পছন্দ করি কিন্তু গাইতে পারি না তাদের জন্যই হয়তো "এয়ার গিটার কনটেস্ট " এর আয়োজন করা হয়😃

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
গিটার বাজিয়ে গান গাওয়া আমারো ভালো লাগে। আমাদের দেশের প্র‍য়াত শিল্পি আইয়ুব বাচ্চ গান এবং গিটার বাজানো দুটোই খুব প্রিয় আমার
আপনার মত আমার খুব পছন্দ।
আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

@karobiamin71(59)
ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

@sayeedasultana,
গিটার বাজিয়ে গান শুনতে আমার ও খুব ভালো লাগে যখন নবম দশম শ্রেণিতে পড়তাম আমার এক বন্ধুর গিটার বাজানোর তালে আমরা সবাই গান গেয়েছি। আজকে আপনি সেই স্মৃতি মনে করিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

@sakib176(50)
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

খুব সুন্দর কথা গুলো লিখেছেন আসলে গিটার জিনিস টা অনেক আগের থেকে ই ব্যাবহার করে থাকে এখন কার যুগে অনেক নতুন নতুন বাদ্যযন্ত্র বের হয়েছে। কিন্তু গিটার এখন ও খুব বেশি প্রচলিত আছে , আমার ও বেক্তিগত ভাবে গিটার এর গান অনেক বেশি ভালো লাগে । আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

sinthiyadisha(58)
ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য