কিছু কিছু জিনিস হয়তোবা মানুষ তার পূর্ব পুরুষ এর কাছ থেকেই পেয়ে থাকে। যেমন, আমার মা, নানী এদের মাঝে প্রচন্ড রকম এর গাছ প্রীতি দেখেছি ছোট থেকেই।এটা আবার আমার সবচেয়ে বড় ভাই এর মাঝেও আছে। কিন্তু আমার ও আমার আরেক ভাই এর মাঝে এমন কিছু কখনো ছিলো না।বাড়িতে ছোট বেলা থেকে অনেক গাছ দেখেছি। সেগুলোতে মাঝে মাঝে পানি দিয়েছি এ পর্যন্তই ছিলো আমার গাছ এর ভালোবাসা।
কিন্তু এত বছর পরে এসে খেয়াল করলাম যে, আমার পরিবার এর মানুষদের এই গাছের প্রতি ভালোবাসা আমার মাঝেও সংক্রামিত হয়েছে কিছুটা হলেও। যার কারনে এখন নার্সারিতে যাই গাছ কিনে আনার জন্য। ইদানীং আবার টেরাটোনিয়ামের প্রতি মারাত্মক রকমের আগ্রহ তৈরি হচ্ছে যার কারনে সময় পেলেই ইউটিউবে টেরাটোনিয়াম কিভাবে করতে হয় এটা দেখি।আমার ছেলেরা বলে যে, আম্মু ইউটিউব পুরো গাছ গাছ করে ফেলেছে।
এত কথা লিখলাম এজন্য যে ইদানীং এই ইউটিউব এর কল্যানে গাছ নিয়েও কিছু জিনিস শিখেছি। এজন্য ইউটিউবকে ধন্যবাদ দিতেই হয়।
আজকে দেখলাম চন্দ্রমল্লিকা গাছ নিয়ে।কিভাবে এই গাছ থেকে পরের বছরের জন্য চারা তৈরি করতে হয় এবং পরের বছর কিভাবে এই গাছে প্রচুর ফুল আসবে।
এটা আমার জন্য জানা খুবই প্রয়োজন ছিলো।কারন আমার কাছে একবছরের পুরোনো একটা চন্দ্রমল্লিকা ফুল গাছ রয়েছে। যাতে আমি দেখেছি গতবছর শীত চলে যাওয়ার পরও প্রায় সাড়া বছরই ফুলের কুড়ি এসেছে, যদিও সেগুলোতে একটাও ফুল আসে নাই।
কিন্তু এই গাছ থেকে নতুন করে কিভাবে গাছ হবে এবিষয়ে কোন ধারণাই ছিল না আমার। এবছরও প্রচুর ফুল ফুটেছিলো এবং এখনও দুই একটা ফুল রয়েছে। কিন্তু এ বছর এর ফুল এর সাইজও ছোট এবং কয়েকদিন এর মাঝেই ফুল মরে গেছে। ইদানীং গাছ এর চেহারা দেখে মনে হচ্ছে গাছটাও মারা যাবে কয়েকদিনের মাঝে।
তাই এই গাছকে আবার কিভাবে বাঁচানো যায় ও নতুন করে চাঁড়া তৈরি করা যায় এটা জানা জরুরী ছিলো আমার জন্য।
তাই এটা নিয়ে ভিডিও দেখলাম।দেখার পরে মনে হলো যে, এটা নিয়ে লেখা প্রয়োজন যাতে করে আমার মতো কেউ যদি এধরণের সমস্যায় ভোগে তার কাজে আসবে।এটা ভেবেই আমার আজকের লেখা।
চন্দ্রমল্লিকা ফুল মরে যাওয়ার পরে গাছটিকে এক থেকে দেড় ইঞ্চি রেখে পুরো গাছটিকে ধারালো কাঁচি দিয়ে ছেটে ফেলতে হবে। ছাঁটার আগে কাঁচিটিকে স্যানিটাইজার দিয়ে ভালো করে পরিস্কার করে নিতে হবে। এর ফলে খারাপ কোন ব্যাকটেরিয়ায় গাছটি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা কমে যায়।
এর কিছু দিন এর ভেতরেই টবের মাঝে মাদার গাছটির চারপাশে ছোট নতুন গাছ এর মতো দেখা যাবে, যাকে সাকার বলতে শুনলাম।
এই সাকার চন্দ্রমল্লিকার বিভিন্ন প্রকারভেদে কম- বেশি হতে পারে। কোম কোন প্রজাতিতে সাকার দেখা না-ও যেতে পারে। সেক্ষেত্রে কিছুদিন পরে গাছে যে নতুন ডাল গজাবে সেখান থেকে শক্তিশালী ডাল দেখে ধারালো কিছু দিয়ে কিছুটা টেরচা করে কেটে নিতে হবে।শেকড় গজানোর জন্য একধরনের সারজাতীয় জিনিস পাওয়া যায় সেটা এই ডালের নিচে লাগালে দ্রুত শেকড় গজায়। না লাগালেও যে শেকড় গজাবে না এমন না।
এই ডালগুলো কনস্ট্রাকশন এর কাজে যে হলুদ বালু ব্যবহৃত হয় সেই বালুতে লাগালে ভালো হয়।কিছুদিন পরে শেকড় গজিয়ে গেলে নতুন টবে লাগাতে হবে।এপ্রিল /মার্চের মাঝে লাগালেই বেশি ভালো হবে। কারন গাছ যত দ্রুত লাগানো হবে ফুলও তত দ্রুত ফুটবে।
গাছগুলোকে কিছুটা ছায়াযুক্ত জায়গাতে রাখতে হবে। যাতে সকালে ২/১ ঘন্টা রোদ পায় কিন্তু দুপুরের পুরো রোদ যেন না লাগে।
এই গাছ এর গোড়ায় শর্ষের খোল ভিজিয়ে রেখে সেই পানি দিলে আর কিছু না দিলেও চলবে।
এটাই সবচেয়ে সহজ পদ্ধতি এই গাছে ফুল ফোটানোর। এছাড়াও চাইলে সাথে আরো সার ব্যবহার করা যেতে পারে।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর ভাবে, আমাদের সাথে আপনি উপস্থাপন করেছেন। কিভাবে চন্দমল্লিকা ফুল গাছ থেকে চারা ও প্রচুর পরিমাণ ফুল পাওয়া যাবে। এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে, আমাদের সাথে শেয়ার করেছেন,এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আজকের বিষয়বস্তুটি অনেক ভালো লেগেছে! ভালো থাকবেন,সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আমার লেখাটি পড়েছেন জেনে খুশি হলাম। এত চমৎকার করে আমার পোস্টে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপনার কথার সাথে আমি একমত, আমি বিশ্বাস করি কিছু কিছু কাজ আমরা পূর্বপুরুষ থেকে পেয়ে থাকি কিছু প্রতি যত্নশীল হওয়া কোন কিছুর প্রতি শখ থাকা,, এগুলো আমরা বাবা মা দাদা-দাদী নানা নানি তাদের কাছ থেকে পেয়ে থাকি।
যেমন আমার গাছ লাগানো সখ টা শুরু হয়েছে আমার শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির হাত দেখে,, আপনার চন্দ্র মল্লিক ফুল গাছ এবং ফুল দেখতে কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে,, ফুল তো আমরা সবাই পছন্দ করি তবে এমন ফল দেখলে কিন্তু কাছে গিয়ে স্পর্শ না করা পর্যন্ত শান্তি পাওয়া যায় না। যদি ওটা খারাপ দিক তবে আমার ভালো লাগে ফুলের ঘ্রান নিতে। ধন্যবাদ খুব সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
👋 encouraging your excellent post @sayeedasultana! 💫
Hey friend! 🎉 Come check out your awesome post on my shiny new front-end! It's still a work in progress but I'd love to hear what you think! View your post here ✨
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথায় বলে অভ্যাস মানুষের দাস আসলে আমাদের পূর্বপুরুষের মধ্যে যে অভ্যাসগুলো রয়েছে সেগুলো দেখা যায় মাঝেমধ্যে আমাদের কাছে তাই হয়তোবা বলা হয়ে থাকে আমরা আমাদের দাদা নানী মা মা খালু সবার কাছ থেকে কিছু না কিছু অভ্যাস পেয়ে থাকেন গাছ লাগান পরিবেশ বাঁচান এমন একটা কথা আছে আমি মনে করি প্রতিটা মানুষের উচিত গাছ লাগানো।
চন্দ্রমল্লিকা গাছ কিভাবে নতুন করে আবার লাগানো যায় এবং তার ফুল কিভাবে নিয়ে আসা যায় সেটা আপনি চমৎকারভাবেই আমাদের সাথে শেয়ার করেছেন বিষয়টা আমার আসলেই জানা ছিল না অসংখ্য ধন্যবাদ চমৎকার পদ্ধতি অনুসরণ করে একদিন অবশ্যই লাগানোর চেষ্টা করব ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit