Edited by Canva |
---|
আজকে ভেবেছিলাম ভোর বেলাতে ঘুম ঠিক উঠে পরবো।কিন্তু রাতে ভালো ঘুম না হবার কারণে একবার ছয়টার দিকে ঘড়ি দেখেছি তাকিয়ে কিন্তু পর মুহূর্তেই আবারো ঘুমিয়ে পরেছিলাম। একবারে ৮টার দিকে দ্বিতীয়বার ঘুম ভেঙেছে।
ঘুম থেকে উঠেই আমাকে প্রতিদিন থাইরয়েড এর ওষুধ খেতে হয়। আগে হাফ লিটার পানি আর ওষুধ একসাথে খেতাম কিন্তু এখন শুধু ওষুধ খাউয়ার জন্য একবারে যতটা পানি লাগে ততটাই খাই। এর ৩৫ মিনিট পরে বাকি পানি খাই। এই জিনিসটা আমি আগে জানতাম না যে একবারে বেশি পানির সাথে থাইরয়েড এর মেডিসিন খেলে কাজ কম হয়।
এরপর ৪০ মিনিট এর মতো হাঁটা শেষ করলাম। এরই মাঝে দেখলাম হাবি ঘুম থেকে উঠে পরেছে। একটু পরে দেখি সে পেঁপে কেটে নিয়ে এসেছে।
প্রত্যেক শনিবারেই বড়ো ছেলের ক্লাস থাকে কিন্তু আজকে ওর ক্লাস ছিল না। ভাবলাম ঘুমাক কিন্তু দেখি সে তার অভ্ভাসমত উঠে গেছে। নাস্তা করবে কিনা জিজ্ঞেস করার আগেই দেখি বলতেছে যে পরোটা কিনে নিয়ে আসি। ওর কথা শুনে আমিও নাস্তা বানানোর ঝামেলা থেকে বেঁচে গেলাম।
Edited by Canva |
---|
ও নাস্তা কিনতে যাওয়ার পরে আমি বারান্দার গাছগুলোতে পানি দিলাম। যতদিন বৃষ্টি ছিল ততদিন প্রতিদিন পানি না দিলেও চলতো কিন্তু এখন প্রতিদিনই পানি দিতে হয়।
নাস্তা করার সময়ই কথা হলো যে ,আজকে গাড়িটাকে সার্ভিসিং করতে হবে। কারণ সাসপেনশন আগের মতো কাজ করতেছে না। ওরা গাড়ির কাজ শেষ ওরে আসলে দুপুরে খাওয়ার পরে একটু নিউমার্কেট যাবো। নাস্তা শেষ করে বড়ো ছেলে আর তার বাবা বেরিয়ে গেলো গাড়ির কাজ করাতে ।
আজকে বুয়ে আসবে না আগেই জানতাম তাই ঘরের টুকিটাকি কাজও করলাম এরই মাঝে। ছোটছেলে এসে বললো যে আজকে ইলিশ পোলাও খাবো। ওর কথা শুনে খুশিই হলাম এটা ভেবে যে ,একটা খাবার রান্না করলেই চলবে। ফ্রিজ থেকে ইলিশ বের করে সেটাকে কেটে নিলাম। এক চুলায় গরম পানি চাপিয়ে চাল ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম। চালটা সামান্য ভিজিয়ে রাখলে চাল থেকে স্টার্চ বেরিয়ে যায় ,এতে করে পোলাও ঝরঝরে হয় ।
Edited by Canva |
---|
চাল দেয়ার জন্য পাতিল উনুনের উপর দিবো এমন সময় ফোনের রিংটোন শোনে এগিয়ে গিয়ে দেখি আমার দেবর কল দিয়েছে। সে আমাদেরকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য কল দিইয়েছে। পরে বোরো ভাবিও একই কথা বললো।
নিজেকে কিছুটা অসহায় মনে হলো তখন। কারণ আমি জানি এই কথা আমার হাবি শোনার সাথে সাথে লাফিয়ে উঠবে যাওয়ার জন্য। যেতে আমার সমস্যা ছিল না কিন্তু এতগুলি চাল ভিজিয়ে ফেলেছি আমি। আমি কথা বলে ফোন রাখার কয়েক মিনিটের মাঝেই হাবির কল পেলাম।
যা ভেবেছিলাম সেটাই ,সে আমাকে রেডি হওয়ায় থাকতে বললো। আমাকে জানালো গাড়ির কাজ শেষ করে বেরিয়ে যাবে। কি আর করা,সব কিছু ফ্রিজে ঢুকিয়ে রাখলাম।
Edited by Canva |
---|
ওদের গাড়ির কাজ শেষ করে আসতে আসতে আড়াইটার বেশি বেজে গেলো। যাওয়ার সময় আমরা একটা কেক নিয়ে গেলাম আমার দেবরের জন্য।আর আমাদের নারায়ণগঞ্জ পৌঁছাতে পৌঁছাতে পাঁচটার কাছাকাছি বেজে গেলো। আসলে পরেরদিন আমার দেবরের সুইডেন যাওয়ার কথা। কিন্তু আমরা পৌঁছানোর একটু পরেই ওর ফোন মেসেজ আসলো যে ,ওর ফ্লাইট ডিলে হয়েছে। আরও একদিন পরে যাবে। ভাবি পাক্কি বিরিয়ানি রান্না করেছিল।
বেশ অনেকদিন পরে নারায়ণঞ্জ গিয়ে ভালোই লাগলো। এই বাড়িতে আমি বিয়েরপর প্রায় ছয় বছর কাটিয়েছি তাই এই বাড়ির প্রতি একটা অন্যরকম ভালোলাগা কাজ করে আমার।
আমাদের নারায়ণগঞ্জ থেকে বের হতে হতে এগারোটার মতো বেজে গেলো। রাত বেশি হওয়ার কারণে জ্যাম কম ছিল তাই আমরা দ্রুতই বাসায় আসতে পারলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় একটার মতো বেজে গেলো।।