Better Life With Steem | The Diary game 26, December , 2024 |

in hive-120823 •  4 months ago 

green pink simple photo collage.png

Edited by Canva

রাতেই হাবি বলে রেখেছিলো কি করবে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানিয়ে দিও। যদি যাও তাহলে আমি ব্যাংক থেকে দ্রুত বের হয়ে বাসায় আসবো না হলে অন্যদিনের সময়েই বের হবো।

আসলে বেশ কিছু দিন আগে আমরা আমার হাসবেন্ডের গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তখন আমিই বলেছিলাম যে এবার শীতে একটা গেট টুগেদার করি ,অনেক দিন গ্রামে রাতে থাকা হয় না। এছাড়া পুরোনো বাড়িটাও ভেঙে ফেলবে এটাও এরকম একটা প্রস্তাব দেয়ার পেছনের কারণ ছিল। তখন আমার এই প্রস্তাবে আমার ছেলেরা ,ননদ ,দেবর -ভাসুর সবাই রাজি হয়েছিল।

সেই গেট টুগেদার করার উদ্যোগ থেকেই আমার ভাসুরের ছেলে তার মেয়ের জন্মদিন গ্রামে করতে চেয়েছে। কিন্তু সমস্যা হয়েছে আমাদের দিক থেকেই । আমরা ঢাকাতে এক বিয়ের অনুষ্ঠানে ফেঁসে বলা গেছি বলা যায়। ওর জন্মদিনের তারিখেই বিয়ের অনুষ্ঠান। যেহেতু গায়ে হলুদ ,মেহেদি ,সংগীত সবকিছুতেই ছিলাম তাই বিয়েতে না গেলে খারাপ দেখা যায়। এই নিয়েই দোটানায় পরে আছি কদিন থেকেই।

শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে দিনে জন্মদিনে উপস্থিত থেকে দ্রুত বাসা থেকে বের হয়ে ঢাকাতে পৌঁছে বিয়েতে যাবো। যদিও এটা আসলে বাস্তবে কতটা সম্ভব হবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। ছেলেদের অবশ্য বলেছি যে একান্তই যদি আসা সম্ভব না হয় তাহলে একটা গিফট দিয়ে আসবো বাসায় গিয়ে।

green pink simple photo collage (1).png

আজকে বিকেলের দিকেই যাওয়ার কথা ছিল কিন্তু আরেকটা ঝামেলা হলো ছোট ছেলের পরীক্ষা আছে ,আর সেটা শেষ হবে সন্ধ্যা সাড়ে সাতটার পরে। এজন্যই ওর বাবা আমাকে বলছে যে আমরা কি রাতেই যাবো নাকি আগামীকাল সকালে যাবো সেটা জানাতে।
অন্য জায়গা হলে রাতে বের হলেও সমস্যা ছিল না কিন্তু আমাদেরকে যেতে হবে আড়িয়াল বিলের মাঝখান দিয়ে ,যেখানে কোনো লোকজন থাকে না। এছাড়াও আমার শশুর বাড়িতে যাওয়ার রাস্তায় লোকবসতি খুবই কম। এখন শীতের দিন হওয়ার কারণে মানুষজন যাও বা আছে তারাও বের হয় না।

এছাড়া সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আড়িয়াল বিলের সম্পর্কে ডাকাতির বদনাম জড়িয়ে আছে। এই এলাকার মানুষজন আগে দিনেরবেলা চাষাবাদ অথবা মাছ ধরতো আর রাতের বেলা ডাকাতি করতো। এটাকে তারা হয়তোবা খানিকটা টাইমপাস হিসেবেই নিয়েছিল। তখন অবশ্য এই রাস্তা ছিল না। আমি অবশ্য বিয়ের পরে এমন কোনো ডাকাতি হয়েছে বলে শুনি নাই কিন্তু তারপরও মানুষজন এই রাস্তাকে যতটা সম্ভব রাতের বেলা এড়িয়ে চলে ,বিশেষ করে শীতের সময়।

IMG_8585.JPG

কিছুটা ভয়ে ভয়েই সিদ্ধান্ত নিলাম যে ,ছেলে পরীক্ষা দিয়ে ফিরলে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিবো। যতই তাড়াতাড়ি বের হতে চাইলাম তারপরও প্রায় পৌনে নয়টা বেজে গেলো।রাস্তায় অনেক কুয়াশা থাকবে ভাবলেও আমরা কোনো কুয়াশা পাই নাই সারা রাস্তা।
আড়িয়াল বিলের উপর দিয়ে যাওয়ার সময় দুইপাশের ঘন কালো অন্ধকার দেখে ভয় লাগছিলো। আমাদের গাড়ি এমার্জেন্সি লাইট জেলে টেনে আড়িয়াল বিল পার হয়ে আসলাম ।

এরপর রাস্তার একজায়গাতে মেলা চোখে পরলো। যদিও তখন মেলায় লোকজন নেই বললেই চলে। সেখানে নেমে ছেলেরা নিমকি ,পেঁয়াজু ইত্যাদি কিনলো। গ্রামের বাড়িতে পৌঁছে দেখি সবাই ততক্ষনে শুয়ে পড়েছে। আমাদের শব্দ পেয়ে সবাই উঠে আসলো। আমাদের জন্য অবশ্য ওরা রাতের খাবার রেডি করেই রেখেছিলো। খেতে বসার পরেই আমার ননাস কল দিয়ে জানলো যে ,তোমাদের জন্য রুম রেডি করে রেখেছি। এখানে এসেই রাতে ঘুমিও। আমার হাসবেন্ডের সবচাইতে প্রিয় বোন বলা যায় এই ননাসকে। তাই আমার হাবি সাথে সাথেই রাজি হয়ে গেলো।

আমরা আর খুব একটা লেট না করে ননাসের বাসার উদ্দেশ্যে বের হলাম। আকাশের দিকে তাকিয়ে তারাভরা আকাশ দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। বায়ূ দূষণ ও লাইটের জন্য এত্তো তারা ঢাকার আকাশে কখনোই দেখা যায় না।



Thank You So Much For Reading My Blog

3KyYabPY3g77mhATvBAAUF5zNR1CtqkeWauN9MRyWDCSJJeN9WZVXxTFs1osy6uhZisoaiFyWVDNasfkuL6TCt1ktBsbpzwrjDQjD5Whfk...ZaM9uuYHaeW4UUPGGgs2cmDJiTjepqhtQSaepYYFHTcDDjyKwJFNySU1pqwEMpSESQC3Gn7hqBvLRjSYsY6BdDKRgFVbQR2Yp7VjXiG9Wvs5d8nxs9LuoDTwMx.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

আপনার পোস্টে পড়ে অনেক ভালো লাগলো। গত পোস্টে আমি পড়েছিলাম আপনার এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে পূর্বাচল গিয়েছিলেন আপনারা সবাই। আপনার পোস্টে পড়ে আরেকটা বিষয় জানতে পারলাম আপনার শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটা আড়িয়াল বিল রাস্তায় পড়ে ওইখানে অনেক ডাকাতি হয়। আমি মনে করি তাহলে আপু রাতের বেলা আপনার শ্বশুর বাড়িতে যাওয়াই উচিত হবে না। বিয়ের অনুষ্ঠানে যে ,
পরের দিন আপনার শ্বশুর বাড়ি চলে যান হয়তোবা বার্থডেতে প্রেজেন্ট থাকতে পারবেন না। এটা একটা দুঃখের বিষয় কিন্তু কি করার রিক্স নিয়ে তো যাওয়া উচিত না।

আপনার গল্পটি খুবই সুন্দর এবং হৃদয়গ্রাহী। গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার অনুভূতি, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর গল্প এবং বিশেষত আড়িয়াল বিলের অন্ধকার রাস্তা পার হওয়ার অভিজ্ঞতা সত্যিই মনোমুগ্ধকর। সেই পুরোনো দিনের স্মৃতিগুলি, সবার মধ্যে মিলনমেলা, আর ছোটখাটো ঝামেলা কাটিয়ে যাত্রা করা, সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছে।

বিশেষ করে আপনার ননাসের প্রতি ভালোবাসা এবং ঐক্যের অনুভূতি খুবই স্পর্শকাতর ছিল। আপনি সত্যিই একটি সুন্দর অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা আমাদের মনে দীর্ঘসময় ধরে থাকবে।

গ্রামে গেলে সবার সাথে সবসময় দেখা হয় না। তবে এবারের গেট টুগেদারে অনেকের সাথেই দেখা হয়েছে যা খুব ভালো লেগেছে। আসলে মাঝে মাঝে এমন হওয়া উচিত নাহলে আস্তে আস্তে সবার সাথে যোগাযোগ কমে যায়।এছাড়া নতুন প্রজন্মত চিনতেই পারবে না অনেককে।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে মন্তব্য করার জন্য।


Best regards
You created exclusive and quality content
We wish you a happy new year 2025
Team 01 - Steemit Explorers Team

image.png

@damithudaya

@damithudaya,
Thank you so much for your encouraging support, sir.