Better Life With Steem | The Diary game ,January 31, 2025

in hive-120823 •  22 hours ago 

Beige Minimalist Mood Photo Collage (6).png

Edited by Canva

ভোর হবার পর থেকেই হাবির ডাকাডাকি শুরু হয়ে গেছে উঠার জন্য। আমি ছুটির দিনে একটু বেলা করে উঠে পছন্দ করি। কিন্তু বুঝতে পারতেছিলাম সেই আশায় আজকে গুঁড়ে বালি। অবশ্য এটা গতকাল থেকেই জানতাম যে আজকে সে এমন করবে।

কারণ আজকে তার বন্ধুরা একত্রিত হবে। তার এক বন্ধু কাপাসিয়া থানার ওসি। তার ঐখানেই সবার একসাথে নাস্তা করার কথা। ছুটির দিনে কোথাও যাওয়ার কথা থাকলে আমার হাসবেন্ড পাগল হয়ে যায় সেখানে দ্রুত পৌঁছার জন্য। প্রতিবারই দেখা যায় যে আমরাই সবার আগে পৌঁছাই।

কিন্তু আজকে আমার ঘুম ভেঙে গেলেও আমি ঘাপটি মেরে শুয়ে থাকি। অবশ্য এই শুয়ে থাকার পেছনে দুটি কারণও ছিল। প্রথম কারণ হলো ,বুয়াকে সকালে এসে রুমগুলি মুছে টুকটাক কাজ করে যেতে বলেছি। আরেকটা কারণ হলো বিড়ালটাকে যেন কিছুটা হলেও কম একা থাকতে হয়।

IMG_9241.JPG

এরই মাঝে বুয়াও চলে আসলো তাই আমার কাছে আর শুয়ে থাকার মতো তেমন সুযোগ রইলো না। ফ্রেশ হয়ে সিম্বার জন্য একটু বেশি করেই খাবার বানালাম। এরপর রেডি হয়ে নিলাম কাপাসিয়া যাওয়ার জন্য। ছোট ছেলে অবশ্য আমাদের সাথে যাবে না। ও সাথে গেলে ভালো হতো। আমাদের আসলে দুইদিনের প্রোগ্রাম।ও না যাওয়ার কারণে আজকেই ফেরত আসতে হবে।

কিন্তু ওর এক বন্ধুর বাগানবাড়িতে অনেক দিন আগে থেকেই আজকে সবাই একত্রিত হবে এমন কথা হয়ে রয়েছে। এতদিন পরীক্ষার জন্য সবাই আটকে ছিলো। তাই ওকে রেখেই আমরা বের হলাম বাসা থেকে।
এরই মাঝে ভাবীকে কল দিয়ে বললাম যেন ,দুপুরের দিকে সামান্য ভাত সিম্বাকে মাছ অথবা মাংস দিয়ে মাখিয়ে দিয়ে যায় কাউকে দিয়ে। এরজন্য বাসার চাবিও দিয়ে আসলাম ভাইয়ের বাসায়।

IMG_9244.JPG

এরপর আমরা কাপাসিয়ার দিকে যাত্রা শুরু করলাম। আমি আগে কখনো কাপাসিয়া যাই নাই। গাজীপুর গিয়েছি অসংখ্যবার। কিন্তু কাপাসিয়া গাজীপুরের অনেকটাই ভেতরের দিকে।

আজকে ইজতেমার কারণে জ্যাম হতে পারে এই ভেবে আমরা মেইন রোড দিয়ে না গিয়ে গ্রামের ভেতরের এক বাইপাস দিয়ে গেলাম।
এখনো এই এলাকাটা একদমই গ্রাম রয়ে গেছে। কোথাও দেখলাম সরিষাখেত, কোথাও কৃষকরা ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেছে আবার কোথাওবা এই শীতের মাঝে পানিতে নেমে কিছু একটা করতেছে।

দেখে কষ্ট লাগলো এটা ভেবে যে ,আমাদের দেশের কৃষকরা কত কষ্ট করে ফসল ফলায় অথচ তারা তার প্রাপ্য দাম পায় না।মাঝখান থেকে লাভ করে ব্যাবসায়ীদের সিন্ডিকেট।

IMG_9247.JPG

আমাদের কাপাসিয়া পৌঁছাতে পৌঁছাতে এগারোটার মতো বেজে গেলো। আমি প্রথমবার কোনো থানার ভেতরে ঢুকলাম। তাই থানা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিলো না। অনেক সাজানো গুছানো এই থানাটা ফুলে ফুলে ভরে আছে।

এরপরে কি হলো সেটা পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো।

Post Details

CameraiPhone 14
Photographer@sayeedasultana
LocationDhaka,Bangladesh


Thank You So Much For Reading My Blog

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgaQoCtGeKVqRDUGfrmTXsfxHraVeGpEUQ6HjQHG9igTSfqGMVa6WEJmNoG7kyP96MeJqwySjh1g.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার দিনটি বেশ ব্যস্ত এবং উপভোগ্য ছিল! কাপাসিয়ার অভিজ্ঞতা, গ্রামের প্রকৃতি আর থানার সাজানো পরিবেশ নিয়ে বর্ণনাগুলো সত্যিই সুন্দরভাবে তুলে ধরেছেন। ইজতেমার কারণে বিকল্প পথ নেওয়ার চিন্তাটাও ভালো লেগেছে। আগ্রহ নিয়ে অপেক্ষা করছি পরবর্তী অংশের জন্য!