Contest of June #1 by @sduttaskitchen| Do you believe dedication depends on determination?

in hive-120823 •  4 months ago 
Dark Brown Polaroid Frames Photo Collage (4).png

সবার প্রতি শুভেচ্ছা রইলো।আশা করি সবাই ভালো আছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহের মান্থলি কনটেস্ট এবং জন্য এতো চমৎকার বিষয়বস্তু নির্বাচন করার জন্য Incredible India কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু হলো ,ডেডিকেশন কি ডিটারমিনেশন এর উপর নির্ভরশীল কিনা। নিচে এ বিষয়ে আমার মতামত তুলে ধরছি।
2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

business-1150550_1280.jpg

pixabay

Do you believe dedication depends on determination?How?

আমি এর সাথে একমত যেকোনো কাজ করার আগে যতক্ষণ কেউ মন থেকে সেই কাজ করার জন্য সংকল্প গ্রহণ না করবে ততক্ষন পর্যন্ত সে সেই কাজ ঠিক মতো করতে পারবে না। ।
যেকোন কাজ সঠিক ভাবে করার জন্য আগে সেই কাজ করার করার জন্য ইচ্ছাটা জরুরি । আমাদের জীবনের লক্ষ অর্জনের জন্য ইচ্ছা শক্তি ,প্রচেষ্টা এবং সর্বোপরি সেই কাজের প্রতি ভালোলাগা না থাকলে আমরা কখনোই সেই কাজে নিজেদেরকে নিবেদিত করতে পারবো না।

How can we increase our dedication to definite determination? Describe.

প্রথমেই আমাদের লক্ষস্থির করতে হব। আর এক্ষেত্রে আমাদের ইচ্ছাটাও থাকতে হবে সেই কাজের প্রতি একদম মন থেকেই। যখন আমাদের সামনে একটা লক্ষ্য থাকবে যে আমি কোথায় পৌঁছাতে চাই তখন সেই কাজের প্রতি ডেডিকেশন বাড়বে।প্রয়োজন ,সম্পদ সাথে সাহায্যকারী মানুষজন এবং আত্মবিশ্বাস আমাদেরকে আমাদেরকে কোনো কাজের প্রতি মনোযোগী হতে একটা বড়ো ভূমিকা পালন করে।
সেই সাথে আমি এই কাজ কেন করতে চাচ্ছি এটা যখন ভালো ভাবে বুঝতে পারবোএবং এর সাথে যদি মনের আবেগ জড়িত থাকে তাহলেও আমাদের ডেডিকেশন বৃদ্ধি পায় বলে আমি মনে করি। সাথে ভবিষতে এই কাজে কতটা সফল হওয়া সম্ভব এটার কল্পনাও আমাদেরকে আরো বেশি নিবেদিত হতে সাহায্য করবে।

business-8727683_1280.png

pixabay

উদাহরণ হিসেবে আমি স্টিমিটের কথাও বলতে পারি যে ,২ বছর পরে আমি কোথায় পৌছাবো আমি যদি এটা কল্পনা করি তাহলে এটা আমাকে আমার কাজের প্রতি আরো মনোযোগী করবে ।
এর সাথে সব কিছুর একটা রুটিন সেট করে নেয়া জরুরি। নাহলে সব কিছু এলোমেলো হয়ে যাবে এবং সেটা লক্ষের প্রতি পৌঁছাতে বাধা দিবে।

সেই সাথে এমন মানুষদের আশেপাশে থাকা প্রয়োজন বলে মনে করি আমি যারা কাজটা করতে সমর্থন করবে কিংবা নেগেটিভ কথা কম বলবে। কারণ নেগেটিভ কথা বলা মানুষেরা তাদের চিন্তাভাবনা দিয়ে আমাদেরকে পিছিয়ে দেয়। এর সাথে আরো একটা জিনিস যা অতি আবশ্যক না তারপরও প্রয়োজন বলে আমি মনে করি সেটা হলো সেলিব্রেশন ,আমাদের ছোট ছোট সফলতার উদযাপন যখন আমরা কাছের মানুষদের নিয়ে করবো তখন এটা আমাদেরকে আরো কাজের প্রতি মনোযোগী করবে বলে মনে হয়।

woman-6583628_1280.jpg

pixabay.

You can share your challenging stories( both in your personal and professional life) to justify the term.

আমার এক মামী বিজনেস করতো। দোকান থেকে বড়ো বড়ো অর্ডার এনে সেগুলিও তার বড়ো ফ্যাক্টরিতে ব্লক ,বাটিক ,কারচুপি ইত্যাদি করে দোকানে দিতো আবার নিজের ডিজাইনে করেও দিতো। এটা দেখে আমার আগ্রহ তৈরী হয়। তখন আমার ছেলেরা কেজি ১/২ পড়তো।
মামীকে আমার আগ্রহের কথা বলে সে আমাকে বলে যে তুমি তো শুরুতেই বড়ো করে করতে পারবে না। কিছু কিছু ব্লক করে দেখো ,সেই সাথে বুঝো। এরপর যদি মনে করো পারবে পারো তাহলে মানুষ দিয়ে করাও। প্রথম দিকে আমার কাছে দিও আমি বিক্রি করে দিবো ,। এটা শুনে ইসলামপুরে গিয়ে কাপড় , নিউমার্কেটে গিয়ে ব্লক,রং আরও যা যা লাগে কিনে আনি। কম দামে একজনের কাছ থেকে এক বস্তা ব্লক কিনি।

wedding-2607077_1280.jpg

pixabay

কাজ শুরু করে দেই বাসার ডাইনিং টেবিলে। পরিচিত ভাবীদের থেকে শুরু করে মামীকে কিছু দেই। এরপর খুঁজে বের করি এম্বয়ডারী করার লোকজন। কিন্তু সমস্যা শুরু হয় বাসায়। শাশুড়ি ,ছোট ছোট ছেলেরা সব কিছু মিলিয়ে বাধা আসতে থাকে সবদিক থেকে । পারিবারিক শান্তি বজায় রাখতে একসময় পিছিয়ে আসি।

Do you have any suggestions for newbies who want to be successful on steemit? Please share (if any).

স্টিমিটে আমার জার্নি খুব বেশিদিনের না। তবে এই অল্প ক'দিনের অভিজ্ঞতায় আমার মনে হয়েছে এই প্লাটফর্মে সফল হতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হলো ধৈর্য। এখানে কেউ অল্প সময়ে ধনি হওয়ার চেষ্টা করলে সফল হতে পারবে না। সাথে ফাঁকিবাজি না করে নিয়মিত কাজ করতে হবে।

woman-1851464_1280.jpg

pixabay

সাথে সাথে এনগেজমেন্ট বাড়ানো , কোন একটা ক্লাব মেইনটেইন করা ,নিয়মিত পাওয়ার আপ করা ,কোয়ালিটি কন্টেন্ট করা ,এ আই ও প্ল্যাগিয়ারিজমের দিকে খেয়াল রাখা ,ঠিক মতো মার্ক ডাউন ,সঠিক হ্যাশ ট্যাগ দেয়া ,অন্যের লেখা পড়ে নিজের লেখার মান বাড়ানো,অন্যের লেখা কপি করার চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা শক্তিকে বাড়ানোর চেষ্টা করা ,অন্যের সফলতায় হিংসা না করে নিজের কাজের মান কিভাবে বাড়ানো যায় সেদিকে খেয়াল রাখা এবং আরো অধিক পরিশ্রম করার দিকে মনোযোগী হতে হবে।

আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো অনৈতিক পন্থা অবলম্বন করা চলবে না এই প্লাটফর্মে। আসলে আমার এই প্ল্যাটফর্মে জার্নি বেশি দিনের না হওয়ার কারণে আমার নিজেরই জানার অনেক ঘাটতি আছে। আমি নিজেই প্রতিনিয়ত শিখতেছি। তারপরও আমার এই স্বল্প জানার পরিসরে মনে হয়েছে এই জিনিসগুলো মেনে চললে এই প্লাটফর্মে সফল হওয়া সম্ভব।

woman-2667455_1280.jpg

pixabay

প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @amekhan (65) ,@hafizur46 এবং @karobiamin71 কে এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।



Thank You So Much For Reading My Blog

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgaQoCtGeKVqRDUGfrmTXsfxHraVeGpEUQ6HjQHG9igTSfqGMVa6WEJmNoG7kyP96MeJqwySjh1g.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপু প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই জুন মাসের প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

আপনি শেষ প্রশ্নের উত্তরে নতুনদের কিছু পরামর্শ দিয়েছেন এগুলো একদমই সঠিক। এই প্রতিযোগিতায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালো ভাবে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

কতটা ভালো হয়েছে সেটা জানিনা তবে চেষ্টা করেছি যতটা সম্ভব উত্তর দিতে। কিন্তু এই প্ল্যাটফরমে আমার নিজের জার্নিই খুব বেশি দিনের না।
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। এত চমৎকার করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়ই।

আমি জানি আপনি বেশ পরিশ্রমিক আর সেই জন্যই অল্প কয়দিন এসেই অনেক বিষয়ে পারদর্শেই হয়ে উঠেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট পড়ে খুব সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।

ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য। প্রতিটি প্রশ্নের উত্তর আপনি চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। একটি কাজ সঠিকভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সবার আগে ইচ্ছে থাকা জরুরি। আমিও এই কথাটির সাথে পুরোপুরি একমত। ভালোলাগা, ইচ্ছে ও ভালোবাসা না থাকলে সেই কাজে কখনো সফল হওয়া যায় না।

আপনি নতুনদের জন্য কিছু টিপস ও আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছেন। যারা একদম নতুন স্টিমিট প্লাটফর্মে তাদের এই কথাগুলি সত্যি অনেক কাজে দেবে। এছাড়াও একটি কমিউনিটিতে কাজ করা, রুলস এন্ড রেজুলেশন মেনে চলা সবকিছুই অনেক জরুরি।

আপনার একটি কাজের প্রতি ভালোলাগা ও ভালোবাসা ছিলো। আপনি হয়তো আজ সফল উদ্যোক্তা হতে পারতেন। কিন্তু সাংসারিক চাপে সেটি আর হয়ে ওঠে নি। তবুও আপনার চেষ্টা ও ধৈর্যের প্রশংসা করছি। ভালো থাকবেন ম্যাম। প্রতিযোগীতায় আপনার সফলতা কামনা করছি।

এই প্ল্যাটফর্মে আমার পথ চলা খুব বেশি দিনের না। এর মাঝে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই আমি লিখেছি। কিন্তু আমার নিজেকেই এখনো অনেক কিছু জানতে হবে।
চমৎকার করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।

কনটেস্ট অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে কোন কাজ করার ক্ষেত্রে নিজের মনকে ঠিক রাখতে হবে। তবেই না আপনি যেকোন কাজ করতে সক্ষম হবেন। আসলেই যে কোন কাজের ক্ষেত্রে ভালোলাগা, সৎ ইচ্ছা এসব থাকা জরুরী। তবেই না মানুষ জীবনে সার্থক হবে।
আপনি একদম ঠিক বলেছেন, বিশেষ করে এই স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করতে গেলে মনের ভেতর ধৈর্য ধরতে হবে।

প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ছিল। ভালো থাকবেন।

যেকোন কাজ করার আগেই সংকল্প গ্রহন করাটা সবচেয়ে জরুরী। নাহলে যত ভালো কাজেই দেয়া হোক না কেন সেটা করার ইচ্ছে করবে না।

সত্যি বলতে স্টিমিট প্ল্যাটফর্ম আমার জার্নি খুবই অল্পদিনের। আমার নিজেরই সবকিছু খুব ভালো করে জানা নেই। তারপরও আমার যেটুকু মনে হয়েছে সেটুকুই আমি লিখেছি।
এতো চমৎকার করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময় এইশুভ কামনা রইল আপনার জন্য।