Contest of June #2 by @sduttaskitchen| Your preference planned or surprise!

in hive-120823 •  5 months ago 
Dark Brown Polaroid Frames Photo Collage.png

Edited by Canva

সবার প্রতি শুভেচ্ছা রইলো।আশা করি সবাই ভালো আছেন। আমাদের কমিউনিটিতে শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যাম @sduttaskitchen এর কর্তৃক আয়োজিত জুন মাসের দ্বিতীয় প্রতিযোগিতা আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ।
সেই সাথে আশা করতেছি যে ,আমাদের কমিউনিটির সব বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তাদের মতামত প্রকাশ করবেন।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমিও আমার মতামত প্রকাশ করছি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

Do you love surprises or planned things to follow in your life? Share reasons behind your choice!

gift-2765883_1280.png

pixabay

সারপ্রাইজ পেতে পছন্দ করে না এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যাবে না। তবে আগে যেমন আমার কাছে সারপ্রাইজের গুরুত্ব অনেক বেশি ছিল সেটা সময়ের সাথে সাথে অনেক কমে গেছে।জীবনে যখন বাস্তব অভিজ্ঞতা কম ছিল তখন পুরো পৃথিবীটাকেই দেখতাম রঙিন চশমা পরে।
তখন কারও কাছ থেকে সারপ্রাইজ পেতে পারি এটা ভাবলেই মন আনন্দে ভরে উঠতো।

কিন্তু এখন বাস্তবতার মুখোমুখি হতে হতে মনে হয় সারপ্রাইজ পেলে ভালো কিন্তু এটাই সব না বরং জীবনে চলার পথে পরিকল্পনা করে চলাটাই সবচেয়ে জরুরি। পরিকল্পনায় আমরা সফলতা সব সময় না পেতে পারি কিন্তু তারপরও সঠিক ও সময়উপযোগি পরিল্পনার মাধ্যমে আমরা বেশিরভাগ সময় আমাদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানোর সম্ভবনা থাকে ।

What are the pros and cons in both cases? Describe.

প্রতিটি বিষয়েরই ভালো- মন্দ দুটো দিক থাকে। যদি আমরা সারপ্রাইজের কথা বলি তাহলে এটা আমাদেরকে হঠাৎ আনন্দ দেয়। তবে এর ভালো দিক অনেক। যেকোনো সম্পর্ককে মধুর করতে সারপ্রাইজের গুরুত্ব অনেক। একটা খারাপ সম্পর্কও নিমেষে ভালোর দিকে চলে আসতে পারে সারপ্রাইজের মাধ্যমে। এই আনন্দ কখনো ক্ষনিকের হয়ে থাকে আবার অনেক সময় এই আনন্দের কথা আমরা সবসময় মনে রাখি।

আবার খারাপ দিকও আছে। কিছু কিছু মানুষ আছে তারা এসব বিষয়ে কোনোদিন ভাবেই না। তাদের কাছ থেকে যদি আমরা সারপ্রাইজ পাওয়ার আশা করি তাহলে কষ্ট পেতে হয়। আবার নিজেরা কারো জন্য সারপ্রাইজের পৰিকল্পনা করার পর যদি কোনো কারণে সেটা না হয় কিংবা সে পছন্দ না করে তাহলেও খারাপ লাগে।

আবার তেমনিভাবে জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে আমাদেরকে অবস্যই পরিকল্পনা মাফিক এগুতে হবে।এতে সবসময় সফল না হলেও সফল হবার সম্ভবনাই বেশি থাকে। অপরদিকে যদি জীবন যদি পরিকল্পনাবিহীন হয় তাহলে ব্যার্থতার সম্ভবনাই বেশি।

training-5822607_1280.png

pixabay

Share your memorable stories related to surprise and planned things or occasions.

আমার বাবা দেশের বাইরে থাকতেন। যার কারণে কোনো সময়ই ঈদের সময় আমাদের সাথে থাকতে পারতো না। একটা সময় আমি মা-বাবার সাথে গিয়ে থাকা শুরু করলে কোরবানির ঈদটা আমি বাবার সাথে কাটাতাম। কিন্তু পুরো পরিবার মিলে ঈদ উদযাপন করাটা আমাদের কখনোই হয়ে উঠে নাই।

কিন্তু একবার আমি ঈদের আগের দিন ঘুমিয়ে ছিলাম। এমন সময় আমার ছোট ভাই আমাকে ঘুম থেকে টেনে তুললো এটা বলে যে ,উঠ,উঠ বাবা এসেছে। আমি ঘুমঘুম চোখে বোকার মতো উঠে বসেছিলাম।
এটা ছিলএখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড়ো সারপ্রাইজ। কারণ আমার জন্মের পরে আমি কখনো পুরো পরিবারকে নিয়ে একসাথে ঈদ উদযাপন করতে দেখি নাই। বাবা আসায় আমাদের পরিবার পরিপূর্ণ হয়েছিলো একবারের জন্য ।

fun-1012681_1280.jpg

pixabay

Have you ever been unsuccessful after planning things? Share your story if any.

আমার হাসবেন্ডের জন্মদিন ছিল। আমরা কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিলাম তার দুই -একদিন আগে। কক্সবাজার থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে ,কি কি করবো।কিন্তু আমরা পরিকল্পনা করলে কি হবে ,ঈশ্বর অন্য রকম পরিকল্পনা করে রেখেছিলেন।
কিন্তু কক্সবাজারে থাকাকালীন সময়েই সে অসুস্থ হয়ে পরে।তার অবস্থা দ্রুত অবনতির দিকে যাওয়ার কারণে কক্সবাজার থেকে দ্রুত চলে আসি।

এরপর তার ডেঙ্গু ধরা পরে এবং তাকে হসপিটালে ভর্তি করতে হয়। এর ফলে তাকে সারপ্রাইজ দেয়ার যে প্ল্যান ছিল সেটা বাতিল করতে হয়। আমাদের সবার মনই খারাপ হয়ে যাই ভিষনভাবে। যেখানে আমরা ভেবেছিলাম তার জন্মদিন উপলক্ষে তাকে সারপ্রাইজ দিয়ে সবাই মিলে উৎসবে মাতবো ,সেখানে আমাদের সময় কাটে উৎকন্ঠার মাঝে হসপিটালে দৌড়াদৌড়ি করে।

patient-5691153_1280.png

pixabay

প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @amekhan (65) ,@mdsahin111 এবং @karobiamin71 কে এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।



Thank You So Much For Reading My Blog

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনি এই কনটেস্টের পার্টিসিপেট করেছেন এবং এতে সুন্দর প্রশ্নের উত্তর গুলো দিয়েছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমিও এই কনটেস্টে পার্টিসিপেট করেছি। আশা করি আপনার মত প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দিতে পেরেছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

আপনি কন্টেস্টে অংশগ্রহণ করেছেনা আমি দেখেছি এবং আপনার লেখাও পড়েছি। বলো লেগেছে আপনার কন্টেস্টের জন্য লেখা। আপনার প্রতি শুভকামনা রইলো যাতে আপনি কন্টেস্টে বিজয়ী হন। আপনি আমার থেকেও আরো বেশি সুন্দর করে প্রশ্নের উত্তর দিয়েছেন।
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমার এই কনটেস্ট পোস্ট করেছেন এবং এত সুন্দর একটি কমেন্ট আমাকে উপহার দিয়েছেন, এবং আপনার কাছে যে আমারে কনটেস্ট টা ভালো লেগেছে সেটার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কনটেস্ট অংশগ্রহণ করার জন্য।
আপনি ঠিকই বলেছেন সারপ্রাইজ পেতে আমরা কম বেশি প্রত্যেককেই পছন্দ করি। বাকি ক'জনই বা সারপ্রাইজ দিতেও পছন্দ করে সেটা আমার জানা নাই।
আসলেই ভালো-মন্দ নিয়েই মানুষের জীবন। একজন মানুষের সাথে ভালো সম্পর্ক করতে হলে এই সারপ্রাইজের গুরুত্ব অনেক বেশি।
আপনার প্রতিটি প্রশ্নের উত্তর অনেক সুন্দর ছিল।
আপনার জন্য সব সময় শুভ কামনা রইল। ভালো থাকবেন।

ঠিকই বলেছেন যে, ভালো -মন্দ নিয়েই মানুষ এর জীবন ন। এই জীবনে সারপ্রাইজের ভুমিকাও আছে।
আর সারপ্রাইজ পেতে পছন্দ করি না এমন মানুষ হয়তোবা খুঁজে বেরালেও পাওয়া যাবে না। আমরা সবাই সারপ্রাইজ পেতে ভালো বাসি।।
এত চমৎকার ভাবে আমার লেখা পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।