সবার প্রতি শুভেচ্ছা রইলো।আশা করি সবাই ভালো আছে। স্টিমিট এনগেজমেন্ট চ্যালেঞ্জ পাশাপাশি মান্থলি কনটেস্ট আয়োজন করা এবং জন্য এতো চমৎকার বিষয়বস্তু নির্বাচন করার জন্য ইনক্রেডিবল ইন্ডিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ।
এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু হলো , যে বিষয়গুলির জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই । নিচে এ বিষয়ে আমি আমার মতামত প্রকাশ করছি।
"Mention three things for which you are grateful to the almighty." |
---|
আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি তারা আসলে তাদের জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটা বিষয়ের জন্য তার প্রতি কৃতজ্ঞ থাকে। তারপর অনেক বিষয় নিয়ে অনেক সময় কিছুটা অভিযোগ থাকে যে এটা এমন হলো কেন কিংবা আল্লাহতো আমার সাথে এমনটা না করলেও পারতো। অনেকসময় এই অনুভুতিটা আমারও যে হয় নাই এমনও না।
কিন্তু তারপরও তারপ্রতি আমার কৃতজ্ঞতার পাল্লাটাই ভারী। সত্যি বলতে জন্মের পর থেকে এখন পর্যন্ত অনেক মানুষের তুলনায় হাজারোগুন ভালো আছি ,আর এটা সম্পূর্ণ তারই অবদান। তবে যেহেতু তিনটা বিষয়কে বেছে নিতে বলা হয়েছে ,তাই নিচে সেগুলি নিয়েই লিখছি।
- বাবা -মা
ঈশ্বরের প্রতি আমি সবচাইতে বেশি কৃতজ্ঞ আমাকে আমার বাবা -মায়ের সন্তান হিসেবে পাঠানোর জন্য। প্রতিটা সন্তানের কাছেই হয়তো মনে হয় আমার বাবা -মা-ই সবচেয়ে সেরা ,তেমনি আমার কাছেও এই একই কথা মনে হয়। বাবা দেশের বাইরে থাকার জন্য আমি আমার জন্মের পর থেকে বাবাকে ওই ভাবে কাছে পাই নাই। মা ভাইদের পড়াশোনার জন্য দেশে থাকতো বেশি। ওরা একটু বড়ো হবার পরে আমাকে নিয়ে আবার যাওয়া শুরু করে বাবার কাছে।
যার কারণে বাবার সাথে ছোটবেলাতে সামান্য দূরত্ব ছিল। অবশ্য সেটা আমার দিক থেকে। পরে সেটা বন্ধুত্বে পরিণত হয়।
আমার বেশির ভাগ শিক্ষা আমার মায়ের কাছ থেকেই পাওয়া। কিন্তু বাবাকেও বাদ দিতে পারবো না। আমি আজ যা কিছু সেটা তাদের কাছ থেকে পাওয়া শিক্ষার জন্যই। সবচাইতে বড়ো কথা হলো তারা আমাকে স্বার্থপর হতে শিখায় নাই। নিজের ও নিজের পরিবারের পাশাপাশি অন্যদের কথাও ভাবতে শিখিয়েছে এবং অনেক কিছু ছাড় দিয়ে হলেও সম্পর্ক বজায় রাখতে শিখিয়েছে।
- সুস্থতা
শারীরিক ও মানসিক সুস্থতা অনেক বড়ো একটা বিষয় আর এজন্য আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। কারণ এর সাথে শুধু আমিই না আমার পুরো পরিবার জড়িয়ে আছে। পরিবারের একটা সদস্য অসুস্থ হলে পুরো পরিবারে তার প্রভাব পরে। এখন পর্যন্ত আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আর এজন্য আমি বিশেষ ভাবে তার প্রতি কৃতজ্ঞ।
- আমার স্বামী ও সন্তান
আসলে আমার স্বামী এবং সন্তানরা আলাদা হলেও আমার কাছে কখনো আলাদা বলে মনে হয় না। কারণ এরা আছেই বলেই আমার নিজেকে পরিপূর্ণ মনে হয়। এই তিনজনের যেকোনো একজনকে বাদ দিয়ে আমি কিছু চিন্তা করতে পারি না। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ এমন একজন ভালোমানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে নির্বাচিত করার জন্য এবং এমন দুটো ছেলে আমাকে উপহার দেয়ার জন্য।এজন্য আমি তার প্রতি আমৃত্যু কৃতজ্ঞ থাকবো।
How Blessings Of God Impact Your Lifestyle. |
---|
প্রতিদিন আমার চারপাশে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে কষ্ট পেতে দেখি। এদের মাঝে কেউ শারীরিক ভাবে কষ্ট পাচ্ছে ,আবার কেউ মানসিক ভাবে কেউবা আর্থিক ভাবে। কিন্তু আল্লাহর অসীম রহমতে এই তিনদিক থেকে আমি ভালো আছি । হয়তো আর্থিক ভাবে অনেকের চেয়ে অনেক খারাপ আছি কিন্তু সেটা এমন না যে এর জন্য আমাকে অনেক কষ্ট পেতে হচ্ছে। আবার এর চেয়ে যদি খারাপ অবস্থায়ও থাকতে হয় সেটা মেনে নেয়ার মতো মন মানসিকতাও আছে। আমার পরিবার ভালো আছে এইজন্য আমি কৃতজ্ঞ তার প্রতি।
কিছুদিন আগে আমার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল তখন এক ধরণের শূন্যতা অনুভব করেছিলাম। কিন্তু সে এখন আল্লাহর রহমতে সুস্থ আছে।
আসলে তার প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই আমার। কোনটা রেখে কোনটা বলবো। ২ /৩ দিন আগে আমার ভাইয়ের ছেলেটা এতো বড়ো একটা গাড়ি এক্সিডেন্টের হাত থেকে বেঁচে আসলো এর জন্যও কৃতজ্ঞ আমি।
ঈশ্বরকে ধন্যবাদ আমার চারপাশের সবাইকে ভালো রাখার জন্য। আমি কৃতজ্ঞ আমার ভাইদের মতো ভাই ও ভাবিদের পেয়ে সেই সাথে ভাইদের ছেলেমেয়েদেরকে পেয়ে যাদেরকে আমি সবসময়ই পাশে পেয়েছি।
Do you believe if we wish anything by heart; the almighty fulfill those wishes? Share if you have any story related to the same. |
---|
আমার বড়ো ছেলে জন্মের সময় আগে যখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন শুরুর দিকে ভালোই ছিলাম। কিন্তু তিন মাসের সময় হঠাৎ করেই ব্লিডিং শুরু হয়। ওই সময় আল্ট্রাসনোগ্রাম যিনি করাচ্ছিলেন তিনি বলেছিলেন যে ,বেবি এখন মোটামুটি ভালোই আছে। তবে আপনি সবসময় মানসিক ভাবে প্রস্তুত থাকবেন যে এই বাচ্চা হয়তো থাকবে না। যেকোনো সময় মিসক্যারেজ হয়ে যাবে। প্রেগন্যান্সির পুরোটা সময় জুড়েই অনেক কমপ্লিকেশন ছিল।
তখন আমার একটাই চাওয়া ছিল বাচ্চাটা যেন থাকে। সাতমাসের সময় আমাকে হসপিটালে ভর্তি করাতে হয় এবং সেখানকার ডাক্তাররা ৫ দিন চেষ্টা করেন যাতে সিজার না করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয় নাই এবং সাতমাসে ওর জন্ম হয়। আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে । হয়তো প্রিম্যাচিউর বেবি লালনপালন করাটা অনেক কষ্টের কিন্তু সেটা আমার গায়ে লাগে নাই কারণ ঈশ্বর ওকে আমার কোলে দিয়েছেন।
প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @tanay123, @hafizur46n, এবং @sairazerin কে এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
ছবিগুলো ফেসবুক থেকে নেয়া |
---|
I understand you. We usually see people who believe on their god and walk on the path lead by their elders. Respecting our elders and taking the responsibility which comes under us is so rare. People are adopting true things and getting more closer to their heart. You have outspoken many things.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মে মাসের কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার মনে হয় প্রতিটি মা বাবাই প্রতিটি সন্তানের কাছে শ্রেষ্ঠ। দোয়া করি এই পৃথিবীর প্রতিটি মা-বাবা যেন হাজার বছর বেঁচে থাকে।
আপনার মত প্রতিটি মানুষেরই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেভাবে রেখেছে তাতেই আলহামদুলিল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit