Incredible India contest by @sduttaskitchen|photographs that are close to your heart.

in hive-120823 •  last year  (edited)
ইনক্রেডিবল ইন্ডিয়ার সব সদস্য এবং বিশেষভাবে এডমিন দিদির প্রতি আন্তরিক শুভেচ্ছা রইলোএত সুন্দর একটা বিষয়ের উপরে মান্থলি কনটেষ্ট এর আয়োজন করার জন্য।

আমাদের পক্ষে কখনোই সময়কে কখনোই ধরে রাখা সম্ভব হয় না । তবে এই সময়কে ধরে রাখার কাজটা কিছুটা হলেও বিভিন্ন সময়ে বিভিন্ন মূহুর্তে তোলা ছবিগুলো অনেকটাই করে থাকে। আমাদের প্রায় প্রতিটা ছবির পেছনেই একটা বিশেষ বিশেষ মুহূর্তের বিশেষ গল্প লুকিয়ে থাকে।
এমন কয়েকটা ছবিই আজকে আমি সবার সাথে শেয়ার করবো,যদিওএতো ছবির মাঝে হাতেগুনা কয়েকটা ছবি সিলেক্ট করা অনেক কঠিন কাজ আমার জন্য।আজকে আমার শেয়ার করা ছবিগুলোর মাঝে অনেকগুলোই ঝাপসা স্মৃতির মতোই ঘোলাটে কারন কয়েকটা ছবি প্রিন্ট করা ছবি থেকে নতুন করে তুলেছি ।কিন্তু দেখতে ঝাপসা হলেও এর প্রতিটা ছবিই আমার আমার হৃদয় আকাশে একেকটা নক্ষত্রের মতোই উজ্জ্বল ।

এটা আমার মায়ের ছবি। অসম্ভব ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ ছিলেন। চমৎকার করে কবিতা আবৃত্তি করতে পারতেন। রবীন্দ্রনাথের দুই বিঘা জমি কিংবা নকশি কাঁথার মাঠের মতো অনেক কবিতাই তার মুখস্থ ছিল। খুব বেশি রকম অসুস্থ হয়ে পরার আগে পর্যন্ত তার মাথার কাছে সবসময় রবিঠাকুরের চয়নিকা রাখা থাকতো। এই বইটা বাবা তাকে গিফট করেছিলেন বিয়ের পর পরই। তিন মাস আগে দীর্ঘদিন অসুস্থ থেকে তিনি আমাদের সবাইকে ছেড়ে গিয়েছেন।

উপরের ছবিটা গত শীতে পুরোনো ঢাকার এক রেস্টুরেন্টে কাচ্চি খেতে গিয়ে তোলা। এতে আমার দুই ভাবি সহ আমার ভাগ্নে-ভাগ্নি আর ছেলেরা আছে। চমৎকার একটা সময় কাটিয়েছিলাম আমরা খাওয়ার সাথে সাথে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে বিউটি লাচ্ছি ,ও লেবুর শরবত আর পাশের এক বিখ্যাত চায়ের দোকানের চা খেয়ে রাত প্রায় আড়াইটার পরে বাসায় ফিরেছিলাম। পুরোনো ঢাকা আসলে রাত যতই বাড়ে ততই জমজমাট হয়ে উঠে।

উপরের ছবিটা আমার বাবার সাথে দুই ছেলে। ঐদিনই বাবা অনেক দিন পরে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন।

এই ছবিটা করোনা শুরু হবার আগে আমার বড় বাসায় আমার ছেলের জন্মদিনে তোলা হয়েছিলো । আমার মা আর শাশুড়ি মায়ের এক সাথে তোলা শেষ ফটো। দুজনেই আমার খুব প্রিয় মানুষ ছিলেন।এতে তাদের সাথে আমার দুই ছেলে আর ভাগ্নেরা আছে।

28471910_590048984674782_193692738296535020_n.jpg

এক শীতের মাঝে আমার শশুর বাড়ি থেকে ফেরার পথে আড়িয়াল বিলের মাঝে তোলা। আড়িয়াল বিল বর্ষার সময় পানিতে ভরে যায়। দুইপাশে বিলের মাঝ দিয়ে রাস্তা চলে গেছে।খুব বেশি বৃষ্টি হলে কিছু অংশ একদমই পানিতে ডুবে যায় শুধু, মাঝখানে রাস্তা দেখা যায়। এই সময় এই এলাকা দেখতে খুব সুন্দর হয় । আবার শীতের সময় অন্য রকম এক সৌন্দর্য। কোথাও কোথাও সরিষা খেত হলুদ ফুলে ভরে থাকে আবার কোথাও সবুজ ধানে চেয়ে যায়। এই ছবিতে আমার বর, আমার বড় ভাই -ভাবি ,দুই ছেলে আর এক ভাগ্নেকে দেখা যাচ্ছে। পাশেই আমাদের ড্রাইভার দাঁড়িয়ে হাসতেছে। ও আমার বাবার বাড়ির এলাকার ছেলে যার কারণে অনেকটা ফ্যামিলি মেম্বার এর মতোই ছিলো

ছবিগুলি দেখলে অবাক লাগে এটা ভেবে সে সবকিছু কত দ্রুত চেঞ্জ হয়ে যা। মনে হয় বাবা মা ,শাশুড়ি সবাই আছেন। এই অনুভুতিটার মূল্য অনেক। যা আমি অন্য কোনকিছুতে এতোসুন্দর করে পাই না। মনে হয় হাত বাড়ালেই ছুতে পারবো এখনই।

এই চ্যালেঞ্জে অংশ গ্রহণের জন্য আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি @hasnahena(61), @sabus (61) এবং @abubokkar(52)।

এর মাঝে দুইএকটা ছবি ফেসবুকে শেয়ার করা হয়েছিল আগে,আর দুইএকটা হুয়াটসএপ দিয়ে ল্যাপটপে নিয়ে পোস্ট করা


◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনি আপনার জীবনের সাথে জড়িত কিছু ছবি এবং ছবি সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। ওই ছবি গুলোর সাথে,,, আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

@rubina203(63)
আমার পোস্ট পরে এতো সুন্দর করে একটা মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

আমি আপনার সম্পূর্ণ পোস্টটি পড়লাম। আপনি খুব অসাধারণ ভাবে সাজিয়ে গুজে লিখেছেন এবং আপনি খুব সুন্দর ভাবে ছবিগুলো তুলেছেন। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর এবং আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। তাদের সাথে সুন্দর দিন পার করতেছে সেগুলো উল্লেখ করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম একটা সুন্দর পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।

@abubokkar(55)
আমার পোস্ট পরে সুন্দর করে একটা মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল।

@abubokkar(55)
আপনাকে অনেক ধন্যবাদ