Incredible India monthly contest August-#2| Share your best and worst memories of life.

in hive-120823 •  last year  (edited)
প্রথমেই Incredible India এর সব সদস্যকে এবংবিশেষভাবে এডমিন দিদিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বিষয়বস্তু নির্বাচন করে প্রতিযোগিতার আয়োজন করার জন্য। প্রথম যেদিন কনটেস্ট এর কথা ঘোষণা করা হয় সেদিনই সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেছিলাম যে এতে অংশ নিতে চাই। প্রতিযোগিতায় উল্লেখ করা প্রশ্নগুলোর উত্তর আমি নিচে ধারাবাহিকভাবে দেয়ার চেষ্টা করবো।


pixabay

আপনি কি মনে করেন স্মৃতি আমাদেরকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে?এবিষয়ে বর্ণনা করে ?

আমরা আমাদের মস্তিষ্কে প্রতিদিনকার ঘটে যাওয়া যে সব তথ্য জমা করে রাখি সেইসব জমাকৃত তথ্যের নামই স্মৃতি। এর মাঝে হাসি, কান্না,কোন কিছু হারিয়ে ফেলা বা হঠাৎ করেই ফেরত পাওয়ার আনন্দ, বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় ও তাদের সাথে হওয়া বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সহ এমন অনেক কিছুই আমরা সযত্নে সংরক্ষণ করে রাখি।
এই সব স্মৃতি আমাদেরকে সমৃদ্ধ হতে সহায়তা করে। আমাদের জীবনের এসব স্মৃতি থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষাগ্রহণ করে থাকি । আগে যেসব ভুল করেছি সেসব ভুল যাতে আর ভবিষ্যতে না করি এবিষয়ে আমাদের অবচেতন মন সবসময়ই সচেতন থাকে।

ব্যক্তিগত ভাবে আমার কাছে মনে হয় এসব স্মৃতি আমাদেরকে যেমন একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলে তেমনিভাবে পাশাপাশি অনেক সময় কিছু মানুষকে তার সাথে ঘটে যাওয়া কোন ঘটনা থেকে খারাপ ও প্রতিহিংসাপরায়নও করে তুলে।যদিও এদের সংখ্যা কম বলেই মনে করি। তবে বেশিরভাগ সময়ই ভুল থেকে শিক্ষা নিয়ে ভালোমানুষ হিসেবে গড়ে তুলতেই সাহায্য করে থাকে।


pixabay.

আপনার সাথে ঘটে যাওয়া ভালো ও খারাপ মূহুর্ত শেয়ার করেন যা এখনো স্মৃতিতে রয়ে গেছে।

প্রথমেই ভালো স্মৃতির কথাই লিখছি। আমার বাবা দেশের বাইরে থাকতেন। ছোটবেলা মাঝে মাঝে আমি মায়ের সাথে তার কাছে যেয়ে থাকলেও আমার ভাইদের যাওয়া হতো না পড়াশোনার জন্য। যার কারনে ফ্যামিলি ব্যাপারটা অসম্পূর্নই থেকে যেত বছরের বেশিরভাগ সময়।খুব ছোটবেলা আমি আমার বাবাকে মামা বলতাম।তখন ভিডিও কল বলে কিছু ছিলো না।
তাই প্রতিবছর বাবা যখন দেশে আসতেন তখন পুরো পরিবারে একটা আনন্দের পরিবেশ তৈরি হতো সে আসার কয়েকদিন আগে থেকেই। বাবা মাছ খেতে ভালোবাসতেন তার জন্য পদ্মার আরিচাঘাট থেকে মাছ এনে ফ্রিজ ভরে ফেলা হতো।
যে কদিন বাবা দেশে থাকতেন প্রতিদিনই আমাদের জন্য ছিলো ঈদের দিন। মানুষকে দাওয়াত দেয়া আর খাওয়া লেগেই থাকতো।আমাদের পরিবার পরিপূর্ণ হতো এই বিশেষ কদিনের জন্য,যাকে এককথায় বলা যায় হ্যাপি ফ্যামিলি। পরিবার যে কতটা গুরুত্বপূর্ণ এখান থেকেই শিখেছি।
এছাড়াও আমার ছেলেদের জন্ম আমার সবচেয়ে ভালো স্মৃতির তালিকার প্রথম সারিতেই আছে।


pixabay

এবার আসি খারাপ মূহুর্তের কথায়।বাবা- মা ও সবচেয়ে প্রিয় বন্ধুর মৃত্যু সবচেয়ে খারাপ মুহুর্তের মাঝে একদম ওপরের সারিতে আছে।এছাড়াও আরো একটা বাজে সময় আছে।
আামার বিয়ের আগে আমি আইটির ওপরে একটা ১বছরের স্পেশাল কোর্স করতে চেয়েছিলাম কিন্তু ওই সময় বিয়ে ঠিক হওয়ার কারনে আমার ভাই বলেছিলো বিয়ের পরে করিস। খরচ এর কথা জিজ্ঞেস করায় ভাই বলছিলো প্রয়োজনে আমরাই দিবো। কিন্তু বিয়ের পর আর আমাকে সেটা করতে দেয়া হয়নি এটা সারাজীবনই আমাকে কস্ট দেয়।

আপনার সেইসব স্মৃতির অভিজ্ঞতা শেয়ার করুন যা আপনাকে মোকাবিলা করতে হয়েছে ।

মৃত্যু আসলে এমনই একটা জিনিস সেটা যতই কস্টকর হোক না কেন সময় আস্তে আস্তে ঠিক করে দেয়। তবে প্রিয় বন্ধুর মৃত্যু খুব বাজে প্রভাব ফেলেছিল আমার উপর সেইসাথে দ্বিতীয় যে বিষয়টা এটা আমাকে আমার জীবনের অনেকগুলো বছর পিছিয়ে দিয়েছে। আমি সবসময়ই নিজের একটা পরিচয় গড়তে চেয়েছিলাম। শুধুমাএ কারো মেয়ে, বউ বা মা হয়ে না।এগুলো অবশ্যই আমার কাছে সবার আগে গুরুত্বপূর্ণ কিন্তু এর বাইরেও কিছু একটা করতে চেয়েছিলাম।একসময় নিজেকে প্রচন্ডভাবে অবহেলা করতে শুরু করি। যেসব ঘনিষ্ঠ বন্ধুরা নিজেদের কর্মক্ষেত্রে সফল হয়েছিল তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখা শুরু করি।


pixabay

একসময় সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পরি।কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পেতাম সেটুকু সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকতাম।এর কারনে আইডি হ্যাক সহ অনেক ঝামেলাও হয়েছে। ডিপ্রেশনের শিকার হয়ে সাইকিয়াট্রিস্টর কাছেও যেতে হয়েছে।

আপনি এখান থেকে কি শিক্ষা নিয়েছেন?

আমার সবচেয়ে বড়ো ভুল ছিলো নিজেকে অবহেলা করা। তারপর একদিন মনে হলো আর না,অনেক হয়েছে। সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। খুঁজতে থাকি এমন কিছু যেখানে কিছু একটা করতে পারবো। আমার steemit যোগ দেয়াও বলা যায় একারনেই।
এটা বুঝতে পেরেছি যে পিছিয়ে যাওয়া মানে পুরোপুরি হেরে যাওয়া না। এখান থেকেও নতুন করে শুরু করা যায়।ডিপ্রেশনকে একপাশে ঠেলে সরিয়ে নিজেকে একজন নতুন মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছি।এখন প্রতিদিনই এমন কিছু কাজ করার চেষ্টা করি যাতে করে আমি সত্যিকারের আনন্দ খুঁজে পাই ।
এরজন্য আমার পরিবারকেও ধন্যবাদ কারন তারাও এখন আমার সাথেই আছে।


pixabay

আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে
@shasan705(58)
@shakib6176(50)
@mukitsalafi(55)


◦•●◉✿ Thanks Everyone ✿◉●•◦

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@sayeedasultana আপু আপনার পোস্ট টি পড়ে ভালো লাগলো।আসলে সবার জীবনেই এমন কিছু ঘটনা থাকে যা থেকে শিক্ষা নেওয়া র
আছে, অনেক কিছু।। আপু ভালো থাকবেন।

@sairazerin(53)
আমার পোস্টটা পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।

আসনেও ভালো থাকবেন আপু

Loading...

খুব ভালো লাগলো আপু আপনার পোস্টটি পড়ে আসলে প্রত্যেকটি মানুষের জীবনে খুব ভালো এবং খারাপ কিছু স্মৃতি থাকে সেগুলো থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে ভালো থেকেও শিক্ষা নিতে হবে খারাপ থেকেও শিক্ষা নিতে হবে তাহলে আমরা জীবনে নিজেদের একটা অবস্থান তৈরি করতে পারব । আর নিজেকে অবশ্যই অবহেলা করা যাবে না আমরাও কিছু করতে পারবো সেটার সবসময় মনের ভিতর একটা সাহস তৈরি করে রাখতে হবে তাহলে আমরা জীবনে আর সামনে যেতে পারব আগাতে পারবো। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন

আপনি একদম ঠিক কথা বলেছেন যে প্রতিটি মানুষের জীবনে কিছু ভালো স্মৃতি আর কিছু খারাপ স্মৃতি থাকে যা থেকে শিক্ষা নেওয়া দরকার। আর আপনি আপনার পোস্ট টি তে সব কিছু খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা অনেক ভালো লাগলো। আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

I had a great time reading your content. Everybody has both pleasant and bad memories from their lives. We must take what we can from them and move on. Both good and negative things must be learned from. Additionally, we must take care of ourselves and always have the bravery to act if we want to advance in life.
All the best to you.

sumon03(43)
thank you so much vaiya