সবার প্রতি শুভেচ্ছা রইলো। Incredible India আয়োজিত নতুন বছরের প্রথম মাসে এমন একটা মান্থলি কন্টেস্টের আয়োজন এবং এর এতো চমৎকার বিষয়বস্তু নির্বাচন করার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ।এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু হলো ফ্যাশন ।
মানব সভ্যতার ইতিহাস হলো বিবর্তনের ইতিহাস। নানা ধরণের প্রতিকূল পরিস্থিতিতে খাপ খাওয়ানোর মাঝ দিয়ে নিজেকে বদলাতে বদলাতে আজকের এই অবস্থানে এসেছে মানুষ।
একটা সময় মানুষ গুহায় বাস করতো ও লজ্জা নিবারণের মতো কোনো আচ্ছাদন ছিল না কিংবা তখন পর্যন্ত হয়তো লজ্জা নিবারণের বিষয়টিকে গুরত্ব দিয়ে ভাবেনি। ধীরে ধীরে গুহা ছেড়ে বসতি গড়েছে তারা এবং গাছের ছালবাকল পরিধান করেছে শুরুতে।
তবে মানুষ প্রথম কবে পোশাক পরা শুরু করেছে এর উত্তরে অনেক গবেষক বলেন যে, প্রায় তিন লক্ষ বছর আগে প্রথম পোশাক পরা শুরু করে মানুষ।
আর ফ্যাশন এর উদ্ভব সম্পর্কে ধারণা করা হয় যে , প্রাচীন মিশরে প্রথম মানুষ ফ্যাশন এর উদ্ভব ঘটে। তবে তখন সেটা ছিল অনেকটা তাদের স্ট্যাটাসের সাথে জড়িত।
অভিজাত ব্যাক্তিরা দামি ও বাহুল্যপূর্ণ পোশাক পরতেন আর সাধারণ মানুষরা পরতেন তাদের প্রয়োজনের সাথে তাল মিলিয়ে সাধারণ পোশাক। আর তখন থেকেই সময়ের সাথে পরিবৰ্তন হতে হতে ফ্যাশন বর্তমান পর্যায়ে এসেছে।
মানবজীবনে ফ্যাশন এর গুরুত্ব অপরিসীম। কিছুদিন পরে পরেই মানুষের রুচির পরিবর্তন ঘটে। আর এর সাথে তাল মিলিয়ে চলার জন্যই নিত্য নতুন ফ্যাশন এর উদ্ভব হয়।
আবার কখনো প্রয়োজন থেকেও হয়। যেমন ,দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাজারে নাইলন কাপড়ের সংকট দেখা দেয়।
তখন কাপড়ের স্বল্পতার কারণে নারীরা তাদের পোশাকের আকার ছোটো করে ফেলেন এবং লং স্কার্টের পরিবর্তে শর্ট স্কার্ট পরা শুরু করেন। আর তখন থেকেই বিভিন্ন সাইজের স্কার্টের প্রচলন হয়।
What does fashion mean to you? |
---|
ফ্যাশন বর্তমানে বহুল প্রচলিত শব্দগুলির মাঝে একটা। চলার পথে হাজারোবার এই শব্দটা শুনতে হয় আমাদের।
ফ্যাশন নিয়ে বিভিন্নজনের বিভিন্ন চাহিদা থাকে। প্রতিটি মানুষের রুচিবোধ যেহেতু ভিন্ন তাই তাদের ফ্যাশন সম্পর্কে মতামতও ভিন্ন হয়।
তবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় ফ্যাশন কি ?তাহলে এর উত্তরে আমি বলবো যদি কোনো স্টাইল কোনো সময় সবার মাঝে গ্রহণযোগ্য হয় ,তাহলে সেটাই ফ্যাশন।যদিও বর্তমান অনলাইনের যুগে একটা ফ্যাশন জনপ্রিয় হলে সারা দুনিয়াই সেটা অনেকটা লুফে নেয়।
তারপরও মানুষের দেশ, সংস্কৃতি ,বয়স, রুচিবোধ, পছন্দ অপছন্দ, লাইফস্টাইল এর উপর নির্ভর করে তার ফ্যাশন সেন্স।ফ্যাশনেবল হওয়ার অর্থ এই নয় যে আপনি দামী পোশাক বা আনুষাঙ্গিক পরিধান করেন । ফ্যাশন সময়ের সাথে আসে যায় এবং বদলায় কিন্তু স্টাইল ব্যাক্তির নিজস্ব।
Do you believe our fashion sense somehow represents our personalities? Describe. |
---|
এই প্রশ্নের উত্তরের সাথে আমি সম্পূর্ণ একমত।
ব্যাক্তিত্ব বলতে আমি বুঝি একজন মানুষের এমন কিছু বৈশিষ্ট যা তাকে অন্য মানুষের থেকে আলাদা করে তুলে। আমাদের মাঝে খুব সাধারণ একটা কথা প্রচলিত আছে যে,পোশাকে ব্যাক্তিত্বের ঝলক।অবশ্য ফ্যাশন বলতে শুধু তার পোশাকই না ,পোশাকের সাথে আনুসাঙ্গিকও পরে।
যেমন কোনো মানুষের দিকে তাকালে আমার প্রথমেই চোখ যায় তার পায়ের দিকে। তার রুচিবোধের পরিচয় ফুটে উঠে আমার কাছে এটা দিয়েই।
একটা মানুষের ফ্যাশনসেন্স তার ব্যক্তিত্ব, মেজাজ এবং এমনকি তার মূল্যবোধ সম্পর্কেও বার্তা দেয়। এটা আমাদের সাংস্কৃতিক পটভূমি, ব্যক্তিগত আগ্রহ এবং আকাঙ্ক্ষা পেশাদারিত্ব, সৃজনশীলতা, আত্মবিশ্বাস, এমনকি বিদ্রোহও প্রকাশ করতে পারে।
উদাহরণ হিসেবে বলতে পারি ,এক সময়ের সুপার মডেল বিবি রাসেলের ফ্যাশন দেখলেই বোঝা যায় যে তিনি দেশীয় সংকৃতিকে তুলে ধরতে ইচ্ছুক। তার হাতের কচুরিপানার বালা ,কপালের টিপ্ আর তার পরনের তাঁতের কাপড় তার ব্যাক্তিত্বকে সুন্দর করে ফুটিয়ে তুলেছে।
Do you think we must wear something that we should carry well? Justify. |
---|
আমি ব্যাক্তিগত ভাবে বিশসাস করি, যাতে আমি কমফোর্ট ফিল করি আমার সেটাই করা উচিত। এমন না যে এখন এই পোশাকের বা অন্য কিছুর ট্রেন্ড চলতেছে তাই আমাকে সেটাই করতে হবে। সেই সাথে পরিবেশটাও গুরুত্বপূর্ণ। আমি এখন কোথায় কোন পরিবেশে বা কাদের সাথে আছি এটাও খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি।
আমার পাশের বাসার কিশোরী মেয়েটাকে যে স্টাইলে বা ফ্যাশন যাই বলি না কেন ,তাকে যেটায় ভালো লাগবে সেটাই হয়তো আমাকে হাস্যকর লাগবে।
কিংবা একটা মডেল যা পরবে সেটাতে অনেককেই ভালো লাগবে না। তাই ট্রেন্ড চলছে বলেই সেটাকে ফলো না করে আমি কিসে সাচ্ছন্দবোধ করি ও কিসে আমাকে ভালো লাগে সেদিকে খেয়াল রাখা উচিত। আমার কাছে ফ্যাশনেবল হওয়ার চেয়ে স্টাইলিশ হওয়াটা জরুরি বলে মনে হয়।
What do you mostly like to wear in your regular lifestyle and occasions? Why? |
---|
আমি আমার দৈনন্দিন জীবনে সবচেয়ে আরামদায়ক পোশাককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেই । ঘরে আমি সবচেয়ে বেশি পরি সালোয়ার কামিজ। এর বাইরে টি-শার্ট ,স্কার্ট এগুলোও পরা হয় তবে সেগুলো তুলনামূলক কম ।
এছাড়া কোনো অনুষ্ঠানে শাড়ি কিংবা সালোয়ার কামিজই পরি। কারণ এতেই আমি সাচ্ছন্দ বোধ করি। ভারী অলঙ্কার কিংবা খুব বেশি সাজগোজ আমি খুব বেশি পছন্দ করি না। পায়েও আরামদায়ক জুতা পড়তেই পছন্দ করি।
তবে পারফিউম পছন্দ করি। সেটা ঘরে বাইরে যেখানেই হোক।
প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @rubina203,
@sabus,এবং
@pijushmitra কে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।