সবার প্রতি শুভেচ্ছা রইলো। Incredible India আয়োজিত নতুন বছরের প্রথম মাসে এমন একটা মান্থলি কন্টেস্টের আয়োজন এবং এর এতো চমৎকার বিষয়বস্তু নির্বাচন করার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ।এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু হলো সময়।
সময় এমন একটা জিনিস যা প্রতিনিয়ত অতীত থেকে বর্তমান আর বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে। আর একই সাথে আপেক্ষিক ও পরিবর্তনশীল একটা বিষয়।
হয়তো আজকে আমার সুদিন কিন্তু আরেকজনের দুর্দিন ,কারও বাড়িতে হয়তো জন্ম আবার কারও বাড়িতে মৃত্যু।কালকেই হয়তো এই চিত্রটা পুরোপুরি পাল্টে যাবে।
আর এজন্যই এটা আপেক্ষিক ও পরিবর্তনশীল। আমাদের মাঝে যারা বুদ্ধিমান তারা নিজের ও অন্যের সময় থেকে শিক্ষা নিয়ে নিজের ভবিষ্যত জীবনটাকে সুন্দর করতে পারে। এজন্যই বোধকরি কবি জীবানন্দদ দাশ লিখেছিলেন ,
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ’লে যেতে হয়
কি কাজ করেছি আর কি কথা ভেবেছি।
1. Do you believe time is the best teacher? Describe. |
---|
এই প্রশ্নের উত্তরে আমি বলবো হ্যাঁ, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মানুষের জীবনে সময়ের থেকে বড় শিক্ষক আর কেউ নেই। জন্ম থেকে মৃত্যু পযন্ত এটা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ও বাস্তব শিক্ষক। জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে তাত্ত্বিক ও বাস্তব শিক্ষা লাভ করে থাকি ।
কিন্তু সময় আমাদেরকে কখনো তাত্ত্বিক শিক্ষা দেয় না। আমাদের সামনে বিভিন্ন ধরণের কঠিন পরিস্থিতি এনে আমাদেরকে শিক্ষা দেয়।
সময় আর শিক্ষকের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো ,শিক্ষক আমাদেরকে শিখিয়ে পরীক্ষা নেন আর সময় আমাদেরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করে নিয়ে তারপর শিক্ষা দেয়।যেমন ,আমি হয়তো একজনকে বিশ্বাস করে তাকে একটা প্রতিষ্ঠানে কাজের দায়িত্ব দিলাম কিন্তু দেখা গেলো দুদিন পরে আমাকে ধোঁকা দিয়ে টাকা পয়সা নিয়ে চলে গেলো। আমি তাতে ক্ষতিগ্রস্থ হলাম।
পরবর্তীতে হয়তোবা সেই প্রতিষ্ঠানকে দাড়াও করলাম কিন্তু আমার শিক্ষা হয়ে গেলো। আমি আর কাউকে পরবর্তীতে এভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করবো না আর এটাই হলো সময়ের শিক্ষা। এরকম শিক্ষা সময় আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই দিয়ে থাকে। যে এই শিক্ষাকে যত ভালোভাবে কাজে লাগাতে পারবে সেই ততো এগিয়ে যাবে।
2. Have you ever gone through any circumstances where you got your answer with time? |
---|
আমি অনেক বারই কঠিন সময়ের সম্মুখীন হয়েছি আর প্রতিবারই নতুন নতুন শিক্ষা পেয়েছি।
আমার বিয়ে হয়েছিল কিছুটা পুরোনো ধ্যান ধারণা সম্পন্ন বিশাল জয়েন্ট পরিবারে। আর আমি এসেছিলাম এক ছোট পরিবার থেকে যার কারণেই হয়তো আমাকে মেনে নিতে তাদের কিছুটা সমস্যা হয়েছিল। প্রথমদিন থেকেই তারা একটা পরিপূর্ণ বৌ চেয়েছিলো ,যেটা আমি একদমই ছিলাম না।
আমার বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় অভিযোগ ছিল মাছ কাটার ধাচের কাজ না জানা। পরবর্তীতে সেটা সংশোধন করে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করেছি যে এখন তাদের ভরসার পাত্রী হতে পেরেছি।আর সবচেয়ে বড় কথা আমি নিজেই যে শুধু এখান থেকে শিক্ষা নিয়েছি সেটা না। আমি আমার দুই ছেলেকেও এমন ভাবে বড় করতে চেষ্টা করেছি যে ,ওরা যেন কোথাও আটকে না পরে।
ওদেরকে আমার বা কারো ওপর যেন ডিপেন্ড না করতে হয় ।আমি এখন অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারি যে ওদের কোনো কাজ করতে দিলে ওরা সেটা করে আসতে পারবে। সেটা বাজার করা থেকে শুরু করে ড্রাইভিং কিংবা ঘরে বা বাইরে যে কাজই হোক না কেন।নিয়মিত করুক আর না করুক আমি শিখিয়েছি কারণ আমি চাই নাই আমার মতো অপমানিত যেন ওদের কোথাও না হতে হয় ।
আমার সাথে সাথে যারা একসময় আমাকে নিয়ে বাজে কথা বলতো তারা এখন আমার দুই ছেলেকেও ভরসার জায়গা বলে মনে করে ।
সেই সাথে অন্য মানুষের কথায় কষ্ট না পেয়ে নিজের মতামতকে গুরুত্ব দিয়ে চলতে শিখেছি।
3. Do you believe time helps us to identify true friends, relationships, and honest people? Share your experience if any. |
---|
আমার বিয়ের পরে আমার বাসায় আমার শশুর বাড়ির দিকের এক ঘনিষ্ঠ আত্মীয়ের ছেলে এসে আমার সাথে ৬ বছর থাকে। পরবর্তীতে তার বাবাও এসে উঠে।
আমার বাসায় ৭ বছর থাকে। আমার হাসবেন্ড তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করতো। আমি মাঝে মাঝে স্বামীকে বলতাম যে এদেরকে আমি বিয়ের কাবিন নামায় লিখে তারপর বিয়ে হয়েছে।
মাঝে মাঝে দুই একজনের কাছ থেকে শুনতে পেতাম আমার বদনামের কথা। হাজবেন্ডকে বললে বলতো এগুলি মানুষ এমনিই বলে। পরবর্তীতে ছেলে পড়াশুনা শেষ করে জব হবার পরে চলে যায় আর ওর বাবা তার ছেলেরা কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হবার কারণে একসময় তার চাকরি ছেড়ে দেয়।
সে প্রতি সপ্তাহেই গ্রামে যেত বৃস্পতিবার। লাস্ট টাইম ফেরত না আসার কারণে তার বাসায় কল করার পরে তার বৌ জানায় যে ,সেতো চাকরি ছেড়ে দিয়েছে। আমি তার কথা শুনে অবাক হয়ে যাই যে মানুষ এতটা অকৃতজ্ঞ কিভাবে হয়। এতদিন আমার বাসায় থাকার পরে কিভাবে না জানিয়ে চলে যায়।
আমার হাসবেন্ড বেচারা একদম চুপ হয়ে যায় এটা শোনার পরে।পরবর্তীতে আরো বেশ কিছু ঘটনাতারা ঘটিয়েছে। এখন আমি কিছুটা দূরত্ব বজায় রাখি।
যদিও আমি আমার ছেলেদেরকে বা ওদের বাবাকে কখনো বলি নাই যে তোমরা দূরত্ব রাখো।
যখন আমাদের সময় ভালো থাকে বা মানুষের কাজে লাগতে পারি তখন চারপাশে সব ভালো মানুষের ভিড় লেগে থাকে কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে কিংবা খারাপ সময়ে এদের অনেককেই আর দেখা যায় না।
সময় মানুষকে যেভাবে চিনতে সাহায্য করে সেটা অন্য কেউ করে না।
নিয়মানুসারে আমি @tanay123
@ abubokkarএবং
@mdsahin111কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এই প্রতিযোগিতার প্রত্যেকটি বিষয় এবং প্রশ্নের উত্তর গুলো খুব ভালোভাবেই দিয়েছেন।
যদি আমরা আমাদের জীবনটাকে পাটিগণিতের অঙ্কের মতো মিলাতে পারি তাহলে জীবনে চলার পথ তো আরো সহজ হয়ে যাবে। অংক করতে গেলে যেমন ভুল হয় ঠিক তেমনি ভাবে জীবনে চলার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় । ভুল থেকে শিক্ষা গ্রহণ করে যারা জীবনকে গড়ে তুলতে পারে তারাই সফলতা অর্জন করতে পারে সময়ের সাথে সাথে ভুলগুলো শুধরে নিয়ে নিজেকে পরিবর্তন করার মানে অগ্রগতি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন যে, জীবন আসলে অংকের মতোই। হিসেস মিলাতে ভুল হয়ে গেলে জীবন বরবাদ।
ধন্যবাদ আপনাকে এত চমৎকার ভাবে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় এমন একটা জিনিস যেটা আমরা চাইলে ধরে রাখতে পারি না। কিন্তু অভিজ্ঞতা গুলোকে কাজে লাগিয়ে অনেক কিছুই করতে পারি। আজকে আপনি আপনার জীবনের কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে আমাদের প্রথম যখন বিয়ে হয়। তখন আমরা অনেক কিছুই জানিনা। আপনার মত করেই আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে। জয়েন্ট করলে ভুল হবে, তারা এক ভাই কিন্তু বোন অনেক।
তারা যদি প্রথম দিন থেকেই আমাদেরকে প্রকৃত বৌমা হিসেবে চায়। তাহলে আমরা কখন নই প্রকৃত বৌমা হয়ে উঠতে পারবো না। অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে। পরবর্তীতে আপনি সবকিছুই শিখতে পেরেছেন। এবং আপনি আপনার ছেলেদেরকে এমন ভাবে তৈরি করেছেন। যাতে করে তারা কোন জিনিসকে কখনো আটকে না যায়। ধন্যবাদ ছেলেদেরকে এত সুন্দর শিক্ষা দেয়ার জন্য।
আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কিনা এতটাই খারাপ। একটা মানুষের কাছ থেকে উপকার পাওয়ার পরে তার যে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। সেটাও ভুলে যায়। আপনার বাসায় যারা ছিল ,তারাও মনে হয় এমন প্রকৃতির মানুষ ছিল। যার কারণে তারা যখন একেবারেই বাসা ছেড়ে চলে যাচ্ছিল। তখন আপনাদেরকে বলার প্রয়োজন মনে করেনি। ধন্যবাদ আপনার অভিজ্ঞতা গুলো শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা একদমই ঠিক কথা যে, একটা মেয়ের যখন বিয়ে হয় তখন সে সম্পূর্ণ নতুন একটা জায়গা থেকে যায়।আর কাজর্মও তেমন কিছু পারে না।তার কাছ থেকে খুব বেশি কিছু আাশা করাটা বোকামি। তারপরও অনেক পরিবার করে।একেকজন মানুষ এর চিন্তাভাবনা আসলে একেক রকম হয়।
ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে মনতব্য করার জন্য।
শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এটা খুব ভালো বলেছেন। আমি এইরকম ভাবে কখনো ভেবে দেখিনি। সময় আমাদের কখনো তাত্ত্বিক শিক্ষা দেয় না। সময় প্রতিনিয়ত আমাদের বাস্তব পরিস্থিতির সম্মুখীন করে বাস্তব শিক্ষা দিয়ে থাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার সাফল্যের জন্য আমার শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় খুব সুন্দর হবে অংশগ্রহণ করার জন্য। এ প্রতিযোগিতার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে প্রত্যেকটি প্রশ্ন ও উত্তর আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি উত্তর দিতে।ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit