সবার প্রতি শুভেচ্ছা রইলো।আশা করি সবাই ভালো আছে। স্টিমিট এনগেজমেন্ট চ্যালেঞ্জ এর পাশাপাশি মান্থলি কনটেস্ট আয়োজন করা এবং জন্য এতো চমৎকার বিষয়বস্তু নির্বাচন করার জন্য ইনক্রেডিবল ইন্ডিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ।
এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু হলো ,আমার পছন্দের পেশা।
1. What is your preferred profession and why? |
---|
আমার ভালো করে বোঝার বয়স হবার আগে থেকেই ইচ্ছে ছিল আমি এয়ার হোস্টেস হবো । হাস্যকর শুনালেও এটাই সত্যি। আমার শয়নে স্বপনে জাগরনে এটাই ছিল। কিন্তু আমি এমন এক পরিবারে জন্মেছিলাম সেখানে আমার বাবা ছাড়া এটাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না ,কিন্তু তাকেও সমাজের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়া হয়েছিল।
সে দেশে না থাকার কারণে আর আসলে আমাদের দেশের সমাজ ব্যাবস্থার প্রতি তেমন কোনো ধারণাই ছিল না ,যার কারণে সেও বাকিদের কথাই মেনে নিয়েছিল। আমি হতে পারতাম কি না পারতাম সেটা পরের বিষয় ছিলো। কিন্তু শুরুতেই বাধা পেয়েছিলাম।
এরপরে আমার আর কোনো ইচ্ছেই ছিল না আমি কি করবো।কারণ আমার ধারণাই হয়ে গিয়েছিলো আমার কোনো কথাই কেউ রাখবে না। বাস্তবেও তাই হলো।
আমার বিয়ের একদম আগ দিয়ে বেক্সিমকোর মতো বেশ কয়েকটা নামি প্রতিষ্ঠান আইটির কিছু কোর্স করাচ্ছিল,যেগুলো ছিলো বেশ এক্সপেনসিভ ছিল এবং এই কোর্সগুলো শেষ করার পরে এই প্রতিষ্ঠানগুলোতেই কাজের সুযোগ ছিল। আসলে তখনও আমাদের দেশে এই সেক্টরে তেমন একটা দক্ষ জনশক্তি ছিলো না।
আমার খুব ইচ্ছে ছিল সেই কোর্স করার এবং ফর্মও নিয়ে আসি । কিন্তু আবারো পরিবার থেকে বাঁধা আসে আর আমাকে বলে যে বিয়ের পরে করিস। আমরা টাকা দিবো প্রয়োজনে।
কিন্তু বিয়ের পরেও শশুর বাড়ির বাঁধার কারণে আবারো পিছিয়ে যাই সংসারের শান্তি বজায় রাখার জন্য। তারপর হয়ে যাই ফুলটাইম হাউজ ওয়াইফ। এই পরিচয় নিয়ে আমার আপত্তি ছিল না কোনোদিনই কিন্তু নিজের কোনো আইডেন্টিটি নাই এটা কষ্ট দিতো। আমার পরিচয় ছিল কারও মেয়ে ,কারও বোন ,কারও বৌ অথবা কারও মা। কিন্তু আমার নিজস্ব কোন পরিচয় ছিল না।
এরপর আর বলতে গেলে কোনদিন চিন্তাই করি নাই পেশা নিয়ে।
Are you satisfied with the profession you are recently attached to? Justify your answer." |
---|
বর্তমানে আমি স্টিমিট প্লাটফর্মে যুক্ত আছি। এই প্লাটফর্মে ঢোকার পেছনে দুটো কারণ ছিল সেটা ছিল আমার। এর একটা ছিলো নিজের একটা আইডেন্টিটি। আরেকটা কারণ ছিলো আমার দুই ছেলেই বড়ো হয়ে যাচ্ছে আর ওদেরকে আমি যেভাবে বড়ো করেছি তাতে ওদের পেছনে আমার তেমন একটা সময় দিতে হয় না। যার কারণে আমি চাচ্ছিলাম এমন কিছু একটা করতে যাতে আমার সময়টা সুন্দরভাবে কাটে আর তাতে মনের শান্তি পাই।
এক্ষেত্রে স্টিমিট প্ল্যাটফর্ম আমার আমার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। সবচেয়ে বড়ো কথা আমি ছোটবেলা থেকেই পড়তে ভালোবাসি। এখানে আমি সেই কাজটা করতে পারতেছি খুব ভালোভাবে পাশাপাশি আমার মনের ভাব প্রকাশ করতে পারতেছি। এছাড়া এখানে আমার কাজের জন্য নির্দিষ্ট কোনো সময় কিংবা বিষয় নির্ধারণ করা নেই। আমি যখন খুশি আমি নিজের ইচ্ছেমতো সময় দিতে পারি। ইচ্ছে করলে ছুটিও কাটাতে পারি।
কেউ আমাকে জাজও করে না। আমি নিজের মনোভাব শেয়ার করার পাশাপাশি অন্যদের অনুভূতিও জানতে পারি। আবার অনেক এর লেখা থেকে অনেক নতুন নতুন বিষয়ও শিখতে পারি। আর এসব কিছুই করতে পারি নিজের ভাষায়।
"3. Do you believe job satisfaction is equally essential to earning?" |
---|
আমার কাছে মনে হয় দুটোই প্রয়োজন। আমার সংসার যদি না চলে ,ছেলেদের খরচ যদি না মেটাতে পারি তাহলে শুধু সন্তুষ্টি দিয়ে হবে না। আমি নিজে জব না করলেও আমার সামান্য কিছু ইনকাম ছিলো আগে থেকেই । এটা দিয়ে টুকটাক খরচ চালাতে পারি।
কিন্তু এর চেয়ে আরো যদি অনেক বেশি ইনকাম থাকতো কিন্তু কাজের চাপের কারণে ফ্যামিলিকে সময় দিতে না পারতাম কিংবা সবার সাথে খিটখিটে ব্যবহার করতাম সেটা অন্যদের জন্য সুখকর হতো না। একই কথা আমার হাসবেন্ড এর ক্ষেত্রেও বলতে পারি যে ,সে যদি কাজের চাপের জন্য বাসায় এসে সারাক্ষণ রাগারাগি করতো কারণে তাহলে মেনে নেয়াটা কঠিন হয়ে যেত।
এখন হয়তো আমরা আর্থিক দিক থেকে ঐভাবে ভালো নেই অবশ্য খুব খারাপও নেই কিন্তু মানসিক দিক থেকে ভালো আছি আমরা। আর এটাই সবচেয়ে বেশি জরুরি। দুটোরই সমন্বয় থাকা প্রয়োজন।
4. What is your dream profession that you would like to pursue? |
---|
স্টিমিট প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকতে চাওয়াটাই এখন আমার স্বপ্ন।এছাড়া আমার কাছে এই মুহূর্তে আর তেমন কোনো অপশনও নেই।আমার কাছে মনের শান্তি জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। একটা সময় ছিলো যখন আমার ইচ্ছেকে কেউ গুরুত্ব দেয় নাই, এই নিয়ে অনেক বেশি অভিযোগ ছিলো।
আমি পরিবারের ইচ্ছেকে গুরুত্ব দিয়েছি। পরিবার সবার উপরে আমার কাছে। তাই অভিযোগ থাকলেও সেটা কখনো প্রকাশ করি নাই। কিন্তু নিজের একটা পরিচয়ের অভাব বোধ করেছি সবসময়। এখন এই প্ল্যাটফরমে কাজ করার পরে উপার্জন কতটা করতে পারবো জানি না কিন্তু আমার নিজের কাছে মনে হয় যে এখন আমার কাছে আমার একটা আইডেন্টিটি হয়েছে। যেটা আমার কাছে সবচেয়ে বেশি চাওয়া ছিলো।
এটা অন্য কারও কাছে নিজেকে প্রমান করার জন্য না,বরং এটা আমার নিজের জন্য। হয়তো পরিবারের ইচ্ছের বিরুদ্ধে যেয়ে কিছু করতে চাইলে করতে পারতাম। কিন্তু সেটা না করে এখন সবাইকে সাথে নিয়ে ,বিশেষ করে আমার বাচ্চাদেরকে সময় দিয়ে নিজের ইচ্ছেপূরণ করতে পারছি। নিজের একটা পরিচয় আরো ভাবে গড়তে চাই নিজের মনের শান্তির জন্য । আর এই স্বপ্ন পূরণের জন্যই কাজ করতে চাই।
প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @baizid123, @hafizur46n এবং @sifat420 কে এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
আপনার স্বপ্নের পছন্দের জব ছিল এয়ার হোস্টেজ সুনে বেশ ভালই লাগলো আপনার বাবার সাপোর্ট ছিল কিন্তু বাড়ি আর কারো সাপোর্ট না থাকার কারণে এই পেশায় আর যাওয়া হয় নাই। অনেক মানুষের স্বপ্ন অনেক রকম থাকে সবার স্বপ্ন তো আর সমান ভাবে পূরণ হয় না। আপু আপনার যে সুন্দর চেহারা আপনি এয়ার হোস্টেজে এক চামসে জব পেয়ে যেতেন।
আপনি এই প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুধু আপনি নন, আমার বিশ্বাস পারিবারিক বাঁধার সম্মুখীন হয়ে আপনার মতন আরও অনেক মেয়ে নিজেদের স্বপ্নকে ত্যাগ করেছে নির্দ্বিধায়। আজকাল যদিও বা মেয়েরা নিজেদের ইচ্ছেটা প্রকাশ করার সাহসটুকুও দেখায়, তবে একটা সময় ছিল যেখানে শুধুমাত্র দু একজন ছাড়া পরিবারের বাকিরা হয়তো মেয়েদের স্বপ্নের কথা কখনো জানতেও পারেনি।কারণ মায়ের কাছে প্রকাশ করার সাথে সাথেই মা জানিয়ে দিয়েছে এই স্বপ্ন কখনো সত্যি হওয়ার নয়, তার পাশাপাশি এটাও বলেছে- এ কথা যেন বাড়ির অন্য কেউ জানতে না পারে। যদিও এগুলো অনেক পুরনো সময়ের কথা, কিন্তু বর্তমানেও যে এমন পরিবার পাওয়া যাবে না এমনটা নয়।
আপনাকে এ কথা বলা একদম উচিত হবে না যে, আপনি চেষ্টা করলে আপনার স্বপ্ন সফল হবে। কারণ আজ হয়তো এই স্বপ্নটা আপনার নিজের কাছেও মূল্য হারিয়েছে। তাই যে চাওয়াটা আপনার মধ্যে আপনি এখনও লালন করছেন, সেটা যাতে পূরণ হয় শুধু এইটুকু প্রার্থনা করবো।
স্টিমিট প্লাটফর্মে আপনার নিজস্ব পরিচয় আরও বেশি মানুষের কাছে পৌঁছাক, আপনি আরো ভালো কাজ করুন এবং আরো উপরে উঠুন, দূর থেকে আপনার জন্য এটুকু প্রার্থনা করতে পারি।
মেয়েদের কাছে স্বামী, সন্তান, পরিবার সবদিনেই প্রাধান্য পেয়েছে এবং ভবিষ্যতেও পাবে, এটা আমার বিশ্বাস। তবে ভালো লাগে আজকালকার মেয়েরা এই সমস্ত কিছুর পরেও, নিজের ভালোলাগা ও ইচ্ছে গুলোর মূল্য দেয়, অন্তত পরিবারের খুশির জন্য নিজেদের খুশি গুলোকে নিজেরা নষ্ট করে না।
আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে সত্যিই খুব ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি আপনার অনুভূতিও মনের ভাব আমাদের সাথে শেয়ার করেছেন। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মে মাসের কনটেস্ট অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সত্যিই পোষ্টের মাধ্যমে আপনার পছন্দের পেশা জানতে পেরে খুব ভালো লাগলো। আমাদের প্রত্যেকেরই একটা নিজের পছন্দের পেশা রয়েছে।
তবে এখন পর্যন্ত জানামতে, অনেক মেয়েরাই জীবন থেকে নিজের স্বপ্নগুলোকে হারিয়ে ফেলেছি। তবে বেশিরভাগই হয় পরিবারের কারণে।
যাই হোক আপনার প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ছিল।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন বাঙালি এবং মুসলিম পরিবারের মেয়ে হয়ে, হোস্টেস হওয়ার স্বপ্ন দেখাটা একেবারেই বোকামি। কেননা এই স্বপ্ন কখনো পূরণ হবে না, বা পরিবারের কেউ মেনে নেবে না। এটা একেবারেই সত্যি আপনার পোস্ট পরিদর্শন করেও সেটাই বুঝতে পারলাম।নিজে কিছু কোর্স করার পরেও হাজবেন্ডের পরিবার মেনে নেয়নি বলে, নিজে একেবারে ফুল টাইম হাউস ওয়াইফ হয়ে গেছেন।
বর্তমান সময়ে আপনি স্টিম প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন। এখানেই আপনি আগামী দিনের পথ চলা কন্টিনিউ করতে চান, বিষয়টা জানতে পেরে ভালো লাগলো। এভাবেই আমাদের সাথে যুক্ত থাকুন।ইনশাআল্লাহ আমরা সবাই মিলে অনেক দূর এগিয়ে যাব। ধন্যবাদ প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পরিবার মেনে না নিলেই অনেক পরিবার তখনও মেনে নিত আর এখনো মেনে নেয়।এমনকি আমার এক ভাগ্নে বউ আরেক কিছুটা দুর সম্পর্কের ভাই বউ এয়ার হোস্টেস এর জব করে পাশাপাশি সংসার বাচচা সবকিছুই সামাল দিতেছে।
আমার হাসবেন্ড এর এক কলিগ এর বউও
এতদিন এয়ারহোস্টেস ছিলো।তবে এখন জব ছেড়ে দিয়েছে।
আসলে যারা খারাপ হওয়ার তাদের চার দেয়ালে আটকে রাখলেও খারাপ হবে। ওরা দুজনেই খুব ভালো মেয়ে।
এই তিনজনকে ব্যাক্তিগত ভাবে খুব কাছ থেকে দেখার পরে আমি খারাপ কিছুই পাই নাই।
সেটাই, ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই প্ল্যাটফরম থেকে ভালো কিছু করতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit