জন্মদিন এর অনুষ্ঠান উপলক্ষে নারায়ণগঞ্জ যাত্রা।

in hive-120823 •  3 months ago 

Beige Minimalist Mood Photo Collage (1).png

Edited by Canva

নারায়ণগঞ্জ আমার শশুড় বাড়ি। আমরা ছাড়া আমার সব ভাসুর দেবররা সেখানেই থাকে। দুইদিন আগে থেকেই আমার ননদরা সেখানেই আছে। আমাদেরকেও যেতে বলেছিলো কিন্তু আমরা ব্যস্ত থাকার কারনে যেতে পারি নাই। আমার শশুড় বাড়ির এলাকার সবাই খুব মানুষ খাওয়াতে ভালোবাসে।

আমার শশুড় -শাশুড়ি মারা যাওয়ার পরেতো এখন আগের মতো গেটটুগেদার করা হয় না কিন্তু আগে কয়েকদিন পর পরই সবাই একত্রিত হতো। এমনও হয়েছে যে রাতে শোওয়ার জায়গা পাওয়া যেত না।সবার সারারাত গল্প করতো। কিন্তু এগুলো এখন অনেকটাই স্মৃতি হয়েই আছে। আমার হাবির কাজিন দের অনেকই দেশের বাইরে চলে গেছে পরিবার সহ আবার অনেকে মারাও গেছেন।যার কারনে চাইলেও আর আগের মতো লোকজন হয় না।

Beige Minimalist Mood Photo Collage (2).png

Edited by Canva

আজকে ভেবেছিলাম দুপুরে চলে যাবো নারায়ণগন্জ। কিন্তু সকালে অন্য একটা কাজে বের হতে হয়েছিলো। বাসায় আসতে আসতে ২টার বেশি বেজে গেল তাই দুপুরে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে রাতে যাওয়ার প্ল্যান করলাম।
যেহেতু সকালের নাস্তা করতে অনেক লেট হয়ে গিয়েছিল তাই আর দুপুরের খাবার খাওয়া হয় নাই। সিদ্ধান্ত নিলাম নারায়নগঞ্জ যেয়ে একবারে রাতেই খাবো।আজকে আমার বড়ো ভাসুর এর নাতনির জন্মদিন। মানে আমারও নাতনির প্রথম জন্মদিন।

আমার হাসবেন্ড এর বোন মানে আমার ননাসের বাড়ি ঢাকাতেই তাই খোঁজ নিলাম সে যাচ্ছে কিনা। আপা জানালো যে, তার ছেলের বউ এর আজকে আটটা পর্যন্ত ডিউটি আছে তাই সে যেতে পারবে না।আর তার বছর দেড়কের নাতনিকে রেখে সেও যেতে পারতেছে না।আমার হাবি তাকে বললো যে, নাতনিকে তার বাাবা আর দুলাভাই এর কাছে রেখে কয়েক ঘন্টার জন্যে আমাদের সাথে যেতে।

Beige Minimalist Mood Photo Collage (3).png

Edited by Canva

যেহেতু তার পরিবার এরই অনুষ্ঠান তাই খুশি মনেই সে রাজী হয়ে গেল। তাকে বললাম যে আমরা বিকেল ৫টার মাঝে রওনা দিবো। কিন্তু আমাদেরই বের হতে লেট হয়ে গেল আর বের হতে হতে প্রায় ৬টার কাছাকাছি বেজে গেল। বেরিয়েতো চোখে অন্ধকার দেখার অবস্থা। কারন রাস্তায় মারাত্মক রকমের জ্যাম।
ইদানীং ট্রাফিক পুলিশরা গা ছাড়া দিয়ে দাঁড়িয়ে থাকে। দেশের অবস্থা এখনো আগের মতো হয় নাই। অবশ্য এটা খুব স্বাভাবিক একটা বিষয়। যখন কোন একটা দেশে গনঅভ্যুথ্যান হয় তখন সেই দেশের পুরো সিস্টেম ভেঙে পরে।এটা পৃথিবীর সব দেশেই হয়।এই সিস্টেম ঠিক হতে বেশ কিছুটা সময় লেগে যায়।

Beige Minimalist Mood Photo Collage (5).png

Edited by Canva

আমার ননাসকে তার বাসা থেকে তুলে আনতে গিয়ে আরো খানিকটা সময় লেগে গেল। আমার ভাসুর বলেছিলেন বাসায় যেতে। আমার ননাসেরও ইচ্ছে ছিল কিন্তু আমাদের পৌঁছাতে লেট হয়ে যাওয়ার কারনে আমরা সরাসরি রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে অনেকদিন পরে অনেক এর সাথে দেখা হলো। সেখানে রাতের খাবার শেষ করে কেক কাটার অনুষ্ঠান শেষ করে জ্যামের ভয়ে ঢাকার দিকে ইচ্ছে করেই কিছুটা লেট করে বের হলাম। ননাসকে তার বাসায় নামিয়ে দিয়ে বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় ১টা বেজে গেল।



Thank You So Much For Reading My Blog

3KyYabPY3g77mhATvBAAUF5zNR1CtqkeWauN9MRyWDCSJJeN9WZVXxTFs1osy6uhZisoaiFyWVDNasfkuL6TCt1ktBsbpzwrjDQjD5Whfk...ZaM9uuYHaeW4UUPGGgs2cmDJiTjepqhtQSaepYYFHTcDDjyKwJFNySU1pqwEMpSESQC3Gn7hqBvLRjSYsY6BdDKRgFVbQR2Yp7VjXiG9Wvs5d8nxs9LuoDTwMx.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমরা যখন পরিবারের সকল সদস্য একত্রিত হই খুব খুব আনন্দিত হই, এই একত্রিত হওয়া যখন অনেকদিন পর হয় তখন আরও বেশি আনন্দ হয়, পরিবারের সবাই যখন তখন সময় কোন দিকে চলে যায় বলা বলা মুশকিল হয়ে যায়, জন্মদিন উপলক্ষে আপনার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জ যাওয়ার গল্প শুনে ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আসলে শশুর শাশুড়ি মারা যাওয়ার পর সবাই আলাদা আলাদা হয়ে যায়। এটা অনেক সংসারে দেখা যায়। অনেকদিন পর পরিবারের সকলের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মাঝে মাঝে সকলে মিলে একত্রিত হলে খুব ভালো লাগে। আশা করছি আপনার দিনটি খুব আনন্দ করেই কেটেছে। অনেক খাওয়া দাওয়া করেছেন। আপনার সুন্দর পোস্টটি করে খুব ভালো লাগলো। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

🌟 A Night Out in the City 🌃

I'm still grinning from ear to ear thinking about our crazy night out! 😊 It took a bit longer than expected to get to the restaurant, but we made it just in time for dinner. And what a feast it was! 🍴 The evening flew by with great company, delicious food, and an epic cake-cutting ceremony. 🎉 But as the night wore on and the jam started, we knew it was time to head back home... or so we thought! 😜