কনে দেখতে গিয়ে বিড়ম্বনা ও অবশেষে বিয়ে।-২

in hive-120823 •  6 days ago 

best friend photo collage.png

Edited by Canva

গত পর্বের লেখাতেই লিখেছিলাম যে ,কনে দেখার উদ্দেশ্যে টাঙ্গাইলের ছাতিহাটি গ্রামে জিতে গিয়ে আমরা সবার থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। যার কারণে গুগল ম্যাপ ফলো করে আমরা এক সরু পিচ্ ঢালা পথে ঢুকে পড়েছিলাম।
পিচ ঢালা রাস্তা একসময় ইট বিছানো রাস্তায় পরিণত হলো।স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করে জানলাম আমরা ছাতিহাটিতেই আছি।সবাই মিলে আমাকে দোষ গেয়ে শুরু করলো যে আমি কেন ভালো করে গ্রামের নাম না জেনে ছাতিহাটির নাম বললাম। কিন্তু আমি শিউর ছিলাম যে ওই গ্রামের নাম ছাতিহাটিই ছিল।

ঐদিকে নেট দুর্বল হওয়ার কারণে আমরা কারো সাথে যোগাযোগও করতে পারতেছিলাম না ভালো ভাবে। বারবার কল কেটে যাচ্ছিলো। মামীর সাথে কথা বলে এক স্কুলের নাম পাওয়া গেলো আমাদেরকে যেখানে পৌঁছাতে হবে। স্থানীয় লোকজন আমাদেরকে এক রাস্তা দেখিয়ে দিলো। পাশ দিয়ে যাওয়া এক অটো ড্রাইভার জানালো যে খানিকটা রাস্তা খারাপ হবে ,কিন্তু এরপর ভালো রাস্তা।কয়েক কিলোমিটার গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব।

best friend photo collage (2).png

Edited by Canva

গ্রামের মানুষদের এই একটা বিষয়ে আমি খুব একটা বিশ্বাস করি না। বিভিন্ন জায়গাতে যাওয়ার অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস টের পেয়েছি যে এদের বেশিরভাগ মানুষের কাছেই ভালো রাস্তার সংজ্ঞা কিছুটা অন্যরকম। একটু ভালোভাবে হাটতে পারলেই তারা সেটাকে বেশির ভাগ সময় বলে রাস্তা ভালো।

একসময় আমাদের সেই লাল ইট বিছানো রাস্তা ইটের ছোট ছোট সুরকি বিছানো রাস্তায় পরিণত হলো। বুঝতে পারলাম রাস্তার কাজ চলতেছে। এমন সময় ছোট ছেলে বললো যে চলো গাড়ি ঘুরিয়ে ফেলি। ওর কথা শুনে সবাই ওকে আরো ধমক দিলো। কিন্তু একটু পরেই টের পেলাম যে ওর কথা শুনাটাই হতো বুদ্ধিমানের কাজ।

একটু পরেই আমরা এমন এক রাস্তায় গিয়ে পৌছালাম যেখান থেকে আমাদের পিছানোর কোনো সুযোগ নেই। কোনো এক কালে হয়তো ইট বিছানো রাস্তা ছিল কিন্তু এখন জায়গায় জায়গায় উটের পিঠের মতো উঁচু নিচু হয়ে আছে আর সেই সাথে বিশাল বিশাল সব গর্ত।সামনে যতদূর চোখ যায় একই রকম রাস্ত। আমাদের আর পেছানোরও কোনো উপায় নেই। দুইপাশে সবজি ক্ষেতের মাঝখান দিয়ে জনমানবহীন সেই রাস্তা। আমরা উপলব্ধি করলাম আমরা আসলে হারিয়ে গেছি কারণ ওই সময় গুগলও কাজ করা বন্ধ করে দিলো ।

আমাদের তখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এক সময় সবাই গাড়ি থেকে নেমে গাড়ির পেছনে পেছনে হাত শুরু করলাম। এভাবেই চলতে চলতে একসময় আবারো সুরকি বিছানো পথের দেখা পাওয়া গেলো। এই রাস্তা পেয়ে আমাদের আত্মায় পানি আসলো। এরমাঝে নেটের কানেকশনও পাওয়া গেলো।

best friend photo collage (3).png

Edited by Canva

এরপর অবশ্য আর তেমন কোনো সমস্যা হয় নাই। আমাদেরকে না পেয়ে আমাদের সাথে থাকা বাকি গাড়িগুলিও আমাদেরকে খোঁজার জন্য ঘুরে এসেছে। পরে জানতে পারলাম যে ,টাঙ্গাইলে কয়েকটা ছাতিহাটি রয়েছে। আমার কিংবা গুগল ম্যাপের কোনো ভুল ছিল না। গুগল আমাদেরকে ঠিকই ছাতিহাটি নিয়ে গিয়েছে তবে সেটা আমাদের ছাতিহাটি না।

এই রাস্তা বিভ্রাটের কারণে আমরা যখন মেয়ের বাড়িতে পৌছালাম তখন সন্ধ্যা হয়ে গেছে। আমরা যখন দুপুরের খাবার খেতে বসলাম তার কয়েক মিনিটের মাঝে মাগরিবের আজান দিলো। আমরা খাওয়ার সময়ই মেয়ে আমাদের সাথে এসে খাবার টেবিলে বসেছিল। সবারই পছন্দ হয়েছিল মেয়ে।

মেয়ের বাবা নেই , যতদূর বুঝতে পারলাম এই কারণে তারাও অনুষ্ঠানের ঝামেলাতে যেতে চাচ্ছিলো না। সবকিছু মিলিয়ে ঠিক হলো যে ,, একবারে বিয়ে শেষ করে মেয়ে আমরা আমাদের সাথে নিয়ে যাবো। যদিও আমি ব্যাক্তিগত ভাবে এমন বিয়ে একদমই পছন্দ করি না।

বিয়েপরবো শেষ হতে হতে প্রায় নয়টা বেজে গেলো। এরপর আবারো খাওয়ার আয়োজন করলো মেয়ে পক্ষ। কিছুক্ষন আগেই দুপুরের খাবার খাওয়ার কারণে অবশ্য আমি আর খাই নাই। মেয়ে নিয়ে বের হতে হতে সাড়ে দশটার মতো বেজে গেলো।
এরপর আবারো সরু পিচ্ ঢালা আঁকাবাঁকা পথে আমরা রওনা দিলাম। তবে এবার ভালো রাস্তাতে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত সাড়ে তিনটার মতো বেজে গেলো।



Thank You So Much For Reading My Blog

3KyYabPY3g77mhATvBAAUF5zNR1CtqkeWauN9MRyWDCSJJeN9WZVXxTFs1osy6uhZisoaiFyWVDNasfkuL6TCt1ktBsbpzwrjDQjD5Whfk...ZaM9uuYHaeW4UUPGGgs2cmDJiTjepqhtQSaepYYFHTcDDjyKwJFNySU1pqwEMpSESQC3Gn7hqBvLRjSYsY6BdDKRgFVbQR2Yp7VjXiG9Wvs5d8nxs9LuoDTwMx.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

It is an interesting story that depicts the hardships and surprising opportunities while traveling the village streets. After getting lost, the family finally gets their chance to be happy when they reach the bride's house. It is not easy to get from one place to another on the village roads, especially when the network facility is also not available. Congratulations on finally getting married.


Screenshot_8footer.png

Congratulations!!🎉🎉 Your comment has been upvoted by TEAM 04 (STEEMIT EXPLORERS) using steemcurator06. Continue making creative and quality content on the blog. By @damithudaya

আসলে গ্রামের রাস্তায় চলতে আমার ভালোই লাগে। তবে আমি যদি গাড়িতে থাকি আর আমার চলার পথের রাস্তা যদি ভালো হয় তবেই সেই জার্নিটা পরিপূর্ণভাবে সুন্দর হয়ে উঠে। কিন্তু তারপরও এই গ্রামে বিয়ে খেতে যাওয়ার অভিজ্ঞতা আমার সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ।


Screenshot_8footer.png

Congratulations!!🎉🎉 Your post has been upvoted by TEAM 04 (STEEMIT EXPLORERS) using steemcurator06. Continue making creative and quality content on the blog. By @damithudaya

@damithudaya, thank you so much for your encouraging support, sir.

মাশাল্লাহ দেখতে গিয়ে বিয়ে এটা খুবই ভালো বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে ছোট খাটো আয়োজন অল্প সময়ের মধ্যে বিয়ে এটা অনেক বরকত ময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় পর্ব আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য প্রথম পর্ব ইতিমধ্যে আমি পড়েছিলাম যাইহোক ভালো লাগলো ভিডিও পর্ব পড়ে।

এই রকম অল্প সময়ের বিয়ের অভিজ্ঞতা আমার আগেও কয়েকবার হয়েছে। ঐভাবে অনুষ্ঠান না হলেও দেখেছি মেয়ে পক্ষের চেষ্টার কোনো ত্রুটি থাকে না ছেলেপক্ষকে আপ্যায়ণ করার। আল্লাহর রহমতে ভালো আছে তারা সবাই। ধন্যবাদ আপনাকে।