ভারতীয় ঐতিহ্য এবং ভাষ্কর্যের নিদর্শন, রইলো কিছু ছবি রাজস্থানের।

in hive-120823 •  2 years ago  (edited)
IMG_20221212_233121.jpg
(জয়সালমের দুর্গ)
IMG_20221212_233102.jpg

প্রিয় বন্ধুরা,
আপনাদের সকলকে আমার পেজে স্বাগত জানিয়ে আজকের লেখা শুরু করছি। আজকে এখানে আমি নিয়ে এসেছি ভারতের বেশ কিছু ভাষ্কর্যের নিদর্শন।

রাজস্থান এমন একটি ভারতীয় রাজ্য যেখানে ইতিহাস আজও কথা বলে এছাড়াও ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের নিদর্শন।

ইতিহাস ঘেঁটে বহু নিদর্শনের বিষয় জানতে পারলেও সচক্ষে অনেক জায়গা দেখার উপলব্ধি আজও অর্জন করতে পারিনি।

তবে গত সপ্তাহে আমার মাসতুতো দাদা ঘুরতে গিয়েছিল রাজস্থান এবং আমার ইতিহাসের প্রতি টানের কথা মাথায় রেখে সে বেশকিছু ছবি আমাকে পাঠিয়েছিল।

আমি একপ্রকার মুগ্ধ হয়েছি ছবিগুলো দেখে, কারণ আমার মনে হয় ভারত এমন একটি দেশ যার প্রতিটি কোনায় কোনায় রয়েছে বিভিন্ন ভাষ্কর্যের নিদর্শন।

আজমের শরীফ, ঐতিহাসিক দুর্গ, পিংক সিটি জয়পুর, সিটি প্যালেস, ইত্যাদির সাথে স্থানীয় সংস্কৃতির নিদর্শন হিসেবে দেখতে পাওয়া যায় তাদের পোশাক এবং নৃত্য চোখে পড়ার মতো বিষয়।

IMG_20221212_232739.jpg
(সিটি প্যালেস, অভ্যন্তরীণ ভাস্কর্য)
IMG_20221212_232723.jpg
(মানেক চক, উদয়পুর)
IMG_20221212_232705.jpg
(সিটি প্যালেস)
IMG_20221212_232649.jpg
(নাখি লেক, মাউন্ট আবু)

এছাড়াও বেশ কিছু খাবার আছে যেগুলো রাজস্থানে খাবার হিসেবে বিখ্যাত, যেমন লাল মাস(লাল মাংস) এটি ঝালের জন্য বিখ্যাত, আগে যখন রান্নার লেখা লিখতাম, তখন রান্নার পদ্ধতি সহ তাদের পিছনের বহু ইতিহাস ভাগ করে নিয়েছি লেখার মাধম্যে।

এছাড়াও তালিকায় ঘেভার, ডাল - বাটি- চুর্মা ইত্যাদি সামিল।

অনেক দেশের মত ভারতের ইতিহাস শিহরণ জাগায়, যদি কখনো আপনি ঐতিহাসিক কোনো স্থান পরিদর্শন করে থাকেন তাহলে বুঝবেন কত পরিশ্রম, কত কাহিনীর সাথে লুকিয়ে আছে কত কান্না।

IMG_20221212_233047.jpg
(উমেদ ভবন প্যালেস)
IMG_20221212_233032.jpg
(শীষ মহল- আমের দুর্গ, জয়পুর)
IMG_20221212_233011.jpg
(হওয়া মহল জয়পুর এর সামনে দাদা এবং বৌদি)
IMG_20221212_232949.jpg
(খাজা গরীব নওয়াজ দ্বরগা শরীফ)
IMG_20221212_232934.jpg
(বিজয় স্তভ - চিত্তরগড়)
IMG_20221212_232919.jpg
(মহারানী পদ্মিনী প্যালেস)

সৌভাগ্যক্রমে আমার দক্ষিণ ভারত পরিদর্শনের সৌভাগ্য হয়েছিল, এবং সেখানে গিয়ে মহীশূর প্যালেস পরিদর্শনের সময় রুপোর দরজা সহ, সোনার সিংহাসন দেখেছিলাম।

সাথে ছিল সূক্ষ হাতের কাজের নিদর্শন কাঠের উপরে, বাইজি খানায় গিয়ে ছাদের দিকে তাকিয়ে চক্ষু চড়কগাছ হয়ে গেছিলো।

এখানে যেমন শীষ মহলটি দেখে আমি অভিভূত হয়ে গেলাম, যে সময় এটি তৈরি সেই সময় এমন সূক্ষ কাজের চিন্তা মাথায় আসাটাই অবাক ব্যাপার।

কারণ প্রযুক্তি সেই সময় আজকের মত আধুনিক ছিল না।
শারিরীক কর্ম দক্ষতার সাথে ছিল অকল্পনীয় সৃজনশীলতা।

প্রযুক্তির সুবিধার সাহায্য নিয়ে অনেক কিছুই আজ নির্মাণ সহজ হয়ে গিয়েছে, কিন্তু এই সকল ভাস্কর্য বুঝিয়ে দেয় চিন্তাধারা উন্নত হলে যেকোনো প্রতিবন্ধকতাকে উত্রে ফেলা যায়।

সহস্র বছরের ঐতিহ্য বহন করে আজও দাড়িয়ে আছে বহু ঐতিহাসিক নিদর্শন, আমার মনে হয় ভারতের একটি রাজ্য ভালো করে দেখতে হলে আমাদের কয়েক মাস কেটে যাবে।

IMG_20221212_232903.jpg
(স্বমাদিশস্বরা মহাদেব মন্দির, চিত্বরগড়)
IMG_20221212_232831.jpg
(সিটি প্যালেস- উদয়পুর)
IMG_20221212_232811.jpg
IMG_20221212_232847.jpg
(রাজস্থানি নৃত্য - ভাওয়াই ও ঘুমার)
IMG_20221212_232757.jpg

আমি ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছি, একজন ভারতবাসী হিসেবে আমি আমার দেশ এবং দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করি।
কাজেই আমার কাছে আমার দেশের সৌন্দর্য্য অন্যান্য অনেক দেশের চাইতে অধিক।

পরিশেষে বলবো আপনাদের কেমন লাগলো ছবিগুলো জানাতে ভুলবেন না নিজেদের উপস্থিতি, সমর্থন এবং মন্তব্যের মাধ্যমে।

ভালো থাকুন এবং ভালো কাটুক আপনাদের আগামী দিনগুলো এই কামনা করে আজকের মত বিদায় নিলাম।

top.fw.png
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJL81FSnaUvBWcD5iZTFpjf9ezxs3kiupVWRKF61XuqhasvCtC1JRTK9P6Sz7YNnUaWYABNiuL.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@sduttaskitchen আপনার লেখা পড়ে এবং ছবি গুলি দেখে মনে হচ্ছে, আমি রাজস্থানের পৌঁছে গেছি। আমার লেখার মাধ্যমে রাজস্থানের অনেক আজানা তথ্য জানার সুযোগ পেলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ বিষয় ভাগ করে নেবার জন্য। ভালো থাকবেন ম্যাম।🙏

Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord

Manually curated by @abiga554

logo3 Discord.png

Felicitaciones, su publication ha sido votado por @r2cornell-curate. También, encuéntranos en Discord

Thank you my dear friend for your kind support 🙏😊 💕

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @naka05

Screenshot_20221130-164846_Canva.jpg

Thank you @naka05 for selecting my post for curation.

অসংখ্য ধন্যবাদ দিদি আপনার জন্য এতো ভালো ভারতীয় ঐতিহ্য দেখার সৌভাগ্য হলো আমাদের সবার।আপনার লেখা পড়ে অনেক কিছু না জানা কথা জানতে পারলাম।

অনেক ধন্যবাদ আপনার উপস্থিতি এবং মূল্যবান মন্তব্যের জন্য।

এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবো কখনো চিন্তা করিনি। তারপরেও আবার বাস্তবে ধারণ করেছেন এমন দৃশ্যময় ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
দৃশ্যগুলোর মধ্যে অন্যতম আমার কাছে ভালো লেগেছে: সিটি প্যালেস, খাজা গরীব নওয়াজ দ্বরগা শরীফ, বিজয় স্তভ - চিত্তরগড় এছাড়াও আরো অনেক দৃশ্য। যেমন কিভাবে বললেন রুপার দরজা সোনার সিংহ 🦁।

শুধু দৃশ্য দেখেই খেলতো নয় এর সাথে আরো উপস্থিত অনেক খাবারের কথা উল্লেখ করেছেন লাল মাছ, লাল মাংস বিভিন্ন রকমের খাবার। বিগত দিনগুলোতে যে সমস্ত রেসিপি আপনি শেয়ার করেছিলেন তার মধ্যেও আপনি সেই খাবারের রেসিপিতেই শেষ করেনি তাদের ইতিহাস সহ উপস্থাপন করেছিলেন।

সবকিছু মিলিয়ে আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই বাংলাদেশ থেকে আপনার ভারতীয় দেশের কিছু দৃশ্য এবং খাবারের কথা জানতে পারলাম।

ভারতের প্রতিটি কোনায় কোনায় ঐতিহাসিক ছোঁয়া দেখতে পাওয়া যায়, এমনকি কলকাতাতেও বহু ঐতিহাসিক জায়গা রয়েছে যা পর্যটকদের নজর কাড়ে আজও, রইলো বাকি খাবার বিষয়, আমার পুরনো লেখা পড়লে জানতে পারবেন আমি প্রায় সব রান্নার ইতিহাস তুলে ধরবার চেষ্টা করেছি আমার বিগত দিনের লেখায়।

জি অবশ্যই।

রাজস্থানের কিছু কিছু জায়গায় সিনেমা/সিরিয়ালের শুটিং হয়, সেই সুবাদে জানা যে রাজস্থান খুব সুন্দর একটি দর্শনীয় স্থান। তবে আমাদের দেশের ঐতিহ্য, সংস্কৃতির এতো সুন্দর সুন্দর নিদর্শন, এতো বিখ্যাত খাবার (বিশেষ করে ডাল-বাটি-চুরমা) ও নৃত্যশৈলী সম্পর্কে আপনার লেখা এই পোস্টটি থেকে জানতে পারলাম। প্রত্যেকটি স্থানের আলাদা সৌন্দর্য রয়েছে, তবে হাওয়া মহল, শীষ মহল ও মানেকচক- উদয়পুর এই তিনটি ছবি আমার সবথেকে ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ এতো সুন্দর ভাবে আমাদের সাথে সব ছবি গুলো ভাগ করে নেওয়ার জন্য।

একদম সঠিক কথা, বহু ছায়াছবির শুটিং রজাস্থানে হয় এবং এই মুহূর্তে যে ছবিটির কথা মনে পড়ছে সেটা কঙ্গনা রানাউত অভিনীত মনিকর্নিকা।

অনেক ধন্যবাদ আপনার অভিমত প্রকাশের জন্য।

!upvote 50

the post has been upvoted successfully! Remaining bandwidth: 50%

Hey👋 my friend, thank you

রাজস্থান আমার ঘোরা কাজেই তোমার লেখা প্রতিটি বিবরণ আমি অনুভব করতে পারছি, চোখে না দেখলে এর প্রকৃত সৌন্দর্য্য উপভোগ করা সম্ভব নয়।

সেটা আমিও জানি, আপনি অনেক ভাগ্যবান কারণ আপনার ভারতের প্রায় সব জায়গা দর্শনীয়

Loading...

দিদি আপনি ভারতবর্ষের রাজস্থান হচ্ছে একটি প্রদেশ আমার জানা মতে। সেই রাজস্থানের ঐতিহ্যকে আপনি সুন্দর ও চমৎকার ভাবে নিখুঁতভাবে উপস্থাপন করছেন। আমি আপনার পোস্টের মাধ্যমে এত চমৎকার দৃশ্যগুলো উপভোগ করতে পেরেছি। আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। তবে ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে যা চোখে দেখার মতো। দিদি আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই।

আমারও আপনার মূল্যবান মন্তব্য পড়ে ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনার উপস্থিতি এবং এত সুন্দর মতামতের জন্য। আমি আশা করবো আগামীতে এই কমিউনিটিতে আপনি প্রতিদিন আপনার লেখা পড়ার সুযোগ আমাদের দেবেন।

ভারতে কখনো যাইনি, শুধু শুনেছি।
আজকে আপনার লেখা আর ছবিগুলো দেখে কেমন যেন মনে হচ্ছিল আমিও ভারতের মধ্যেই আছি।
অসাধারণ লেগেছে দেশের প্রতি আপনার ভালোবাসা দেখে।🙂

অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য,
এতো সুন্দর করে ভারতীয় ঐতিহ্য দেখার সৌভাগ্য করে দেওয়ার জন্য।
আপনার লেখা পড়ে অনেক কিছু না জানা কথা জানতে পারলাম।❤️

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া এত ভুয়সী প্রশংসার জন্য, আপনি ভালো কাজ করছেন দেখে আরো ভালো লাগছে। ভবিষ্যতেও এইভাবে কাজ করে যাবেন আশা রাখি।

দিদি আপনি রান্নার করার পাশাপাশি অনেক সুন্দর ফটোগ্রাফি ও করতে পারেন। ছবিগুলো এমন ভাবে তুলেছেন যেনো মনে হচ্ছে প্রতিটি ছবিই নিজ নিজ ভাষায় কথা বলছে। রাজস্থানে কোনও দিন যাওয়া হয় নি কিন্তু অনেক সিনেমায় দেখছি যেটা রাজস্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আপনার ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে।

sduttaskitchen আমরা অনেক ছবিতে দেখেছি রাজস্থানের এই সুন্দর জায়গা গুলি। মনে হচ্ছে আপনার ছবির মাধ্যমে রাজস্থানের বেশ কিছু জায়গা ঘুরে পারলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিষয় আমাদের সাথে ভাগ করে নেবার জন্য। ভালো থাকবেন।