We can't dream big until we have the zeal to chase it. We often try to find loopholes to avoid hurdles;
and sometimes, we give up in the middle because we can only see the present, not the future.
It is effortless to give up but challenging to survive.
We often do not want to face the hurdles and adore to follow the painless way.
We value dreaming ample but do not abide by the challenges that come the path of our dreams.
Today, I have achieved the goal;
but it was not at all a comfortable task.
In our lives, we have to be determined and focused on our goals.
We all see the success but never glance at the journey behind that conquest.
There are so many examples we can see;
but when it comes to executing them, we often lose our patience and focus.
Focus on significance the most, and we achieve those things; We give preference.
For me, self-identity matters the most. Because that is one dream not only me but my mother also glimpsed for me.
She always gave me and my sister one lesson;
and that was never to renounce dignity and chase your dream with your best efforts.
Nothing will remain in this world, and people will forget you if you walk in the crowd;
so try to select the path that makes you different.
People only recognize our achievements and do not retain us.
Time will flow, and people will forget us with the time;
but our achievements can create history.
At that time, I may not comprehend the meaning of those lessons;
but after her, I realised how true she was!
Everyone should create their self-identity.
The almighty created us equally with all the capabilities;
but our mindset makes us different from each other.
Today, I earmark my achievement to my mother. I am sure she will feel delighted for her daughter if she lives.
Being the daughter of a great mother, I can only promise to follow the honesty and the guidelines that my mother taught me from the beginning.
That was all about from my side because today I am happy yet emotional.
Thank you, steemit team, for giving me this prospect and showing your trust. I can only pledge to keep your faith intact.
আপনি আপনার জীবনের সফল হয়েছেন। এটা আমার কাছে খুবই খুশির একটা বিষয়। কারণ আপনি সবসময় বলেন ধৈর্য ধারণ করে,,, যে মানুষটা একটু একটু করে এগিয়ে যাবে। সে কোন না কোন একদিন ঠিকই সফল হবে। আজকে আপনার সফলতা যখন আমার সামনে আসলো। তখন আমি মনেপ্রাণে বিশ্বাস করতে শুরু করেছি। ধৈর্য সততা এবং কঠোর পরিশ্রম নিশ্চয়ই একদিন,,, আমাকেও আমার সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে।
আপনি ঠিকই বলেছেন,,, আমরা স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নের পথে আমরা যখন একটু একটু করে এগিয়ে যাই। বিভিন্ন ধরনের বাধা আমাদের সামনে আসে। তখন আমরা সেই বাধা গুলোকে মোকাবেলা করতে পারি না। আমরা আমাদের স্বপ্নের সেই পথ থেকে পিছিয়ে পড়ি।
আপনার মা আপনাকে এবং আপনার বোনকে যে শিক্ষা দিয়েছে। আপনারা সেই অনুযায়ী চলার চেষ্টা করেছেন। এবং আজকে আপনি সফল হয়েছেন।আসলেই সত্যি আপনার মা যদি আজকে বেঁচে থাকতো। কতটা খুশি হত সেটা হয়তোবা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু ছেলে মেয়ে যখন সফলতা অর্জন করে,,, তখন বাবা-মায়ের খুশির সীমা থাকে না।
আমি সৃষ্টিকর্তার কাছে সব সময় প্রার্থনা করি,,, আপনি অনেক দূর এগিয়ে যান। কারণ আপনি যখন অনেক দূর এগিয়ে যাবেন,,, আমার বিশ্বাস আপনি আমাদের সাথে নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার এই বিজয়ের জন্য আমি আবারো আপনাকে অভিনন্দন জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit