ছোটবেলায় একটি কথা বেশ কয়েকবার শুনেছি, হয়তো আমার মত অনেকেই শুনে থাকবেন, লেখাপড়া করে যে, গাড়িঘোড়া চড়ে সে!
অনেক বুদ্ধিজীবী যাদের হাত ধরে আমরা সভ্যতার পরিভাষা শিখেছি, এখনও শিখছি।
বাস্তবিক অভিজ্ঞতার হাত ধরে যেমন অনেক শিক্ষা অর্জন সম্ভব হয়তো অনেকটাই তবে পুঁথিগত শিক্ষাকে অস্বীকারের জায়গা নেই।
বাক সংযম তার একটি উৎকৃষ্ট উদাহরণ। কোথায় কোন কথা শোভা পায়, কোনো নির্দিষ্ট বিষয় হোক, জাতি, গোষ্ঠী তথা সম্প্রদায় সর্ম্পকে উক্তির ক্ষেত্রেও আমার মনে হয় এই পুঁথিগত শিক্ষার একটি বিশেষ অবদান রয়েছে।
একটা বয়স পর্যন্ত অনেকেই কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে অক্ষম হলেও, একটি সময়ের পরে আমরা সকলকেই এইটুকু অভিজ্ঞতা বা শিক্ষা অর্জন করে ফেলি, কোথায় বা কাকে কতটুকু বলা শোভনীয়।
এখন, এখানে পুঁথিগত শিক্ষার পাশাপশি, আমরা কাদের সাথে ওঠা বসা করছি সেটারও ভূমিকা রয়েছে।
প্রাথমিক শিক্ষা ঘর থেকে শুরু হয়, কাজেই যদি সেখানে ফাঁক রয়ে যায়, এবং এরপর যদি সময়ের সাথে সাথে সঙ্গ দোষে কেউ পড়ে যায়, সেক্ষেত্রেও ভালোর ভালোটা না দেখে মন্দের প্রতি আকর্ষিত হওয়া স্বাভাবিক।
বিদ্যা মানুষকে সাদা কালোর পার্থক্য শেখাবার প্রয়াস করতে পারে কিন্তু সেটা কতটা গ্রহণ করে নিজেকে উন্নত করবো, সেটা সম্পূর্ণ নিজেদের হাতে।
এই দিক থেকে আমি মাতা পিতার সল্প সময়ের সংস্পর্শে থেকেও যে শিক্ষায় এবং আদর্শে বড় হয়েছি, আজকে অনেকের মানসিকতা বোঝার পরে খানিক গর্বিত বোধ করি, নিজের পারিবারিক শিক্ষার কথা ভেবে।
ছেলেবেলায় খেলাধুলার সাথী হোক অথবা আজও আমার যাদের সাথে যোগাযোগ আছে, তাদের কেউ এপিজে আবদুল কালাম ইনস্টিটিউট এ গবেষণা করছে, আবার কেউ কেউ টাটা ইনস্টিটিউট এ অঙ্কে phd করবার প্রস্তুতি নিচ্ছে।
কাজেই, এদের সাথে কথা বললে বোঝা যায়, শালীনতার পরিভাষা, শিক্ষার গুরুত্ব( পুঁথিগত এবং পারিবারিক পরিবেশ) সবটা মিলিয়ে।
বই শুধু একটি সাদা কাগজে লেখা কালো কালির আঁকিবুঁকি নয়, এটা আমি বিশ্বাস করি;
আর ঠিক সেই কারণে, শত ক্লান্তির মাঝে বই পড়ায় আমার কোনোদিন ক্লান্তি আসেনি।
এখন যেমন বিভিন্ন ভাষার লেখা পড়ার সুযোগ আমাকে সেই দেশ তথা দেশের মানুষের ঐতিহ্য এবং সংস্কৃতি বুঝতে সাহায্য করে।
মার্জিত ভাষা শুধু শালীনতা বয়ে নিয়ে আসে না, সম্মানিত করে আমাদের মা বাবার দেওয়া শিক্ষাকে।
আর ঠিক তাই, হাজার অভব্য আচরণ দেখেও কখনো মুখ থেকে এমন কোনো অশালীন মন্তব্য বের করতে বোধহয় বাঁধে!
খারাপ হতে কোনো যোগ্যতার প্রয়োজন নেই, যোগ্যতার প্রয়োজন হয় ভালো মানুষ হতে।
বন্ধু মহলে যে ভাষা চলে, সেটা বোধহয় সর্বত্র প্রয়োগ সাজে না।
হতে পারে আমার সাথে অনেকেই সহমত পোষণ করবেন না, তবে নিজেকে জ্ঞানী মনে করলেই জ্ঞানী হওয়া সম্ভব নয়, যতক্ষণ ব্যবহার আর কাজে সেটার প্রয়োগ দেখা না যায়।
বিদ্যাসাগরকে দয়ার সাগর বলা হতো কারণ তিনি নিজের দারিদ্রতাকে উপেক্ষা করে মানুষের পাশে এমনকি মাইকেল মধুসূদন দত্ত কেও আর্থিক সহযোগিতা করেছিলেন।
যেসকল মানুষ নিজেরা পেট ভর্তি করে বসে, নিজেদের উপার্জন পাকা করে, অন্যদের কটূক্তি করতে এবং উস্কানি দিতে দুবার চিন্তা করেন না, তাদেরকে আর যাইহোক শিক্ষিত সম্প্রদায়ের দলভুক্ত করতে আমি অন্ততঃপক্ষে নারাজ।
হাই @sduttaskitchen আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি শিক্ষামূলক পোস্ট লিখে শেয়ার করেছেন। ঠিক বলেছেন আমারা সকলেই ছোটবেলা থেকে শুনে আসছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। সব থেকে বেশি ভালো লাগলো আপনি বাঙালি জানতে পারার পরে। ধন্যবাদ এত সুন্দর একটি শিক্ষামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই, আমি একেবারে মাছে ভাতে খাঁটি বাঙালি!😄
অনেক ধন্যবাদ আপনার উপস্থিতি তথা মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও মাছে ভাতে খাঁটি বাঙালি। আপনারা সাথে আমি পরিচিত হতে চায়। কিভাবে যোগাযোগ করতে পারি?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Discord ID:-
https://discord.gg/vwJUtAU2
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি আপনাকে। আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম আমাকে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখাটি গভীর চিন্তা ও অভিজ্ঞতার প্রতিফলন। শিক্ষার প্রকৃত গুরুত্ব, তা পারিবারিক কিংবা পুঁথিগত, সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি শক্তিশালী হাতিয়ার। শালীনতা, বাকসংযম, আর মনুষ্যত্বের প্রকাশ আমাদের আত্মমর্যাদাকে কেবল উঁচু করে না, বরং আমাদের পরিবারের মূল্যবোধকেও সম্মানিত করে। আপনার দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার প্রতি এই গভীর ভালোবাসা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। বর্তমান যুগে এই ধরনের মূল্যবোধ ধরে রাখা সত্যিই বিরল। আশা করি, আপনার এই দৃষ্টিভঙ্গি অনেককেই ইতিবাচক ভাবে প্রভাবিত করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit